ঈদুল আযহা ২০২৪ কত তারিখে বাংলাদেশ
মূলত মুসলমানদের দু'টো ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আযহা অন্যতম। আর এজন্যই সবার আগে মুসলমানদের জানার আগ্রহ থাকে যে, ঈদুল আযহা ২০২৪ কত তারিখে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবো।
ঈদ শব্দের মানে হলো আনন্দ। বছরে দু'টি ঈদের মাধ্যমে মুসলমানরা তাদের মনের প্রশান্তি পেয়ে থাকে। দু'টি ঈদের মধ্যে কোরবানির ঈদ অন্যতম। এই ঈদকে বড় ঈদ মনে করা হয়। কেননা কোরবানির ঈদে থাকে ত্যাগ তিতিক্ষা।
পোস্ট সূচীপত্রঃ
- ২০২৪ কোরবানি ঈদ কত তারিখে হবে
- ঈদুল আযহা ২০২৩ কত তারিখে ছিল
- ঈদুল আযহা ২০২২ কত তারিখে ছিল
- ঈদুল আযহা ২০২৪ কত তারিখ
২০২৪ কোরবানি ঈদ কত তারিখে হবে
আমরা জানি, ঈদুল আযহা ২০২৪ সালের কত তারিখে হতে পারে সেটা মূলত চাঁদ দেখার উপরে নির্ণয় করা হয়।ঈদুল আযহা আরবি মাস অনুযায়ী ১০ জিলহজ্জ মাসে অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশে মাস অনুয়ায়ী জুন মাসের ১৬ তারিখে হয়। সৌদি চাঁদ দেখা কমিটি ঘোষণা করে যে ১৬ তারিখে ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে।
তবে কথা হলো, আমাদের দেশে সাধারণত সৌদিতে যে দিন ঈদ করে, তার পরের দিনটিতে মূলত বাংলাদেশে পালন করা হয়। সেই হিসাব অনুযায়ী বাংলাদেশে জুন মাসের ১৭ তারিখে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।
ঈদুল আযহা ২০২৩ সালে কত তারিখে ছিল
প্রতিটা ঈদ মূলত আরবি মাসের ক্যালেন্ডার অনুসারে হযে থাকে। আর আরবি মাস অনুযায়ী ইংরেজী মাসের তারিখ বের করা হয়। আর সেই তারিখ অনুযায়ী ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছি বাংলাদেশে ২৯ জুন। সৌদি, কাতার এবং অন্যান্য মধ্যপ্রাচ্য হয়েছিল ২৮ জুন।
ঈদুল আযহা ২০২২ সালে কত তারিখে ছিল
ঈদ মূলত চাঁদ দেখার উপরে নির্ভর করা হয়। আরবি মাস অনুয়ায়ী ইংরেজী মাসের তারিখ নির্ণয় হয়। আর সেই হিসাব করলে ২০২২ সালে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছিল ১০ জুলাই। আর সৌদি তে হয়েছিল ৯ জুলাই। সৌদির পরের দিন বাংলাদেশে ঈদ পালন করা হয়।
ঈদুল আযহা ২০২৪ কত তারিখ
প্রতি বছরের ন্যায় এবছরেও আরব দেশগুলোর পরের দিন বাংলাদেশে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। বাংলাদেশে সরকার মধ্যপ্রাচ্যর দেশ সৌদি আরবের পরেরদিন ঈদের ঘোষণা দিয়ে থাকেন। তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি ১০ জিলহজ্জ ১৪৪৫ হিজরি, জুন মাসে ১৭ তারিখে আমাদের বাংলাদেশে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।
শেষ কথা
উপরোক্ত আরোচনায় আশা করি মনোযোগ দিয়ে পড়েছেন এবং বুঝতে পেরেছেন যে, ঈদুল আযহা ২০২৪ কত তারিখে অনুষ্ঠিত হবে।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url