ঢাকা টু টেকনাফ বাস ভাড়া এবং সময়সূচী জেনে নিন

ঢাকা টু টেকনাফ বাস ভাড়া এবং সময়সূচী সম্পর্কে আপনি কি  জানতে চাচ্ছেন? তাহলে এই পোস্টটি  আপনার জন্য। চলুন আজকে আপনাদেরকে জানাবো ঢাকা টু টেকনাফ সড়ক পথে  বাস চলাচলের সময়সূচী এবং ভাড়ার তালিকায় সম্পর্কে। বিস্তারিত জানতে নিচে পড়্রুন।

অনেকেই ঢাকা টু টেকনাফের বাস ভাড়া এবং সময়সূচী সম্পর্কে জানেন না। তাই এ সম্পর্কে জানার জন্য অনেক ইন্টারনেটে সার্চ করে থাকেন। আজকে আমরা এ পোষ্টের মাধ্যমে আপনাদের জানাবো ঢাকা টু টেকনাফ সড়ক পথে কোন বাস গুলো চলাচল করে ভাড়ার তালিকা এবং সময়সূচী সম্পর্কে।

পেজ সূচীপত্রঃ ঢাকা টু টেকনাফ বাস ভাড়া এবং সময়সূচী জানতে পড়ুন

কক্সবাজারের টেকনাফ নিয়ে কিছু কথা

প্রিয় পাঠক, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা কক্সবাজার জেলার অন্তর্গত  একটি উপজেলা হলো টেকনাফ। যা চট্টগ্রাম বিভাগে অবস্থিত। বাংলাদেশে যতগুলো সৌন্দর্যতম স্থান রয়েছে টেকনাফ তার মধ্যে একটি। টেকনাফে ভ্রমণ করার জন্য বাংলাদেশের মানুষ সহ বিদেশি পর্যটক রাও ভ্রমণ করতে আসে ও টেকনাফের সৌন্দর্য দেখতে। প্রতিবছর টেকনাফ দেখার জন্য 


লাখ লাখ মানুষ সড়ক পথে ভ্রমণ করে থাকে। আপনি ঢাকা থেকে টেকনাফে বেশ কয়েকটি মাধ্যমে পৌঁছাতে পারবেন। আপনি যদি চান বিমান বাস মাইক্রো অথবা ট্রেন ব্যবহার করে আপনি ঢাকা থেকে টেকনাফ যেতে পারবেন। তবে আপনি যদি অল্প খরচে এবং কোন সময়ে টেকনাফ যেতে চান, তাহলে আপনি ভালো বাসে করে টেকনাফ যেতে পারেন।

আরো পড়ুনঃ ইতালিতে প্রবাসী শ্রমিকদের বেতন কত  এবং কোন কাজের চাহিদা বেশি  

ঢাকা থেকে টেকনাফ যাওয়ার জন্য সড়কপথে অসংখ্য পরিমাণ বাস চলাচল করছে। যে বাসগুলো সবচেয়ে ভালো সার্ভিস দিচ্ছে সেই বা বাসগুলো সম্পর্কে আমরা জানবো। নিচে ঢাকা টু টেকনাফ বাস ভাড়া এবং সময়সূচী যে বাসগুলো  ঢাকা টু কক্সবাজার যায় সেগুলো জানতে পড়ুন।

যে বাসগুলো ঢাকা টু টেকনাফ যায়

  • হানিফ এন্টারপ্রাইজ  
  • সেঁজুতি ট্রাভেলস
  • সেন্টমার্টিন ট্রাভেলস 
  • রিলাক্স ট্রান্সপোর্ট 
  • শ্যামলী পরিবহন 
  • সৌদিয়া service 

প্রিয় পাঠক আপনি যদি বাসযোগে ঢাকা টু টেকনাফ জেতে চান তাহলে উপরে উল্লেখিত বাসগুলো ব্যবহার করে সহজে যাতায়াত করতে পারবেন। এই বাসগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো পুরো আর্টিকেলটি পড়তে থাকুন। নিচে ঢাকা টু টেকনাফ বাস ভাড়া এবং সময়সূচী জেনে নিন।

ঢাকা টু টেকনাফের বাসের সময়সূচী

আপনি যদি ঢাকা টু টেকনাফ যেতে চান তাহলে অবশ্যই আপনার সময়সূচী সম্পর্কে ধারণা থাকা উচিত। কেননা আপনি যদি সময়সূচি সম্পর্কে না জানেন, তাহলে কাউন্টারে গিয়ে সঠিক সময়ে পৌঁছাতে পারবেন না। এবং আপনার গন্তব্যেও পৌঁছাতে পারবেন না। নিচে ঢাকা টু টেকনাফের সময়সূচী তুলে ধরা হলো। 

  • হানিফ এন্টার প্রাইজ-ছাড়ার সময় রাত ৮:০০ পৌঁছার সময় সকাল ৮:০০
  • সেঁজুতি ট্রাভেলস-রাত ৮:৩০ পৌঁছাবে সকাল ৮:৩০ টা
  • সেন্টমার্টিন ট্রাভেলস- রাত ৯:০০ পৌঁছাবে সকাল ৯:০০টা 
  • রিলাক্স ট্রান্সপোর্ট- রাত ৯:৩০ পৌঁছাবে সকাল ৯:৩০টা 
  • শ্যামলী পরিবহন- রাত ১০:০০ পৌঁছাবে সকাল ১০:০০টা 
  • সৌদিয়া সার্ভিস - রাত ১০:০০ পৌঁছাবে সকাল ১০:৩০

সর্বশেষ আপডেট অনুযায়ী উল্লেখিত পাশের সময়সূচি গুলো তুলে ধরা হয়েছে। তবে কর্তৃপক্ষ যদি চায় যেকোনো সময় সময়সূচী পরিবর্তন করতে পারে। নিচে ঢাকা টু টেকনাফের বাস ভাড়া জানুন।

আরো পড়ুনঃ সরিষা ফুলের মধু চেনার উপায় এবং উপকারিতা

ঢাকা টু টেকনাফের বাস ভাড়া 

  • হানিফ এন্টারপ্রাইজ-১২৫০ টাকা
  • আপনি যদি ট্রাভেলস -১২০০ টাকা
  • মার্টিন ট্রাভেলস -১২০০ টাকা 
  • রিলাক্স ট্রান্সপোর্ট -১৩০০ টাকা
  • শ্যামলী পরিবহন -১৩০০ টাকা
  • সৌদিয়া সার্ভিস -১২৫০ টাকা

প্রিয় বন্ধুগণ আপনি যদি ঢাকা থেকে টেকনাফে সড়ক পথে  যেতে চান, তবে আপনার পছন্দের বাসটি বাছাই করুন। বাস বাছাই করে টিকিট কেটে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যান। তবে কিছু কিছু বিষয় লক্ষ্য করতে হবে যে, যেমন আপনি উচ্চ আরামদায়ক সিট পেতে চান তাহলে টাকা একটু বেশি খরচ করতে হবে। ঢাকা থেকে টেকনাফের উদ্দেশ্যে যাওয়া আপনার যাত্রা শুভ হোক।

লেখকের শেষ মন্তব্য  

উপরোক্ত আলোচনার  মাধ্যমে আপনারা জানতে পারলেন যে, ঢাকা টু টেকনাফ বাস ভাড়া এবং সময়সূচী।  কিভাবে সড়কপথে ঢাকা টু টেকনাফ সেরা কয়েকটি বাসের নাম ভাড়ার তালিকা এবং সময়সূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। প্রিয় বন্ধুগণ আপনি যদি কখনো ঢাকা থেকে টেকনাফ যেতে চান তবে উপরে উল্লেখিত বাসগুলো ব্যবহার করতে পারেন। আমার এই পোস্টটি আশা করি বুঝতে পেরেছেন। সম্পর্ণ পোস্ট পড়ার জন্য আপনাদের ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url