এক নজরে ৭টি মহাদেশের আয়তন এবং জনসংখ্যা ও সীমানা

অনেকেই ৭ টি মহাদেশের নাম জানেন কিন্তু এই ৭ টি মহাদেশের আয়তন, সীমানা এবং জনসংখ্যা সম্পর্কে ধারণা রাখেন না। তাই এক নজরে ৭টি মহাদেশের আয়তন এবং জনসংখ্যা ও সীমানা সম্পর্কে জানতে এই আর্টিকেলটি নিচে বিস্তারিতভাবে পড়তে থাকুন।
কোন ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে, বলুনতো পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? সহজেই উত্তর দিবে দিতে পারবে, তবে মহাদেশগুলোর আয়তন এবং জনসংখ্যা সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয়। তবে একটু ভাবতে হবে, চিন্তা করবেন, কি বলা যায়?নিচে এক নজরে ৭টি মহাদেশের আয়তন এবং জনসংখ্যা ও সীমানা সম্পর্কে জানুন।

পোস্ট সূচীপত্রঃ ৭ টি মহাদেশ সম্পর্কে জানতে পড়ুন

৭টি মহাদেশ নিয়ে কিছু কথা

পৃথীবিতে সর্বমোট ৭টি মহাদেশ রয়েছে। কোনো গুলো বড় আবার কোনোগুলো ছোটো। প্রতিটি মহাদেশ পৃথীবির ভিন্ন ভিন্ন প্রান্তে অবস্থিত। এসব প্রতিটি মহাদেশের নিজস্ব ভৌগোলিক সীমারেখা এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক ৭টি মহাদেশের আয়তন এবং জনসংখ্যা ও সীমানা সম্পর্কে।

এশিয়া মহাদেশ  (Continent of Asia)

পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম এশিয়া। ৭টি মহাদেশের আয়তন এবং জনসংখ্যা দিক দিয়ে এশিয়া মহাদেশ সবচেয়ে বড়। এশিয়া মহাদেশের আয়তন ১,৭১,৩৯,৪৪৫ বর্গ মাইল বা ( ৪,৪৩,৯১,১৬২ বর্গকিলোমিটার)। মূলত এশিয়া মহাদেশের আয়তন এবং এর অন্তর্ভুক্ত যে দেশগুলোর জনসংখ্যা। বিশেষ করে যে দেশগুলো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় জনবহুল। আর এ দেশগুলোর কারণে এশিয়া মহাদেশের অবস্থান শীর্ষস্থানে রয়েছে।
পৃথিবীতে যে জনসংখ্যা রয়েছে, সেই জনসংখ্যার প্রায় ৭.৬ বিলিয়ন মানুষ, যেখানে ৪.৪৩ বিলিয়ন মানুষ এশিয়াতেই বসবাস করে। এই বিষয়গুলোই শুধু এসে খেয়ে শ্রেষ্ঠ করেনি। শীর্ষ মাউন্ট এভারেস্ট ২৯,০৩৫ ফুট উচ্চতা নিয়ে স্ব-গর্বে এশিয়া মহাদেশের বুকে দাঁড়িয়ে আছে। তাছাড়া পৃথিবীর গভীরতম স্থান (ম্যারিয়ানা স্ট্রেস) মহাদেশে রয়েছে।

আরো পড়ুনঃ ইউরোপের ৫০ টি দেশের নাম- ইউরোপ মহাদেশের আয়তন 

আফ্রিকা মহাদেশ (African Continent) 

আফ্রিকা হলো পৃথিবী দ্বিতীয় মহাদেশ। ৭টি মহাদেশের আয়তন এবং জনসংখ্যা দিক থেকে আফ্রিকা মহাদেশ দ্বিতীয়। আফ্রিকা মহাদেশের আয়তন হলো ১,১৬,৬৭,২৩৯ বর্গমাইল (৩,০২,৪৪,০৪৯ বর্গ কিলোমিটার)। আফ্রিকা মহাদেশ জনসংখ্যা এবং  আয়তনের দিক দিয়ে উভয় স্থানেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আফ্রিকা মহাদেশের জনসংখ্যা হচ্ছে  ১,২১,৬১,৩০,০০০ জন।আফ্রিকা মহাদেশের গর্ব করার মতো রয়েছে, পৃথিবীর দীর্ঘতম নদ নীল-নদ। এই নীল নদটি সুদান থেকে শুরু হয়ে ভূমধ্যসাগর পর্যন্ত গিয়ে শেষ হয়েছে।  এই নদের দৈর্ঘ্য ৪,২৫৮ মাইল। 

উত্তর আমেরিকা মহাদেশ (Continent of North America) 

উত্তর আমেরিকা হল পৃথিবীর তৃতীয় তম  বৃহত্তম মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশের আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে এই মহাদেশটির অবস্থান ভিন্ন। উত্তর আমেরিকা মহাদেশের আয়তনে ৩য় স্থানে থাকলেও, জনসংখ্যা বৃদ্ধির হার খুবই কম। জনসংখ্যা বাড়ছে না বলে জনসংখ্যার দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছে। উত্তর আমেরিকা মহাদেশের জনসংখ্যা নির্ণয় করা হয়েছে ৫৭,৯০,২৪,০০ জন।

আরো পড়ুনঃ সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায়- দ.কোরিয়া  লটারি আবেদন

দক্ষিণ আমেরিকা মহাদেশ ( Continent of South Africa) 

দক্ষিণ আফ্রিকা মহাদেশ হলো বিশ্বের বৃহত্তম চতুর্থ তম মহাদেশ। উত্তর আমেরিকার মতো দক্ষিণ আমেরিকাতেও জনসংখ্যার দিক দিয়ে ভিন্নতা রয়েছে। আয়তনের চতুর্থ স্থানে থাকলেও জনসংখ্যার দিক দিয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের ৫ম। এবং দক্ষিণ আমেরিকার জনসংখ্যা নির্ণয় করা হয়েছে  ৪২,২৫,৩৫,০০০ জন।তবে জনসংখ্যার দিক দিয়ে দক্ষিণ আমেরিকা, 

পৃথিবীর বৃহত্তম শহর গুলোর তালিকা চতুর্থ স্থানে অবস্থান করছে। বিশ্বের দীর্ঘতম পর্বতমালাটি রয়েছে দক্ষিণ আমেরিকায়। দক্ষিণ আমেরিকা মহাদেশের ভেনেজুয়েলা থেকে তিলির দক্ষিণে অ্যান্ডিস পর্বতমালার প্রসার প্রায় ৪,৩০০ মাইল। দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় রেইন ফরেস্ট "আমাজান" বন এই মহাদেশের নয়টি দেশের মধ্য দিয়ে বিদ্যামান রয়েছে।

 আরো পড়ুনঃ মালয়েশিয়ার ভিসার আবেদন - পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক  

এন্টার্কটিকা মহাদেশ (Antarctica is a Continent) 

অন্যান্য মহাদেশের চেয়ে এন্টার্কটিকা মহাদেশকে জন মানবহীন মহাদেশ বলা হয়ে থাকে। আয়তনে দেশটি পঞ্চম স্থানে রয়েছে এন্টার্কটিকা মহাদেশের আয়তন ৫৫,০০,০০০ বর্গ মাইল বা ( ১৪,২৪৫,০০০ বর্গ কিলোমিটার) এন্টার্কটিকা মহাদেশ সারা পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণকারী জলবায়ুর বিভিন্ন পরিবর্তন পরিলক্ষিত হয়। গ্রীস্মে ৪,০০০ হাজার জন এবং শীতে এক হাজার গবেষক, এবং কর্মী সেখানে বসবাস করে। এর বাইরে কোন জনসংখ্যা এখানে দেখা যায় না বললেই চলে এবং সেটা সম্ভবও নয়।

 আরো পড়ুনঃ ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত ও সময়সূচি ২০২৪ জেনে নিন

ইউরোপ মহাদেশ (Continent of Europe)  

এইরম মহাদেশ জনসংখ্যার দিক দিয়ে তৃতীয় স্থান এবং আয়তনের দিক দিয়ে ৬ নাম্বর স্থানে রয়েছে। ইউরোপের আয়তন হলো ৩৯,৯৭,৯২৯ বর্গমাইল বা ( ১,০৩,৫৪,৬৩৬ বর্গকিলোমিটার) এবং জনসংখ্যার দিক দিয়ে প্রায়  ৭৩,৮৮,৪৯,০০০ জন। ইউরোপের সবচেয়ে বড় গর্বের বিষয় হলো এই দেশগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এবং এই মহাদেশে বিশ্বের বৃহত্তম এবং ক্ষুদ্রতম দেশ রয়েছে। বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া যার আয়তন ৬৬ বর্গমাইল। এবং ক্ষুদ্রতম দেশটি হলো ভ্যাটিকান সিটি যার আয়তন মাত্র ১০৯ একর।

 আরো পড়ুনঃ ইউরোপের যে দেশের ভিসা সহজে পাওয়া যায়- বিস্তারিত জেনে নিন

অস্টেলিয়া মহাদেশ (  Continent of Australia) 

আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া মহাদেশ যার আয়তন ২৯,৬৭,৯০৯ বর্গমাইল ( ৭৬,৮৬,৮৮৪ বর্গকিলোমিটার) । অস্ট্রেলিয়া মহাদেশ আয়তনে ছোট হলেও বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ। অস্ট্রেলিয়া মহাদেশের প্রায় ১০ শতাংশ বসবাসযোগ্য।
অস্ট্রেলিয়া মহাদেশের জনসংখ্যা ২,২৯,৯২,৬৫৪ জন। এই জনসংখ্যার বেশিরভাগ মানুষ উপকূলের শহর অঞ্চলে বসবাস করে থাকেন।

লেখকের শেষ মন্তব্য -  ৭টি মহাদেশের আয়তন এবং জনসংখ্যা  ও সীমানা সম্পর্কে

উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে,৭টি মহাদেশের আয়তন এবং জনসংখ্যা  ও সীমানা  সম্পর্কে। শুধু এশিয়া মহাদেশ সম্পর্কে নয়, বাকি ছয়টি মহাদেশ সম্পর্কেও আলোকপাত হয়েছে আশা করি  বুঝতে পেরেছেন। সাতটি মহাদেশ নিয়ে আলোচনা করাই নয় বরং সাতটি মহাদেশের আয়তন, জনসংখ্যা, সীমানা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি উপরোক্ত আর্টিকেল ন ভালোভাবে পড়েছেন এবং বুঝতে পেরেছেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url