ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম এবং আয়তন ও জনসংখা

আপনি কি ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম এবং আয়তন ও জনসংখা সম্পর্কে জানতে চাচ্ছেন? ইউরোপ মহাদেশের গরিব দেশের তালিকা এবং ধনী দেশের তালিকা,ইউরোপে কতগুলো দেশ আছে ইত্যাদি সম্পর্কে জানতে আর্টিকেলটি নিচে পড়তে থাকুন।
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম এবং আয়তন ও জনসংখা সম্পর্কে জানার আগে, তার আগে আমাদের জানতে হবে যে, ইউরোপে কয়টি দেশ রয়েছে। ইউরোপ মহাদেশের আওতায় কতগুলো দেশ পড়ে। আর এগুলো জানতে পুরো আর্টিকেলটি নিচে পড়ুন।

পোস্ট সূচীপত্রঃ ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম এবং আয়তন ও জনসংখা জানতে পড়ুন

ইউরোপ মহাদেশে কয়টি দেশ এবং কি কি 

আপনারা অনেকে হয়তো জানেন না যে, ইউরোপে কয়টি মহদেশ রয়েছে। সারা বিশ্বে মোট সাতটি মহাদেশ রয়েছে, সেগুলো আমরা সবাই জানি। তার মধ্যে ইউরোপ একটি মহাদেশ। আর এই মহাদেশের অবস্থান তৃতীয়। ইউরোপ মহাদেশে দেশের পরিমাণ হলো ৫০টি। আপনারা এই পোস্টের মাধ্যমে ইউরোপের ৫০টি দেশের নাম এবং তাদের রাজধানীর নামসহ বিস্তারিত জানতে পারবেন। পুরো আর্টিকেলটি নিচে পড়ুতে থাকুন।

ইউরোপের ৫০টি দেশের নাম ও রাজধানী 

ইউরোপের ৫০টি দেশের নাম এবং সেসব দেশের রাজধানী সম্পর্কে নিচে বিস্তারিত জানতে পারবেন। আপনাদের জন্য এই আলোচনাটি বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে কাজের জন্য যেতে ইচ্ছুক। বিশেষ করে তাদের জন্য ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে জানা বিশেষ প্রয়োজন। আপনি যদি ইউরোপ যেতে চান, তবে আপনাকে জানতে হবে,
কোন দেশগুলো সবচাইতে ধনী। এবং কোন দেশগুলো নিম্নমানের। ইউরোপের কোন দেশগুলোর চাহিদা বেশি এবং কোন দেশগুলোর চাহিদা কম। এই বিষয়গুলো আমরা আর্টিকেলটির মাধ্যমে আপনার আজকে জানাবো। নিম্নে ইউরোপের ৫০ টি দেশের নামের তালিকা উল্লেখ করা হলো।

দেশের নাম-রাজধানীর নাম 


জার্মানি- বার্লিন
আলবেনিয়া- তিরানা
বুলগেরিয়া- সেফিয়া
মেসিডোনিয়া- স্কোপজে
পোল্যান্ড- ওয়ারস
স্লোভাকিয়া- ব্লাটিস্লাভা
সুইডেন-স্টকহোম
রোমানিয়া- বুখাপেস্ট
হাঙ্গেরি- বুদাপেস্ট
রাশিয়া- মস্কো
বসনিয়া- হার্জেগোভিনা
বেলজিয়াম- ব্রাসেলস
ডেনমার্ক- কোপেন হেগেন
মন্টিনিগ্র- পোডগেরিকা
ফ্রান্স- প্যারিস
ক্রোয়েশিয়া- জাগোরেব
আয়ারল্যান্ড-ডাবলিন
গ্রীস- এথেন্স
নরওয়ে- অসলো
সাইপ্রাস- নিকোশিয়া
সার্বিয়া- বেলগ্রেড
এনডোরা- এনডোরন লা ভিলা
আইসল্যান্ড- রিকজাভিক
স্লোভেনিয়া- লুবজানা
অস্ট্রিয়া- ভিয়েনা
ফিনল্যান্ড- হেলসিংকি
কসোভো- ক্রিস্টিনা
ইংল্যান্ড- লন্ডন
নেদারল্যান্ড- আমস্টারডাম
লুক্সেমবার্গ- লুক্সেমবার্গ
সুইজারল্যান্ড- বার্ন
ইতালি- রোম
মালটা- ভালেটা
ইউক্রেন- কিয়েভ
মোনাকো- মোনাকো
আর্মেনিয়া- ইরেরেভান
পর্তুগাল- লিসবন
মলদোভা- চিসিনিউ
বেলারুশ- মিনস্ক
ভ্যাটিকান সিটি- ভ্যাটিকান সিটি
লিথুনিয়া- ভিনিয়াস
লিচেনস্টেইন-ভাদুজ
লাটভিয়া- রিগা
স্পেন- মাদ্রিদ
জর্জিয়া- তিবলিশ
সানমেরিনো- সানমেরিনো
এস্তোনিয়া- তাল্লিন ইত্যাদি

এগুলো হলো ইউরোপ মহাদেশের মধ্য অবস্থিত প্রায়তাদটি দেশ। আর এই ৫০টি দেশের নামসহ তাদের রাজধানী উল্লেখ করা হয়েছে। তবে অনেকেই মনে করে থাকেন যে, ইউরোপ মহাদেশের মোট ২৬ টি দেশ রয়েছে। তাহলে বলবো আপনি বুঝতে ভুল করেছেন। কেননা ইউরোপের অন্তর্ভুক্ত রয়েছে ২০টি দেশ  কিন্তু ইউরোপ মহাদেশে উপস্থিত আছে ৫০টি দেশ। অর্থাৎ মহাদেশ এবং ইউরোপ এই দুটির মধ্য পার্থক্য রয়েছে। এই দুইটির উপর ভিত্তি করে দেড় সংখ্যা হিসেবে হয়েছে।

আরো পড়ুনঃ ৭টি মহাদেশের আয়তন- জনসংখ্যা  ও সীমানা 

ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি 

ইউরোপ মহাদেশে উপস্থিত সবচেয়ে বড় দেশটির নাম হলো রাশিয়া। এবং আয়তনের দিক দিয়েও অনেক বড়। এই দেশটির আয়তনে এতটা বড় যে, আপনি চিন্তা করতে পারেন। এর আয়তনে এতটাই বিশাল যে, এর এক অংশ দিনের মধ্য পড়ে যায় আরেক অংশ রাত্রির মধ্য পড়ে যায়। তাহলে বিষয়টা বুঝুন দৈর্ঘ্য কতটা। 

ইউরোপ মহাদেশের  বৃহত্তম শহরগুলোর নাম 

৭টি মহাদেশের মধ্য ইউরোপ মহাদেশের অবস্থান তৃতীয়। ইউরোপ মহাদেশের সবচেয়ে বৃহত্তম শহরগুলো হলো লন্ডন,প্যারিস,ইস্তাম্বুল, মস্কো, মাদ্রিদ, মিলান, সেন্ট, বার্সোলোনা, পিটার্সবার্গ, এবং বার্লিন ইত্যাদি

ইউরোপের গরীব দেশের তালিকা 

বর্তমানে ইউরোপ মহাদেশগুলো মধ্যে সবচেয়ে গরীর দেশের মধ্য মাত্র ১০টি দেশ রয়েছে। আর এর মধ্যেও একটি গরীব দেশ হচ্ছে মলদোভা। আপনারা অনেকেই জানতে চান যে, ইউরোপ মহাদেশের সবচেয়ে গরিব দেশের নাম।  আর এজন্য অসংখ্য মানুষ অনলাইনে সার্চ করে থাকেন।  নিম্নে ইউরোপের গরীব দেশগুলোর নামের তালিকা দেওয়া হল। 

দেশের নাম- রাজধানী 

বুলগেরিয়া- সেফিয়া
মন্টিনিগ্রো-পোডগোরিকা
আলবেনিয়া-তিরানা
বেলারুশ- মিনস্ক
কসোভো- ক্রিস্টিনা
বসনিয়া- হার্জেগোভিনা
মলদোভা- চিসিনিউ
সার্বিয়া- বেলগ্রেড
ইউক্রেন- কিয়েভ
মেসিডোনিয়া- স্কোপজে

ইউরোপ মহাদেশের আয়তন 

ইউরোপ মহাদেশ জনসংখ্যার দিক দিয়ে তৃতীয় স্থান এবং আয়তনের দিক দিয়ে ৬ নাম্বর স্থানে রয়েছে। ইউরোপের আয়তন হলো ৩৯,৯৭,৯২৯ বর্গমাইল বা ( ১,০৩,৫৪,৬৩৬ বর্গকিলোমিটার) এবং জনসংখ্যার দিক দিয়ে প্রায় ৭৩,৮৮,৪৯,০০০ জন। ইউরোপের সবচেয়ে বড় গর্বের বিষয় হলো এই দেশগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা।
এবং এই মহাদেশে বিশ্বের বৃহত্তম এবং ক্ষুদ্রতম দেশ রয়েছে। বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া যার আয়তন ৬৬ বর্গমাইল। ভ্যাটিকান সিটি একটি ক্ষুদ্রতম দেশ এবং এর আয়তন মাত্র ১০৯ একর।

ইউরোপের ২৬ টি দেশের নাম 

ইউরোপের ২৬ টি দেশের নাম কি? তারা সে দেশগুলোর নাম জানার আগ্রহ প্রকাশ করে। ইউরোপ ২৬ টি দেশ নিয়ে গঠিত হয়েছে ইউরোপীয় ইউনিয়। কিন্তু বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সংখ্যা বেড়ে হয়েছে  ২৭ টি। তাই আপনারা যারা ইউরোপীয় ইউনিয়নের নাম জানতে আগ্রহ প্রকাশ করেছেন তারা নিম্নে লিখিত লিস্ট থেকে নাম এবং দেশের সকল যাবতীয় তথ্য জেনে নিতে পারেন। 

  1. অস্ট্রিয়া 
  2. ফিনল্যান্ড 
  3. ফ্রান্স 
  4. জার্মানি 
  5. গ্রীস 
  6. হাঙ্গেরি 
  7. এস্তোনিয়া 
  8. বেলজিয়াম 
  9. চেক প্রজাতন্ত্র 
  10. ডেনমার্ক 
  11. সুইজারল্যান্ড 
  12. সুইডেন 
  13. স্পেন 
  14. স্লোভেনিয়া 
  15. স্লোভাকিয়া 
  16. পর্তুগাল 
  17. পোল্যান্ড 
  18. আইসল্যান্ড
  19.  ইতালি 
  20. লাটভিয়া
  21. লিচেনস্টাইন
  22. লিথুনিয়া
  23. মাল্টা
  24. নেদারল্যান্ডস 
  25. লুক্সেমবার্গ 
  26. নরওয়ে
  27. ক্রোয়েশিয়া ( নতুন যুক্ত হওয়া দেশ) 

লেখকের শেষ মন্তব্য - ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম এবং আয়তন ও জনসংখা সম্পর্কে

উপরের আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে,ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম এবং আয়তন ও জনসংখা  , ইউরোপ মহাদেশের কযটি দেশ ও কি কি, ইউরোপের ৫০টি দেশের নাম ও রাজধানী, ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ, বৃহত্তম রাজধানীর নাম,ইউরোপের গরীব দেশের তালিকা, ইউরোপের ২৬ টি দেশের নাম ইত্যাদি সম্পর্কে।  আশা করি পুরো আর্টিকেলটি পড়েছেন এবং জানতে পেরেছেন।  আর্টিকেলটি পড়ে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আরো নতুন আপডেট তথ্যগুলো পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url