আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড ও অনলাইনে চেক করার নিয়ম
পোস্ট সূচীপত্রঃ আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড ও চেক করার নিয়ম জানতে পড়ুন
- আমি প্রবাসী PDO ট্রেনিং সার্টিফিকেট কি জানুন
- আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট চেক
- কোন কোন সার্টিফিকেটগুলো চেক করা যাবে?
- আমি প্রবাসী রেজিস্ট্রেশন যেভাবে করবেন
- আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট চেক করার পদ্ধতি
- প্রয়োজনীয় কিছু তথ্য
- কিছু সতর্কতা জানুন
- আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম
- আমি প্রবাসী হেল্পলাইন সম্পর্কে জানুন
- আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ফি কত টাকা লাগে
- আমি প্রবাসী এনরোলমেন্ট কার্ড যেভাবে পাবেন
- TTC সার্টিফিকেট যেভাবে পাবেন
- আমি প্রবাসীদের সার্টিফিকেট কি জানুন
- লেখকের শেষ মন্তব্য
প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট নিয়ে কিছু কথা
আপনাদের অনেকেই জানতে চান যে, আমি কিভাবে প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইনে মাধ্যমে চেক করবো।। আপনি খুব সহজেই আপনার হাতের ফোনের সাহায্যে, আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইনে চেক করার নিয়ম মেনে সহজেই চেক করতে পারবেন।
আমি প্রবাসী PDO ট্রেনিং সার্টিফিকেট কি জানুন
PDO ট্রেনিং সার্টিফিকেট কি, আপনার প্রবাসে যাওয়ার আগে এই বিষয়গুলো জানা খুবই জরুরী। PDO সার্টিফিকেট হলো সাধারণত তিন দিনের জন্য একটা কোর্স। আর এই কোর্সের মাধ্যমে, যেসব মানুষ অদক্ষ রয়েছে কিন্তু অর্থ উপার্জন করে ঘুরে দাড়ানোর আশায় বিদেশ যেতে চায়, তাদের জন্য মূলত PDO( Pre-Departure-Orientation ) ৩ দিনের কোর্স শেষে এই সার্টিফিকেটটি নিতে হয়।
একজন প্রবাসী ভাইয়ের জন্য PDO ট্রেনিং সার্টিফিকেট খুবই জরুরী। তবে আপনি যদি চান প্রবাসে গিয়েও করতে পারবেন। আপনি যদি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট নিয়ে থাকেন তবে বিদেশ যেতে পারবেন, আবার না নিয়ে থাকলেও বিদেশ যেতে পারবেন। কিন্তু আপনি যদি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট নিয়ে প্রবাসে যান তাহলে আপনার জন্যই সুবিধা হবে, কাজ পাবার ক্ষেত্রে এবং বেতনের পরিমাণটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকে।
তাই আপনি একটু কষ্ট করে তিন দিনের জন্য PDO কোর্স সার্টিফিকেট নিয়ে তারপরে বিদেশে পারি জমানোটাই আপনার জন্য ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন।
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট চেক
আপনি যদি প্রবাস গ্রামী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য, আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইনে চেক করার নিয়ম জানাটা অতীব জরুরী এবং গুরুত্বপূর্ণ। প্রায় অনেক মানুষই আছেন, যারা PDO তিন দিনের কোর্স কমপ্লিট করার পর। আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড এবং প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট চেক করতে হয়, সেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষের জানা থাকে না। তাই আপনাদের
সুবিধার্থে, আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইনে চেক করার নিয়ম এবং আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে "আমি প্রবাসী" এটা হচ্ছে একটা অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রতিদিন হাজার মানুষ সুবিধা লাভ করছে।তাদের বিদেশ যাওয়ার পথ গুলো আরো সহজতর হয়ে যাচ্ছে।
ইমিগ্রেশন পদ্ধতি এবং বিভিন্ন খরচ থেকে বাঁচতে "আমি প্রবাসী" অ্যাপ এবং ওয়েবসাইট বিশেষভাবে সাহায্য করে থাকে। আপনি যদি আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইনে চেক করার নিয়ম এবং আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম জানতে চান, তাহলে সহজেই প্রবাসী অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন।কোন কোন সার্টিফিকেটগুলো চেক করা যাবে?
PDO ট্রেনিং সার্টিফিকেটঃ আপনি যদি বিদেশ গামী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য বিদেশে যাওয়ার পূর্বে এই প্রশিক্ষণের সার্টিফিকেটটি খুবই গুরুত্বপূর্ণ।
জেনারেল সার্টিফিকেটঃ যারা PDO ট্রেনিং করেননি অচথ প্রবাসে যেতে চাচ্ছেন, সাধারণত তাদের জন্য মূলত এই সার্টিফিকেট।
হোম ট্রেনিং সার্টিফিকেটঃ আপনি ঘরে বসে প্রশিক্ষণের মাধ্যমে সার্টিফিকেট যেমন- হাউজকিপিং, গার্ডেনিং, ইলেকট্রিশিয়ান ইত্যাদি। এই সার্টিফিকেট গুলো চেক করা যাবে।
আমি প্রবাসী রেজিস্ট্রেশন যেভাবে করবেন
আমি প্রবাসী রেজিস্ট্রেশন করতে প্রথমে আপনাকে আপনার হাতের মোবাইল দিয়ে "আমি প্রবাসী"(Ami Probashi) অ্যাপ ইন্সটল করতে হবে। আমি প্রবাসী অ্যাপে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন ও পাসওয়ার্ড সেট করার পর আপনার ব্যক্তিগত যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন। এরপর আপনার যোগ্যতা ও পাসপোর্ট এর তথ্য দিয়ে BMET রেজিস্ট্রেশনের জন্য আবেদন করুন।
৭২ ঘন্টার পর পাসপোর্ট ভেরিফিকেশন শেষে আপনি রেজিষ্ট্রেশনের ফি পেমেন্ট করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। আপনার যখন "আমি প্রবাসী" অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়ে যাবে, আপনাকে BMET রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আপনি "আমি প্রবাসী" অ্যাপের মাধ্যমে সহজেই বিদেশ যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আশা করি সমস্থ বিষয়গুলো বুঝতে পেরেছেন। কিভাবে আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হয়। আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড সম্পর্কে জানতে নিচে পড়ুন।
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট চেক করার পদ্ধতি
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট আপনি অনলাইনে সাধারণত ২ ভাবে চেক করতে পারবেন। আমি প্রবাসী অ্যাপ এবং ওয়েব সাইটের মাধ্যমে। আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেটটি যেভাবে চেক দিতে পারবেন নিচে জেনে নিন।
- আমি প্রবাসী" অ্যাপটি ডাউনলোড করুন।
- ওয়েবসাইটঃ https://amiprobasi.comএই লিঙ্কে প্রবেশ করুন
- এসএমএসঃ AMI<Passport Number> টাইপ করে 16216 নাম্বারে পাঠিয়ে দিবেন।
প্রয়োজনীয় কিছু তথ্য
- আপনার পাসপোর্ট নাম্বার
- আপনার PDO সার্টিফেকেট/ জেনারেল সার্টিফিকেট/হোম ট্রেনিং সার্টিফিকেট
- আপনার জন্ম তারিখ
কিছু সতর্কতা জানুন
- আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাকে কোন প্রকার ফি প্রদান করতে হবে না।
- আমি প্রবাসী সার্টিফিকেট সংক্রান্ত কোন সমস্যার জন্য "আমি প্রবাসী" হেল্পলাইনে (16216) সরাসরি যোগাযোগ করবেন
- আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেটের বৈধতা যাচাই করার জন্য আপনি সঠিক URL টি ব্যবহার করুন।
- আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট চেক করার গুরুত্ব জানুন
- প্রবাসীদের দক্ষতা এবং অদক্ষতা যাচাই করার জন্য
- প্রবাসে কর্মসংস্থানের ক্ষেত্রে সাধারণত সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়
- বেশি বেতনের সম্ভাবনা থাকে
- বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধাগুলো ভোগ করার জন্য
- প্রবাসে দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম
আপনারা যদি আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইনে চেক করার নিয়ম ফলো করেন, তাহলে আপনি ২ ভাবে ডাউনলোড করতে পারবেন। আপনার কাছে যেটা সহজ মনে হয় । আপনার যদি মনে করেন,অ্যাপ থেকে ভালো হবে তাহলে অ্যাপ থেকেই আপনি ডাউনলোড করবেন। আবার যদি মনে করেন ওয়েববসাইট থেকে ডাউনলোড করবেন তবে তাও করতে পারবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। নিচে বিস্তারিত জেনে নিতে পারেন।
১: "আমি প্রবাসী" অ্যাপ থেকে প্রবাসী ট্রেনিং সার্সটিফিকেট ডাউনলোড করতে পারবেন।
২: আমি প্রবাসী ওয়েবসাইট থেকেও আপনি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
আমি প্রবাসী অ্যাপ থেকে সার্টিফিকেট ডাউনলোড করবেন যেভাবে
প্রথমে আপনাকে "আমি প্রবাসী অ্যাপে" আপনার মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে লগিন করতে হবে।
- এরপর আপনাকে (PDO)-Pre-Departure-Orientation অফশনে গিয়ে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে Download Certificate অপশন এ গিয়ে click করতে হবে।
- তারপর পেমেন্ট অপশনে সিলেক্ট করুন
- এরপর আপনাকে যেটা করতে হবে, মোবাইল ব্যাংকিং বিকাশ বা ব্যাংক নামে একটা অপশন আছে, সেটা সিলেক্ট করে ১০০ পেমেন্ট সম্পূর্ণ করতে হবে।
- এরপর আপনি যদি, Download Certificate অপশনে গিয়ে ক্লিক করেন তাহলে খুব সহজে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে।
- ওয়েবসাইট থেকে প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম জানুন
- প্রথমে আপনাকে ওয়েব সাইটে ভিজিট করতে হবে
- এরপর উপরের মেনুবার থেকে আপনাকে PDO অপশনে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে।
- Download Certificate অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার Passport Number লিখে Captcha পূরণ করে Search অপশনে গিয়ে ক্লিক করতে হবে।
- এরপর আপনার সার্টিফিকেটের পিডিএফ ফাইল চলে আসবে, এরপর উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড দিতে হবে।
আমি প্রবাসী হেল্পলাইন সম্পর্কে জানুন
+৮৮০৯৬৩৮০১৬৭৬
+৮৮০১৭০৯৬৪৭২৮১
+৮৮০১৭১৩৬৫২৯৪২
E-mail Address: support@amiprobashi.com
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ফি কত টাকা লাগে
প্রতিটি প্রবাসগামী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট গ্রহণ করার জন্য, ফি দিতে হয় মূলত ১০০ টাকা। আপনি যখন আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেটটি অ্যাপ অথবা কোনো ওয়েবসাইট থেকে গ্রহণ করেন। তখন আপনাকে ফি টা অবশ্যই পরিশোধ করতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন।
আমি প্রবাসী এনরোলমেন্ট কার্ড যেভাবে পাবেন
আপনারা অনেকেই জানতে চান যে, আমি প্রবাসী এনরোলমেন্ট কার্ডটা আমি কিভাবে পাব? Ami Probashi অ্যাপের মাধ্যমে আপনি এনরোলমেন্ট কার্ডটি পাবেন কিংবা www.amiprobashi.com এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনার পাসপোর্ট এর তথ্য দিয়ে সার্টিফিকেটটি আশা করি গ্রহণ করতে পারবেন।
TTC সার্টিফিকেট যেভাবে পাবেন
যারা বিদেশ যাওয়ার জন্য প্রস্ততি নিচ্ছেন এবং বিদেশ যাওয়ার জন্য TTC থেকে সফলভাবে ট্রেনিং সম্পন্ন করেছেন, আপনারা টিটিসি থেকে একটা সার্টিফিকেট পাবেন। এজন্য আপনাকে টিটিসি কোর্সের নাম এবং আপনি কোর্সের সময় ভর্তি হওয়ার জন্য, যে পাসপোর্ট নাম্বার দিয়েছিলেন/এনআইডি/জন্মনিবন্ধন নাম্বার সেটাসহ, আপনি যদি বিকাশে ১০০ টাকা পেমেন্ট করতে পারেন। তাহলে আপনি "আমি প্রবাসী" ওয়েবসাইট থেকে খুব সহজেই TTC সার্টিফিকেট পেয়ে যাবেন।
আমি প্রবাসীদের সার্টিফিকেট কি জানুন
আমি প্রবাসী সার্টিফিকেট এর অপন নাম হলো PDO সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি আপনারা যখন বিদেশ যাবেন ভ্রমণ বা কাজের উদ্দেশ্যে নিয়ে জাবেন তখন এই সার্টিফিকেটটি লাগবে। আপনি চাইলে এই সার্টিফিকেটটি "আমি প্রবাসী" ওয়েবসাইট থেকে ডাউনলোড করে রাখতে পারেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url