মেট্রোরেলের ভাড়ার তালিকা ও সময়সূচী জেনে নিন ১ মিনিটে
পোস্ট সূচীপত্রঃ মেট্রোরেলের ভাড়ার তালিকা ও সময়সূচী জানতে পড়ুন
- মেট্রোরেল
- এক নজরে মেট্রোরেল প্রকল্প
- মেট্রোরেলের ভাড়ার তালিকা
- মেট্রোরেলের স্টেশনগুলো
- মেট্রোরেলের সময়সূচী দেখুন
- মেট্রোরেলে নিরাপত্তা ব্যবস্থা
- মেট্রোরেল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য
- মেট্রোরেলের টিকিট কিভাবে কিনবেন
- মেট্রোরেলের পাস হারালে কি করবেন
- মেট্রোরেল কোন দিন বন্ধ থাকে?
- সরকারি ছুটির দিন কি মেট্রোরেল বন্ধ থাকে?
- লেখকের শেষ মন্তব্য
মেট্রোরেল
মেট্রোরেলের প্রকল্প বাংলাদেশের মানুষের কাছে একটি স্বপ্নের প্রকল্প। ঢাকার যানজট দূর করার জন্য মেট্রোরেল প্রকল্পের পদক্ষেপ গ্রহণ করা হয়। আর এই প্রকল্প হাতে নেয়া হয়েছিল ২০১২ সালে এবং মেট্রোরেলের কাজ শুরু করা হয়েছিল ২০১৭ সালে। মেট্রোরেলের কাজ শেষ হওয়ার পরে উদ্বোধন হয়েছিল ২০২২ সালে। যাবতীয় তথ্যগুলো আলোকপাত হল।
এক নজরে মেট্রোরেল প্রকল্প
মেট্রোরেল প্রকল্পটি ২০১২ সালে হাতে নেওয়া হলেও, শুরু হয়েছিল ২০১৭ সালে এবং শেষ হয়েছে ২০২২ সালের ২৮ শে ডিসেম্বরে। মেট্রোরেল সম্পর্কে অনেক মানুষ অনেক কিছু জানার আগ্রহ প্রকাশ করেছেন। মেট্রোরেল নির্মাণ ব্যয় কেমন, মেট্রোরেলের ভাড়া কেমন, মেট্রোরেলের সময়সূচি, মেট্রোরেল তৈরিতে সহযোগী প্রতিষ্ঠান কোনগুলো এবং মেট্রোরেলের দৈর্ঘ্য কত ,
স্টেশন সংখ্যা কত, সাপ্তাহিক বন্ধ কবে, চাকরি পরিবহন ক্ষমতা কত, শীততাপ নিয়ন্ত্রিত কিনা ইত্যাদি যাবতীয় সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করছেন। তাই আমরা এই আর্টিকেলটির মাধ্যমে মেট্রোরেলের প্রকল্পে যাবতীয় তথ্য সম্পর্কে নিচে উল্লেখ করা হলো। পুরো আর্টিকেলটি পড়তে থাকুন। জেনে নিন মেট্রোরেলের প্রকল্পে যাবতীয় তথ্য সম্পর্কে আলোকপাত হল।
মেট্রোরেল | প্রকল্প |
---|---|
কাজ শুরু করা হয়েছে | ২০১৭ সালে |
দৈর্ঘ্য | ২২ কিঃমিঃ |
সর্ব্বোচ্চ গতি | ১২০ কিঃমিঃ ঘন্টায় |
ভাড়া | ২০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা |
সহযোগী প্রতিষ্ঠান | জাপান, জাইকা |
যাত্রী পরিবহন ক্ষমতা | প্রতি ঘন্টায় ৬০ হাজার,প্রতিদিন তা দাঁড়ায় ৫ লক্ষ |
সাপ্তাহিক বন্ধ | শুক্রবার |
স্টেশন সংখা | ১৭ টি |
প্রকল্প | ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা |
অর্থায়ন | জাইকো ৭৫% বাংলাদেশ ২৫% |
শীততাপ নিয়ন্ত্রন | প্রতিটি এসি কোচ |
মেট্রোরেলের ভাড়ার তালিকা
মেট্রোরেলের ভাড়ার তালিকা ও সময়সূচী সম্পর্কে যাবতীয় তথ্য এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানো হয়েছে পড়তে থাকুন। মেট্রোরেলের টোটাল ১৭ টি স্টেশন রয়েছে। প্রতিটি স্টেশন থেকে কে কোথায় যাবেন, তার ভাড়ার তালিকা গুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয়েছে। আপনি যদি নিচে মেট্রোরেলের ভাড়ার তালিকা দেখেন, আশা করি খুব সহজেই আপনি বুঝতে পারবেন।আপনাদের
বুঝতে যেন সুবিধা হয় সেজন্য নিচে ছক করে দেওয়া হলো। আপনি যদি দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন। মেট্রোরেল প্রতিটি স্টেশন পর পর থামে। তাই প্রতিটি স্টেশনে পরপর মেট্রোরেলের ভাড়া ১০ টাকা করে যোগ করা হয়। এর মানে দ্বারায় আপনার বারা যদি সর্বনাশ বিশ টাকা হয় তাহলে পরের স্টেশনের নাম দিয়ে ৩০ টাকা। মেট্রোরেলের ভাড়া সর্বনিম্ন ২০ টাকা থেকে শুরু করে
১০০ টাকা পর্যন্ত। এভাবে সাধারণত মেট্রোরে ভাড়া নির্ধারণ করা হয়। নিচে মেট্রোলের ভাড়ার তালিকাগুলো উল্লেখ করা হলো । প্রিয় পাঠক আপনারা মেট্রোরেলের ভাড়ার তালিকাগুলো দেখে নিন বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
উত্তরা | নর্থ হইতে |
---|---|
উত্তরা সেন্টার | ভাড়া ২০ টাকা |
উত্তরা দক্ষিণ | ভাড়া ২০ টাকা |
মিরপুর-১১ | ভাড়া ৩০ টাকা |
পল্লবী | ভাড়া ৩০ টাকা |
কাজিপাড়া | ভাড়া ৪০ টাকা |
মিরপুর-১০ | ভাড়া ২০ টাক |
আগারগাঁও | ভাড়া ৬০ টাকা |
শেওড়াপাড়া | ভাড়া ৫০ টাকা |
উত্তরা | সেন্টার হইতে |
---|---|
উত্তরা নর্থ | ভাড়া ২০ টাকা |
পল্লবী | ভাড়া ২০ টাকা |
উত্তরা সাউথ | ভাড়া ২০ টাকা |
মিরপুর-১০ | ভাড়া ৩০ টাকা |
মিরপুর-১১ | ভাড়া ৩০ টাকা |
শেওরাপাড়া | ভাড়া ৪০ টাকা |
কাজিপাড়া | ভাড়া ৪০ টাকা |
আগারগাঁও | ভাড়া ৫০ টাকা |
উত্তরা | সাউথ হইতে |
---|---|
উত্তরা সেন্টার | ভাড়া ২০ টাকা |
উত্তরা নর্থ | ভাড়া ২০ টাকা |
পল্লবী | ভাড়া ২০ টাকা |
মিরপুর-১০ | ভাড়া ২০ টাকা |
মিরপুর-১১ | ভাড়া ৩০ টাকা |
শেওরাপাড়া | ভাড়া ৩০ টাকা |
কাজিপাড়া | ভাড়া ৪০ টাকা |
আগারগাঁও | ভাড়া ৪০ টাকা |
পল্লবী | হতে |
---|---|
উত্তরা সেন্টার | ভাড়া ২০ টাকা |
উত্তরা সাউথ | ভাড়া ২০ টাকা |
কাজিপাড়া | ভাড়া ২০ টাকা |
উত্তরা নর্থ | ভাড়াত৩০ টাকা |
মিরপুর-১০ | ভাড়া ২০ টাকা |
মিরপুর-১১ | ভাড়া ২০ টাকা |
আগারগাও | ভাড়া 3০ টাকা |
শেওড়াপাড়া | ভাড়া ৩০ টাকা |
মিরপুর--১১ | নাম্বার থেকে |
---|---|
উত্তরা সেন্টার | ভাড়া ৩০ টাকা |
পল্লবী | ভাড়া ২০ টাকা |
উত্তরা নর্থ | ভাড়া ৩০ টাকা |
উত্তরা সাউথ | ভাড়া ২০ টাকা |
কাজীপাড়া | ভাড়া ২০ টাকা |
মিরপুর-১০ | ভাড়া ২০ টাকা |
আগারগাঁও | ভাড়া ৩০ টাকা |
শেওড়াপাড়া | ভাড়া ৩০ টাকা |
মিরপুর-১0 | নাম্বার থেকে |
---|---|
পল্লবী | ভাড়া ২০ টাকা |
মিরপুর-১১ | ভাড়া ২০ টাকা |
উত্তরা সেন্টার | ভাড়া ৩০ টাকা |
উত্তরা সাউথ | ভাড়া ৩০ টাকা |
আগারগাঁও | ভাড়া ২০ টাকা |
কাজীপাড়া | ভাড়া ২০ টাকা |
উত্তরা নর্থ | ভাড়া ৪০ টাকা |
শেওড়াপাড়া | ভাড়া ২০ টাকা |
কাজীপাড়া | হইতে |
---|---|
পল্লবী | ভাড়া ২০ টাকা |
মিরপুর-১০ | ভাড়া ২০ টাকা |
মিরপুর-১১ | ভাড়া ২০ টাকা |
উত্তরা সাউথ | ভাড়া ৩০ টাকা |
উত্তরা নর্থ | ভাড়া ৪০ টাকা |
উত্তরা সেন্টার | ভাড়া ৪০ টাকা |
আগারগাঁও | ভাড়া ২০ টাকা |
শেওড়াপাড়া | ভাড়া ২০ টাকা |
শেওড়াপাড়া | হইতে |
---|---|
মিরপুর-১০ | ভাড়া ২০ টাকা |
মিরপুর-১১ | ভাড়া ২০ টাকা |
কাজীপাড়া | ভাড়া ২০ টাকা |
পল্লবী | ভাড়া ৩০ টাকা |
উত্তরা সেন্টার | ভাড়া ৪০ টাকা |
উত্তরা সাউথ | ভাড়া ৪০ টাকা |
আগারগাঁও | ভাড়া ২০ টাকা |
উত্তরা নর্থ | ভাড়া ৫০ টাকা |
আগারগাঁও | হইতে |
---|---|
কাজীপাড়া | ভাড়া ২০ টাকা |
শেওড়াপাড়া | ভাড়া ২০ টাকা |
মিরপুর-১০ | ভাড়া ২০ টাকা |
মিরপুর-১১ | ভাড়া ৩০ টাকা |
উত্তরা সাউথ | ভাড়া ৪০ টাকা |
উত্তরা নর্থ | ভাড়া ৬০ টাকা |
পল্লবী | ভাড়া ৩০ টাকা |
উত্তরা সেন্টার | ভাড়া ৫০ টাকা |
মেট্রোরেলের স্টেশনগুলো
মেট্রোরেলের স্টেশন কতগুলো এবং কি কি সেগুলো আজকে আপনাদের জানাবো। মেট্রোরেলের মোট ১৭ স্টেশন রয়েছে আর সেই স্টেশনগুলো আপনাদের সুবিধার্থে নিচে উল্লেখ করা হলো দেখুন। মেট্রোরেল বাংলাদেশের জন্য একটা মাইলফলক।
স্টেশন | STATION |
---|---|
উত্তরা কেন্দ্র | Uttara Center |
উত্তরা নর্থ | Uttara north |
পল্লবী | Pallabi |
উত্তরা দক্ষিণ | Uttara South |
মিরপুর-১০ | Mirpur-10 |
মিরপুর-১১ | Mirpur-11 |
আগারগাঁও | Agargaon |
কাজিপারা | Kajipara |
বিজয় স্বরণী | Bijoy Sarawni |
শেওরাপাড়া | Shewrapara |
কারওয়ান বাজার | Karwan Bazar |
ফার্মগেট | Framgate |
শাহবাগ | Shahbag |
মতিঝিল | Motijheel |
বাংলাদেশ সচিবালয় | Bangladesh Secretariat |
ঢাকা বিশ্ববিদ্যালয় | Dhaka University |
মেট্রোরেলের সময়সূচী দেখুন
মেট্রোরেল উদ্বোধনের পর থেকে প্রথমদিকে কিছুদিন সকাল ৮:৩০ থেকে দুপুর ২ টা পর্যন্ত চলেছে। পরিস্থিতি বিবেচনা করে অনেক সময় ট্রেনের সময় পরিবর্তন করা হয়। যেমন ৩১ মে ২০২৩ সময় সময়বৃদ্ধি করে দুপুর ১২ টার পরিবর্তে রাত ৮.০০ টা পর্যন্ত চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমান সময়সূচি অনুযায়ী ৩১ মে সকাল ৮.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত মেট্রোরেল চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিম্নে মেট্রোরেলের সময়সূচী গুলো দেখে নিন
- মেট্রোরেল প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে বেলা ১১.০০ টা পর্যন্ত প্রতি ১০ মিনিট পর পর ছাড়বে।
- মেট্রোরেল সকাল ১১.০০ টা থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত ১৫ মিনিট পরপর ছাড়বে।
- মেট্রোরেল দুপুর ৩.০০ টা থেকে সন্ধা ৬.০০ টা পর্যন্ত প্রতি ১০ মিনিট পর পর ছাড়বে।
- মেট্রোরেল সাধারণত ৬.০০ টা থেকে ৮.০০ আটটা পর্যন্ত ১৫ মিনিট পর পর ছাড়বে
- মেট্রোরেল উদ্বোধনের পর থেকেই উত্তরা এবং আগারগাঁও স্টেশনে থেমেছে।
- পল্লবী স্টেশনে ২০২৩ সালের ২৫ জানুয়ারি থামছে।
- উত্তরা সেন্টার বা স্টেশনে ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ থেমেছে।
- মিরপুর ১০ নম্বর স্টেশনে ১ মার্চ থেকে থামছে।
- কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশনে ১৫ মার্চ ২০২৩ থেকে থেমেছে।
- উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশনে ২০২৩ সালের ৩১ মার্চ থেকে থামছে।
প্রিয় পাঠক আশা করি মেট্রোলের সময়সূচী সম্পর্কে উপরোক্ত আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছেন। মেট্রোরেল যানজট নিরাসনে ব্যাপকভাবে কাজ করছে মানুষের সময়কে বাঁচিয়ে দিচ্ছে।
মেট্রোরেলে নিরাপত্তা ব্যবস্থা
মেট্রোরেল শুধু এমনি এমনি তৈরি করা হয়নি, মেট্রোরেলের নিরাপত্তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিম্নে মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থাগুলো বিস্তারিত আলোচনা করা হলো পোস্টটি পড়তে থাকুন এবং যাবতীয় তথ্য গুলো জেনে নিন
- CTBT= Communication Based Train Control System.
- ATO=Aromatic Train Operation.
- ATS=Aromatic Train Supervision
- ATP=Aromatic Train Promotion
(2)মেট্রোরেলে যাত্রীদের জন্য নিরাপত্তার সুবাদে সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং জরুরী অবস্থায় বের হওয়ার জন্য ইমারজেন্সি এক্সিট রয়েছে তৈরী করা হয়েছে।
(3)মানুষ যেন আগুন থেকে রক্ষা পেতে পারে সেজন্য স্বয়ংক্রিয় Sprinkler and Water Hydrant সংযোজন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে।
(4)মেট্রোরেলের যাত্রীদের সুন্দরভাবে যাতায়াত নিরাপত্তার জন্য স্বতন্ত্র বিশেষায়িত MRT Police Force গঠনের কার্যক্রম এখনো চালু রয়েছে। তবে তার আগ পর্যন্ত মেট্রোপলিটন পুলিশ মেট্রোরেলের যাত্রীদের যাতায়াত নিরাপত্তার প্রদান করবে।
মেট্রোরেল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য
উপরোক্ত আলোচনার মাধ্যমে মেট্রোরেল প্রকল্প, মেট্রোরেলের ভাড়া, মেট্রো রেলের সময়সূচি, মেট্রোলের নিরাপত্তা ব্যবস্থা, মেট্রোরেলের স্টেশন সংখ্যা, ইত্যাদি আমরা জেনেছি। এখন আপনাদের জানাবো মেট্রোরেলের কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্য। আর এগুলো জানলে আপনারা অনেকই উপকৃত হবেন। নিচে মেট্রোরেলের প্রয়োজনীয় তথ্যগুলো আলোকপাত করা হলো।
মেট্রোরেলের টিকিট কিভাবে কিনবেন
২.স্টুডেন্ট ডাবল জার্নি কার্ড
সিঙ্গেল জার্নি কার্ডঃ সিঙ্গেল জার্নি কার্ডে নির্ধারিত ভাড়া পরিশোধ করে নিতে হবে এবং ট্রেন থেকে নামার সময় কার্ড যাত্রীর কাছ থেকে ফিরে নেওয়া হবে। কার্ড দেওয়া ছাড়া আপনি স্টেশন থেকে বের হতে পারবেন না।
স্টুডেন্টঃ মেট্রোরেলে স্টুডেন্টদের জন্য হাফ ভাড়ার কোন সুযোগ সুবিধা থাকছে না। তবে যদি স্থায়ী কার্ড নেয়, তাহলে ১০% ডিসকাউন্ট পাবে।
মেট্রোরেলের পাস হারালে কি করবেন
আপনার যদি MRT Pass হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে রেজিস্টার্ড কার্ডের বাহককে জামানত পরিশোধ করতে হবে এবং নতুন MRT Pass গ্রহণ করতে হবে। এক্ষেত্রে যে অর্থটা অপব্যয় হলো সেটা নতুন একটা MRT Pass এ স্থানান্তরিত করা হবে। আপনার MRT Pass যদি হারিয়ে যায়, তাহলে আপনার নিকটস্থ স্টেশনের TOM অপারেটরকে অবশ্যই অবহিত করতে হবে, তাহলে রেজিস্টার্ড কার্ডের অবৈধ ব্যবহার বন্ধ করা যাবে।
মেট্রোরেল কোন দিন বন্ধ থাকে?
মেট্রোরেল শুধুমাত্র প্রতি সপ্তাহে শুক্রবারে বন্ধ থাকে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে এসব তথ্য দেওয়া হয়েছে যে, মেট্রোরেল শুধু প্রতি শুক্রবার বন্ধ থাকবে। এছাড়া অন্যান্য সরকারি ছুটির দিনে মেট্রোরেল বন্ধ থাকবে না, মেট্রোরেল অন্যান্য ছুটির দিনেও চলাচল করে থাকে। আপনি শুক্রবার ছাড়া সপ্তাহের বাকী ৬ দিন মেট্রোরেলে চলাচল করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন।
সরকারি ছুটির দিন কি মেট্রোরেল বন্ধ থাকে?
মেট্রোরেল সরকারি ছুটির দিনে বন্ধ থেকে থাকে না। মেট্রোরেল শুধুমাত্র সপ্তাহে একদিন শুক্রবার বন্ধ থাকে। আর এসব তথ্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে দেওয়া হয়েছে। শুক্রবার বাদে সরকারি অন্যান্য ছুটিগুলোতে মেট্রোরেল চালু থাকবে।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url