আমেরিকা ডিভি লটারি ২০২৫ আবেদন

আমেরিকা ডিভি লটারি ২০২৫ আবেদন সম্পর্কে প্রায় অধিকাংশ মানুষ জানার আগ্রহ প্রকাশ করেন। বহু মানুষে স্বপ্নের দেশ আমেরিকার গ্রীণ কার্ডটি সবাই পেতে চায়। ডিভি লটারি আবেদন শুরু মে মাসে হতে পারে। তাই এই সুযোগটি হাত ছাড়া না করে, হতে পারেন আমেরিকার স্থায়ী বাসিন্দা। বিস্তারিত জানতে নিচে পড়ুন।
বিশ্বের প্রায় অধিকাংশ মানুষের কাছে স্বপ্নের দেশ হচ্ছে আমেরিকা। সারা বিশ্ব থেকে স্বচ্ছ এবং আধুনিক জীবন যাপন পার করার জন্য মানুষ পাড়ি জমাতে চায় আমেরিকায়। কেননা দেশটিতে স্থায়ী বাসিন্দা হওয়ার বহুল প্রচলিত একটি মাধ্যম হলো ডিভি লটারি। আজকে ডিভি লটারি ২০২৫ আবেদন সম্পর্কে আপনাদের যাবতীয় তথ্য জানাবো।

পোস্ট সূচীপত্রঃ আমেরিকা ডিভি লটারি আবেদন ২০২৫ জানতে পড়ুন

ডিভি লটারি

ডিভি লটারির স্বপ্নটা হচ্ছে সারা বিশ্বের প্রতিটি মানুষের কাছে জাগ্রত স্বপ্ন। বর্তমান বিশ্বে আমেরিকার যাওয়ার জন্য ডিভি লটারি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি লটারি। আমাদের চারপাশের অসংখ্য মানুষ রয়েছে যারা আমেরিকা ভিসা পেতে চায় ডিভি লটারির মাধ্যমে কিন্তু কেউ তার স্বপ্ন পূরণ করতে পারে আবার কেউ পারেনা। আমেরিকার নাগরিত্ব অর্জন করার একমাত্র গুরুত্বপূর্ণ উপায় হলো ডিভি  লটারির  মাধ্যমে। তাই আপনি  কিছু  নির্দিষ্ট টাকা 

খরচ করার মাধ্যমে আমেরিকা যাওয়ার স্বপ্নটি সহজেই পূরণ করতে পারবেন শুধুমাত্র একটি লটারি ক্রয় করার মাধ্যমে। ডিবি লটারিতে যদি আপনার নাম একবার আসে, তাহলে আপনি আমেরিকাতে প্রবেশ করার অনুমতি পেয়ে যাবেন। ডিবি লটারির আবেদন ফরমসহ এবং অন্যান্য যাবতীয় তথ্যগুলো আপনি অনলাইনে পাবেন। আমেরিকা ডিভি লটারি আবেদন ২০২৫ জানতে নিচে পড়তে পারেন।

ডিভি লটারি কি

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস অনুমোদিত ডিভি লটারি হল একটি অভিবাসী ভিসা কর্মসূচি। প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ডিবি লটাররি মাধ্যমে ৫৫,০০০ অভিবাসীকে ভিসা দিয়ে থাকে। এই ভিসার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা যায় এবং কাজ করার সুযোগ সুবিধা থাকে।ডিভি লটারির মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আমেরিকা স্থায়ীভাবে নাগরিক এবং

বসবাসের সুযোগ করে দেয়।। মার্কিন যুক্তরাষ্ট্র অভিবাসীদের বৈচিত্র্যতা বৃদ্ধির জন্য মূলত ডিবি লটারি প্রচলিত করা হয়েছে। আপনি যদি আমেরিকাতে বৈধভাবে যেতে চান, তাহলে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ১৮৫ রকম ভিসার ব্যবস্থ্য করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ঐতিহাসিকভাবে কোন অভিবাসী দেশগুলি থেকে আবেদন করার জন্য নির্বাচিত করে থাকে।

আমেরিকা ডিভি লটারি ২০২৫

আমেরিকা ডিভি লটারি আবেদন ২০২৫, আপনার যদি স্বপ্ন থাকে আমেরিকার গ্রীন কার্ডটি পাওয়ার। তাহলে কখন ডিভি লটারি প্রকাশিত হবে, সেই বিষয়গুলো খোঁজ রেখে আপনাকে ডিভি লটারির আবেদন করতে হবে। তবে একটা বিষয় আপনাকে স্বরণ রাখতে হবে যে, আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশটা ডিভি লটারি আবেদন করার জন্য যোগ্য দেশ কিনা। 

আপনি যে দেশে বসবাস করছেন সে দেশটা যদি ডিভি লটারির জন্য যোগ্যতম দেশ হয়। তাহলে আপনি অনলাইনের মাধ্যমে আপনার যাবতীয় সকল তথ্য দিয়ে ডিভি লটারি জন্য আবেদন করতে পারবেন। আবার ডিবি লটারি কর্তৃপক্ষ থেকেও আপনি চাইলে ডিভি লটারি কিনতে পারবেন। আবার বলছি আপনি যদি আমেরিকার ডিভি লটারি পেতে চান।অবশ্যই কখন ডিবি লটারি প্রকাশ পাবে, সে বিষয়ে খোঁজ রাখতে হবে এবং সময়মতো আবেদন করতে হবে।

ডিভি লটারি 2025 কবে দেখা যাবে?

ডিভি লটারি ২০২৫ এর ফলাফল মে মাসে প্রকাশিত হবে। তবে নির্দিষ্ট তারিখ আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে। ডিবি লটারির ফলাফল সাধারণত মে মাসের শুরুতে জানা যায় এবং সেই অর্থ বছরের আগেই প্রকাশিত হয় যা সেপ্টেম্বর মাস পর্যন্ত অ্যাক্সেস করা যায়। ডিভি লটারি ২০২৫ এর ফলাফল ২০২৫ সালে মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেখা যাবে। তবে বাংলাদেশ ২০১২ সাল থেকেই এই প্রোগ্রামের জন্য যোগ্য দেশ নয়। বাংলাদেশ ২০০৭ সাল থেকে ১২ সালের মধ্য ৫০ হাজারের বেশি বাংলাদেশি যুক্তরাষ্ট্র প্রবেশ করায় দেশটি যোগ্যতা হারিয়েছে।      

বাংলাদেশ ডিভি লটারি ২০২৫ আবেদন 

আমেরিকা ডিভি লটারি ২০২৫ আবেদন সম্পর্কে অনেকে জানতে চান কিন্তু বাংলাদেশের মানুষ ডিবি লটারির জন্য আবেদন করতে পারবে কিনা সে সম্পর্কে অনেকেই জানেন না। যার ফলে ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করে থাকেন। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে নিচে কোন কোন দেশগুলো আবেদন করতে পারবে জেনে নিতে পারবেন। 

ডিবি লটারি আবেদনের সময়সীমা ছিল ২০২২ সালের ১৯ অক্টোবর থেকে ২০২২ সালের ৬ নভেম্বর পর্যন্ত। বর্তমানে বাংলাদেশ ভিভি লটারি আবেদনের জন্য যোগ্যতম দেশ নয়। সেজন্য ২০২৫ সালে বাংলাদেশীরা ডিবি লটারির জন্য কোন আবেদন করতে পারবে না।

আমেরিকা ডিভি লটারি আবেদন করার যোগ্যতা

আমেরিকা ডিভি লটারি আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগে সে সম্পর্কে অধিকাংশ মানুষই জানে না। তাই আজকে আমরা এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের জানাবো আমেরিকার ডিবি লটারির জন্য কি কি যোগ্যতা গুলো লাগে সেগুলো জানতে নিচে পড়ুন।
  • ডিভি লটারি আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি যোগ্য দেশের নাগরিক হতে হবে।
  • আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্য।
  • আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই হতে হবে কমপক্ষে মাধ্যমিক স্কুল বা সমমান পর্যন্ত। 
  • আপনাকে ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে অর্থাৎ ইংরেজিকে কথা বলতে এবং বুঝাতে সক্ষম হতে হবে।

আমেরিকা ডিভি লটারি আবেদন করার নিয়ম

আপনি যদি আমেরিকা ডিভি লটারি আবেদন ২০২৫ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমেই তাদের ওয়েবসাইটে যেতে হবে আবেদন করার জন্য। একটা নির্ধারিত ফরম থাকবে এবং ফরমে  নিম্নলিখিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। সেগুলো খুবই সতর্কতার সহিতে আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। সেই ফরমটিতে কখনই কোন ভুল তথ্য প্রদান করা যাবে না। আমেরিকা ডিভি লটারি আবেদন কিভাবে করবেন নিচে দেখুন।
  • আপনি প্রথমে DV Lottery 2024 ওয়েবসাইটে জাবেন।
  • এরপর আপনাকে Create an Account বাটনে ক্লিক করতে হবে।
  • আবেদনকারীর নাম
  • তারপর আপনাকে ব্যক্তিগত যাবতীয় তথ্যগুলো দিতে হবে
  • বর্তমান ঠিকানা এবং পূর্ণঠিকানা
  • আপনার শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্রগুলো দিতে হবে
  • আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
  • আপনার email ঠিকানা/ফোন নাম্বার
  • বর্তমানে আপনি যে দেশের বাসিন্দা
  • আপনার জাতীয়তা/দেশ
  • এরপর আপনাকে আবেদন ফরমটি জমা দিতে হবে
  • অবশ্যই আপনাকে মে থেকে সেপ্টেম ২০২৫ এর ভিতরে আবেদন করতে হবে।
সতর্কতাঃ আমেরিকা ডিভি লটারি ২০২৫ আপনি কখনোই একবারের অধিক আবেদন করার চেষ্টা করবেন না। তবে আপনি যদি চান তাহলে স্বামী-স্ত্রীর আলাদাভাবে ডিবি লটারি আবেদন করতে পারবেন। আপনার যদি আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়, তবে আপনার কাছে একটি কনফারমেশন নাম্বার আসবে। সেখানে আপনার পুরো নাম এবং জন্ম সাল দেখানো হবে। ডিবি 

লটারির জন্য পরবর্তী ধাপগুলোতে এই তথ্যগুলো খুবই জরুরী। আপনার ভিসা পাবার সময় এই তথ্যগুলো অবশ্যই প্রয়োজন পড়বে। তাই এগুলো সুন্দর করে সংগ্রহ করে রেখে দিন।

ডিভি লটারি ভিসা কখন চালু হয়

আপনারা জানেন যে এনপি-৫ লটারি প্রোগ্রাম" নামে ১৯৮৭ সর্বপ্রথম ডিভি লটারি চালু করা হয়েছিল। বিশ্বের ৩৬টি দেশ থেকে প্রথম দুবছরে অংশগ্রহণকারীদের মধ্যে ৫,০০০ জন ডিবি লটারি ভিসা প্রাপ্ত হয়। পরবর্তীতে ৫,০০০ থেকে ডিবি লটারির ভিসার সংখ্যা দাঁড়ায় প্রায় ১৫,০০০। এরপর ১৯৯০-১৯৯১ সালে লটারির নাম পরিবর্তন করে ফেলা হয়। পরবর্তীতে নাম দেওয়া হয় "ওপি-১ প্রোগ্রাম " 

এই নামে ১০,০০০ ভিসা দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে আবার নাম পরিবর্তন করা হয়েছিল। এরপরে লটারির নাম দেওয়া হয়েছিল "এএ-১ প্রোগ্রাম" যেখানে ৩৭ টি দেশ থেকে ৪০ হাজার মানুষকে এই ভিসা প্রদান করা হয়। বর্তমানে সর্বশেষ নাম পরিবর্তন করে ১৯৯৪ সালে নাম পরিবর্তন করে নাম রাখা হয় ডিবি লটারি।

গ্রীন কার্ড বা সবুজ কার্ড কি

গ্রীন কার্ড ইস্যু করা হয় সাধারণত ইউএস সিটিজেনসিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এর পক্ষ থেকে। গ্রীন কার্ড থাকার ফলে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে বসবাস করতে পারবেন এবং কাজ করার সুযোগ সুবিধা গুলো পাবেন। আমেরিকার গ্রীন কার্ড মূলত স্থায়ী বাসিন্দা হিসেবে পরিচিত। গ্রীন কার্ড থাকার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার একটা পরিচয় বহন করবে যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। আপনি যদি আমেরিকার বাসিন্দা হন তবে আপনার অভিবাসন স্থিতি আপনি পরিবর্তন করতে পারবেন।

আমেরিকার ডিভি লটারির আবেদন ফি

আমেরিকা ডিভি লিটারির জন্য কোন আবেদন ফি নেই। আপনি যদি ডিভি লটারিতে নির্বাচিত হয়ে যান, তবে ভিসা প্রসেসিং যে খরচটা হবে সেটার ফি দেওয়া লাগতে পারে।

আমেরিকা ডিভি লটারি বিজয়ী নিবার্চন

আমেরিকা ডিভি লটারি বিজয়ী নির্বাচনের জন্য একটি ড্র অনুষ্ঠিত হবে। আর এই অনুষ্ঠানের মাধ্যমেই যারা নির্বাচিত হবেন তারা স্থায়ীভাবে বসবাসের জন্য স্বপ্নের দেশ আমেরিকার গ্রীন কার্ডটি পেয়ে যাবেন, যা বিশ্বের প্রতিটি মানুষের কাছে একটি জাগ্রত স্বপ্ন।
  • যারা বিজয়ী হবেন তাদের নাম DV Lottery 2025 ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে
  • ডিবি লটারিতে যারা বিজয় হবেন তাদের  স্বপ্নের দেশ আমেরিকাতে বসবাস এবং কাজ করার জন্য ও ভিসা পাওয়ার জন্য আবেদন করতে হবে।

ডিভি লটারি ২০২৫ যোগ্য দেশগুলো

ডিবি লটারি আবেদনের জন্য কিন্তু যেসব যোগ্য দেশ রয়েছে আপনারা জানা জানেন না তাই আপনাদের জানার সুবিধার্থে সেই দেশগুলোর নাম নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে। 

এশিয়াঃ

  • ইরাক
  • ইরান
  • বাহরাইন
  • ভুটান
  • আফগানিস্তান
  • ব্রুনাই
  • কম্বোডিয়া
  • ইন্দোনেশিয়া
  • জাপান
  • জর্ডান
  • কুয়েত
  • লাওস
  • ম্যাকাও
  • মালয়েশিয়া
  • মালদ্বীপ
  • মঙ্গোলিয়া
  • মায়ানমার
  • নেপাল
  • উত্তরকোরিয়া
  • ওমান,কাতার
  • সিঙ্গাপুর
  • সিরিয়া
  • সৌদিআরব
  • থাইল্যান্ড
  • তিমুর
  • তাইওয়ান
  • সংযুক্তআরব আমিরাত
  • ইয়েমেন।

ইউরোপ এবং মধ্য এশিয়াঃ

  • আর্মেনিয়া
  • এন্ডোরা
  • আলবেনিয়া
  • অস্ট্রিয়া
  • আজারবাইজান
  • বেলারুশ
  • বেলজিয়াম
  • বসনিয়া
  • হার্জেগোভিনা
  • বুলগেরিয়া
  • ক্রোয়েশিয়া
  • সাইপ্রাস
  • চেকপ্রজাতন্ত্র
  • ডেনমার্ক
  • এস্তোনিয়া
  • ফিনল্যান্ড
  • ফ্রান্স
  • জর্জিয়া
  • লাটভিয়া
  • ইতালি
  • আয়ারল্যান্ড
  • আইসল্যান্ড
  • হাঙ্গেরি
  • গ্রীস
  • জার্মানি
  • লিথুয়ানিয়া
  • লিচেনস্টেইন
  • মাল্টা
  • মোলধাভিয়া
  • মন্টিগ্রো
  • নেদারল্যান্ড
  • নরওয়ে
  • পোল্যান্ড
  • পর্তুগাল
  • রোমানিয়া
  • রাশিয়া
  • সার্বিয়া
  • স্লোভাকিয়া
  • স্লোভানিয়া
  • স্পেন
  • সুইডেন
  • সুইজারল্যান্ড।

আফ্রিকাঃ

  • অ্যাঞ্জেলা
  • বেনিন
  • বুরুন্ডি
  • ক্যামেরুন
  • সেন্ট্রাল আফ্রিকানপ্রজাতন্ত্র
  • কোমোরোস
  • কঙ্গো
  • কঙ্গোপ্রজাতন্ত্র
  • জিবুতি
  • ইথিওপিয়া
  • গ্যাবন
  • গাম্বিয়া
  • ঘানা
  • কেনিয়া
  • লেসোথো
  • লাইবেরিয়া
  • লিবিয়া
  • মাদাগাস্কার
  • মালি
  • মরিশাস
  • য়োট
  • মোজাম্মিক
  • নাইজার
  • নাইজেরিয়া
  • রিয়েউনিয়ন
  • রুয়ান্ডা
  • সোমালিয়
  • দক্ষিণ আফ্রিকা
  • দক্ষিণ সুদান
  • সুদান 
  • তানজানিয়া
  • টোগো
  • উগান্ডা
  • জাম্বিয়া
  • জিম্বাবুয়ে।

আমেরিকাঃ

  • আর্জেন্টিনা
  • বাহামা
  • বার্বাডোস
  • বেলিজ
  • বলিভিয়া
  • ব্রাজিল
  • ব্রুনাই
  • চিলি
  • কলম্বিয়া
  • কসোভো
  • কোস্টারিকা
  • কিউবা
  • ডোমিনিকা
  • ডোমিনিকাপ্রজাতন্ত্র
  • ইকুয়েডর
  • সালোমনদীপপুঞ্জ
  • সেন্টকিটস
  • সেন্টলুসিয়া
  • সেন্টভিনসেন্ট
  • সিযেরালিয়ন
  • এলসালভাদোর
  • গ্রোনাডাইন্স
  • সেন্টপিয়ার
  • মিকেলোন
  • ত্রিনিদাদ
  • টোবাগো
  • উরুগুয়ে।

ওশেনিয়াঃ

  • অস্ট্রেলিয়া
  • ফিজি
  • কিরিবাতি
  • মাইক্রোনেশিয়া
  • নাউরু
  • নিউজিল্যান্ড
  • সামোয়া
  • পাপুয়া
  • নিউগিনি
  • টঙ্গা
  • টুভালু
  • ভ্যানুয়াতু।

ডিভি লটারি ২০২৫ এর যোগ্য না এমন দেশের তালিকা 

ভারত,বাংলাদেশ,ব্রাজিল,কানাডা,চীন,কলম্বিয়া,ডোমিনিকানপ্রজাতন্ত্র,এলসালভাদর,মেক্সিকো,নাইজেরিয়া,পাকিস্তান,হাইতি,দক্ষিণকোরিয়া,যুক্তরাজ্য(উত্তর আয়ারল্যান্ড বাদ)ফিলিপাইন,ভেনিজুয়েলা,এবং ভিয়েতনাম ডিবি লটারির জন্য এসব রাষ্ট্রগুলো যোগ্য নয়। 

ডিভি লটারি সম্পর্কে আরো তথ্য জানুন

ডিভি লটারি সম্পর্কে ইতিমধ্যে উপরে যে তথ্যগুলো জানলেন আরও কিছু তথ্য রয়েছে সেগুলো নিচে জেনে নিতে পারেন। তাহলে চলুন দেরি না করে নিচে জেনে নেওয়া যাক। 

  • ডিভি লটারির ওয়েবসাইট সম্পর্কে জানুনঃ ডিবি লটারি সম্পর্কিত যাবতীয় তথ্য অর্থাৎ আবেদন ফরম থেকে শুরু করে যাবতীয় প্রক্রিয়ার বিশদ বিবরণ এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। 
  • ডিভি লটারি ২০২৫ নিয়ম কানুন জানুনঃ ডিবি লটারি আবেদন কারীর যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্রগুলো এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিশিয়াল নিয়মকানুন গুলো মানা জরুরী। 

আমেরিকা ডিভি লটারি ২০২৫ সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর

ডিভি লটারি ২০২৫ বাংলাদেশের জন্য কি উন্মুক্ত? 

  • ডিবি লটারি ২০২৫ বাংলাদেশের জন্য উন্মুক্ত নয়। 

ডিভি লটারি জেতার পর কি করবো?

  • আপনার যদি যোগ্যতা থাকে তাহলে ভিসার জন্য আবেদন করতে হবে। আবেদনটি অনুমোদিত হলে আমেরিকার গ্রীণ কার্ড পাওয়ার সুযোগ পাবেন। 

ডিভি লটারি আবেদন কবে শুরু হবে?

  • ডিবি লটারি আবেদন মে মাসে শুরু হতে পারে। নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। 

লেখকের শেষ মন্তব্য

উপরের উল্লেখিত আজকের পোস্টের আলোচনাতে জানতে পারলেন যে, আমেরিকা ডিভি লটারি আবেদন ২০২৫ সম্পর্কে। আপনি যদি ২০২৬ এবং ২০২৭ সালের ডিভি লটারি সঠিক তথ্যগুলো জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনকে ডিভি লটারি সম্পর্কে জানিয়ে দিতে কখনো ভুলবেন না। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url