পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক মাত্র ১ মিনিটে

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক দিবেন কিভাবে সে সম্পর্কে অধিকাংশ মানুষ জানতে চায়। আপনি যদি আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে ভারতের ভিসা চেক করার নিয়ম জানতে চান, তাহলে অবশ্যই পুরো আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত নিচে পড়তে হবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক আপনি দুটি পদ্ধতিতে করতে পারবেন। প্রথমটি হচ্ছে বাংলাদেশ ওয়েবসাইটের মাধ্যমে ওয়েব ফাইল নাম্বার ব্যবহার করে এবং অন্যটি হচ্ছে ভারতীয় ওয়েবসাইটের মাধ্যমে। ভারতের ভিসা চেক করতে চাইলে আপনাকে https://indianvisaonline.gov.in/ এই ওয়েবসাইটের প্রবেশ করতে হবে।

পোস্ট সূচীপত্রঃ পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক  নিচে বিস্তারিত পড়ুন

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক

আপনি বেশ কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে ভিসা চেক করতে পারবেন। তবে আপনি চাইলে আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য আলাদা একটি ওয়েবসাইট পাবেন। ভিসা চেক করার পাশাপাশি আমি অন্যান্য কাজগুলো করতে পারবেন। আপনি এই ওয়েবসাইটটিতে আপনার  ভিসার জন্য আবেদন, আপনার  যাবতীয় সকল ডকুমেন্ট

সাবমিট এবং পাসপোর্ট সংগ্রহ করার অপশন পাবেন এই ওয়েবসাইটটিতে। তবে আপনি যদি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডয়ান ভিসা চেক করতে চান, তাহলে আপনাকে অন্য একটি অপশন এ যেতে হবে। আপনারা যারা ইন্ডিয়া যাওয়ার জন্য নতুন ভিসার আবেদন করেছেন তাদের ভিসা আবেদনের অবস্থা এখান থেকেই যাচাই করতে পারবেন। নিচে কিভাবে আপনার

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক কিভাবে দিবেন দেখুন।
  1. আপনাকে প্রথমেই Authorized Portal for Visa Application to Indianvisaonline.gov.in এই ওয়েবসাইটটিতে পেতে প্রবেশ করে আপনাকে ভিজিট করতে হবে
  2. এরপর  For Regular/Paper Visa by Indian Mission/Post,Apply here এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  3. তারপর Check Your Visa Status এই অপশনটিতে ক্লিক করবেন।
  4. এরপর আপনার Application Id নাম্বারটি লিখতে হবে।
  5. এরপর আপনার Passport No লিখতে হবে
  6. এখন দেখতের পাচ্ছেন একটি ক্যাপচা কোড সেটি পূরণ করুন।
  7. এরপর চেক স্ট্যাটাস ওখানে আপনাকে ক্লিক করতে হবে
আপনি যখন এই ধাপগুলো ফলো করবেন, তখন আপনার ভিসা আবেদনের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। তবে আপনার যদি ই-ভিসা থাকে, তাহলে আপনি চেক স্ট্যাটাসে ক্লিক না করে তার ডান পাশে দেখতে পারবেন একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করার ফলে আপনার ই ভিসা চেক করা যাবে। আপনারা জানলেন পাসপোর্ট নাম্বার দিয়ে ভারতের ভিসা চেক করার নিয়ম। এখন নিচে কিভাবে ভারতীয়  ভিসা চেক ওয়েব ফাইল নাম্বার দিয়ে করবেন জানতে পড়ুতে থাকুন।

ইন্ডিয়ান ভিসা চেক ওয়েব ফাইল নাম্বার দিয়ে

ভারতের ভিসা চেক করার জন্য আপনি অন্য একটি ওয়েব ফাইল নাম্বার দিয়ে চেক করতে পারবেন। এজন্য আপনাকে যেতে হবে এই https://www.ivacbd.com ওয়েবসাইটটিতে।এই ওয়েবসাইটটি হলো বাংলাদেশের ওয়েবসাইট। এই ওয়েবসাইটির মাধ্যমে আপনাকে শুধু ভারতের ভিসা চেক করতে হবে আপনি  এই  ওয়েবসাইটটিতে  প্রবেশ  করে,   ভিসা 

আবেদন ট্র্যাকে গিয়ে ক্লিক দিতে হবে। আপনার ভিসা আবেদনের ডকুমেন্টে ওইফাইল নাম্বারটি পাওয়া যাবে। এরপর আপনাকে নিজের ধাপগুলো ফলো করতে হবে। আপনার জানার সুবিধার্থে নিচে ধাপগুলো উল্লেখ করা হল দেখে নিন।

  1. আপনাকে প্রথমে https:///www.ivacbdcom ওয়েবসাইটটিতে প্রবেশ করে ভিজিট করতে হবে।
  2. এরপর আপনাকে ভিসা আবেদন Track ওখানে গিয়ে ক্লিক করতে হবে।
  3. এরপর দেখবেন লেখা আছে, আপনার আবেদন Tracking জন্য এখানে ক্লিক করুন ওই অপশনে গিয়ে ভিজিট করুন।
  4. এরপর উপরের Tracking অপশন কিংবা Regular Visa Application যেকোনো একটি অপশনে আপনি ক্লিক করুন।
  5. ক্লিক করার পরে দেখবেন নতুন একটা পেজে নিয়ে যাবে
  6. web file Number লিখে দিন।
  7. Please type below code এখানে নিচে দেয়া ক্যাপচা কোডটি লিখে দিন।
  8. এরপর আপনাকে সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  9. এরপর দেখবেন আপনার ভিসার সর্বশেষ অবস্থা সম্পর্কে দেখানো হবে।
আপনাদের এই ধাপগুলো অনুসরণ করেন তাহলে আপনি খুব সহজেই আপনার ইন্ডিয়ান ভিসা ট্রাক করতে পারবেন। এর পাশাপাশি আপনি পুরাতন ভিসা চেক করে নিতে পারবেন। উপরে জানলেন পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক এবং ওয়েব ফাইল নাম্বার দিয়ে ভারতের ভিসা চেক সম্পর্কে, আশা করি বুঝতে পেরেছেন।

ইন্ডিয়ান ভিসা করতে কি কি কাগজপত্র লাগে

ভারতের ভিসা পেতে কি কি কাগজপত্র লাগে সেগুলো সম্পর্কে অনেকেই ইন্টারনেটে সার্চ করেন। আপনি যদি ইন্ডিয়া যাওয়ার জন্য একটি বৈধ ভিসা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র গুলো সংগ্রহে রাখতে হবে। ইন্ডিয়াতে আপনি কেন যেতে চাচ্ছেন? সেগুলোই স্পষ্ট আকারে  যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানিয়ে দিতে হবে। আর এজন্য 

আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র গুলো লাগবে। তবে আপনার যাওয়ার উদ্দেশ্য এর উপর নির্ভর করে কাগজপত্রগুলো কমবেশি লাগতে পারে। তবে অবশ্যই চেষ্টা করবেন আপনার সবগুলো কাগজ সঙ্গে রাখার জন্য।

  • আপনার বৈধ পাসপোর্ট
  • আপনার ভিসা আবেদন ফরম
  • আপনার পাসপোর্ট সাইজের ছবি
  • আপনার ভ্রমণ বীমা
  • আপনার ব্যাংক স্টেটমেন্ট
  • আপনার হোটেল বুকিং বা থাকার ব্যবস্থার প্রমাণ লাগবে
  • আপনার ফেরত টিকিট লাগবে
  • অন্যান্য প্রয়োজনীয় সকল তথ্যগুলো লাগবে

ইন্ডিয়ান ভিসা কিভাবে চেক করবেন

ভারতের ভিসা চেক করার জন্য, অনেকে ইন্টারনেটে সার্চ করেন যে, আমি কিভাবে ভারতের ভিসা চেক করবো?আপনি আপনার পাসপোর্ট নাম্বার কিংবা আপনার ওয়েব ফাইল নাম্বারের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই খুব সহজে আপনার ভারতের ভিসা চেক করতে পারবেন।

ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন লাগে

যারা ভারতের ভিসা করতে চাচ্ছেন, তাদের অবশ্যই জানা প্রয়োজন ইন্ডিয়া ভিসা সম্পর্কে যাবতীয় তথ্যগুলো। সেক্ষেত্রে ইন্ডিয়ান ভিসার পেতে কতদিন লাগে, সে সম্পর্কেও জানার দরকার। আপনি কোন ক্যাটাগরিদ ভিসায় ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন, তার উপর নির্ভর করবে ভিসার সময় নির্ধারণ। ইন্ডিয়ান ভিসা পেতে ২০ থেকে ২৫ দিনের মতো সময় লাগে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার ইন্ডিয়ান ভিসা পেতে সময় লাগবে প্রায় তিন মাস। আশাকরি ইন্ডিয়ান ভিসা পেতে কত সময় লাগে বুঝতে পেরেছেন।

ইন্ডিয়াতে যেতে কি ভিসা লাগবে

পৃথিবীতে যে কোন দেশেই যেতে চান না কেন, অবশ্যই আপনার বৈধ ভিসা লাগবে। আপনি ইন্ডিয়াতে কি উদ্দেশ্যে যেতে চাচ্ছেন, তার উপরে ভিত্তি করে ভিসা তৈরি করতে হবে। আপনি ইন্ডিয়াতে ভিসা ছাড়া কখনো যেতে পারবেন না। তাই আপনার যদি ইন্ডিয়াতে যাওয়ার কোন উদ্দেশ্য থাকে তবে অবশ্যই  আপনাকে ভিসা তৈরি করতে হবে। তারপর যেতে পারবেন।

ভারতের ভিসা চেক অনলাইন বাংলাদেশ

বর্তমানে ইন্ডিয়ান ভিসা স্ট্যাটাস চেক করা খুবই সহজ। আপনি https://www.passtrack.net/index.php এবং hptts://indianvisaonline.gov.in/visa ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে আপনি খুব সহজে ভারতের ভিসা চেক করতে পারবেন।

ভারতের ভিসা চেক

ভারতের ভিসা চেক আপনি খুব সহজেই অনলাইনে মাধ্যমে করতে পারবেন। শুধু আপনাকে নিচের  ধাপ গুলো অনুসরণ করতে হবে, তাহলে আপনি খুব সহজেই ভারতের ভিসা চেক করতে পারবেন। নিচে ধাপগুলো দেওয়া হলো দেখুন।

  • প্রথমে আপনাকে passtrack.net এই ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর আপনার ভিসার ধরন অনুযায়ী Regular Visa Application অপশনে গিয়ে ক্লিক করতে হবে
  • এরপর ক্যাপচা কোডে ক্যাপচা কোড পূরণ করুন
  • এরপর আপনার ভিসা আবেদনের Web file No লিখে সাবমিট করে দিতে হবে।

ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক

আপনার ভারতের ভিসা চেক করার জন্য সাধারণত ভিসা নাম্বার ব্যবহার করা যায় না। এক্ষেত্রে আপনাকে ভারতের ভিসা চেক করার জন্য আপনাকে Web file number ব্যবহার করতে হবে। নিচে ভিসা চেক করার জন্য কিছু ধাপ দেওয়া আছে ।

  • আপনাকে Passtrack.net ওয়েবসাইটে যেতে হবে।
  • ভিসার ধরন অনুযায়ী আপনাকে Regular visa Application অপনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে ক্যাপচা কোড দিতে হবে
  • তারপর আপনার ভিসা আবেদনের web file no লিখে সাবমিট করে দিতে হবে।

লেখকের শেষ মন্তব্য

উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে, পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক দিন , ভারতের ভিসা চেক ওয়েব ফাইল নাম্বার দিয়ে ইত্যাদি সম্পর্কে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন বুঝতে পেরেছেন। আপনি আপনার ভিসা, অনলাইনে যে কোন একটি পদ্ধতিতে খুব সহজে চেক করতে পারবেন। আপনার কাছে যদি পাসপোর্ট নাম্বার থাকে, তাহলে প্রথম নিয়মে চেক করে নিতে পারবেন।আপনি যদি আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সবাইকে শেয়ার করে তাদের সঠিক তথ্যটি আশা করি জানাবেন।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url