রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা আপডেট তথ্য জানুন ২০২৪
আপনি কি রোমানিয়ার ভিসা নিয়ে যাবতীয় আপডেট তথ্যগুলো জানতে চাচ্ছেন? রোমানিয়া
সরকার গত বছরে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে কিছুটা নিয়ম কানুন পরিবর্তন
করেছে এবং দেশটি সেনজনভুক্ত হয়েছে। এ বিষয় নিয়ে বিস্তারিত নিচে আলোচনা করা
হলো।
আপনারা অনেকেই জানতে চান, রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা আপডেট হয়েছে কিনা। হ্যাঁ
রোমানিয়া সরকার ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে গত বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ
নিয়ম কানুন আপডেট করেছিল। তবে এই বছরের মার্চের শেষের দিকে রোমানিয়া দেশটি
সেনজনভুক্ত হয়েছে। রোমানিয়ার নাগরিকরা কোনরকম ভিসা ছাড়াই এখন ইউরোপের
সেনজেনভুক্ত ২৭ টি দেশের যেতে পারবেন।
পোস্ট সূচীপত্রঃ রোমানিয়ার ভিসা আপডেট সম্পর্কে জানতে পড়ুন
রোমানিয়া এখন একটি ইউরোপীয় সেনজেনভুক্ত দেশ। রোমানিয়া সেনজেনভুক্ত দেশের সুবিধা গুলো
পরিপূর্ণভাবে ভোগ করতে পারবে। যদিও কিছুদিন আগে আংশিক সেনজেনভুক্ত হয়েছিল।
কিন্তু বর্তমানে সেনজেনভুক্ত দেশে পূর্ণ সদস্য পদ অর্জন করেছে। এই আর্টিকেলটি
শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন, তাহলে রোমানিয়ার ভিসা আপডেট সম্পর্কে জানতে পারবেন। রোমানিয়া ভিসা পাওয়ার ক্ষেত্রেও কিছুটা নিয়মকানুন পরিবর্তিত হয়েছে
সেগুলোর তথ্য সম্পর্কে আপনাদের জানাবো।
রোমানিয়ার সর্বশেষ ভিসা আপডেট ২০২৪
রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যারা স্বপ্নের দেশ রোমানিতে যেতে চাচ্ছেন,
তাদের জন্য ভিসা প্রক্রিয়া বর্তমানে কিছুটা জটিল হয়ে গেছে। আপনি চাইলেই খুব
সহজে ওয়ার্ক পারমিট ভিসা পাবেন না। কেননা রোমানিয়া সরকার ওয়ার্ক পারমিট ভিসা
দেওয়ার ক্ষেত্রে কিছুটা নিয়ম কানুন পরিবর্তন করেছে। আপনারা অনেকেই হয়তো এ বিষয়ে
অবগত নন।তবে অন্যান্য
ভিসা পাওয়ার ক্ষেত্রে নিয়ম কানুনের কোন পরিবর্তন হয়নি। অন্য সকল ভিসা নিয়ে
আপনি রোমানিয়াতে যেতে পারবেন। রোমানিয়া দেশ সেনজেনভুক্ত হওয়ার আগে থেকে এই
নিয়মকানুন গুলো হয়েছিল এবং বর্তমানেও চালু রয়েছে।বাংলাদেশের রোমানিয়ার কোন
দূতাবাস নেই। আপনি যদি রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করতে চান তবে আপনাকে ভারতে
গিয়ে করতে হবে। বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন না। আপনি যদি
রোমানিয়ায় কাজের উদ্দেশ্যে যেতে চান, অবশ্যই আপনি যাওয়ার আগে রোমানিয়ার বেতন
কত? সে সম্পর্কে অবশ্যই জেনে নিয়ে জাবেন। আপনি যদি কম খরচে রোমানিয়া যেতে চান,
তাহলে আপনি সরকারিভাবে চাওয়ার চেষ্টা করুন। আপনি যদি সরকারি ভাবে
রোমানিয়া যান, তাহলে
খরচের পরিমাণটা কম পড়বে। আপনি যদি সরকারিভাবে যেতে চান তাহলে অবশ্যই
যাওয়ার উপায় গুলো জানতে হবে।
রোমানিয়া ভিসার নতুন নিয়ম জানুন
রোমানিয়া সরকার গত বছরে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে অল্প কিছু পরিবর্তন করেছেন।
সেই পরিবর্তনগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। বর্তমানে রোমানিয়া একটি
সেনজেনভুক্ত দেশ। সেনজেনভুক্ত হওয়ার কারণে ইউরোপের ২৭ টি সেনজেনভুক্ত দেশে ভিসা
ছাড়াই যাতায়াত করতে পারবে। ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে পরিবর্তন গুলো বিস্তারিত জানুন।
- রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের জন্য আপনাকে অবশ্যই সেই রোমানিয়া কোম্পানির কাছ থেকে অফার পেতে হবে।
- কোম্পানি কতৃক আপনার মাসিক বেতন আব্বাকে হতে হবে ২,৫০০ ইউরো।
- রোমানিয়ার ভাষা পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে।
রোমানিয়া ভিসা প্রসেসিং এজেন্সি ২০২৪
রোমানিয়া বাংলাদেশিদের জন্য কাজের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। আপনি যদি
রোমানিয়া যেতে পারেন তাহলে পাবেন উন্নত জীবন যাত্রার মান, উচ্চ বেতন এবং
কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ। প্রিয় প্রবাসগামী ভাইয়েরা আপনারা যদি রোমানিয়া
যাওয়ার জন্য বুকের মধ্যে স্বপ্ন বুনে থাকেন, তাহলে আপনার জন্য একটি বিশ্বস্ত
রিকরুটিং এজেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করতে পারে। আপনি আগে থেকেই রোমানিয়া প্রবাসী কোন অভিজ্ঞ লোকের কাছ থেকে
রোমানিয়া যেতে কত টাকা লাগে, সে সম্পর্কে জেনে রাখবেন। তাহলে রোমানিয়ার ভিসার
দাম সম্পর্কে আপনার ধারনা থাকবে। আপনি যখন রোমানিয়া যাওয়ার জন্য রিকরুটিং
এজেন্সি গুলো নির্বাচন করবেন। সেই সময়ে যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবেন
আপনাদের সুবিধার্থে নিচে আলোচনা করা হলো।
- এজেন্সির লাইসেন্স আছে কিনা সে বিষয়গুলো নিশ্চিত করবেন
- এজেন্সির সুনাম ও অভিজ্ঞতা আছে কিনা সেই সম্পর্কে খোঁজ খবর নিবেন।
- এজেন্সির ফি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিবেন
- এজেন্সির সাথে যখন চুক্তি করবেন, তার আগে সব কথাগুলো ভালোভাবে পড়ে বা বুঝে নিবেন।
- প্রতারক এজেন্সির বিষয়ে সবসময় সতর্ক থাকবেন।
- কোন এজেন্সিকে অগ্রিম টাকা দেওয়ার আগে, তার সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিবেন।
- আপনার ব্যক্তিগত তথ্যগুলো সাবধানে শেয়ার করবেন
একটি ভালো রিকরুটিং এজেন্সি সাহায্যে আপনি আপনার স্বপ্নের দেশ রোমানিয়াতে ভালো
চাকরি পেতে পারেন। কেননা এই এজেন্সি গুলো রোমানের বিভিন্ন ভালো ভালো কোম্পানির
সাথে যোগাযোগ করে থাকে। কোম্পানিগুলো আপনার কাজের দক্ষতা ও অভিজ্ঞতার সাথে
মানানসই চাকরি খুঁজে বের করতে পারবে। একটি ভালো এজেন্সি আপনাকে ভিসা আবেদন
থেকে শুরু করে, কর্মসংস্থানের অনুমতি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রগুলোর কাজে
বিশেষভাবে সাহায্য করবে। এজেন্সি আপনার থাকার ব্যবস্থা, যাতায়াত এবং অন্যান্য
প্রয়োজনীয় কাজে বিশেষভাবে সহায়তা করবে। আপনাদের সুবিধার্থে নিচে ভালো একটি
ভিসা কনসালটেন্ট এজেন্সির দোয়া হলো।
Name: VISAThing
Adress: 1st Floor,Homestead
Gulshan Link Tower,Gulshan-Badda Link Road,Gulshan-1,Dhaka-1212
Email: cr@visathing.com
Support: (+88)01967-777788
রোমানিয়া ভিসা কি বন্ধ? জানুন
রোমানিয়া ভিসা বর্তমানে চালু রয়েছে বন্ধ নেই। তবে গত বছর আগস্ট মাস থেকে
রোমানিয়ার সরকার ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে কিছুটা নিয়ম কানুন পরিবর্তন করেছে
আর এর জন্য ভিসা প্রক্রিয়া একটু জটিল হয়ে গেছে। তবে আপনি ভিসা পাবেন না এমনটা
নয়।
রোমানিয়ার এম্বাসি কি বাংলাদেশে আছে ২০২৪
আমাদের কাছে অধিকাংশ মানুষই জানতে চান যে, রোমানিয়ার এম্বাসি বাংলাদেশে আছে
কিনা। আমরা বলব না রোমানিয়ার কোনো ধরনের এম্বাসি বাংলাদেশের নেই। আপনি যদি
রোমানিয়ার ভিসা এবং সেবা গ্রহণ করতে চান তাহলে আপনাকে
ভারতের যেতে হবে। কেননা
ভারতের নয়াদিল্লীতে রোমানিয়ার দূতাবাস অবস্থিত। আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন।
ভারতের রোমানিয়ার দূতাবাসের এড্রেস জানুন
ঠিকানাঃ 3/6 Shanti Niketan,New Delhi,India
ফোনঃ +91 11 24111014, +91 11
24111016, +91 11 24111017
ফ্যাক্সঃ +91 11 24111020
ইমেইলঃ newdelhi@mae.ro/en
ওয়েবসাইটঃ
newdelhi.maero/en
রোমানিয়া কি সেনজেনভুক্ত দেশ?
হ্যাঁ, রোমানিয়া একটি সেনজেনভুক্ত দেশ। রোমানিয়া দেশটি ২০২৪ সালের ৩১ মার্চ থেকে
সেনজেনভুক্ত দেশের পূর্ণ সদস্য পদ অর্জন করে। আর এজন্য রোমানিয়ার নাগরিকরা
ভিসা পাসপোর্ট ছাড়াই ইউরোপের ২৭ টি দেশে ভ্রমণ করতে পারবেন। আশা করি বুঝতে
পেরেছেন।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠক উক্ত উপযুক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন, রোমানিয়া ওয়ার্ক পারমিট
ভিসা সর্বশেষ আপডেট তথ্য,রোমানিয়া ভিসার নতুন নিয়মগুলো, ভিসা প্রসেসিং এজেন্সি,
বাংলাদেশের রোমানিয়ার ভিসা এজেন্সি আছে কিনা ইত্যাদি যাবতীয় বিষয় সম্পর্কে আশা
করি বুঝতে পেরেছেন। আপনি যদি রোমানিয়া যেতে পারেন সেটা আপনার ভবিষ্যতের জন্য
ভালো
হবে। রোমানিয়াতে উন্নত জীবনযাত্রার মান এবং উচ্চ বেতনে ভালো চাকরি পাওয়ার সুযোগ
রয়েছে। তাছাড়া আপনি যদি কম খরচের রোমানিতে যেতে চান তবে সরকারিভাবে যাওয়ার
চেষ্টা করুন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url