শোক দিবসের কবিতা ২০২৪-শোকাবহ আগস্টের ১০টি কবিতা
আপনি কি শোক দিবস ২০২৪ কবিতা খুঁজছেন? তাহলে এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আমরা আপনাদের জানাবো শোকাবহ আগস্ট মাসের বছাইকৃত শোক দিবসের কবিতাগুলো। চলুন জেনে নেওয়া যাক কবিতা গুলো পড়তে থাকুন।
শোকের মাসে শোক দিবসের কবিতা হতে পারে শোক প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। কেননা একমাত্র কবিতার মাধ্যমে আবেগ অনুভূতিগুলো অতি সহজেই ফুটিয়ে তোলা যায়। শোক দিবসের কবিতা পড়তে চাইলে মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়তে থাকুন।
পোস্ট সূচীপত্রঃ শোক দিবসের বাছাইকৃত কবিতা গুলো পড়ুন।
- শোক দিবসের কবিতা ২০২৪- শোক দিবস সম্পর্কে কিছু কথা
- শোক দিবসের কবিতার প্রয়োজনীয়তা
- শোকাবহ ১৫ আগস্ট নিয়ে পোস্ট
- শোক দিবসের কবিতা- বাছাইকৃত শোক দিবসের কবিতা ২০২৪
- শোক দিবসের ১০টি কবিতা ২০২৪
- কবিতার নামঃ শোক দিবস লেখকঃ শরিফ আহমাদ
- কবিতার নামঃ যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা লেখকঃ অন্নদাশঙ্কর রায়
- কবিতার নামঃ আত্মত্যাগ
- কবিতার নামঃ তোমার মৃত্যুদিন
- কবিতার নামঃ ১৫ ই আগস্ট
- লেখকের শেষ মন্তব্য
যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান"এই বাংলার আকাশ বাতাস সাগর গিরি ও নদী,ডাকিছে তোমারে বঙ্গবন্ধু ফিরে আসতে যদি"। প্রিয় পাঠক শোক দিবসের কবিতা গুলো পড়তে চান তাহলে সম্পর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। নিচে ১৫ই আগস্ট শোক দিবসের বাছাইকৃত ১০টি কবিতা দেওয়া হলো পড়ুন।
শোক দিবসের কবিতা ২০২৪- শোক দিবস সম্পর্কে কিছু কথা
শোক দিবস সম্পর্কে আমাদের কিছু তথ্য জেনে রাখা ভালো। শোক দিবস সম্পর্কে আমাদের দেশের প্রায় অধিকাংশ মানুষই জানেন। শোক দিবস হল একটা ইতিহাস, একটা মর্মান্তিক ঘটনা যা ঘটেছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। আসছে আগামী ১৫ই আগস্ট ২০২৪ ভয়াবহ মর্মান্তিক মৃত্যু ঘটনার স্মরণে জাতীয় শোক দিবস পালিত হবে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট
বঙ্গবন্ধুসহ তার পরিবারকে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে। আর তাই বঙ্গবন্ধুকে স্মরণ করে ১৫ ই আগস্ট জাতীয়ভাবে শোক দিবস পালন করা হয়। শোক দিবস সম্পর্কে গুগলে প্রায় অনেক মানুষে আছেন যারা শোক দিবসের কবিতা গুলো সার্চ করে থাকেন। তাই আপনাদের কথা বিবেচনা করে বাছাইকৃত শোক দিবসের কবিতা গুলো আপনাদের জন্য এই আর্টিকেলটির মাধ্যমে প্রকাশ করা হলো পুরো আর্টিকেলটি পড়তে থাকুন।
আরো পড়নঃ শোকাবহ আগস্ট মাসের কবিতা-আগস্ট মাস নিয়ে মনীষীদের ১০টি উক্তি
শোক দিবসের কবিতার প্রয়োজনীয়তা
আগস্ট মাস শোকের মাস। তাই শোক দিবসে কবিতাই হতে পারে একমাত্র শোক প্রকাশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। মানুষের শোক একমাত্র কবিতার মাধ্যমেই আবেগ অনুভূতিগুলোকে সহজেই ফুটিয়ে তোলা যায়। যা অন্য কোন মাধ্যমে হয় না। বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান দেশের জন্য কত কিছুই না করেছেন। অথচ ঘাতকেরা তার
পরিবারসহ তাকে নির্মমভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধুর এই অকাল মৃত্যুতে আমরা সবাই শোক প্রকাশের জন্য ১৫ই আগস্ট শোক দিবস পালন করে থাকি।১৫ই আগস্ট নানা ধরনের কার্যকলাপগুলো অনুষ্ঠিত হতে দেখা যায়। তবে তার মধ্যে অন্যতম হচ্ছে শোক দিবসের কবিতা পাঠ। বাঙালিরা কবিতা পাঠের মাধ্যমে শোক প্রকাশ করে থাকেন। স্কুল কলেজে আগস্ট মাসে
শোক দিবসে কবিতার প্রতিযোগিতা করা দেখা যায়। সেক্ষেত্রে বলাই যায় আগস্ট মাসে শোক দিবসের কবিতার প্রয়োজনীয়তা বিদ্যমান রয়েছে। আপনারা যদি শোক দিবসের বাছাইকৃত কবিতাগুলো পড়তে চান তাহলে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
আরো পড়নঃ আগস্ট মাসের ১১টি গুরুত্বপূর্ণ দিবস- আগস্ট মাসের ছুটির তালিকা ২০২৪
শোকাবহ ১৫ আগস্ট নিয়ে পোস্ট
শোকাবহ ১৫ আগস্ট, শোক দিবসের পোস্ট নিয়ে অনেকেই google এ খোঁজাখুঁজি করে থাকেন। সেজন্য আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু পোস্ট নিয়ে হাজির হয়েছি। এগুলো আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করতে পারেন। পড়ুন এবং জানুন।
হে বীর হে মহানায়ক
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,
তুমি মরতে পারো না "তুমি যে বঙ্গবন্ধু"
তুমি ছিলে তুমি থাকবে
আরো হাজার বছর
বাঙালি হৃদয়ের মনি কোথায়
"তোমার জন্ম হয়েছে বলেই এদেশের জন্ম হয়েছে স্বাধীন বাংলাদেশের অপর নাম মুজিব"
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস
তোমার বাংলার মানুষ তোমাকে হারিয়ে এখনো খুঁজে ফিরে! তুমি ফিরে আসো।
বারবারই জনপদে, জনমানে!
তুমি আছো তোমার বাংলার অস্তিত্বে চির অমলিন হয়ে ।
আরো পড়নঃ সেপ্টেম্বর মাসের ক্যালেন্ডার ২০২৪- সরকারি ছুটির তালিকা ও দিবসসমূহ
শোক দিবসের কবিতা- বাছাইকৃত শোক দিবসের কবিতা ২০২৪
প্রিয় পাঠক আপনি কি শোক দিবসের বাসায় কিন্তু কবিতাগুলো খুঁজছেন? তাহলে এই কবিতাগুলো আপনার জন্য। নিচে আপনাদের পছন্দের কিছু কবিতাগুলো তুলে ধরা হলো। জনপ্রিয় এই কবিতাগুলো ১৫ই আগস্ট শোক দিবসের জন্য খুবই প্রয়োজনীয়।
আরো পড়ুনঃ ইতালি কৃষি কাজের ভিসা ও আবেদন ফরম ২০২৪
শোক দিবসের ১০টি কবিতা ২০২৪
কবিতার নামঃ শোক দিবস
লেখকঃ শরিফ আহমাদ
ঐতিহাসিক শোক দিবসের,
রক্ত ঝরা গল্প,
লিখছি ছড়ায় অল্প!
আগস্ট মাসের ১৫ তারিখ,
আঁধার ঘেরা রাত,
দেশ দ্রোহীরা হামলা চালায়
মহান নেতার গা'তে।
তার আরো যে স্বজন ছিল
পায়ে যেখানে যাকে,
হত্যা করে তাকে।
দেশপ্রকৃতির রঙিন স্বপ্ন
শেষ করেছে তারা
ওদের একদিন বিচার হবে
কেউ পাবেনা ছাড়া।
প্রতিবছর আগস্টের সেই
দিন করা হয় স্বরণ,
বুকের রক্তক্ষরণ।
আরো পড়ুনঃ কানাডা ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪- কানাডা ভিসা পাওয়ার সহজ উপায়
কবিতার নামঃ যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা
লেখকঃ অন্নদাশঙ্কর রায়
যতদিন রবে পদ্মা মেঘনা
যমুনা গৌরি রহমান,
ততদিন তোমার কীর্তি রবে,
শেখ মুজিবুর রহমান।
দিকে দিকে আজ রক্ত গঙ্গা
অশ্রু গঙ্গা বহমান
তবু নাহি ভয় হবে, হবে জয়,
জয় মুজিবুর রহমান।
আরো পড়ুনঃ অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানোর ১০টি উপায় বা কৌশল
কবিতার নামঃ বঙ্গবন্ধুর ছড়া
লেখকঃ শরিফ আহমাদ
বঙ্গবন্ধুর সেরা লিখতে
ইতিহাসের পাতায় টিকতে
যেই দিয়েছি হাত
তার কাহিনী অশ্রু ঝরায়
রাতের পরে রাত।
আমার সাথে রাতের তারা
বন-বনানীর নিঝুম পাড়া
সবাই দিল যোগ
বঙ্গবন্ধু চলে যাওয়ায়
সবার মনে শোক।
শোকের থেকে শক্তি নিয়ে
তার প্রতি প্রেম ভক্তি নিয়ে
লিখছি ছড়া রোজ
তার মত এক মহান নেতা
বিশ্ব করে খোঁজ।
আরো পড়ুনঃ অর্থসহ মেয়েদের ৩০টি ইসলামিক নাম জানুন
কবিতার নামঃ
আত্মত্যাগ
শেখ মুজিব,
তুমি আমাদের জন্য তোমার জীবন দিয়েছ,
তুমি আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছ।
শেখ মুজিব,
তুমি আমাদের জন্য একটি মহান অবদান রেখেছ,
আমরা কখনও তোমাকে ভুলবো না।
আরো পড়ুনঃ আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড ও অনলাইনে চেক করার নিয়ম
কবিতার নামঃ
তোমার প্রতিশ্রুতি
তুমি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলে যে
তুমি আমাদের স্বাধীনতা রক্ষা করবে।
তুমি সেই প্রতিশ্রুতি পূরণ করেছ,
তুমি আমাদের স্বাধীনতা অখুন্ন রেখেছ।
আমরা তোমাকে ধন্যবাদ জানাই
আমরা তোমাকে শ্রদ্ধা করি।
কবিতার নামঃ
তোমার মৃত্যুদিন
তোমার মৃত্যুদিন আমাদের জন্য শোকের দিন,
কিন্তু আমরা তোমাকে কখনও ভুলবো না।
তুমি আমাদের হৃদয়ের চিরদিন বেঁচে থাকবে,
তোমার আদর্শ আমাদের পথ নির্দেশক হবে।
তুমি আমাদের জাতির জনক,
তুমি আমাদের মহানায়ক।
কবিতার নামঃ
তোমার স্মৃতি
তোমার স্মৃতি আমাদের হৃদয়ে অমর হয়ে আছে,
তোমার আদর্শ আমাদের পথ নির্দেশক।
তুমি আমাদের স্বাধীনতা এনে দিয়েছো,
তুমি আমাদের গৌরব ও গর্ব।
তুমি আমাদের জাতির জনক
তুমি আমাদের মহানায়ক।
কবিতার নামঃ
১৫ ই আগস্ট
আজ ১৫ ই আগস্ট, জাতীয় শোক দিবস।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী।
তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক।
তিনি ১৯৭১ সালে ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন।
তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ৯ মাসের রক্ত ক্ষয়ের যুদ্ধের পর স্বাধীনতা অর্জন করে।
বঙ্গবন্ধু ছিলেন একজন সৎ দেশ প্রেমিক ও জন-দরদী নেতা
তিনি বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন।
তিনি বাংলাদেশের অর্থনৈতিক শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নকে এগিয়ে নিয়ে গেছেন।
বঙ্গবন্ধুর মৃত্যুতে বাংলাদেশ একটি মহান নেতাকে হারিয়েছে।
আজ আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
কবিতার নামঃ
আমরা একজন
আমরা একজন, একত্রে সমস্ত শক্তি,
শহীদের অনুসরণ সবার মধ্য ভাঁজি
স্বাধীনতা যাত্রায় অগ্রসর করে,
জাতীয় আন্দোলনের প্রতি অভিমান ধরে।
কবিতার নামঃ
শহীদদের জন্য শ্রদ্ধা
শহীদদের জন্য শ্রদ্ধা
বীরের ব্যক্তিত্ব নিয়ে শ্রদ্ধা সাজাই।
মহিমা এখানে আমরা কখনোই ভুলাই না।
বাংলাদেশের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।
অবদান এবং প্রাণ তাদের মহান বেদনা।
কবিতার নামঃ
বঙ্গবন্ধু তুমি নেই
বঙ্গবন্ধু তুমি নেই,
কিন্তু তোমার স্মৃতি আমাদের হৃদয়ে অমর হয়ে আছে।
তুমি আমাদের স্বাধীনতা এনে দিয়েছ,
তুমি আমাদের গৌরব ও গর্ব।
তুমি আমাদের জাতির জনক,
তুমি আমাদের মহানায়ক।
বিঃদ্রঃ শোকাবহ আগস্ট মাসের কবিতা গুলো বিভিন্ন স্থান থেকে সংগ্রহীত হয়েছে তাই কোন অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠক আশা করি আপনার পছন্দের শোক দিবসের কবিতা গুলো এই আর্টিকেলটিতে পেয়েছেন। আসছে আগামী ১৫ ই আগস্ট ২০২৪ সুন্দর এই কবিতা গুলো, আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোক দিবসের এই কবিতাগুলো ব্যবহার করার প্রয়োজন বোধ করেন। তাহলে নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারেন। কোন মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url