টাফনিল এর কাজ কি - টাফনিল খাওয়ার নিয়ম ও দাম জানুন
টাফনিল এর কাজ কি, কোন রোগের ঔষধ এবং টাফনিল খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে
চাচ্ছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন
টাফনিলের কাজ কি,খাওয়ার নিয়ম, দাম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে।
টাফনিল হলো মূলত মাইগ্রেন বা মাথা ব্যথার একটি ঔষুধ। এসকেএফ ফার্মাসিটিকাল
কোম্পানি লিঃ টাফনিল ট্যাবলেটটি বাজারজাত করে থাকে। যাদের মাইগ্রেন জনিত সমস্যা
রয়েছে, তাদের কাছে প্রয়োজনীয় একটা ঔষধ। বাজারে এই ওষুধটি শুধু ট্যাবলেট আকারে
পাওয়া যায় সিরাপ আকাশে পাওয়া যায় নয়।
পোস্ট সূচীপত্রঃ টাফনিল এর কাজ এবং খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে পড়ুন।
- টাফনিলের এর কাজ কি
- টাফনিল কিসের ঔষুধ
- টাফনিল ট্যাবলেট খাওয়ার নিয়ম
- টাফনিল এর পার্শ্ব প্রতিক্রিয়া
- টাফনিল ঔষধ ব্যবহারের সুবিধা
- টাফনিল ঔষধ ব্যবহারের অসুবিধা
- টাফনিল ট্যাবলেটের দাম কত
- টাফনিল কি এন্টিবায়োটিক
- টাফনিল খেলে কি ঘুম হয় জেনে নিন
- টাফনিল বেশি খেলে কি ক্ষতি হয়
- টাফনিল খেলে কি হয়
- লেখকের শেষ মন্তব্য
টাফনিলের এর কাজ কি
টাফনিলের কাজ কি টাফনিল সম্পর্কে অনেকেই ইন্টারনেটে খোঁজাখুঁজি করেন সে সম্পর্কে
জানার জন্য। এই ঔষুধটি সাধারণত যাদের মাইগ্রেন জনিত সমস্যা বা মাথাব্যথা জনিত
সমস্যা তাদের জন্য। যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে তাদের জন্য ডাক্তার প্রতিটি
প্রেসক্রিপশনে টাফনিল ঔষুধটি সাজেস্ট করে থাকেন । আপনাদের
যাদের মাথা ব্যথা জনিত
টাফনিল হাই ডোজের একটি ঔষধ। মাইগ্রেন জনিত সমস্যায় বা মাথা ব্যাথা হলে এটি
গ্রহণের ১০ থেকে ২০ মিনিটের মধ্যে আপনার মাথা ব্যথা অর্ধেক নামিয়ে আনতে পারে এবং
৩০ থেকে ৪০ মিনিটের ভিতরে ৯০% কমিয়ে আনবে। শুধু মাথাব্যথা নয়, এছাড়াও শরীর
ব্যথা, দুর্বলতা এবং বমি ভাব গুলো কমিয়ে আনবে। জেনে নেওয়া যাক
টাফনিল খাওয়ার নিয়ম, দাম
এবং টাফনিল এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। টাফনিলের কাজ কি সে সম্পর্কে
জানা প্রয়োজন। শুধু মাইগ্রেন জনিত বা মাথাব্যথার জন্য নয় আরো বিভিন্ন রকম
সমস্যায় এই ওষুধটি কাজ করে সেই সমস্যাগুলো আপনাদের সুবিধার্থে নিচে তুলে ধরা
হলো।
- পেশিতে ব্যথা হলে
- আঘাতজনিত যেকোনো ব্যথা হলে
- হালকা থেকে তীব্র মাথা ব্যাথা হলে
- অপারেশন করে কাটা-ছেড়া করার ফলে ব্যথা হলে
- যেকোনো সাধারণ ব্যথায় আক্রান্ত হলে
- জ্বর জনিত ব্যথার জন্য নির্দেশিত
- মাথার একপাশে ব্যাথা
টাফনিল কিসের ঔষুধ
টাফনিল ট্যাবলেট মূলত বিভিন্ন প্রকার তীব্র মাথা ব্যথার একটি কার্যকারী ঔষুধ।
আপনাদের যাদের মাথা ব্যথা রয়েছে, তারা এই ওষুধটি খেতে পারেন। টাফনিল খাওয়ার
নিয়ম জেনে তারপর সেবন করা উচিত, এছাড়া টাফনিল আরো কিছু সমস্যার জন্য ব্যবহার
করা হয় উপরে উল্লেখিত "টাফনিলের কাজ কি" পড়লেই বুঝতে পারবেন।
আরো পড়তে এক নজর দেখুন
টাফনিল ট্যাবলেট খাওয়ার নিয়ম
টাফনিল মাথা ব্যাথার একটি গুরুত্বপূর্ণ ঔষধ হলেও এই ঔষধ খাওয়াতে কিছুটা জটিলতা
রয়েছে। সেগুলো আপনাদের জানা অবশ্যই জানা প্রয়োজন। মানুষের ব্যথার জন্য কাজ করে
এমন যেকোনো ঔষুধই শরীরের জন্য ক্ষতি কর হয়ে থাকে। সেজন্য এইসব ওষুধ খাওয়ার আগে
রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে কখনোই ভুল করবেন না। আপনি একটা বিষয়
সবসময়
মাথায় রাখবেন, যে কোন ওষুধ খাওয়ার আগে তার সঠিক নিয়মগুলো আগে জেনে নিবেন।আমরা
আপনাদের এখন টাফনিল ঔষুধের লেভেলে, যে নিয়ম রয়েছে সেটি সম্পর্কে জানাবো। তবে
চিকিৎসক আপনার রোগের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং রোগের মাত্রা নির্ধারণ
করে সাধারণত ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কে জানাবেন। আপনাদের যাদের তীব্র মাথাব্যথা
রয়েছে
তারা ২০০ মিলিগ্রাম একটি ট্যাবলেট আপনার যখন মাথা ব্যথার প্রথম উপসর্গ দেখা দিবে
তার এক থেকে দুই ঘন্টা পরে খাবেন।যাদের হালকা থেকে মধ্যম পর্যায়ে মাথা ব্যাথা
রয়েছে, আপনারা প্রতিদিন ২০০ মিলিগ্রাম একটি ট্যাবলেট পুরোপুরি অথবা অর্ধেক (১০০
মিঃলি) ট্যাবলেট দিনে তিনবার খেতে পারেন। টাফনিল যেহেতু একটি
ব্যথানাশক ঔষুধ অবশ্যই এই
ওষুধের সাথে গ্যাস্টিকের ট্যাবলেট খাবেন। তবে মাইগ্রেন জনিত সমস্যায় অবশ্যই
ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। টাফনিল খাওয়ার নিয়ম এবং উপরের
বিষয়গুলোকে কখনো ছোট করে দেখবেন না। টাফনিল এর পার্শ্ব প্রতিক্রিয়া
রয়েছে সেজন্য।
টাফনিল এর পার্শ্ব প্রতিক্রিয়া
টাফনিল এর কাজ কি, টাফনিল ঔষধের শুধু যে উপকারিতাগুলোই রয়েছে তা কিন্তু নয়। এর
কি বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তাই যারা টাফনিল ওষুধটি গ্রহণ করতে
চাচ্ছেন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে খাবেন। টাফনিল ওষুধ খাওয়ার
ফলে টাফনিল এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলো রয়েছে সেগুলো আপনাদের
সুবিধার্থে নিচে উল্লেখ করা হলো। টাফনিল এর পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিতভাবে
জানতে পড়তে থাকুন।
- ঘুম ঘুম ভাব
- পেটে ব্যাথা হতে পারে
- শ্বাসপ্রণালীর সমস্যা হতে পারে
- ডায়রিয়া হতে পারে
- ক্লান্তি অনুভব হতে পারে
- ক্ষুধা মন্দা দেখা দিতে পারে
- কোমা
- মাথা ঘোরা সৃষ্টি হতে পারে
- বমি বমি ভাব হতে পারে
- কারো কারো উত্তেজনা হতে পারে
- কাপুনি হতে পারে
- মাথা ব্যাথা হতে পারে
- মুর্ছা যাওয়া
- কানে ভোঁ ভোঁ শব্দ শোনা যেতে পারে
- শিহরণ সমস্যা
- খিচুনির সমস্যা হতে পারে
আপনার যদি এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে অবশ্যই দেরি না করে ডাক্তারের শরণাপন্ন
হয়ে দ্রুত চিকিৎসা নিবেন। কেননা কখনো এই বিষয়গুলোকে ছোট করে দেখা যাবে না,
কেননা টাফনিল এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তাই ছোট একটি সমস্যা আপনার বড় আকার
ধারণ করতে পারে বিষয়গুলো খেয়াল রাখবেন।
টাফনিল ঔষধ ব্যবহারের সুবিধা
- এই ওষুধটি দ্রুত কাজ করে
- বেশিরভাগ মানুষের জন্য এটি নিরাপদ
- অন্যান্য ওষুধের সাথে এটি মিথস্ক্রিয়া করে না
টাফনিল ঔষধ ব্যবহারের অসুবিধা
টাফনিল অ্যালকোহলের সাথে সেবন করা কখনো উচিত নয়।
এই ওষুধটি গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের জন্য নিরাপদ নয়
আপনি যদি দীর্ঘ সময় ধরে টাফনিল খান তালে আপনার পেটের সমস্যা, লিভারের সমস্যা এবং
কিডনির সমস্যা হতে পারে।
টাফনিল ট্যাবলেটের দাম কত
প্রতিটি ২০০ মিঃলিঃ টাফনিল ট্যাবলেটের মূল্য ১০ টাকা করে। এক পাতা ট্যাবলেটের
মূল্য হচ্ছে ১০০ টাকা। এবং এক বক্স ট্যাবলেট এর মূল্য ৬০০ টাকা। তবে ওষুধের মূল্য
যে কোন সময় পরিবর্তন হতে পারে। আপনি আপনার হাতের নাগালে নিকটস্থ বাজারে, যেকোনো
ফার্মাসি থেকে এই ট্যাবলেটটি সহজে ক্রয় করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।
টাফনিল কি এন্টিবায়োটিক
টাফনিল অনেকেই এন্টিবায়োটিক ঔষধ বলে ধারণা করে থাকেন। তবে টাফনিল এন্টিবায়োটিক
ঔষধ নয়। টাফনিল একটি ব্যথা নাশক ঔষধ। আপনার শরীরের বিভিন্ন ধরনের ব্যথা কিংবা
মাইগ্রেন জনিত ব্যথা ইত্যাদির জন্য টাফনিল ঔষধ বিশেষভাবে কাজ করে থাকে। টাফনিল
ঔষধটি এসকেএফ ফার্মাসিটিক্যাল লিমিটেড বাজারজাত করে থাকে। টাফনিল খাওয়ার
নিয়ম জেনে তারপর খাওয়াটাই ভালো, টাফনিল এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে
তাই।
টাফনিল খেলে কি ঘুম হয় জেনে নিন
আপনারা অধিকাংশ মানুষই জানতে চান যে টাফনিল খেলে কি ঘুম হয়? টাফনিল খাওয়ার নিয়ম
না জেনে আপনি যদি টাফনিল ঔষুধটি সেবন করেন তাহলে অবশ্যই আপনার ঘুম চলে আসবে।
টাফনিল ঔষুধটি সাধারণত প্রচন্ড মাথা ব্যাথা অর্থাৎ মাইগ্রেন জনিত সমস্যার জন্য
মানুষ এই ঔষুধটি খেয়ে থাকে। ঔষুধটি খাওয়ার পর আপনার যদি মাথা ব্যথা কমে
যায়, তবে আপনার ঘুম চলে আসবে। তাই বলাই যায় টাফনিল খেলে প্রচুর ঘুম হয়। আপনি কখনোই
ঘুমের ঔষুধ হিসেবে এটি খাবেন না। কেননা এটি একটি ব্যথা নাশক ঔষধ, বিভিন্ন ধরনের
ব্যথা জনিত কারণে মানুষ এই ঔষুধ খেয়ে থাকে।
টাফনিল বেশি খেলে কি ক্ষতি হয়
শুধুমাত্র টাফনিল নয়, যেকোনো ঔষুধ কখনোই প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ খাওয়া
ঠিক নয়। আপনি যখন কোন ঔষধ প্রয়োজনে তুলনায় অতিরিক্ত পরিমাণে সেবন করবেন। আপনার
শরীরের উপকারের পরিবর্তে ক্ষতিকর দিকগুলো বেশি হবে তেমনি টাফনিল ঔষুধও এর
ব্যতিক্রম নয়। টাফনিল ঔষধ যখন আপনার সুস্থতার জন্য বেশি পরিমাণে খাবেন, তখন
দেখবেন
আপনার শরীর ধীরে ধীরে অসুস্থতার দিকে যাচ্ছে। টাফনিল ঔষধটি মূলত কেউ ইচ্ছা করে খায় না। যখন মানুষ মাথা ব্যথা বা মাইগ্রেন জনিত সমস্যায় ভূগে থাকে তখন মূলত এই ঔষুধটি খায়। আপনি যদি এই ঔষুধটি খান তবে আপনার দ্রুত মাথা ব্যথা কমে যাবে। তবে আপনি যদি নিয়মিতভাবে ঔষুধটি খান, তাহলে দেখবেন আপনার শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে।
টাফনিল এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক।আপনি যদি একসাথে অনেকগুলো টাফনিল ট্যাবলেট
খান, তবে আপনার জন্য ক্ষতিকর দিকগুলো বয়ে আনবে। আপনার মাথা ঝিমরঝিম ভাব ধরবে,
শরীরের ক্লান্তি এবং দূর্বলতা দেখা দিবে। আপনার ডাইরিয়া পাতলা পায়খানা হওয়ার
সম্ভাবনা থাকবে, অকারণে আপনার বমি বমি ভাব হতে পারে, আপনার ঘুমের পরিমাণ অনেক
বেশি
বেড়ে যেতে পারে,শরীরের ভিতরেখিচুনি তৈরি হতে পারে, আপনার নাক মুখ দিয়ে রক্তপাত
হতে পারে তাই কখনো একসাথে অনেকগুলো টাফনিল ট্যাবলেট কখনোই খাবেন না।আপনি সবসময়
ডাক্তারে পরামর্শ নিয়ে ব্যথা নাশকঔষুধ টাফনিল খাবেন। তাহলে দ্রুত আপনার মাইগ্রেন
জনিত সমস্যা বা মাথা ব্যথা জনিত সমস্যা গুলো দূর হয়ে যাবে। তবে টাফনিল খাওয়ার
পাশাপাশি ভালো-মন্দ খাবারগুলো খাবেন যেন শরীরের দুর্বলতাগুলো কেটে যায়।
টাফনিল খেলে কি হয়
টাফনিল খাওয়ার নিয়ম জানাটা যাদের মাথা ব্যাথা হয় তাদের আবশক। আপনারা হয়তো
অনেকে জানেন না, টাফনিল হলো একটি অ্যানালজেসিক এবং অ্যান্টি-ইনফ্লোমেটরি ঔষুধ। যা
আপনার মাইগ্রেন জনিত ব্যথা, জ্বর এবং প্রদাহ কমাতে বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে।
টাফনিল সাধারণত মাথা ব্যাথা, দাঁতের ব্যথা, পেশি ব্যথা, ঋতুস্রাবের ব্যথা এবং
জ্বরের ব্যথার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তবে টাফনিলের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে
তাই নিয়ম মেনে খেতে হবে।
টাফনিল খেলে কি হয় জেনে নিন উদাহরণ হিসেবে
জ্বর কমাতে পারেঃ টাফনিল আপনার জ্বর কমাতে বিশেষভাবে সাহায্য করে থাকবে।
মাথা ব্যাথা কমাতে পারেঃ টাফনিল মাথা ব্যথা কমাতে বিশেষভাবে সাহায্য করে
এবং মাথা ব্যথা কমাতে কার্যকারী ভূমিকা পালন করে।
প্রদাহ কমাতে পারেঃ টাফনিল প্রদাহ কমাতে সাহায্য করে। আপনার পেশী ব্যথা ,
ঋতুস্রাবের ব্যথা এবং অন্যান্য প্রদাহজনিত ব্যথাগুলো কমাতে বিশেষভাবে সাহায্য
করে।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠক, উপরোক্ত আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে, টাফনিলের কাজ কি,
টাফনিল খাওয়ার নিয়ম,টাফনিলের পার্শ্ব প্রতিক্রিয়া, টাফনিল বেশি খেলে কি ক্ষতি
হয়, কাফের গেলে কি ঘুম হয়, টাফনিল কি এন্টিবায়োটিক এবং টাফনিলের দাম সম্পর্কে
আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি পড়েছেন এবং বুঝতে পেরেছেন। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে
যদি উপকৃত হয়ে থাকেন। তাহলে আমার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন তাদের উপকারের জন্য
শেয়ার করে রেখে দিতে পারেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url