বাংলাদেশ থেকে ইউরোপের যেসব দেশে যাওয়া যায় (যাওয়ার সহজ উপায়)
বাংলাদেশ থেকে ইউরোপের যেসব দেশে যাওয়া যায়, তার সহজ উপায় জানার জন্য প্রায়
অধিকাংশ মানুষ গুগলে সার্চ করে থাকেন। বাংলাদেশ থেকে ইউরোপের কোন কোন দেশে যাওয়া
যায়, পুরো আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত নিচে পড়লে জানতে পারবেন।
বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে উন্নত জীবনের আশায়, বিভিন্ন মানুষ তাকিয়ে থাকে
ইউরোপের দিকে। কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব এবং আধুনিক প্রযুক্তির প্রায় অধিকাংশই
ইউরোপে সৃষ্টি হয়েছে। অনেক মানুষ রয়েছেন, যারা ইউরোপ যাওয়ার সঠিক পন্থা না
জানার কারণে বিপদে পড়ে থাকেন। বিস্তারিত নিচে জেনে নিন।
পোস্ট সূচীপত্রঃ বাংলাদেশ থেকে ইউরোপের যেসব দেশে যাওয়া যায়
বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার সহজ উপায়
বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার সহজ উপায় সম্পর্কে জানা প্রতিটি প্রবাসীর জন্য খুবই
গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অসংখ্য প্রবাসী শ্রমিক রয়েছেন, যারা উন্নত জীবনের
স্বপ্ন নিয়ে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া বা সিঙ্গাপুরের উদ্দেশ্যে গিয়ে থাকেন।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, অনেকেই প্রতারকের শিকার হয়ে সর্বোচ্চ হারিয়ে
ফেলেন। অথবা সেসব দেশে যদি যেতেও পারেন, তবে নিষ্ঠুর পরিবেশে কাজ করতে বাধ্য হতে
হয়।
বাংলাদেশী অধিকাংশ মানুষ মনে করেন যে, অবৈধ উপায় ছাড়া ইউরোপে যাওয়া সম্ভব নয়।
কিন্তু এটা জানে না যে, সঠিক পরিকল্পনা এবং সঠিক নির্দেশনার মাধ্যমে বৈধভাবে
ইউরোপে প্রবেশ করে সুন্দর জীবন গড়ে তোলা সম্ভব। পুরো আর্টিকেলটি শুরু থেকে শেষ
পর্যন্ত বলে জানতে পারবেন।
বৈধভাবে বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার সহজ উপায় রয়েছে। ইউরোপের যেসব দেশের খুব
সহজেই ভিসা পাওয়া যায়, আপনাকে সেসব দেশকে কে খুঁজে বের করতে হবে। খুঁজে বের
করার পর, আপনাকে জানতে হবে ইউরোপের কোন দেশগুলোর সাধারণত সেনজেনভুক্ত দেশ এবং
কোনগুলো সেনজেনভুক্ত দেশ নয় ।
সেনজেনভুক্ত যেসব দেশের ভিসা পাওয়া খুবই সহজ, আপনাকে সে সব দেশের ভিসা সংগ্রহ
করতে হবে। কেননা আপনি যদি একটি সেনজেন ভিসা পান, তাহলে এক ভিসাতেই খুব সহজে ২৬ টি
দেশে ভ্রমণ করতে পারবেন। আর তার জন্য আপনাকে আলাদা করে কোন ভিসা তৈরি করতে হবে
না।
এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে নিচে জানতে পারবেন, বাংলাদেশ থেকে ইউরোপের যেসব দেশে যাওয়া যায় বা যেসব দেশের ভিসা সহজে পাওয়া যায়
এবং সেনজেনভুক্ত এবং নন সেনজেনভুক্ত দেশের তালিকা সম্পর্কে।
বাংলাদেশ থেকে ইউরোপের যেসব দেশে যাওয়া যায়
বাংলাদেশ থেকে ইউরোপের যেসব দেশে যাওয়া যায় সে সম্পর্কে প্রতিটি প্রবাসগামী মানুষের জন্য প্রয়োজনীয়। ইউরোপ মহাদেশে মোট প্রায় ৫০টি দেশ রয়েছে। এর মধ্য সেনজেনভুক্ত দেশের তালিকা
রয়েছে ২৬টি। তবে ইউরোপের সবগুলো দেশের দূতাবাস বাংলাদেশে নেই। বাংলাদেশে ইউরোপের
৭টি দেশের দূতাবাস রয়েছে এবং বাকি কিছু দেশ রয়েছে এইসব দূতাবাসের অধীনে কাজ করে
থাকেন।
বাংলাদেশ থেকে ইউরোপের যেসব দেশে যাওয়া যায়, আপনাদের জানার সুবিধার্থে
উল্লেখযোগ্য কিছু দেশের নাম উল্লেখ করে দেওয়া হলো। তবে সবগুলো দেশে আপনি সরাসরি
যেতে পারবেন না।
ক্রমিক নং | ইউরোপের দেশের নাম |
---|---|
০১ | সাইপ্রাস |
০২ | চেক প্রজাতন্ত্র |
০৩ | ডেনমার্ক |
০৪ | এস্তোনিয়া |
০৫ | ফিনলান্ড |
০৬ | ফ্রান্স |
০৭ | জর্জিয়া |
০৮ | জার্মানি |
০৯ | গ্রীস |
১০ | হাঙ্গেরি |
১১ | আইসল্যান্ড |
১২ | আয়ারলান্ড |
১৩ | ইতালি |
১৪ | রাশিয়া |
১৫ | অ্যালবেনিয়া |
১৬ | আন্দোরা |
১৭ | অস্টিয়া |
১৮ | আর্মেনিয়া |
১৯ | আজারবাইজান |
২০ | বেলারুশ |
২১ | বেলজিয়াম |
২২ | বসনিয়া |
২৩ | বুলগেরিয়া |
২৪ | ক্রোয়েশিয়া |
২৫ | কসোভো |
২৬ | লাতভিয়া |
২৭ | লিশটেনস্টাইন |
২৮ | লিথুনিয়া |
২৯ | মাল্টা |
৩০ | লুক্সেরবার্গ |
৩১ | মোলদোভা |
৩২ | মোনাকো |
৩৩ | মন্টিনিগ্রো |
৩৪ | নেদারলান্ডস |
৩৫ | উত্তর মেসিডেনিয়া |
৩৬ | নরওয়ে |
৩৭ | পোল্যান্ড |
৩৮ | পর্তুগাল |
৩৯ | রোমানিয়া |
৪০ | সান মেরিনো |
৪১ | সার্বিয়া |
৪২ | স্লোভাকিয়া |
বাংলাদেশে ইউরোপের ৭টি দূতাবাসের নাম
বাংলাদেশে ইউরোপের ৭টি দূতাবাস রয়েছে, সেগুলো কোন দেশের সে সম্পর্কে অনেকেই জানতে
চান। বাংলাদেশে ইউরোপের যে ৭টি দূতাবাস রয়েছে, আপনাদের জানার সুবিধার্থে নিচে
উল্লেখ করে দেওয়া হলো।
- যুক্তরাজ্য
- ফ্রান্স
- জার্মানি
- ইতালি
- স্পেন
- নেদারল্যান্ড
- সুইডেন
উপরে উল্লেখিত ইউরোপের দেশগুলোর দূতাবাস বাংলাদেশে রয়েছে। এসব দেশগুলোতে কিভাবে
যাওয়া যায় আপনি চাইলে তাদের সহযোগিতা নিতে পারেন।
ইউরোপের যেসব দেশে কাজের ভিসা পাওয়া যায়
বাংলাদেশ থেকে ইউরোপের যেসব দেশে সরাসরি কাজের ভিসা পাওয়া যায়, সে সম্পর্কে
অনেকেই জানতে চান। তাই আপনাদের জানার সুবিধার্থে বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপের
যেসব দেশের ভিসা পাওয়া যায় সেগুলো উল্লেখ করে দেওয়া হলো।
- চেক প্রজাতন্ত্র
- স্লোভাকিয়া
- লাতভিয়া
- আইসল্যান্ড
- লিথুয়ানিয়া
- এস্তোনিয়া
- জার্মানি
- আয়ারল্যান্ড
- ডেনমার্ক
- ফিনল্যান্ড
- পর্তুগাল
উপরে উল্লেখিত দেশগুলোতে আপনি চাইলে কাজের ভিসা নিয়ে যেতে পারবেন।
বাংলাদেশ থেকে ইউরোপের যেসব দেশে সরাসরি যাওয়া যায়না
বাংলাদেশ থেকে ইউরোপের যেসব দেশের ফ্লাইট না থাকার কারণে, আপনি সরাসরি যেতে
পারবেন না, আপনাদের জানার সুবিধার্থে নিচে সেসব দেশগুলোর নাম উল্লেখ করে দেওয়া
হলো।
- রোমানিয়ার
- সার্ভিয়া
- বুলগেরিয়া
- ক্রোয়েশিয়া
- পোল্যান্ড
ইউরোপের উপরে দেশগুলোতে, আপনি সরাসরি বাংলাদেশ থেকে ফ্লাইটের মাধ্যমে যেতে পারবেন না।
ইউরোপ যেতে কত বছর বয়স লাগে
ইউরোপে বিভিন্ন দেশ রয়েছে এসব একেক দেশে যেতে একেক রকমের নিয়ম কানুন এবং
ভিসা নীতি রয়েছে। তবে শুধুমাত্র সেনজেনভুক্ত দেশগুলোর ভিসা নীতি একই ধরনের হয়ে থাকে। আপনি
ইউরোপের যে দেশে যেতে চাচ্ছেন, সে দেশের নাম লিখে সার্চ দিতে হবে, যেতে কত বছর বয়স লাগে।
ইউরোপে কাজের উদ্দেশ্যে যদি যেতে চান, তবে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন ২১ থেকে ৫৫
বছরের মধ্য। এছাড়া যদি পড়াশোনার উদ্দেশ্যে যেতে চান, তবে বয়স কম
হলেও যাওয়া যায়। তবে যাদের বয়স ১৬ বছরের অধিক,সেসব মানুষের ইউরোপ যেতে একটি
বৈধ পাসপোর্ট বাধ্যতামূলক লাগবে।
লেখকের শেষ মন্তব্য - বাংলাদেশ থেকে ইউরোপের যেসব দেশে যাওয়া যায় সে সম্পর্কে
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার সহজ
উপায়,বাংলাদেশ থেকে ইউরোপের যেসব দেশে যাওয়া যায়। ইউরোপ যেতে কত বছর বয়স লাগে
ইত্যাদি সম্পর্কে। আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে
পেরেছেন। বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া যায়, এর আগে যারা জানেননি,
এই আর্টিকেল পড়ে যারা জেনেছেন। আপনারা চাইলে আর্টিকেলটি শেয়ার করে দিতে পারেন
যেন অন্যরাও উপকৃত হয়।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url