ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া কত ২০২৪ জেনে নিন এখনই
ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া কত ২০২৪, সে সম্পর্কে জানতে চাচ্ছেন? বাংলাদেশ থেকে
প্রতি বছর অসংখ্য মানুষ চিকিৎসা, ভ্রমণ এবং অন্যান্য জরুরি কাজের জন্য চেন্নাই
গিয়ে থাকেন। তাই যারা ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া সম্পর্কে জানেন না, বিস্তারিত
জানতে নিচে পড়ুন।
ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া জানার জন্য প্রায় অনেকেই গুগলে সার্চ করে থাকেন।
ঢাকা টু চেন্নাই বিমান পথে দ্রত সময়ের মধ্য যেতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া
যাক ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া কত এবং কোন বিমানগুলো চলাচল করে ও আরো প্রয়োজনীয়
তথ্য সম্পর্কে।
পোস্ট সূচীপত্রঃ ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া ২০২৪ জানতে পড়ুন
ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া
ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া কত সেগুলো জানার আগে, আপনাকে জেনে নিতে হবে ঢাকা টু
চেন্নাই রুটে কোন বিমান কোম্পানিগুলো চলাচল করে। কেননা আপনারা জানেন যে, একদেশ
থেকে অন্য একটি দেশে বিমান চলাচলের ক্ষেত্রে বিমানের ভাড়া একই রকম হয়ে থাকে না।
তাই চলুন দেখে নেওয়া যাক, ঢাকা টু চেন্নাই রুটে কোন বিমানগুলো চলাচল করে। আপনাদের
সুবিধার্থে সেই বিমানগুলোর নাম নিচে উল্লেখ করে দেওয়া হলো।
- ইন্ডিগো এয়ার
- ফ্লাই দুবাই
- এয়ার ইন্ডিয়া
- শ্রীলঙ্কান এয়ারলাইন্স
- ইউএস বাংলা এয়ারলাইন্স
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- ভিস্তারা এয়ারলাইন্স
- টার্কিশ এয়ারলাইন্স
- কাতার এয়াওয়েজ
- ইতিহাদ এয়ারওয়েজ
উপরের বিমান কোম্পানিগুলো ঢাকা টু চেন্নাই রুটে চলাচল করে থাকে। আপনারা যারা ঢাকা
টু চেন্নাই বিভিন্ন কাজের জন্য যেতে চাচ্ছেন, আপনারা বিমানের ভাড়া সম্পর্কে জেনে,
আপনাদের সুবিধা অনুযায়ী টিকিট কেটে ঢাকা থেকে চেন্নাই যেতে পারেন। চলুন নিচে জেনে
নেওয়া যাকা কোন এয়ারলাইন্স বা এয়ারওয়েজের ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া কত সে
সম্পর্কে।
ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া কত টাকা ২০২৪
ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া কত? ঢাকা টু চেন্নাই রুটে উপরে যে বিমান কোম্পানিগুলো
নিয়ে আলোচিত হয়েছে, সেগুলোতে সাধারণত দুই ক্লাসের সিট পাওয়া যায়। এর মধ্য একটি
হলো ইকোনোমিক ক্লাস আরেকটা হলো বিজনেস ক্লাস। আমি কোন ক্লাসে যাবেন সেটা
সম্পূর্ণই আপনার অর্থ এবং স্টাটাসের উপর নির্ভর করবে। আপনারা ঢাকা টু চেন্নাই
যাওয়ার ক্ষেত্রে শুধু যাওয়ার জন্য টিকিট কাটেন, তাহলে টিকিটের ভাড়া একরকম পড়বে
এবং রিটার্নসহ টিকিট কাটেন তাহলে অন্যরকম ভাড়া পড়বে।
আপনারা যারা বিভিন্ন প্রয়োজনে ঢাকা টু চেন্নাই যেতে চাচ্ছেন, তাদের অবশ্যই জেনে
রাখা প্রয়োজন ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া কত সে সম্পর্কে। কেননা এ সম্পর্কে যদি
আপনার সঠিক না জানেন, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনাদের জানার
সুবিধার্থে বিভিন্ন এয়ারলাইন্সের নিম্নলিখিত বিমান ভাড়া সম্পর্কে উল্লেখ করে
দেওয়া হলো।
- ঢাকা টু চেন্নাই এয়ার ইন্ডিয়ার সর্বনিম্ন বিমান ভাড়া হচ্ছে প্রায় ১২,৯০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫,২০০ টাকা পর্যন্ত।অনলাইন টিকিট পেতেঃ airindia.com
- ঢাকা টু চেন্নাই ইন্ডিগো এয়ারলাইন্সের সর্বনিম্ন ভাড়া প্রায় ১৬,২০০ টাকা থেকেই সর্বোচ্চ ১৯,১০০ টাকা পর্যন্ত। অনলাইন টিকিট পেতেঃ www.goindigo.in
- ঢাকা টু চেন্নাই ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সর্বনিম্ন বিমান ভাড়া হচ্ছে ১৪,৭০০ টাকা থেকে সর্বোচ্চ ১৭,২০০ টাকা পর্যন্ত। অনলাইন টিকিট পেতেঃ usbir.com
- ঢাকা টু চেন্নাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বনিম্ন ভাড়া হচ্ছে প্রায় ১৪,৮০০ টাকা থেকে সর্বোচ্চ ১৮,১০০ টাকা পর্যন্ত। অনলাইন টিকিট পেতেঃ biman-bd-air
- ঢাকা টু চেন্নাই বিস্তার এয়ারলাইন্সের সর্বনিম্ন বিমান ভাড়া হচ্ছে প্রায় ২০,১০০ টাকা থেকে সর্বোচ্চ ২৪,২০০ টাকা পর্যন্ত। অনলাইন টিকিট পেতেঃ www.airvistara.com
- ঢাকা টু চেন্নাই শ্রীলঙ্কান এয়ারলাইন্স এর বিমান ভাড়া সর্বনিম্ন হচ্ছে প্রায় ৪৬,২০০ টাকা থেকে ৫৬,১০০ টাকা পর্যন্ত। অনলাইন টিকিট পেতেঃ www.srilankan.com
- ঢাকা টু চেন্নাই ফ্লাই দুবাই এয়ালাইন্সের সর্বনিম্ন ভাড়া হচ্ছে ৯৪,২০০ টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ ৪ হাজার টাকা মতো। অলাইন টিকিট পেতেঃ www.flydubai.com
- ঢাকা টু চেন্নাই ইতিহাদ এয়ারওয়েজের সর্বনিম্ন ভাড়া প্রায় ১ লক্ষ ৮৮ হাজার থেকে সর্বোচ্চ ২ লক্ষ ১৮ হাজার টাকা। অনলাইনে টিকিট পেতেঃ www.etihad.com
ঢাকা টু চেন্নাই দূরত্ব কত কিলোমিটার
ঢাকা টু চেন্নাই দূরত্ব কত কিলোমিটার এই সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ
মানুষ গুগলে সার্চ করে থাকেন এবং জানতে চান। আপনি ঢাকা টু চেন্নাই বাস, ট্রেন এবং
বিমানের মাধ্যমে যেতে পারবেন। তবে এর মধ্যে সবচেয়ে দ্রুত এবং নিরাপদ যাতায়াত
ব্যবস্থা হলো বিমানের মাধ্যমে চলাচল করা। চলুন জেনে নেওয়া যাক, ঢাকা টু চেন্নাই
দূরত্ব কত কিলোমিটার। ঢাকা টু চেন্নাই দূরত্ব হলো ১,৯৬৯ কিলোমিটার। আশা করি বুঝতে
পেরেছেন।
ঢাকা টু চেন্নাই যেতে কত সময় লাগে
ঢাকা টু চেন্নাই যেতে কত সময় লাগে, এখানে যেহেতু বিমানের কথা উল্লেখ করা হয়েছে
সেক্ষেত্রে ঢাকা টু চেন্নাই বিমানে যেতে কত সময় লাগবে সেটাই জানতে চাচ্ছেন।তাহলে
জেনে নেওয়া যাক, ঢাকা টু চেন্নাই বিমানে যেতে কত সময় লাগে, আপনি যদব বিমানে
যেতে চান তাহহলে সময় লাগবে প্রায়ন১২ ঘন্টা থেকে ১৬ ঘণ্টা। তবে যান্ত্রিক ত্রুটি
থকলে ৩০ মিনিট এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থাকে।
লেখকের শেষ মন্তব্য
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া, ঢাকা টু
চেন্নাই বিমান ভাড়া কত ২০২৪।ঢাকা টু চেন্নাই বেশিরভাগ ক্ষেত্রে মানুষ চিকিৎসার
জন্য গিয়ে থাকে। তাই আপনারা যারা ঢাকা থেকে চেন্নাই যাবেন, তারা অবশ্যই যে বিমানে
জাবেন তাদের ওয়বেসসাইটে ভাড়াসহ যাবতীয় তথ্য জেনে জাবেন। কোনো প্রকার দালাল বা
প্রতারক থেকে সাবধানে থাকবেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url