জেনে নিন ঢাকা টু মুম্বাই বিমান ভাড়া কত ২০২৪
ঢাকা টু মুম্বাই বিমান ভাড়া কত ২০২৪, সে সম্পর্কে জানতে চাচ্ছেন? মুম্বাই ভারতের
সবচেয়ে বড় শহর। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে চিকিৎসার জন্য অসংখ্য মানুষ
মুম্বাই গিয়ে থাকেন। আপনি যদি মুম্বাই যেতে চান, তাহলে নিচে বিমানের ভাড়া
সম্পর্কে জানতে পড়ুন।
ঢাকা থেকে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে, যারা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন,
প্রায় অধিকাংশ মানুষের ঢাকা টু মুম্বাই বিমান ভাড়া কত সে সম্পর্কে জানা নেই।
তাই আপনাদের জানার সুবিধার্থে এই আর্টিকেলটির মাধ্যমে নিচে বিস্তারিত জানতে পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ ঢাকা টু মুম্বাই বিমান ভাড়া কত জানতে পড়ন
ঢাকা টু মুম্বাই কোন বিমানগুলো যায়
ঢাকা টু মুম্বাই বিমান ভাড়া কত এবং কোন এয়ারলাইন্স কোম্পানির বিমানগুলো ঢাকা
থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যায়, সেগুলো সম্পর্কে জানা আপনার জন্য খুবই
গুরুত্বপূর্ণ। কেননা আপনি যদি, কোন এয়ারলাইন্স কোম্পানির বিমানগুলো চলাচল করে, সে
সম্পর্কে ধারণা না রাখেন, তাহলে আপনি মুম্বাই যেতে পারবেন না। আর এসব যাবতীয়
বিষয় সম্পর্কে যদি জানেন, তাহলে আপনি সময় মত এবং অল্প টাকাতেই ঢাকা থেকে
মুম্বাই যেতে পারবেন। ঢাকা থেকে মুম্বাই যে এয়ারলাইন্স কোম্পানির বিমানগুলো
চলাচল করে আপনাদের সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হল।
- বাংলাদেশ বিমান এয়ারলাইন্স
- ইন্ডিগো এয়ারলাইন্স
- এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স
- শ্রীলঙ্কা এয়ারলাইন্স
- বিস্তারা এয়ারলাইন্স
উপরে উল্লেখিত এয়ারলাইন্স কোম্পানি বিমানগুলো ঢাকা থেকে মুম্বাইয়ে চলাচল করে
থাকে। আপনার যদি মুম্বাইয়ে ব্যবসা বানিজ্য বা চিকিৎসা এবং অন্যান্য কোন কাজের
প্রয়োজন থাকে, তাহলে আপনি উপরোক্ত বিমানের মাধ্যমে ঢাকা থেকে মুম্বাই চলাচল করতে
পারবেন। নিচে ঢাকা টু মুম্বাই বিমান ভাড়া কত ২০২৪ জানতে পড়ুন।
ঢাকা টু মুম্বাই বিমান ভাড়া কত ২০২৪
ঢাকা টু মুম্বাই বিমান ভাড়া কত ২০২৪, এবং ঢাকা থেকে কোন এয়ারলাইন্স কোম্পানির
বিমানগুলো মুম্বাইয়ের উদ্দেশ্যে যায়, সেগুলো সম্পর্কে নিচে খুব সহজেই জানতে
পারবেন। ঢাকা থেকে মুম্বাই যাওয়ার আগে, একটি বিষয়ে আপনাকে খুবই গুরুত্ব সহকারে
জানতে হবে। আর সেটি হলো, কোন এয়ারলাইন্স কোম্পানির বিমানগুলো ঢাকা টু মুম্বাই
সরাসরি যায় এবং কোনগুলো স্টপিস দিয়ে যায়।
এজন্য আপনাকে সময় হাতে নিয়ে ঢাকা থেকে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে বের হতে হবে।
বাংলাদেশ ঢাকা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যে সকল এয়ারলাইন্স কোম্পানির
বিমানগুলো চলাচল করে, তার মধ্য থেকে দুটি এয়ারলাইন্স কোম্পানির বিমান সরাসরি
ঢাকা টু মুম্বাই গিয়ে থাকে, এর মাঝে কোন স্টপিস দিয়ে থাকে না। বিমানগুলো হলোঃ
- ইন্ডিগো এয়ারলাইন্স
- বিস্তারা এয়ারলাইন্স
আর বাকি যে এয়ারলাইন্স কোম্পানি বিমানগুলো রয়েছে সেগুলো কলকাতা এবং দিল্লিতে
স্টপিস দিয়ে এরপরে মুম্বাই এ গিয়ে থাকে। প্রিয় পাঠক, চলুন জেনে নেওয়া যাক,ঢাকা
থেকে মুম্বাই কোন বিমানগুলো চলাচল করে এবং ঢাকা থেকে মুম্বাই বিমান ভাড়া কত সে
সম্পর্কে, আপনাদের সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হলো।
বিমানের নাম | ঢাকা টু মুম্বাই | ইকোনমিক ক্লাসের সর্বনিম্ন ভাড়া থেকে | সর্বোচ্চ ভাড়া | অনলাইন টিকিট পেতে |
---|---|---|---|---|
বাংলাদেশ বিমান এয়ারলাইন্স | ঢাকা টু মুম্বাই | ২৪,৬০০ টাকা | ২৭,৮০০ টাকা | biman-bd-air |
ইন্ডিগো এয়ারলাইন্স | ধাআকা টু মুম্বাই | ২৭,২০০ টাকা | ২৯,২০০ টাকা | www.goindigo.in |
এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স | ঢাকা টু মুম্বাই | ১৫,২০০ টাকা | ১৬,২০০ টাকা | airindia.com |
শ্রীলঙ্কা এয়ারলাইন্স | ঢাকা তু মুম্বাই | ২৭,৮০০ টাকা | ২৯,৮০০ টাকা | srilankan.com |
বিস্তারা এয়ারলাইন্স | ঢাকা টু মুম্বাই | ১৯,৬০০ টাকা | ২২,৫০০ টাকা | www.srilnkan.com |
ঢাকা থেকে মুম্বাই দূরত্ব কত
ঢাকা থেকে মুম্বাই দূরত্ব কত? যারা সাধারণত মুম্বাই যেতে চান তাদের মনে এমন
প্রশ্ন জাগতেই পারে। আপনি পৃথিবীর যে কোনো জায়গাতেই যান না কেন, অবশ্যই আপনার
জেনে নেওয়া উচিত তার দূরত্ব কত কিলোমিটার সে সম্পর্কে। তাহলে প্রিয় পাঠক জেনে
নেওয়া যাক ঢাকা থেকে মুম্বাইয়ের দূরত্ব কত কিলোমিটার। ঢাকা থেকে মুম্বাইয়ের
দূরত্ব হলো প্রায় ২,১৭৮ কিলোমিটার।
ঢাকা টু মুম্বাই যেতে কত সময় লাগে
ঢাকা থেকে মুম্বাই যেতে কত সময় লাগবে, সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে,
কেননা আপনি কোন এয়ারলাইস কোম্পানির বিমানে যাবেন সেটার উপরে। আপনি যদি ঢাকা থেকে
মুম্বাই ইন্ডিগো এয়ারলাইন্স এবং বিস্তারা এয়ারলাইন্সের মাধ্যমে যেতে পারেন,
তাহলে আপনারা সময় লাগবে ২ ঘন্টা ১৫ মিনিট থেকে ২ ঘন্টা ৩০ মিনিটের মতো। এছাড়া
আপনি যদি বাকি এয়ারলাইন্স কোম্পানির বিমানের মাধ্যমে যান তাহলে সময় বেশি
লাগবে।
কেননা এই এয়ারলাইন্স কোম্পানিগুলোর বিমান কলকাতা এবং দিল্লিতে স্টপিস
দিয়ে থাকে। তাই আপনার ঢাকা থেকে মুম্বাই যেতে সময় লাগবে প্রায় ১২ ঘণ্টা থেকে ২৪
ঘন্টা পর্যন্ত। কেননা ঢাকা থেকে কলকাতায় নামবে তারপরে দিল্লিতে যাবে এরপর
মুম্বাইয়ে যাবে। তাহলে প্রিয় পাঠক বুঝতে পেরেছেন কত সময় লাগবে।
- ঢাকা টু মুম্বাই সরাসরি ফ্লাইট ২ ঘণ্টা ১৫ মিনিট থেকে দুই ঘন্টা ত্রিশ মিনিট লাগে
- ঢাকা থেকে কলকাতা এবং দিল্লি হয়ে মুম্বাই যেতে সময় লাগে প্রায় ১২ ঘণ্টা থেকে ২৪ ঘন্টা
লেখকের শেষ মন্তব্য
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, ঢাকা টু মুম্বাই বিমান ভাড়া কত ২০২৪,
ঢাকা টু মুম্বাই দূরত্ব কত, ঢাকা থেকে মুম্বাই যেতে কত সময় লাগে ইত্যাদি
সম্পর্কে।আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন। ঢাকা
টু মুম্বাই যদি আপনার কোন জরুরী প্রয়োজন থাকে, তাহলে আপনি ইন্ডিগো এয়ারলাইন্স
কিংবা বিস্তারা এয়ারলাইন্সের মাধ্যমে চলাচল করতে পারেন।
কেননা এগুলো বিমানের মাধ্যমে চলাচল করলে মুম্বাই দ্রুত পৌঁছাতে পারবেন। সময় লাগবে
মাত্র দুই ঘন্টা ১৫ মিনিট থেকে দুই ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত। এছাড়া বাকি
বিমানগুলোর মাধ্যমে যদি চলাচল করেন তাহলে ১২ ঘন্টা থেকে ২৪ ঘন্টা লাগবে। এখন আপনি
কোনটার মাধ্যমে চলাচল করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url