কসোভো যেতে কত টাকা লাগে - সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত
কসোভো যেতে কত টাকা লাগে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত হতে পারে? সে সম্পর্কে অনেকেই
জানতে চান। কসোভো সরকার বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অসংখ্য শ্রমিক নিয়ে দিয়ে
থাকেন। দেশটিতে সরকারি ভাবে যাওয়া যায়। যাওয়ার আগে অবশ্যই সর্বোচ্চ ও সর্বনিম্ন
বেতন কত, জানতে নিচে পড়ুন।
কসোভোতে আপনি এজেন্সির মাধ্যমে যেতে পারবেন। তবে কিছু কিছু দালাল রয়েছে, যারা
উচ্চ বেতনের কথা বলে ভিসার জন্য বেশি টাকা নিয়ে থাকেন। তাই কসোভো যেতে কত টাকা
লাগে এবং কোন কাজের বেতন কত, সেগুলো সম্পর্কে জানতে এই আর্টিকেলটি
শুরু থেকে শেষ পর্যন্ত নিচে পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ কসোভো যেতে কত টাকা লাগে জানতে পড়ুন
কসোভো কাজের ভিসা আবেদন প্রক্রিয়া
কসোভো দেশটির কাজের ভিসা পাওয়া খুবই সহজ, যদি আপনি দেশটির নিয়োগকর্তার নিকট
থেকে একটি চাকরির অফার লেটার পান। তবে অবশ্যই আপনাকে এই অফারটি লাইসেন্সকৃত
নিয়োগকর্তার কাছ থেকে পেতে হবে। অফার লেটারে অবশ্যই আপনার পদবী বেতন এবং কাজের
শর্তাবলীগুলো স্পষ্ট ভাবে উল্লেখ থাকতে হবে। আপনি যদি কসোভোতে কাজের ভিসার আবেদন
জন্য আবেদন করতে চান, তবে নিম্নে লিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে।
- কসোভো মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে দিতে হবে। প্রয়োজনে কোন অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা নিতে হবে।
- আপনার ভিসা আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো বা কাগজপত্রগুলো লাগবে সেগুলো আপনাকে সংগ্রহ করতে হবে।
- নিয়োগকর্তার মাধ্যমে আপনার আবেদনটি কসোভো মন্ত্রণালয়ে জমা দিতে হবে। আপনি যে ইতিমধ্য আবেদন ফরমটি পূরণ করেছেন, সে আবেদন ফরমটি নিযোগকর্তার কাছে জমা দিবেন।
- আপনার নিয়োগকর্তা আপনার আবেদন ফি পরিশোধ করে দিবে। তবে আপনি যদি এজেন্সির মাধ্যমে কাজের ভিসা আবেদন করেন, তাহলে তারা ভিসা ফি প্রদান করে থাকবে।
- আপনার কসোভো ভিসা প্রসেসিং হতে সময় লাগবে এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। প্রসেসিং শেষে আপনার ভিসা যদি অনুমোদিত হয়, তাহলে আপনাকে কসোভো ওয়ার্ক পারমিট ভিসা দেয়া হবে এর সঙ্গে আপনার জমাকৃত পাসপোর্টটি ফেরত দেওয়া হবে।
কসোভো কাজের ভিসা পেতে কি কি কাগজপত্র লাগে
কসোভো কাজের ভিসা পেতে কি কি কাগজপত্র লাগে, সেগুলো সম্পর্কে অনেকেই জানতে চান।
তাই আপনাদের জানাই সুবিধার্থে নিজেকে উল্লেখ করে দেওয়া হলো।
- আপনার ই-পাসপোর্ট
- আপনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
- লাইসেন্সকৃত নিয়োগকর্তার নিকট থেকে অফার লেটার
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
- কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
- কাজের দক্ষতার সার্টিফিকেট
উপরে উল্লেখিত কাগজপত্রগুলো কসোভো ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার লাগবে। তাই কাগজপত্রগুলো সংগ্রহ
করে রাখার চেষ্টা করবেন। আগে থেকেই কাগজপত্রগুলো সংগ্রহ করে
থাকলে, তাহলে পরবর্তীতে কাগজপত্রগুলো আপনি হাতের নাগালে পাবেন।
কসোভো যেতে কত টাকা লাগে
কসোভো যেতে কত টাকা লাগে, সে সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে
সার্চ করে থাকেন। আপনারা যদি এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে
পড়তে থাকেন তাহলে জানতে পারবেন। কসোভো দেশটির ওয়ার্ক পারমিট ভিসার আবেদন ফি
মাত্র ৬০ ডলার। আনুষঙ্গিক সব খরচ মিলিয়ে কয়েক লক্ষ টাকা সাধারণত পড়ে
যায়।
আপনি যদি দূতাবাসের মাধ্যমে কসোভোতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেন,
তাহলে ৫ থেকে ৬ লক্ষ টাকা লাগবে। তবে আপনার যদি সরকারিভাবে যেতে পারেন, তাহলে খরচ
পরবে ৪ থেকে ৫ লক্ষ টাকা। এছাড়া আপনি যদি কোন এজেন্সির মাধ্যমে দেশটিতে যান,
তাহলে খরচ পরবে ৬ থেকে ৭ লক্ষ টাকা। আপনি যদি কোন দালালের মাধ্যমে যান, তাহলে
খরচ
এর চেয়েও বেশি পরার সম্ভাবনা রয়েছে। কম পরেনা বললেই চলে, তবে পরতেও পারে। আপনি
যদি দালালের সহযোগিতাতে যান, তাহলে জীবনের ঝুঁকির সম্ভাবনা বেশি। উপরে উল্লেখিত
সব খরচ গুলো এই খরচের ভিতর এই অন্তর্ভুক্ত রয়েছে। তাই আপনি চাইলে কম খরচে
ইউরোপের দেশ কসোভোতে যেতে পারেন।
কসোভো কোন কাজের চাহিদা বেশি
বাংলাদেশ থেকে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কসোভো দেশটিতে যেতে চান তাদের সকলের
মনে একটা প্রশ্ন জাগে যে। কসোভো কোন কাজের চাহিদা বেশি? তাই আপনাদের জানার
সুবিধার্থে কসোভোতে কোন কাজে চাহিদাগুলো বেশি রয়েছে সেগুলো নিচে উল্লেখ করে
দেওয়া হলো।
- কনস্ট্রাকশনের কাজ
- ফাক্টরির কাজ
- ইকেট্রনিকসের কাজ
- রেস্টুরেন্টের কাজ
- কৃষি কাজ
- ক্লিনারের কাজ
- শেফ এর কাজ
- ইন্জিনিয়ারিং কাজ
- ড্রাইভিং এর কাজ
- ম্যানুফ্যাকচারিং কাজ
উপরের উল্লেখিত কাজগুলোতে অনেক চাহিদা রয়েছে। কসোভো দেশটি দ্রুত উন্নতির দিকে
বিকাশিত হচ্ছে। নতুন নতুন রাস্তাঘাট এবং অবকাঠামোর জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন
রয়েছে। তাই আপনারা যদি কসোভোতে যেতে চান তবে উপরে উল্লেখিত কাজগুলোর উপরে দক্ষতা
এবং অভিজ্ঞতা অর্জন করে যাবেন। তাহলে আশা করি ভালো বেতনে কাজ করতে পারবেন।
কসোভো বেতন কত জানুন
কসোভো বেতন কত, এ সম্পর্কে অনেকেই জানতে চান। আসলে কসোভো কাজের বেতন কত সেটা
সম্পূর্ণ নির্ভর করবে ভিসা ক্যাটাগরি এবং কাজের মানের উপর। কসোভো দেশটিতে একেক জন
একেক ধরনের ভিসা নিয়ে গিয়ে থাকেন। সেক্ষেত্রে একেকজনের বেতন একেক রকম হবে এটাই
স্বাভাবিক। এখন কোন কাজের ভিসা নিয়ে আপনারা দেশটিতে যাবেন
সেটা সম্পূর্ণ আপনারা
ভালো বলতে পারবেন। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক, কসোভো কোন কাজের বেতন কত সে
সম্পর্কে।
- কসোভোতে সাধরারণত ইঞ্জিনিয়ারিং, ড্রাইভিং ও শেফের কাজগুলোর মাসিক বেতন হয়ে থাকে, বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ ৫৫ হাজার থেকে ১ লক্ষ ৮৫ হাজার টাকা পর্যন্ত।
- এবং একটু নিম্নমানের কাজের মাসিক বেতন হয়ে থাকে।যেমন: কনস্ট্রাকশন, হোটেল রেস্টুরেন্ট, ক্লিনার, ফ্যাক্টরি ইত্যাদি কাজের বেতন হয়ে থাকে বাংলাদেশী টাকায় প্রায় ৪০ হাজার থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত।
কসোভো সর্বনিম্ন বেতন কত টাকা
কসোভো সর্বনিম্ন বেতন কত, সে সম্পর্কে প্রায় অনেকেই জানতে চান। কসোভোতে
সর্বনিম্ন বেতন কত হতে পারে, সে সম্পর্কে উপরে একটু হলেও জানতে পেরেছেন। আপনারা
উপরে দেখতে পেলেন, সর্বনিম্ন বেতনের কাজগুলো কি কি এবং তার বেতন সম্পর্কেও জানতে
পেরেছেন। যাইহোক আপনাদের সুবিধার্থে আবারও উল্লেখ করে দেওয়া হলো, কসোভোতে
বর্তমানে মাসিক বেতন বাংলাদেশি টাকায় ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত।
কসোভো সর্বোচ্চ বেতন কত টাকা
কসোভে সর্বোচ্চ বেতন কত? সে সম্পর্কে অনেকেই জানতে চান। কসোভে কোন কাজের বেতন কত,
আসলে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ভিসা ক্যাটাগরির উপরে। আপনারা উপরে জানতে
পারলেন যে, উচ্চ মানের এবং নিম্নমানের কাজগুলোর বেতন ভিন্ন রয়েছে।
আপনারা যদি
একটু নিম্নমানের কাজের ভিসা নিয়ে কসোভেতে যান, তাহলে মাসিক বেতন পাবেন সর্বোচ্চ
৬০-৬৫ হাজার টাকা। এবং উচ্চ মানের কাজগুলোর ভিসা নিয়ে যদি কসোভো যেতে পারেন,
তাহলে সর্বোচ্চ বেতন পাবেন ১ লক্ষ ৪০ থেকে ১ লক্ষ ৯০ হাজার টাকা পর্যন্ত।
কসোভো টাকা মান কত
আপনারা যারা অনেকেই কসোভোতে যেতে চাচ্ছেন, তারা জানতে চাচ্ছেন যে টাকার মান কত?
কসোভো টাকার মান বর্তমানে বাংলাদেশী টাকায় প্রায় ১৩২.৭৩ টাকা। তবে এটা পরিবর্তন
হতে পারে।
লেখকের শেষ মন্তব্য - কসোভো যেতে কত টাকা লাগে সে সম্পর্কে
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, কসোভো কাজের ভিসা আবেদন প্রক্রিয়া,
কসোভো যেতে কি কি কাগজপত্র লাগে, কসোভো যেতে কত টাকা লাগে, কসোভো বেতন কত, কসোভো
সর্বনিম্ন বেতন কত, কসোভো সর্বোচ্চ বেতন কত এবং কসোভো টাকার মান কত ইত্যাদি
সম্পর্কে। আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে
পেরেছেন।
আপনারা যদি কসোভো দেশটিতে যেতে চান, তবে অবশ্যই যাওয়ার পূর্বে দক্ষতা এবং
অভিজ্ঞতা অর্জন করে যাবেন। তাহলে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। দক্ষতা এবং
অভিজ্ঞতা ছাড়া পৃথিবীর যেকোনো দেশে যান না কেন, তেমন মূল্যায়ন পাবেন না বা কম
বেতন পাবেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url