কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায় (বৈধভাবে এবং অবৈধভাবে)
কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায় সম্পর্কে জানার জন্য, প্রায় অধিকাংশ মানুষ গুগলে
সার্চ করে থাকেন। কসোভো ইউরোপের সর্বশেষ মুসলিম একটি রাষ্ট্র। দেশটিতে
তুলনামূলকভাবে ভিসা পাওয়া খুবই সহজ। বাংলাদেশ থেকে অনেকেই কাজের ভিসা নিয়ে
যাচ্ছে।
বাংলাদেশ থেকে কসোভোতে গিয়ে, আপনি যদি ১০-১২ মাস কাজ করতে পারেন, তাহলে বৈধভাবে
ইতালিতে পাড়ি দিতে পারবেন। আপনি যদি এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন,
তাহলে কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায় সম্পর্কে জানতে পারবেন।
পোস্ট সূচীপত্রঃ কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায় জানতে পড়ুন
কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায়
কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায় জানা, কসোভোতে যারা থাকেন তাদের জন্য জরুরী। কসোভো প্রাবাসীদের কাছে ইউরোপের দ্বার প্রান্তে অবস্থিত ইতালি স্বপ্নের একটি দেশ।
কসোভো থেকে আপনার স্বপ্নের দেশ ইতালিতে যাওয়ার জন্য দুটি পথ রয়েছে। প্রথমটি হলো
বৈধ এবং দ্বিতীয়টি হল অবৈধ। কসোভো থেকে প্রায় ৯৫% মানুষ দুঃখজনকভাবে ঝুঁকিপূর্ণ
এই পথটিকেই বেছে নিয়ে থাকেন। তবে এমন হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত হলো
রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ হয়ে যাওয়াতে অনেকেই বিকল্প খুঁজছেন।
দ্বিতীয়ত হলো কসোভোতে তুলনামূলকভাবে কাজের ভিসা পাওয়া খুবই সহজ সেজন্য। তবে একটা
বিষয় মাথায় রাখবেন সেটা হলো, অবৈধ পথে বা উপায়ে ইতালি যাওয়া জীবনের জন্য
অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে আপনি আইনি জটিলতা এমনকি শাস্তির সম্মুখীন হতে পারেন।
এছাড়াও প্রতারণা ও শোষনের সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু বৈধ পথে আপনি যদি ইতালি
যেতে পারেন তাহলে খুবই নিরাপদ এবং ঝামেলাহীন। নিচে কসোভো থেকে ইতালি যাওয়ার বৈধ
এবং অবৈধ উপায় আলোকপাত হলো।
কসোভো থেকে ইতালি যাওয়ার বৈধ উপায়
কসোভো থেকে ইতালি যাওয়া আপনার জন্য খুবই বেটার অফশন। কসোভো থেকে ইতালি যাওয়ার
দুটি ঝামেলাহীন এবং নিরাপদ বৈধ উপায় আপনাদের জন্য নিচে উল্লেখ করে দেওয়া হলো।
ইতালি কাজের ভিসা
- প্রথমত ইতালিতে যেকোনো কোম্পানিতে আপনাকে কাজের অনুমোদনপত্র সংগ্রহ করতে হবে। (আপনার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বা পরিচিত লোকের মাধ্যমে)
- তারপর আপনি কসোভোতে যে কোম্পানিতে কাজ করেছেন সেই কোম্পানি থেকে আপনাকে এনওসি (NOC) পত্রটি সংগ্রহ করে হবে।
- উভয় কাগজপত্রসহ ইতালিতে কাজের ভিসার জন্য আপনাকে আবেদন করতে হবে
ইতালি টুরিস্ট ভিসা
- প্রথমত কসোভোতে যেকোনো কোম্পানিতে ১০-১২ মাস ইতালি স্বপ্ন পূরণ করার জন্য বাধ্যতামূলক কাজ করতে হবে।
- কসোভো কোম্পানি তে কাজ করার পর আপনাকে TRC কার্টি সংগ্রহ করতে হবে।
- এরপর কোম্পানির ছুটির জন্য অপেক্ষা করতে হবে।
- আপনি যদি ছুটি পেয়ে যান, তবে ইত্যাদি টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে।
- এরপর আপনি যদি ভিসা পেয়ে যান তাহলে ইতালিতে গিয়ে কাজ খুঁজে নিতে পারবেন।
কসোভো থেকে ইতালি যাওয়ার অবৈধ উপায়
আপনি যদি কসোভো থেকে ইতালিতে অবৈধ পথে যেতে চান, তবে পথে পথে নানান ধরনের সমস্যার
ভিতর দিয়ে যেতে হবে। তবে কসোভো থেকে যারা ইতালিতে যান বেশিরভাগই অর্থাৎ ৯৫% মানুষ
অবৈধ পথে গিয়ে থাকেন।আপনারা যারা কসোভো থেকে ইতালিতে যেতে চাচ্ছেন, আপনাদের
অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি ইতালি কোন পথে যেতে চাচ্ছেন।
কেননা কসোভো থেকে ইতালিতে যেতে আপনাকে অনেকগুলো দেশের বর্ডার অতিক্রম করতে
হবে।এসব বর্ডারের মধ্য হাঙ্গেরি বর্ডার অন্যতম। সেজন্য আপনি যে দালালের মাধ্যমে
কসোভো থেকে ইতালিতে পাড়ি দিতে চাচ্ছেন, তার সম্পর্কে আগে ভালোভাবে জেনে নিতে
হবে। সে কিভাবে পাঠাবে, বিশেষ করে তার মাধ্যমে যারা ইতালিতে পূর্বে গিয়েছেন,
তাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারলে ভালো হবে।
কসোভো থেকে ইতালিতে যেতে কি কি কাগজপত্র লাগে
কসোভো থেকে ইতালি যেতে কব কি কাগজপত্র লাগে, সেগুলো সম্পর্কে অনেকেই জানতে চান
তাই আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হলো।
- আপনার বৈধ পাসপোর্ট
- আপনার ভিসা আবেদন ফরম সঠিকভাবে পূরণকৃত
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি
- আপনার ভ্রমণের উদ্দেশ্য পরিকল্পনা সম্পর্কিত বিস্তারিত বিবরণ
- আপনার ব্যাংক স্টেটমেন্ট
- স্বাস্থ্য বীমা
- আপনার কাজে প্রমাণ পত্র
- ইতালিতে থাকার আবাসনার প্রমাণপত্র
আপনার কাজের ভিসার জন্য ইতালির যেকোনো কোম্পানির কাছ থেকে, আপনাকে কাজের অনুমোদন
পত্র নিতে হবে। এবং কসোভোতে যে কোম্পানিতে কাজ করেছেন সেখান থেকে এনওসি পত্রটি
সংগ্রহ করতে হবে।
কসোভো থেকে ইতালিতে যেতে কত টাকা লাগে
কসোভো থেকে আপনি যদি ইতালিতে যেতে চান, তবে বৈধ পথে যাওয়াই আপনার জন্য সবচেয়ে
সুবিধাজনক। বৈধ পথে আপনার যাত্রায় খরচ হবে ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত।
যদিও এই পথের খরচের পরিমাণটা বেশি, তবে ঝামেলা মুক্ত ও বেশ নিরাপদ। বৈধ পথে
যাত্রা শুরু করলে কোন বাধার সম্মুখীন হতে হবে না বরং ইতালি প্রবেশের কোন সমস্যা
থাকবে না।
আপনি যদি অবৈধভাবে ইতালিতে যেতে চান তবে খরচ হতে পারে প্রায় ২ লক্ষ থেকে ৩
লক্ষ টাকা পর্যন্ত। তবে আপনাকে পথে পথে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে,
এমনকি জীবনহানীও ঘটতে পারে।
কসোভো কি ইতালির পাশাপাশি দেশ?
কসোভো এবং ইতালি পাশাপাশি দেশ নয়। কসোভো থেকে ইতালি যেতে মাঝখানে বেশ কয়েকটি
দেশ অতিক্রম করতে হয়।
কসোভো থেকে ইতালির দূরত্ব কত কিলোমিটার
কসোভো থেকে ইতালির দূরত্ব হলো ৯০৮ কিলোমিটার। তবে তবে কসোভো থেকে ইতালি যাবার পথে
মাঝখানে কয়েকটি দেশের বর্ডার অতিক্রম করতে হয়। এর মধ্য অন্যতম হচ্ছে হাঙ্গেরি
বর্ডার।
লেখকের শেষ মন্তব্য - কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায় সম্পর্কে
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায়,কসোভো
থেকে ইতালি যাওয়ার বৈধ উপায়, কসোভো থেকে ইতালি যাওয়ার অবৈধ উপায়, কসোভো থেকে
ইতালি যেতে কত টাকা লাগে,কসোভো থেকে ইতালির দূরত্ব কত কিলোমিটার এবং কসোভো কি
ইতালির পাশাপাশি দেশ ইত্যাদি সম্পর্কে। আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে
পড়েছেন
এবং বুঝতে পেরেছেন। আপনি যদি কসোভো থেকে ইতালিতে যেতে চান তবে বৈধ পথে
যাওয়াই আপনার জন্য সুবিধাজনক। অবৈধ পথে আপনার জীবনহানি ঘটতে পারে এবং যাওয়ার সময়
পদে পদে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি।আমরা সব সময় অবৈধ পথকে নিরুৎসাহিত করে থাকি।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url