মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত

মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত, আপনি কি সে সম্পর্কে জানতে চান? মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, তবে তার ভিতরে কন্সট্রাকশন সাইটের কাজের সুযোগ সুবিধা বেশি। আপনি যদি মালয়েশিয়াতে কনস্ট্রাকশন কাজের উদ্দেশ্যে যেতে চান, তবে আপনাকে ভিসা তৈরি করতে হবে।
মালয়েশিয়াতে প্রতিবছর হাজার হাজার শ্রমিক কাজের উদ্দেশ্যে পাড়ি জমান। তবে এর বেশিরভাগই অর্থাৎ ৪০% মানুষ কনস্ট্রাকশন সাইটের কাজের উদ্দেশ্যে যান। তাই আপনারা যারা নতুন মালয়েশিয়াতে কনস্ট্রাকশন কাজের জন্য যেতে চাচ্ছেন। মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত বিস্তারিত জানতে নিচে পড়ুন।

পোস্ট সূচীপত্রঃ মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত জানতে পড়ুন

মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত

মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত, সে সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষগুলো সার্চ করে থাকেন। তাই আপনাদেরনজানার সুবিধার্থে, মালয়েশিতে কনস্ট্রাকশন কাজের বেতন কত, এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে জানতে পারবেন। সাধারণত অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়াতে বেতনের পরিমাণ একটু বেশি হয়ে থাকে। মালয়েশিয়াতে একজন কন্সট্রাকশন শ্রমিকের বেতন হয়ে থাকে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত। 

তবে মালয়েশিয়াতে বর্তমানে কনস্ট্রাকশন কাজের সর্বনিম্ন বেতন হচ্ছে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা। মালয়েশিয়াতে যদি একজন কন্সট্রাকশন শ্রমিকের কাজের উপরে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকে, তাহলে তার বেতন ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।তাই মালযেশিয়াতে যাওয়ার পূর্বে অবশ্যই কাজের উপরে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে যাবেন, তাহলে আপনি বেতনের পরিমাণ বেশি পাবেন।

মালয়েশিয়াতে বেসিক বেতন কত টাকা

মালয়েশিয়াতে যাওয়ার পূর্বে কোম্পানি কর্তৃক নির্দিষ্ট একটা স্কেলে আপনাকে বেতন নির্ধারণ করে দেওযা হয়। কিন্তু দালাল আপনাকে বেতনের সঠিক স্কেলটি বলেনা বরং বেশি বলে থাকে। আনুমানিক বেতনের একটা স্কেল বলে থাকেন। তবে সবাই এক নয় ভিন্নতা রয়েছে। তাই আপনি যখন মালয়েশিয়াতে কনস্ট্রাকশন কাজে যাবেন তার পূর্বে অবশ্যই বেসিক বেতন কত? সে সম্পর্কে জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মালয়েশিয়াতেই সাধারণত কনস্ট্রাকশন শ্রমিকদের বেসিক বেতন ৩৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে

মালযেশিয়াতে যেতে কত টাকা লাগে, সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ভিসা ক্যাটাগরির উপরে। আপনি যদি বৈধভাবে কাজের ভিসা নিয়ে মালযেশিযাতে যেতে চান, তবে সর্বোচ্চ ৭৮,৯৯০ টাকা সরকার নির্ধারিত ফি দিতে হবে। মালয়েশিয়াতে আপনার কাজের চাহিদা এবং ভিসার ধরন অনুযায়ী সব মিলিয়ে খরচ হতে পারে প্রায় ৪ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত।
তবে আপনি যদি মালয়েশিয়ায় টুরিস্ট ভিসাতে যেতে চান খরচ কম হবে। এছাড়া আপনি যদি এজেন্সি বা দালালের মাধ্যমে ভিসা করান, তাহলে খরচের পরিমাণটা কিছু বাড়তে পারে।

মালয়েশিয়া কাজের ভিসাতে যেতে কি কি লাগে

মালয়েশিতে কাজের ভিসাতে যেতে কি কি কাগজপত্র লাগে সেগুলো অনেকে জানতে চান। তাই আপনাদের জানার সুবিধার্থে কি কি কাগজপত্র লাগে, সেগুলো নিচে উল্লেখ করে দেওয়া হলো।
  • আপনার বৈধ পাসপোর্ট
  • আপনার জাতীয় পরিচয় পত্র
  • আপনার মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • বিএমইটি (BMET) কার্ড
  • করোনা ভ্যাকসিন টিকা কার্ড
  • আপনার অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আপনি যদি মালয়েশিয়াতে কাজের ভিসা নিয়ে যেতে চান,তবে উপরে উল্লেখিত কাগজপত্রগুলো অবশ্যই লাগবে।তাই কাগজপত্রগুলো সংগ্রহ করে রাখুন, যখন প্রয়োজন পড়বে তখন যেন হাতে না গেলে পেয়ে যান।

মালয়েশিয়া কনস্ট্রাকশন কোম্পানির নামগুলো

মালয়েশিয়া অর্থনৈতিকভাবে দ্রুত বর্ধনশীল একটি দেশ। এদেশে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে। এসব কোম্পানিগুলোর মধ্য থেকেই শীর্ষস্থানীয় কনস্ট্রাকশন কোম্পানির নাম গুলো আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হলো।

ক্রমিক নং কোম্পানি নাম প্রতিষ্ঠা সাল সদর দপ্তর
০১ Gamuda Berhad ১৯৭৫ কুয়ালালামপুর
০২ CIMB Group holdings Berhad ১৯৬৫ কুয়ালালামপুর
০৩ IGM Corporation Berhad ১৯৮০ কুয়ালালামপুর
০৪ WCT Holdings Berhad ১৯৮৩ কুয়ালালামপুর
০৫ UEM Group Berhad ১৯৬৫ কুয়ালালামপুর
০৬ MMC Corporation berhad ১৯৬৫ জোহর বাহ্রু
০৭ Mah Sing Group Berhad ১৯৯২ কুয়ালালামপুর
০৮ Boustead Holding Berhad  ১৮২৮ কুয়ালালামপুর
০৯ Sime Darby Property Berhad ১৯৭৬ কুয়ালালামপুর
১০ Permodalan National Berhad (PNB) ১৯৭৪কুয়ালালামপুর 
১১ Sunway Group ১৯৭৪ পেটালিং জায়া
১২ IOI proparerties Group Berhad ১৯৮৪ পুত্রজায়া
১৩ YTL Corporation Berhad ১৯৫৫ কুয়ালালামপুর
১৪ Hong Leong Group malaysia ১৯৪১ কুয়ালালামপুর
১৫ Landmarks Berhad ১৯৫৩ কুয়ালালামপুর

মালয়েশিয়াতে কোন কাজের চাহিদা বেশি

মালয়েশিয়া দেশটি মধ্যপ্রাচের একটি উন্নয়নশীল রাষ্ট্র। দেশটির সরকার প্রতি বছর বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ দিয়ে থাকেন। তবে দেশের সরকার সবচেয়ে বেশি অভিজ্ঞ এবং দক্ষ লোকদের প্রাধান্য দিয়ে থাকেন। তাই মালয়েশিয়া যাওয়ার পূর্বে, আপনাকে জেনে নিতে হবে কোন কাজগুলো চাহিদা বেশি এবং যে কাজের জন্য যাবেন সে কাজের উপরে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা। 

মালয়েশিয়াতে যেসব কাজের চাহিদা সবচেয়ে বেশি সেগুলো আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হলো পড়তে থাকুন।

  • কনস্ট্রাকশনের কাজ
  • হোটেল রেস্টুরেন্টের কাজ
  • ডেলিভারি ম্যানের কাজ
  • ড্রাইভিং কাজ
  • ইলেকট্রিশিয়ানের কাজ
  • মেকানিক্যালের কাজ
  • ক্লিনারের কাজ
  • আইডি সেক্টরের কাজ ইত্যাদি
উপরে উল্লেখিত কাজগুলো মালয়েশিয়াতে সবচেয়ে চাহিদা বেশি। তাই আপনি যদি মালয়েশিয়াতে যদি যেতে চান তবে যে কাজেই যান না কেন, সেই কাজের উপরে অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করে যাবেন। তাহলে প্রথম থেকেেই কাজের বেতন ভালো পরিমাণ পাবেন।

মালযেশিয়া যেতে কত বছর বযস লাগে

মালয়েশিয়া কাজের ভিসার ক্ষেত্রে বয়স সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আপনি যদি বাংলাদেশ থেকে কনস্ট্রাকশন ভিসায় মালয়েশিয়াতে যেতে চান, তবে সর্বনিম্ন বয়স ১৮ এবং সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। তবে আপনি যদি টুরিস্ট খেতে যেতে চান, তবে যেকোনো বয়সের মানুষ যেতে পারবেন। তবে ছোটদের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি পত্র লাগবে। এছাড়া ফ্যামিলি ভিসাতে মালয়েশিয়ায় যেকোনো বয়সের ব্যক্তি যেতে পারবেন।

লেখকের শেষ মন্তব্য - মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত সে সম্পর্কে 

উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত, মালয়েশিয়াতে বেসিক বেতন কত টাকা, মালয়েশিয়া কাজের ভিসাতে কি কি লাগে, মালয়েশিয়া যেতে কত টাকা লাগে, মালয়েশিয়াতে কোন কাজের চাহিদা বেশি এবং মালয়েশিয়া যেতে কত বছর বয়স লাগে ইত্যাদি সম্পর্কে।আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন 

এবং বুঝতে পেরেছেন। আপনি যদি মালয়েশিয়াতে কনস্ট্রাকশন কাজে যেতে চান, তবে অবশ্যই সে কাজের উপরে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে যাবেন। মালয়েশিয়া সরকার দক্ষতা এবং অভিজ্ঞতাকে সব সময় মূল্যায়ন করে থাকে। তাছাড়া বেতনের পরিমাণও বেশি হয়ে থাকে। আশা করি আপনি অল্প সময়ের মধ্যেই ঘুরে দাঁড়াতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url