মাল্টা কাজের ভিসা এবং কোন কাজের বেতন কত জেনে নিন

মাল্টা কাজের ভিসা এবং কোন কাজের বেতন কত সে সম্পর্কে জানতে চান? মাল্টা একটি ইউরোপীয় ইউনিয়নের ছোটো দেশ। তবে কাজের সুযোগ কম থাকলেও বাংলাদেশের চেয়ে অনেক বেশি বেতন পাওয়া যায়। মাল্টাতে জীবনযাত্রার মান খুবই উন্নত। বিস্তারিত নিচে জানুন।
মাল্টাতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। আপনি চাইলে কাজের ভিসা নিয়ে মাল্টাতে যেতে পারবেন। মাল্টা একটি সেনজেনভুক্ত দেশ। চলুন জেনে নেওয়া যাক, বাংলাদেশ থেকে মাল্টা কাজের ভিসা এবং কোন কাজের বেতন কত সে সম্পর্কে।

পোস্ট সূচীপত্রঃ মাল্টা কাজের ভিসা এবং কোন কাজের বেতন কত জানতে পড়ুন

মাল্টা কাজের ভিসার আবেদন প্রক্রিয়া

মাল্টা কাজের ভিসা নিয়ে আপনি যদি যেতে পারেন, তাহলে আপনার জন্য খুবই ভালো। কেননা মাল্টা ইউরোপীয় ইউনিয়নের ছোটো উন্নত একটি দেশ। আপনি যদি মাল্টা যেতে চান, তবে অবশ্যই ভিসার প্রয়োজন হবে। তবে ভিসার আবেদন করার পূর্বে অবশ্যই আপনাকে মাল্টার কাজের অফার লেটার পেতে হবে। তার জন্য আপনাকে অনলাইনে মাল্টার চাকরির অনুসন্ধান করতে হবে। 

নিয়োগকর্তা আপনার কাজের জন্য ওয়ার্ক পারমিট ভিসার ব্যবস্থা করে দিবেন। আপনার ওয়ার্ক পারমিট ভিসা যদি অনুমোদন হয়, তাহলে আপনি মাল্টার কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসা আবেদন করার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ রাখতে হবে। মাল্টা ওয়ার্ক পারমিট ভিসার আবেদন প্রক্রিয়ার জন্য প্রায় ৪ থেকে ১২ সপ্তাহ সময় লাগে। 

মাল্টা ভিসা প্রসেসিং হতে প্রায় সময় লাগে ৩ থেকে ৫ মাস। অনলাইনের মাধ্যমে আপনার ভিসা আবেদন প্রক্রিয়া যদি সম্পূর্ণ হয়ে যায়, তারপর ইন্টারভিউ নেওয়া হবে। এরপর আপনার ভিসা আবেদন অনুমোদন হলে, তখন ভিসা প্রদান করা হবে। মাল্টা ভিসার মেয়াদ সাধারণত এক বছর হয়। তবে মাল্টা কাজের ভিসা ২ বছরের জন্যও বর্ধিত করা যায়। মাল্টা কাজের ভিসা করতে যেসব কাগজপত্র লাগে সেগুলো নিচে উল্লেখ করে দেওয়া হলো। 

মাল্টা যেতে যেসব কাগজপত্র লাগে

মালটা যেতে যেসব কাগজপত্র লাগে, সেগুলো জানার জন্য প্রায় অধিকাংশ মানুষগুলো গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে কি কি কাগজপত্রগুলো লাগে সেগুলো নিচে উল্লেখ করে দেওয়া হলো।

  • আপনার বৈধ পাসপোর্ট
  • মেডিকেল সার্টিফিকেট
  • আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • আপনার জীবনবৃত্তান্ত/সিভি
  • ওয়ার্ক পারমিট
  • আপনার ভিসা আবেদন ফরম
  • কাজের দক্ষতা সার্টিফিকেট
  • কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
আপনাদের যদি ইউরোপীয় ইউনিয়নের উন্নত দেশ মাল্টাতে যেতে চান, তবে উপরে উল্লেখিত কাগজপত্রগুলো অবশ্যই লাগবে। ভিসা আবেদনের পূর্বেই কাগজপত্রগুলো সংগ্রহে রাখতে পারেন, যেন পরবর্তীতে কাগজগুলো খুঁজতে না হয়।

মাল্টা কোন কাজের বেতন কত

ইউরোপের ছোটো একটি দ্বীপ দেশ মাল্টাতে বেতন কত? সে সম্পর্কে অনেকেই জানতে চান। মাল্টা অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় বেতন সাধারণত কম হলেও, জীবনযাত্রার ব্যয়ও তুলনামূলক অনেক কম। আপনি যদি মাল্টাতে এক মাস কাজ করেন, তাহলে প্রায় ৮৩৫ ইউরো থেকে ২ হাজার ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে দাঁড়াবে, প্রায় ১ লক্ষ ১০ হাজার থেকে ২ লক্ষ ৭০ হাজার মতো।
তবে প্রকৃতপক্ষে মাল্টার বেতন কত হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতার এবং কাজের ধরনের উপরে। আপনি যদি মাল্টাতে কাজ করতে থাকেন, তাহলে ধীরে ধীরে কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা বাড়বে আর তখন বেতন বেশি পাবেন। আপনার এই বেতন ট্যাক্স পূর্ববর্তী। তবে আপনার বেতন থেকে যদি ট্যাক্স কর্তন করা হয়, তাহলে বেতন কমবে। মাল্টাতে কোন কাজের বেতন কত আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হলো।

ক্রমিক নং কাজের নাম মাসিক বেতন (টাকায়)
০১ ক্লিনার ১,১০,০০০ হাজার থেকে ১,৫০,০০০ টাকা
০২ ওয়েটার ১,১০,০০০ হাজার থেকে ২,০০,০০০ টাকা
০৩ গার্মেন্টস শ্রমিক ১,১৫,০০০ হাজার থেকে ১,৮০,০০০ টাকা
০৪ ডেলিভারি ম্যান ১,৫০,০০০ হাজার থেকে ৩,০০,০০০ টাকা
০৫ ড্রাইভার ১,৫০,০০০ হাজার থেকে ৩,০০,০০০ টাকা
০৬ কন্সট্রাকশন শ্রমিক ১,২০,০০০ হাজার থেকে ২,০০,০০০ টাকা
০৭ ইলেক্ট্রিশিয়ান ১,৫০,০০০ হাজার থেকে ২,৫০,০০০ টাকা
০৮ প্লাম্বার ১,৫০,০০০ হাজার থেকে ৩,০০,০০০ টাকা
০৯ শেফ ১,২০,০০০ হাজার থেকে ২.৫০,০০০ টাকা
১০ রিসেপশনিস্ট ১,২০,০০০ হাজার থেকে ২,৫০,০০০ টাকা

বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার উপায়

বাংলাদেশ থেকে মাল্টা বর্তমানে যাওয়া খুবই সহজ। বর্তমানে আপনি সাধারণত তিনটি উপায়ে বাংলাদেশ থেকে মালদা যেতে পারবেন। সেগুলো আপনাদের জানার সুবিধার্থে উল্লেখ করে দেওয়া হলো।

  • সরকারিভাবে
  • বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে
  • আত্মীয়-স্বজনের রেফারেন্স
আপনি যদি সরকারিভাবে মাল্টা যেতে পারেন, তাহলে আপনি অনেক কম খরচে খুব সহজে যেতে মাল্টা যেতে পারবেন। এবং আপনার সাথে প্রতারণার হওয়ার কেনো সম্ভাবনা থাকবে না। সরকারিভাবে আপনি যদি মাল্টাতে  যেতে চান, তবে সরাসরি এই vfs.global.com এর কার্যালয়ে গিয়ে আবেদন করতে পারবেন। আপনি যদি বেসরকারিভাবে মালটা যেতে চান, তবে খরচের পরিমাণে অনেক বেশি হবে। এছাড়া আপনি যদি মাল্টায় অবস্থানরত আপনার আত্মীয়-স্বজনের রেফারেন্স যেতে পারেন। 

তাহলে মাল্টা যাওয়া আপনার জন্য খুবই নিরাপদ একটি মাধ্যম। বর্তমানে অনেক দালাল বা প্রতারক মাল্টা ভিসা নিয়ে লোভনীয় অফার দিয়ে থাকেন। তাই কোনো বিষয় পরিপূর্ণ না জেনে এরকম দালালের খপ্পরে কখনোই পড়বেন না।

মাল্টা কোন কাজের চাহিদা বেশি

মাল্টা বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। মাল্টা যদিও পৃথিবীর অন্যতম একটি ছোট দেশ, তবে প্রবাসীদের জন্য কাজের পরিবেশ অত্যন্ত ভালো। ছোট দেশ হিসেবে মাল্টাতে কাজের বেতনের পরিমাণ ভালো পাওয়া যায়। মাল্টাতে কোন কাজে চাহিদাগুলো বেশি, সেগুলো আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হলো।

  • ক্লিনারের কাজ
  • ফুড ডেলিভারি কাজ
  • ফুড প্যাকেজিং কাজ
  • কারখানার কাজ
  • কনস্ট্রাকশন কাজ
  • ইলেকট্রিশিয়ানের কাজ
  • এসি টেকনিশিনের কাজ
  • প্লাম্বার
  • ওয়েটারের কাজ
  • হাউজকিপিং
  • সুপার শপের কাজ ইত্যাদি
উপরে উল্লেখিত কাজগুলোতে মাল্টায় প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। আপনি যদি এসব কাজের উপরে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে যেতে পারেন। তাহলে উচ্চ বেতনে ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন। তাই অবশ্যই মাল্টা যাওয়ার আগে এসব কাজের উপরে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করবেন। তাহলে অল্প সময়ের মধ্যেই অর্থ উপার্জন করে ঘুরে দাঁড়াতে পারবেন। উন্নত জীবন ও স্থায়ী বসবাসের জন্য স্বপ্নের দেশ ইতালিতে যেতে চান তাহলে মাল্টা থেকে ইতালি যাওয়ার উপায় জেনে নিন। 

মাল্টা যেতে কত টাকা লাগে

ইউরোপের দেশ মাল্টাতে যেতে কত টাকা লাগে, সে সম্পর্কে প্রায় অধিকাংশ মানুষের জানতে চান। মালটাতে আপনি সাধারণত চারটি উপায়ে বাংলাদেশ থেকে যেতে পারবেন। আপনাদের জানার সুবিধার্থে সেগুলো নিচে উল্লেখ করে দেওয়া হলো।
  • সরকারিভাবে
  • বেসরকারি কোনো এজেন্সির মাধ্যমে
  • দালালের মাধ্যমে
  • পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও পরিচিতদের মাধ্যমে
উপরে উল্লেখিত আপনি কোন মাধ্যমে যাবেন তার উপর নির্ভর করবে মাল্টা যেতে কত টাকা খরচ হবে। আপনি যদি সরকারিভাবে মাল্টা যেতে চান তবে খরচ হবে প্রায় ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা। কোনো বেসরকারি এজেন্সির মাধ্যমে যদি যান, তাহলে খরচ হবে প্রায় ৮ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত। যদি দালালের মাধ্যমে যান, তাহলে খরচ আরো বেশি বা কম পড়তে পারে। 

আপনি যদি আপনার পরিবার, বন্ধুবান্ধব, পরিচিত কারো মাধ্যমে যান, তাহলে খরচ কিছুটা কম হতে পারে। এছাড়া আপনার ভিসা ক্যাটাগরি এবং ভিসার মেয়াদ অনুযায়ী মাল্টা যেতে কত লাগবে, সেটার তারতম্য হতে পারে। মাল্টার টাকার মান জেনে নিতে পারেন।  

মালটার ১ টাকা বাংলাদেশের কত টাকা

মাল্টার ১ ইউরো সমান বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে অনেকেই জানতে চান। মাল্টার ১ ইউরো সমান বাংলাদেশের ১২৭.৩১ টাকার সমান। তবে সময়ের পরিবর্তনে কম বেশি হতে পারে।

মাল্টার ১০০ টাকার সমান বাংলাদেশের কত টাকা

মাল্টার ১০০ ইউরো বর্তমানে বাংলাদেশী টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ১২,৭৩১ টাকার সমান। মাল্টা থেকে টাকা পাঠানোর সহজ উপায় জেনে নিতে পারেন।

মাল্টা এম্বাসি কোথায় জানুন

অনেকেই জানতে চান মাল্টা এম্বাসি কোথায়। মাল্টা এম্বাসি ঢাকাতে অবস্থিত।
  • ঠিকানাঃ
  • রোড নং ১৭
  • ব্লক- সি,বনানী,ঢাকা-১২০০,বাংলাদেশ।
  • ফোন নাম্বারঃ +৮৮-০২-৮৮২০৩৮৮
  • মেইল নাম্বারঃ maltaconsul.dhaka@gov.mt

লেখকের শেষ মন্তব্য

উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, মাল্টা দেশটির কাজের ভিসা আবেদন প্রক্রিয়া, মাল্টা কাজের ভিসা এবং কোন কাজের বেতন কত,বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার উপায়, মাল্টা কোন কাজে চাহিদা বেশি, মাল্টা যেতে কত টাকা লাগে, মাল্টার ১ টাকা বাংলাদেশের কত টাকা, মাল্টার ১০০ টাকায় সমান বাংলাদেশের কত টাকা এবং মালটা এম্বাসি কোথায় অবস্থিত ইত্যাদি সম্পর্কে। 

আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন। মাল্টা একটি ইউরোপীয় দেশ, আপনি যদি মালটাতে যেতে চান, তবে যে কাজের উপরে যান না কেন দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে যাবেন। তাহলে অল্প সময়ের মধ্যে বেশি টাকা উপার্জন করে সহজে ঘুরে দাঁড়াতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url