মাল্টা থেকে ইতালি যাওয়ার উপায় জেনে নিন এখনই

মালটা ইউরোপীয় ইউনিয়নের ছোটো একটি দ্বীপ দেশ। সেজন্য ইতালিতে স্থায়ী হওয়ার জন্য মাল্টা প্রবাসীরা ইতালিতে পাড়ি দিতে চান। কেননা ইতালির বৃহত্তম অর্থনীতি মাল্টার চেয়ে অনেক বেশি। এছাড়া বেতন ও কাজের সুযোগ সুবিধা বেশি। নিচে মাল্টা থেকে ইতালি যাওয়ার উপায় জানতে পড়ুন।
মালটা থেকে ইতালির সামাজিক নিরাপত্তা, উন্নত স্বাস্থ্য সেবা এবং জীবন যাত্রার মান বেশি। তবে ইতালি মাল্টার চেয়ে অনেক বেশি ব্যয়বহুল দেশ। যারা মাল্টা থেকে তাদের স্বপ্নের দেশ ইতালিতে যেতে চান, অবশ্যই মাল্টা থেকে ইতালি যাওয়ার উপায় সম্পর্কে বা গাইডলাইন সম্পর্কে জানতে নিচে পড়ুন।

পোস্ট সূচীপত্রঃ মাল্টা থেকে ইতালি যাওয়ার উপায় জানতে পড়ুন

মাল্টা থেকে ইতালি যাওয়ার উপায়

মাল্টা থেকে ইতালি যাওয়ার উপায় সম্পর্কে জানতে প্রায় অধিকাংশ মানুষ গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, মাল্টা ইউরোপীয় ইউনিয়নের ছোট একটি দ্বীপ রাষ্ট্র এবং সেনজেনভুক্ত দেশ। অনেক আগে খুব সহজে মাল্টা থেকে ইতালিতে পাড়ি দেওয়া যেত। কিন্তু বর্তমানে মাল্টা থেকে ইতালিতে যাওয়া অনেক কঠিন হয়ে দাাঁড়িয়েছে ।যারা মাল্টার বিভিন্ন কোম্পানিতে শ্রমিক হিসেবে যারা কর্মরত রয়েছেন।

তারা চাইলেই সহজে আর ইতালিতে যেতে পারবে না। মাল্টা থেকে ইতালি যাওয়ার মাধ্যম হলো শুধুমাত্র বিমান পথ। পূর্বে মাল্টা থেকে প্রবাসীরা সহজেই ইতালিতে চলে যেতো। আর এজন্য মাল্টা কোম্পানিদের শ্রমিকের অভাবে বিপদে পড়ে যেতে হতো। আর সেজন্য বর্তমানে কোম্পানি ছাড়পত্র ছাড়া কোনো শ্রমিক মাল্টা ত্যাগ করতে পারবেন না। কোম্পানির এই ছাড়পত্র (NOC Letter) পেতে হলে কোম্পানি কাজ করতে হবে ছয় থেকে এক বছরের বেশি সময়।

তবে আপনার কোম্পানির লোকজনের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, তাহলে কৌশল করে ভ্যাকেশন বুঝে আপনি ছুটি নিবেন। এভাবে কোম্পানি থেকে ছাড়পত্র পেলেই আপনি মাল্টা দেশ থেকে আপনার স্বপ্নের দেশ ইতালিতে যেতে পারবেন। তবে আপনাকে এমন কৌশল করে যেতে হবে, যেন কেউ সন্দেহ না করে। আপনি ইতালি থেকে ফিরে আসবেন না, সেটা যেন কেউ বুঝতে না পারে।

মাল্টা থেকে ইতালি যেতে কি কি লাগে

মাল্টা থেকে আপনি যদি ইতালিতে যেতে চান তবে তেমন বেশি কিছু লাগবে না। শুধুমাত্র আপনার লাগবে সেনজেন ভিসা, যে কোম্পানিতে কাজ করেন সেখান থেকে ছাড়পত্র (NOC Letter) এবং বিমানের টিকিট থাকলেই আপনি মাল্টা থেকে ইতালিতে বৈধভাবে প্রবেশ করতে পারবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো মাল্টা থেকে ইতালিতে অবৈধভাবে যাওয়ার কোনো পথ নেই। আপনার কাছে যদি উপযুক্ত প্রমাণ না থাকে, 

তাহলে আপনি কখনো মাল্টা থেকে ইতালি যেতে পারবেন না। বর্তমানে মাল্টা দেশটি থেকে খুবই কম মানুষ অন্য দেশের পাড়ি জমাচ্ছেন। কেননা এই দেশে ইংরেজি ভাষা প্রচলন রয়েছে। কেননা আপনি যদি অন্যান্য রাষ্ট্র, যেমন: পর্তুগাল, ফ্রান্স কিংবা ইতালিতে যান, তাহলে ভাষা না জানা থাকলে আপনি সহজেই কাজ খুঁজে পাবেন না এবং কাজ করতে অনেক অসুবিধা হবে।

মাল্টা থেকে ইতালিতে যেতে কত টাকা লাগে

আপনি যদি মাল্টা থেকে ইতালিতে যেতে চান, তবে বেশি টাকা লাগবে না। আপনি বিমানের ফ্লাইটের মাধ্যমে খুব অল্প টাকাতেই, আপনার স্বপ্নের দেশে ইত্যাদিতে পৌঁছাতে পারবেন। তবে মালটা থেকে ইতালিতে আপনার যাওয়ার লোকেশন, বিমানের টিকিট ক্লাস এবং বিমানের ফ্লাইট ভেদে মাল্টা থেকে ইতালিতে যাওয়ার খরচ কিছু টাকা কম বেশি হতে পারে।
মাল্টা থেকে ইতালিতে যেতে আপনার খরচ হবে প্রায় ৬ হাজার থেকে ৭ হাজার বাংলাদেশি টাকা মাত্র। আশা করি মাল্টা থেকে ইতালি যেতে কত টাকা খরচ হয়/ হবে সেগুলো সুন্দর ভাবে বুঝতে পেরেছেন।

মাল্টা থেকে ইতালির দূরত্ব কত কিলোমিটার

মাল্টা থেকে ইতালির দূরত্ব কত কিলোমিটার সে সম্পর্কে অনেক প্রবাসীরা জানতে চান। মালদা থেকে ইটালির দূরত্ব হলো প্রায় ১০৪৯.৮ কিলোমিটার।

মাল্টা থেকে ইতালিতে যেতে কত সময় লাগে

মাল্টা থেকে ইতালি বেশি দূরের পথ নয়। আপনি যদি মাল্টা থেকে ইতালিতে বিমানের ফ্লাইটের মাধ্যমে অতিক্রম করতে চান, তাহলে আপনার সময় লাগবে প্রায় ৯০ থেকে ১০০ মিনিট পর্যন্ত।

মাল্টা থেকে ইতালি কোথায় অবস্থিত

মাল্টা ইউরোপের ছোট একটি দ্বীপ রাষ্ট্র যা ভূমধ্যসাগরে অবস্থিত। মাল্টা রাষ্ট্রটি ইতালির দক্ষিণে অবস্থিত। মাল্টা থেকে সাধারণত ইতালির সিসিলি দ্বীপের দূরত্ব হবে, প্রায় ৯০ কিলোমিটার। তবে মাল্টা থেকে ইতালির মূল দূরত্ব প্রায় ১০৪৯.৮ কিলোমিটার।

মাল্টার ১ টাকা বাংলাদেশের কত টাকা

মাল্টার ১ ইউরো সমান বাংলাদেশের ১২৭.৩১ টাকার সমান।তবে সময়ের সাথে সাথে রেট পরিবর্তন হতে পারে।

মাল্টা থেকে ইতালি যাওয়ার ফেরি আছে কি

মাল্টা থেকে ইতালির সিসিলি দ্বীপে সাধারণত ফেরি পরিষেবা পাবেন। এই ফেরিগুলো মাল্টার রাজধানী ভ্যালোটা থেকে বিভিন্ন বন্দরে গিয়ে থাকে। উদাহরণস্বরূপ: পোৎসালো এবং কাঠানিয়া। আপনি ফেরিতে গেলে যাত্রার সময় হতে পারে প্রায় দেড় ঘন্টা থেকে তিন ঘন্টা। তবে সেটা সম্পন্ন নির্ভর করবে গন্তব্য অনুযায়ী।

লেখকের শেষ মন্তব্য - মাল্টা থেকে ইতালি যাওয়ার উপায় সম্পর্কে

উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, মাল্টা থেকে ইতালি যাওয়ার উপায়, মাল্টা থেকে ইতালি যেতে কি কি লাগে, মাল্টা থেকে ইতালি যেতে কত টাকা লাগে, মাল্টা থেকে ইতালির দূরত্ব কত কিলোমিটার, মাল্টা থেকে ইতালি যেতে কত সময় লাগে, মাল্টা থেকে ইটালি কোথায় অবস্থিত, মাল্টার ১ টাকা বাংলাদেশের কত টাকা এবং মাল্টা থেকে ইতালি যাওয়ার ফেরি আছে কি ইত্যাদি সম্পর্কে। মাল্টা কাজের ভিসা নিয়ে যেতে চাইলে পড়তে পারেন। 

আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন। মাল্টা দেশটি ছোটো হলেও বেতনের দিক দিয়ে ভালো। বেশিরভাগ মানুষ মাল্টাতেই কাজের উদ্দেশ্যে থেকে যান। তবে আপনি যদি উন্নত জীবনের আশায় স্বপ্নের দেশ ইতালিতে যেতে চান, তবে অবশ্যই উপরে উল্লেখিত আর্টিকেলটি ভালোভাবে পড়ে নিতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url