মাল্টার টাকার মান এবং টাকা পাঠানোর সহজ উপায় জানুন

মাল্টা ইউরোপের একটি ছোটো দ্বীপ দেশ। বর্তমানে মাল্টা বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। কাজের সুযোগ সীমিত থাকলেও বেতনের পরিমান বেশি বলে বাংলাদেশ থেকে অসংখ্য প্রবাসী শ্রমিক মাল্টা যেতে চান। নিচে মাল্টার টাকার মান এবং টাকা পাঠানোর সহজ উপায় জানতে পড়ুন।

মাল্টা ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ। মাল্টা দ্বীপ এবং ছোটো রাষ্ট্র হলেও কাজের জন্য সুন্দর একটি রাষ্ট্র। তাছাড়া বেতনের পরিমানও ভালো হয়ে থাকে। অনেকেই জানতে চান, মাল্টার টাকার মান এবং টাকা পাঠানোর সহজ উপায় কি সে সম্পর্কে। বিস্তারিত নিচে জানুন।

পোস্ট সূচীপত্রঃ মাল্টার টাকার মান এবং টাকা পাঠানোর সহজ উপায় জানতে পড়ুন

মাল্টার ১ ইউরো সমান বাংলাদেশের কত টাকা

মাল্টার ১ ইউরো সমান বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে প্রায় অধিকাংশ মানুষ জানেন না। সেজন্য তারা গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে এই আর্টিকেলটিতে বিস্তারিত লেখা হয়েছে। পুরো আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে জানতে পারবেন। চলুন নিচে যেনে নেওয়া যাক, মাল্টার ১ ইউরো সমান বাংলাদেশের কত টাকা। মাল্টা ১ ইউরো সমান বাংলাদেশের টাকা কনভার্ট করলে দাঁড়ায় ১২৭.৩১ টাকা। মাল্টা কাজের ভিসা সম্পর্কে জানতে পড়তে পারেন।

মাল্টার ইউরো রেট এবং বাংলাদেশি টাকা

মাল্টার ইউরো রেট এবং বাংলাদেশী কত টাকা সে সম্পর্কে প্রায় অনেকেই জানতে চান। তাই আপনাদের জানার সুবিধার্থে, মাল্টার ইউরো সমান বাংলাদেশের কত টাকা নিচে উল্লেখ করে দেওয়া হলো। নিচে মাল্টার টাকার মান এবং টাকা পাঠানোর সহজ উপায় জানতে পড়ুন।

ক্রমিক নং মাল্টা ইউরো সমান বাংলাদেশী টাকা
০১ মাল্টা ১ ইউরো সমান ১২৭.৩১ টাকা
০২ মাল্টা ১০ ইউরো সমান ১২৭৩.১০ টাকা
০৩ মাল্টা ১০০ ইউরো সমান ১২,৭৩১ টাকা
০৪ মাল্টা ১,০০০ ইউরো সমান ১,২৭,৩১০ টাকা

মাল্টার টাকার মান জানা কতটা জরুরী

পৃথিবীর যেকোনো দেশের টাকার মান জানাটা আপনার জন্য খুবই জরুরী। কেননা আপনি যদি টাকার মান কত সেটা না জানেন তাহলে সঠিক মূল্য পাবেন না। তাই প্রতিটি প্রবাসী মানুষের জন্য টাকার মান জানাটা খুবই গুরুত্বপূর্ণ। টাকার মান জানা কেন এত জরুরী নিচে উল্লেখ করে দেওয়া হলো।
  • আপনি যদি বাংলাদেশ থেকে মাল্টাতে ভ্রমণের জন্য যান, তাহলে অবশ্যই টাকা এক্সচেঞ্জ করতে করতে হবে। তখন টাকা থেকে একচেন্জ করে ইউরো করতে হবে সেজন্য জানাটা জরুরী।
  • বাংলাদেশ থেকে বিভিন্ন শিক্ষার্থী মালটাতে পড়াশুনা করেন এজন্য বিভিন্ন কারণে শিক্ষার্থীদের মালটার টাকার রেট জানাটা প্রয়োজন।
  • মাল্টাতে অনেক প্রবাসী রয়েছেন যারা বাংলাদেশে পরিবারের কাছে টাকা পাঠিয়ে থাকেন, তাদের অবশ্যই ইউরো রেট জানতে হবে।
  • মাল্টা থেকে বাংলাদেশে আমদানি এবং রপ্তানি করতে চাইলে অবশ্যই ইউরো রেট জেনে আমদানি রপ্তানি করতে হবে।

মাল্টা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

মাল্টার টাকার মান এবং টাকা পাঠানোর সহজ উপায় জানা,মাল্টা প্রবসীদের জন্য জরুরী। মাল্টা থেকে বাংলাদেশের টাকা পাঠানোর একমাত্র বৈধ উপায় হচ্ছে ব্যাংকিং সেক্টর। তাইই আপনারা যারা মাল্টা থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন, অবশ্যই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন। আরো বিভিন্ন মাধ্যমে মাল্টা থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন, সেগুলো নিচে উল্লেখ করে দেওয়া হলো।

  • হুন্ডির মাধ্যমে ঢাকা থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন তবে এটা অবৈধ।
  • মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাল্টা থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। যেমন: নগদ, বিকাশ।
  • আপনি চাইলে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড ব্যবহার করে অনলাইনে ইউরো লোড করে, বাংলাদেশ থেকে এটিএম কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন।
  • এছাড়া আপনার পরিচিত কেউ যদি মাল্টাতে থাকে তাহলে তার মাধ্যমে সরাসরি টাকা পাঠিয়ে দিতে পারবেন।

মাল্টা থেকে কিভাবে বাংলাদেশের টাকা পাঠালে রেট কেমন পাবেন

ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি যদি মাল্টা থেকে ইউরো পাঠান, তাহলে খোলা বাজারের টাকার রেটের থেকে আপনি কিছুটা কম পাবেন। কিন্তু সরকার ঘোষিত ২.৫% প্রনোদনা পাবেন। তাই একমাত্র ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে ইউরো পাঠানই সবচেয়ে নিরাপদ মাধ্যম এবং এটি সহজ উপায়। আশা কি বুঝতে পেরেছেন।

লেখকের শেষ মন্তব্য

উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, মাল্টার ১ ইউরো সমান বাংলাদেশের কত টাকা, মাল্টার ইউরো রেট এবং বাংলাদেশী টাকা, মাল্টার টাকার মান জানা কতটা জরুরী, মাল্টা থেকে টাকা পাঠানোর সহজ উপায় এবং মাল্টা থেকে কিভাবে টাকা পাঠালে রেট কেমন হয় ইত্যাদি সম্পর্কে। আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন। আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে শেয়ার করে দিতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url