মাত্র ১ মিনিটে পাসপোর্ট নাম্বার দিয়ে রোমানিয়া ভিসা চেক করুন
পাসপোর্ট নাম্বার দিয়ে রোমানিয়া ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন?
অনেক সময় দালাল বা এজেন্সি ভুয়া পাসপোর্ট দিয়ে ভিসা বানিয়ে দেয়। যার ফলে সেই দেশে
গিয়ে আটকে রাখা হয়। তাই আপনি দেশে থাকতে কিভাবে রোমানিয়া ভিসা চেক করবেন জানতে
নিচে পড়ুন।
রোমানিয়ার যেতে আপনার ভিসার প্রয়োজন। আর এই ভিসা চেক করার জন্য আপনার কিছু
ডকুমেন্ট লাগবে। অনলাইনে মাধ্যমে আপনাকে ভিসা চেক করতে হবে। অনলাইনে ভিসা না
থাকলে সঠিক ফলাফল জানতে পারবেন না।তাই কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে রোমানিয়া ভিসা চেক করবেন জানতে পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ পাসপোর্ট নাম্বার দিয়ে রোমানিয়া ভিসা চেক জানতে পড়ুন
রোমানিয়া ভিসা চেক
বাংলাদেশ থেকে আপনি পৃথিবীর যেকোন দেশে যান না কেন, প্রয়োজন হবে আপনার ভিসার।
ভিসা সাধারণত অনেক ধরনের রয়েছে। তবে আপনাকে সব ধরনের ভিসা একইভাবে চেক করতে হবে।
এখানে শুধুমাত্র একটি বিষয়ে ভিসা চেক করার নিয়ম দেখানো হয়েছে। আপনি যদি
অনলাইনে ভিসা চেক করতে চান, তবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে
হবে।
ওয়েবসাইটে কিছু নির্দেশনা দেওয়া থাকবে এবং সেই নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে।
প্রথমে আপনাকে গুগলে যেতে হবে, সেখান থেকে আপনাকে
www.romanian-companies.eu এই
ঠিকানাটা লিখতে হবে। এটি হচ্ছে রোমানিয়া ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট।
রোমানিয়া ভিসা চেক করতে যা যা লাগে
পাসপোর্ট নাম্বার দিয়ে রোমানিয়া ভিসা চেক করতে কি কি লাগে, সে সম্পর্কে জানতে প্রায় অনেকেই গুগলে সার্চ
করে থাকেন। রোমানিয়া ভিসা চেক করতে যা যা লাগে বা যে ডকুমেন্টগুলো লাগবে। সেগুলো
আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হলো। এগুলো আপনারা দেখে নিবেন
এবং সংগ্রহ করে রাখবেন।
- গুগল থেকে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইট ঠিকানাটি সংগ্রহ করে রাখবেন।
- আপনার পাসপোর্ট নাম্বার সব সময় মনে রাখবেন এবং এই পাসপোর্ট এর মেয়াদ থাকতে হবে
- আপনার ভিসা আবেদন ফরম নাম্বার বা ভিসা নাম্বার। এর যেকোনো একটি হলেই হবে।
- আমার সচল একটি মোবাইল নাম্বার
রোমানিয়া ভিসা চেক করার জন্য আপনার এই যাবতীয় বিষয়গুলো লাগবে। তাই এগুলো সংগ্রহ
করে রাখা আপনার জন্য বাধ্যতামূলক।
অনলাইনের রোমানিয়া ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে রোমানিয়া ভিসা চেক, আপনাকে অনলাইনেই করতে হবে। তাই নিচে অনলাইন ব্যবহার করেই
আপনাকে ভিসা চেক করার নিয়ম গুলো দেখানো হয়েছে। একেক দেশের ভিসা চেক করার জন্য
ভিন্ন ভিন্ন ঠিকানা রয়েছে। তাই আপনাকে রোমানিয়া ভিসা চেক করার প্রধান অফিশিয়াল
ওয়েবসাইটেই প্রবেশ করতে হবে। নিচে ধাপে ধাপে ভিসা চেক করার নিয়ম
দেখানো হয়েছে, ভালোভাবে দেখে নিন।
আপনি যদি রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা হাতে পেয়ে থাকেন তাহলে নিচের এই পদ্ধতি
গুলো অবলম্বন করেই, আপনাকে ভিসা চেক করে নিতে হবে।
ধাপ ১ঃ আপনাকে প্রথমে সরাসরি https://www.romanian-companies.eu/এই লিঙ্কটি ব্যবহার করে রোমানিয়া ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইটে চলে
যেতে হবে। রোমানিয়া ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা একটি পেজ দেখতে পারবেন।
এবার সেই পেজে আপনার ওয়ার্ক পারমিট ভিসাতে যে CNP নাম্বারটি রয়েছে সেটি
আপনাকে login button এর ঠিক নিচের ঘরে বসাতে হবে।
ধাপ ২ঃ তারপর আপনাকে সরাসরি ইন্টার বাটনে ক্লিক করতে হবে। ইন্টার বাটনে
ক্লিক করার পর দেখবেন, আপনার কোম্পানির নামের সকল ডিটেলস চলে আসবে।
এরপর আপনাকে সরাসরি কোম্পানির নামের উপর ক্লিক করতে হবে। তারপরে আপনার কোম্পানির
নামটি চলে আসবে এবং সেখানে সমস্ত তথ্য দেখাবে। আপনার ভিসাতে উল্লেখিত নাম
Equid no,Registry নাম্বার আপনার সবকিছু চেক করে নিতে পারবেন।
ধাপ ৩ঃ এরপর আপনাকে উপরের থ্রি ডট আইকনটিতে ক্লিক করতে হবে। এরপর আপনি
সরাসরি Online access বাটনটিতে ক্লিক করবেন। এরপর আপনি যদি নিচের দিকে
চলে আসেন তাহলে দেখবেন Public Profile নামক একটি বাটন দেখতে পাবেন।
ধাপ ৪ঃ আপনি Public Profile বাটনে ক্লিক করবেন। তারপর দেখবেন
আপনাকে একটি পেজে নিয়ে যাবে। এরপর ওখান থেকে আপনাকে একটু নিচের দিকে আসতে হবে।
দেখতে পাবেন Technical services and assistance এখান থেকে আপনি
রোমানিয়ার হেল্প লাইনে চ্যাট কিমবা ইমেইল করার মাধ্যমে জেনে নিতে পারবেন আপনার
রোমানিয়ার ভিসাটি সঠিক না নকল।
রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করার নিয়ম
রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে কাজের ভিসা। যারা রোমানিয়াতে সাধারণত কাজ করার
উদ্দেশ্য যাবেন তাদের অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন। আপনি চাইলে এই পদ্ধতি
অনুসরণ করে রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করতে পারেন। আপনাকে https://www.romanian-companies.eu/ এই ঠিকানাতে
প্রবেশ করতে হবে। সেখানে অবশ্যই আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। তারপর নিচের দেওয়া
নিয়মগুলো ফলো করতে হবে তাহলে সহজেই বুঝতে পারবেন।
- আপনাকে ভিসার কোম্পানির নামের উপর ক্লিক করতে হবে
- উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে এবং Online access বাটনে ক্লিক করতে হবে।
- এরপর আপনি Public profile এ ক্লিক করবেন তারপর উপরের দিকে স্ক্রোল করুন।
- এরপর আপনি নিচে অনেকগুলো এজেন্টের ছবি দেখতে পাবেন। সেখানে আপনি তাদের সাথে সরাসরি কথা বলে, আপনার ভিসা ও কাজের ধরন সম্পর্কে জানতে পারবেন। তাদের সাথে আপনাকে ইংরেজীতে কথা বলতে হবে।
- এছাড়াও আপনি 380930062592 এই নাম্বারটি দিয়ে রোমানিয়া এম্বাসির সাথে সরাসরি ইংরেজীতে কথা বলে আপনার ভিসার যাবতীয় তথ্য যাচাই করে নিতে পারবেন।আশা করি বুঝতে পেরেছেন।
রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করা কেন জরুরী
পাসপোর্ট নাম্বার দিয়ে রোমানিয়া ভিসা চেক করা খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ। বিশেষ করে আপনি যখন রোমানিয়া
যাওয়ার জন্য ভিসার আবেদন করেছেন কিমবা রোমানিয়ার ভিসা হাতে পেয়েছেন, সাধারণত
তখনই ভিসা চেক করে নেওয়া খুবই প্রয়োজন। আপনি যদি ভিসা চেক
করেন, তাহলে জানতে পারবেন, রোমানিয়াতে আপনি কোন ধরনের কাজ পেয়েছেন।
আপনার ভিসাতে যে ধরনের কাজের কথা উল্লেখ রয়েছে, সেটি আসলে সঠিক কিনা এবং আপনার
ভিসাটি অরজিনাল কিনা, আরো অনেক বিষয় জানতে পারবেন। আপনি যদি রোমানিয়াতে কাজের
উদ্দেশ্যে যেতে চান, তবে অবশ্যই আপনাকে যাওয়ার আগে ভিসা চেক নিচে হবে সেটা আপনার
জন্য খুবই গুরুত্বপূর্ণ।
রোমানিয়া ভিসা কত টাকা
রোমানিয়া ভিসা ফি কত টাকা সেটা সম্পূর্ণ নির্ভর করবে ভিসার ধরন এবং মেয়াদের
উপরে। আপনারা যারা বাংলাদেশ থেকে রোমানিয়াতে যেতে চাচ্ছেন, তাদের জন্য কিছু
সাধারণ ফি নিচে দেওয়া হলো।
স্টুডেন্ট ভিসাঃ স্টুডেন্ট ভিসা করতে খরচ হবে প্রায় ১০ হাজার থেকে ১৫
হাজার টাকা।
ভিজিট ভিসাঃ ভিজিট ভিসা করতে খরচ হবে প্রায় ৮ হাজার থেকে ১২ হাজার টাকা।
কাজের ভিসাঃ কাজের ভিসা করতে খরচ হবে প্রায় ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার
টাকা।
আপনার ভিসা ফি ছাড়াও আরো অন্যান্য খরচ যেমন প্রসেসিং ফি, স্বাস্থ্য বীমা এবং
অন্যান্য ডকুমেন্টসের খরচ লাগতে পারে।
লেখকের শেষ মন্তব্য
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, পাসপোর্ট নাম্বার দিয়ে রোমানিয়া ভিসা চেক,রোমানের ভিসা চেক
করতে যা যা লাগে,অনলাইনে রোমানিয়া ভিসা চেক করার নিয়ম, রোমানিয়া ওয়ার্ক পারমিট
ভিসা চেক করার নিয়ম এবং রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করা কেন জরুরী ইত্যাদি
সম্পর্কে। আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন।
আপনি যদি রোমানিয়াতে যেতে চান তবে অবশ্যই যাওয়ার পূর্বে ভিসা চেক করে যাবেন। এটা
আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যা উপরে আলোচিত হয়েছে।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url