সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত জেনে নিন
আপনি কিছু সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত সে সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে এই
আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত? সে সম্পর্কে
জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে সার্চ করে থাকেন। তাহলে বিস্তারিত জানতে
নিচে পড়ুন।
সৌদি আরবে ফ্রি ভিসা বলে কোন ধরনের ভিসা নেই। আপনি সৌদি আরবে, যে ভিসা নিয়েই যান
না কেন? কোন না কোন কফিলের আন্ডারে আপনাকে কাজ করতে হবে। সাধারণত দালালা বা
এজেন্সিরা ফ্রি ভিসা বলে প্রতারিত করে লোক পাঠিয়ে দেয়। নিচে এই সম্পর্কে জানতে
বিস্তারিত পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ সৌদি আরবে ফ্রি ভিসার দাম কত জানতে পড়ুন
সৌদি আরবের ফ্রি ভিসা
সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত? সেকথা জানার আগে আপনাকে জানতে হবে সৌদি ফ্রি ভিসা
সম্পর্কে। সৌদি আরবে ফ্রি ভিসা বলে এখন পর্যন্ত কোন ভিসা চালু হয়নি, তবে কিছু
কিছু দালাল বা বাংলাদেশী এজেন্সি সহজ সরল মানুষদের প্রতারিত করে অবৈধ ভিসা প্রদান
করে, বলে থাকেন যে ফ্রি ভিসা। বাংলাদেশ থেকে কিছু এজেন্সি ফ্রি ভিসার নামে কর্মী
নিয়োগ দেয়, সেই কর্মীগুলো আবার একটি কফিলের আন্ডারে রেজিস্ট্রেশন হয়ে
থাকে।
তবে সে কর্মীগুলো সৌদি আরবের বিভিন্ন জায়গাতে ইচ্ছামত কাজ করতে পারে। এর ফলে
প্রতি বছরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সৌদি আরবের কফিল কে দিতে হয়। এছাড়াও আপনি
যদি ফ্রি ভিসা নিয়ে সৌদি আরবে যান, তবে প্রতি বছর সৌদি আরবের সরকারকে আকামার
জন্য অর্থ প্রদান করতে হবে। আপনি যদি বৈধভাবে সৌদি আরবের ফ্রি ভিসা নিয়ে থাকতে
চান, তাহলে অবশ্যই আপনাকে ১২ মাসের জন্য আকামা করতে হবে।
আপনি যদি ১২ মাসের আকামা না করেন, তাহলে সৌদি আরবে কাজ করতে পারবেন না। অর্থাৎ
মূলত বিষয়টা হচ্ছে, আপনার যদি একটি বৈধ ভিসা এবং বৈধ আকামা থাকে তাহলে আপনি
বৈধভাবে সৌদি আরবের বিভিন্ন জায়গাতে কাজ করতে পারবেন। আর এই কাজ করাকে সাধারণ
সৌদি আরবে ফ্রি ভিসা বলা হয়ে থাকে। আপনি যদি সৌদি আরবে বৈধ ভিসা এবং আকামা না
করে কাজ করেন,
তাহলে আপনার জেল জরিমানা এবং এমনকি বাংলাদেশেও পাঠিয়ে দিতে পারে। সেজন্য আপনি যদি কফিলের আন্ডারে সৌদি আরবে যান, তবে অবশ্যই আপনাকে কফিলের কাছ
থেকে বৈধ কাগজ করে নিতে হবে। এরপরে আপনি সোদি আরবের যেকোনো জায়গাতে কাজ করতে
পারবেন এবং সৌদিতে বৈধ থাকতে পারবেন। আশা করি পুরোটা পড়ে বুঝতে পেরেছেন, সৌদি
আরবের ফ্রি ভিসা কি সে সম্পর্কে।নিচে সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত এবং সৌদি আরবের কোন ভিসা ভালো জানতে পড়ুন।
সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত
সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত? সে সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষই
গুগলে সার্চ করে থাকেন। আপনি যদি সৌদি আরবে ফ্রি ভিসাতে যেতে চান, তবে অবশ্যই
আপনাকে সৌদি আরবে যে কাজগুলোর হয় তার উপরে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে যাওয়া
উচিত। হতে পারে সেটা কনস্ট্রাকশনের কাজ, পাইপ ফিটিংস এর কাজ, কিংবা ইলেকট্রনিক্স
এর কাজ।
আপনার যদি এসব কাজগুলোর উপরে দক্ষতা বা অভিজ্ঞতা থাকে তাহলে নতুন অবস্থাতেই আপনার
কাজ খুঁজে পেতে সহজ হবে। এবং বেতনের দিক দিয়েও আপনি সর্বোচ্চ বেতন পাবেন। সৌদি
আরবে আপনি যদি ফ্রি ভিসাতে যেতে চান, তবে আপনাকে কোনো না কোন ভিসাতে আপনাকে আসতে
হবে।তারপর আপনাকে সৌদি আরবে এসে আকামা তৈরি করতে হবে।
সৌদি আরবে আকামা করতে আপনার আনুমানিক খরচ হতে পারে প্রায় ৯০০০ রিয়াল থেকে ১৫০০০
রিয়েল পর্যন্ত। মেয়াদ এক বছরের বেশি হয়ে থাকে তবে সর্বনিম্ন মেয়াদ তিন মাস
পর্যন্ত। তবে এক্ষেত্রে খরচ একটু কম পড়বে। আপনি যদি কোন অপরিচিত ব্যক্তির মাধ্যমে
সৌদি আরবে যান, তাহলে আনুমানিক প্রায় আপনার খরচ হবে ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা।
অনেক দালাল বা প্রতারক আছেন, যারা ফ্রি ভিসার কথা বলে কিছু মানুষের কাছ থেকে অর্থ
আত্মসাৎ করে থাকে। আসলে ফ্রি ভিসা বলে কোন ভিসা নেই। সকল ভিসা আবেদনের ক্ষেত্রে
কিছু ফি রয়েছে এবং অন্যান্য খরচগুলো বহন করতে হয়। যারা সৌদি আরবে যাবেন তাদের
অবশ্যই জেনে যাওয়া উচিত, সৌদি আরবে কোন কাজে চাহিদাগুলো বেশি এবং বেতন বেশি সে
সম্পর্কে।
উপরে সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত সে সম্পর্কে জানলেন। এখন নিচে জানুন সৌদি আরবে
ভিসা আবেদন করার নিয়ম।
সৌদি আরবের ভিসা আবেদন করার নিয়ম
সৌদি আরবে ফ্রি ভিসা বলে কোন ভিসা ক্যাটাগরি নেই। সৌদি আরবে কাজের জন্য ভিসা
আবেদনের ক্ষেত্রে, যে কোন একটি ভিসা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। এজন্য
জেনে নিতে পারেন,সৌদি কোন ভিসা ভালো। তারপর আপনাকে কাগজপত্রগুলো সংগ্রহ করে রাখতে
হবে। এরপরে আপনার ভিসা আবেদন প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে। সৌদি আরবের যেকোনো ভিসা আবেদন,
আপনি সহজেই অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এজন্য
আপনাকে ভিজিট করতে হবে এই
www.ksavisa.sa ওয়েবসাইটটি। এরপর
আপনাকে অপশন থেকে সিলেক্ট করতে হবে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্য। আপনি যদি সৌদি আরব
কাজের জন্য যেতে চান, তবে অবশ্যই "Work" সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনি
সহজেই দেখতে পারবেন তিন ধরনের ভিসা ক্যাটাগরি আপনার সামনে আসবে।
এরপর আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর আপনার সকল প্রয়োজনীয় সঠিক
ইনফরমেশন দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। তারপর আপনাকে ভিসার প্রয়োজনীয় কাগজপত্র
গুলো দিয়ে সাবমিট করতে হবে। সাধারণত আপনি সহজেই এভাবে অনলাইনের মাধ্যমে আপনার
ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তবে চেষ্টা করবেন আবেদনটি কোন অভিজ্ঞ
মানুষের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করার।
এরপর আপনার সৌদি আরবের ভিসা কর্তৃপক্ষ আপনার আবেদনটি পর্যবেক্ষণ করবে এবং তারপর ভিসার
জন্য সব ঠিক থাকলে অনুমতি দিবে,আর না হয় রিজেক্ট করে দিতে পারে। সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা সাধারণত প্রসেসিং হতে সময় লাগে প্রায় ১ মাস থেকে ৩ মাস। এর মধ্যেও আপনি
চেষ্টা করবেন আরবি ভাষা শেখার। আপনি যদি সঠিকভাবে ভাষা শিখতে পারেন তাহলে সহজেই
কাজ খুঁজে পাবেন।
সৌদি আরবের ফ্রি ভিসা পেতে যা যা লাগে
সৌদি আরবে ফ্রি ভিসা বলে কোন ভিসা ক্যাটাগরি থাকে না।এজন্য আপনাকে করতে হবে কাজের
ভিসার জন্য আবেদন। সৌদি আরবে অনেক ধরনের কাজের ভিসা পাওয়া যায়। আর সেই ভিসা
ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে। সৌদি আরবে কাজের ভিসা
আবেদনের করার জন্য যেসব কাগজপত্র লাগবে নিচে উল্লেখ করে দেওয়া হলো।
- আপনার বৈধ বাংলাদেশী পাসওয়ার্ড দিতে (সর্বনিম্ন এক বছর মেয়াদ)
- আপনার জাতীয় পরিচয় পত্র
- করোনা ভ্যাকসিন সার্টিফিকেট
- আপনার মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
- আপনার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
- আপনার ভিসা আবেদন
- আপনার কাজের দক্ষতার সার্টিফিকেট
- অভিজ্ঞতার সার্টিফিকেট
- অন্যান্য সহায়ক কাগজপত্র গুলো
ভিসা আবেদনের ক্ষেত্রেও উপরে উল্লেখিত কাগজপত্রগুলো আপনার লাগবে। তাই ভিসা
আবেদনের ক্ষেত্রে এই কাগজপত্রগুলো সংগ্রহে রাখবেন।
সৌদি আরবের ফ্রি ভিসার বেতন কত
সৌদি আরবে আপনি যদি ফ্রি ভিসাতে যান, তবে অনেক ধরনের কাজের সুযোগ পাবেন। ফ্রি
ভিসাতে স্বাধীনভাবে কাজ করতে পারবেন তবে কাজের ভরসা খুবই কম। আপনি একটি বিষয়ে
খেয়াল করবেন সেটা হচ্ছে, বাংলাদেশের কাজের মৌসুমে শ্রমিকরা সাধারণত বাজারে উঠে
থাকে, সেখান থেকে মালিকপক্ষ অর্থের বিনিময়ে শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে থাকেন।
ফ্রি ভিসা মূলত এরকমই। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে ফ্রি ভিসা থেকে বিরত
থাকার চেষ্টা করুন।
সৌদি আরবে কোনো পরিচিত কোন লোকের মাধ্যমে যাবেন। প্রয়োজনে সৌদি আরবের কফিলের
সাথে কাজের চুক্তি করে যেতে পারেন। তাহলে কাজের ক্ষেত্রে আপনার কোন অসুবিধা হওয়ার
সম্ভাবনা নেই। সৌদি আরবে আপনার বেতন হবে আনুমানিক প্রায় ১০০০ রিয়াল থেকে ২০০০
রিয়াল পর্যন্ত। তবে দুঃখের বিষয় হলো, অনেক সময় এই ভিসাতে কাজ খুঁজে পায় না
এমনকি থাকার জন্য জায়গা খুঁজে পাওয়া যায় না।
লেখকের শেষ মন্তব্য - সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত সে সম্পর্কে
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, সৌদি আরবের ফ্রি ভিসা, সৌদি আরবের ফ্রি
ভিসার দাম কত, সৌদি আরবের ভিসা আবেদন করার নিয়ম, সৌদি আরবের ফ্রি ভিসা পেতে কি
কি লাগে এবং সৌদি আরবের ফ্রি ভিসার বেতন কত ইত্যাদি সম্পর্কে। আশা করি পুরো
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন। আসলে সৌদি আরবে ফ্রি ভিসা
বলে কোন ভিসা নেই। দালাল বা প্রতারকরা ফ্রি ভিসার কথা বলে সহজ সরল মানুষদের অর্থ
নিয়ে থাকেন। তাই সৌদি আরবে ফ্রি ভিসাতে যাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url