গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধাসমূহ (সুদের হার কত জেনে নিন এখনই)
গ্রামীণ ব্যাংক ১৯৭৬ সালে যাত্রা শুরু করে, গ্রামীণ অঞ্চলের মানুষের আর্থিক সেবা
প্রদান এবং দারিদ্র বিমোচনের জন্য। ক্ষুদ্র ঋণ প্রদানের বাহিরেও গ্রামীণ ব্যাক
সামাজিক সেবায় পরিনত হয়েছে, যা বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধাসমূহ এবং সুদের হার কত জানতে নিচে পড়ুন।
গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধাসমূহ কি এবং সুদের হার কত সেগুলো জানার জন্য প্রায়
অধিকাংশ মানুষ গুগলে সার্চ করে থাকেন। আপনারা যদি এই আর্টিকেলটি শুরু থেকে শেষ
পর্যন্ত পড়তে থাকেন, তাহলে গ্রামীণ ব্যাংকের যাবতীয় তথ্য সম্পর্কে জানতে পারবেন।
পোস্ট সূচীপত্রঃ গ্রামীন ব্যাংকের সুযোগ সুবিধা কি জানতে পড়ুন
গ্রামীণ ব্যাংকের মূলনীতি সমূহ জানুন
গ্রামীণ ব্যাংকের যে মূলনীতি রয়েছে, তার সাফল্যর মূলে রয়েছে মূলত ৪টি মূলনীতি।
আর এই মূলনীতি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে আলাদা করে তুলেছে। এছাড়াও
গ্রামীণ ব্যাংকের সুযোগ-সুবিধা তো রয়েছেই। গ্রামীণ ব্যাংকের ৪টি মূলনীতিসমূহ
আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হলো।
গ্রাহকদের উপরে বিশ্বাসঃ গ্রামীণ ব্যাংক বিশ্বাস করেন যে, গরিব মানুষেরা
যদি ঋণ নেয়, তবে সেই ঋণ পরিশোধের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়। তাছাড়া এসব গরিব
মানুষদের যদি ঋনের সুযোগ দেওয়া হয়, তাহলে তারা তাদের জীবনকে উন্নতভাবে গঠন করতে
পারবে বা ঘুরে দাঁড়াতে পারবে।
সামাজিক দায়িত্বঃ গ্রামীণ ব্যাংক সব সময় লাভের চাইতে, বেশি গুরুত্ব দিয়ে
থাকে সামাজিক দায়িত্ব পালনে।
নারীর ক্ষমতায়নঃ গ্রামীণ ব্যাংক নারীর ক্ষমতায়নকে বিশ্বাস করে থাকে, আর
সেজন্য ঋণের বেশিরভাগই প্রদান করা হয় নারীদেরকে।
স্বচ্ছতা ও জবাবদিহিতাঃ যারা ঋণ গ্রহণ করে তাদেরকে ঋণের শর্তাবলী সম্পর্কে
স্পষ্ট ভাবে ধারণা দেওয়া হয়ে থাকে এবং তাদের ঋণ পরিশোধের প্রক্রিয়াটি স্বচ্ছ
ভাবে রাখা হয়।এছাড়াও গ্রামীণ ব্যাংকের আরো অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। নিচে গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধাসমূহ জানুন।
গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধাসমূহ জানুন
গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধাসমূহ জানার জন্য প্রায় অসংখ্য মানুষ জানার আগ্রহ প্রকাশ
করেন। তাই আপনাদের জানার সুবিধার্থে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন জানতে
পারবেন। গ্রামীণ ব্যাংক ঋণ গ্রহিতাদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে
থাকেন। আপনাদের জানার সুবিধার্থে গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধা নিচে উল্লেখ করে
দেওয়া হলো।
সহজলভ্য ঋণঃ গ্রামীণ ব্যাংক মূলত যারা গরিব এবং অসচ্ছল মানুষ তাদেরকে সহজ
শর্তে ঋণ প্রদান করে থাকে। গ্রামীণ ব্যাংক বিশেষকরে নারীদেরকে এই ঋণ প্রদানে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
কম সুদের হারঃ অন্যান্য যেসব ব্যাংক রয়েছে, সেসব ব্যাংকের চাইতে গ্রামীণ
ব্যাংকের সুদের হার অনেকটা কম।গ্রামীণ ব্যাংকের সুদের হার কত সেগুলো নিচে জানলে
সহজেই বুঝতে পারবেন।
ন্যূনতম জামানতঃ গ্রামীণ ব্যাংকে সাধারণত একাউন্ট খোলার জন্য ন্যূনতম
জামানতের প্রয়োজন হয়ে থাকে না যদি হয় সেটি নগণ্য।
বিভিন্ন ধরনের ঋণঃ গ্রামীণ ব্যাংক সাধারণত কৃষি,ক্ষুদ্র ব্যবসা, চিকিৎসা,
শিক্ষা, গৃহনির্মাণ ইত্যাদি উদ্দেশ্যে ঋণ প্রদান করে থাকেন।
সঞ্চয়ের সুযোগঃ বিভিন্ন ধরনের সঞ্চয় স্কিম গ্রামীণ ব্যাংক পরিচালনা করে
থাকেন। যা গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সঞ্চয় প্রবনতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা
করে থাকে।
বীমা সেবাঃ গ্রামীণ ব্যাংক সাধারণত বিভিন্ন ধরনের বীমা সেবা প্রদান করে
থাকেন। এসব বীমাগুলোর মধ্যে হচ্ছে, জীবন বীমা, ফসল বীমা, স্বাস্থ্য বীমা,পশু বীমা
ইত্যাদি।
প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগঃ গ্রামীন ব্যাংক ঋণ গ্রহীতাদের বিভিন্ন
প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করে থাকেন। এছাড়াও গ্রামীণ ব্যাংক নিজেই
বিভিন্ন ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে থাকেন।
গ্রামীন ব্যাংকের সুদের হার কত জানুন
গ্রামীন ব্যাংকের আপনার সুদের হার কত হবে সেটা সম্পর্ণ নির্ভর করবে, আপনার ঋণের
পরিমাণ,মেয়াদ এবং ঋণের ধরণের উপরে ভিত্তি করে। গ্রামীণ ব্যাংক সাধারণত বিভিন্ন
ধরনের ঋণ প্রদান করে থাকে এবং প্রটিতি ঋণেন নিজস্ব সুদের হার নির্ধারণ করা থাকে।
কত সুদ দিতে হবে জানুন
ক্ষুদ্রঋণঃ
- নিয়মিত ঋণগ্রহীতাদের সুদের হারঃ ১০% ( ফ্লাট হার)
- অনিয়মিত ঋণগ্রহীতাদের সুদের হারঃ ২০%
উচ্চশিক্ষা ঋণঃ
- পড়াশোনা করার সময় সুদের হারঃ সুদমুক্ত
- পড়াশোনা শেষ করার পর সুদের হারঃ ১০%
জীবিকা ঋণঃ
- কৃষি ঋণেন সুদের হারঃ ৮%
- অন্যান্য ঋণের হারঃ ১০%
লেখকের শেষ মন্তব্য - গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধাসমূহ সম্পর্কে
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারবেন যে,গ্রামীণ ব্যাংকের মূলনীতি সমূহ, গ্রামীণ
ব্যাংকের সুযোগ সুবিধাসমূহ, গ্রামীণ ব্যাংকের সুদের হার কত ইত্যাদি সম্পর্কে। আশা করি
আপনারা পুরো আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েছেন।
গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান নয়, বরং মানুষের পাশে
দাঁড়িয়ে তাদের স্বপ্ন বাস্তবায়ন করে থাকে। গ্রামীণ ব্যাংকের সুদের হার এবং
সুযোগ সুবিধাগুলো আপনাদের জানা থাকলে ঋণ গ্রহণের ক্ষেত্রে খুবই সহজ হবে।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url