ইতালি স্পন্সর ভিসা ২০২৫ (আপডেট)

ইতালি স্পন্সর ভিসা ২০২৫,বাংলাদেশ কম খরচে যেতে চাচ্ছেন? যারা বৈধভাবে কাজের জন্য ইতালিতে যেতে চায়, ইতালি সরকার স্পন্সর ভিসার মাধ্যমে সুযোগ করে দিয়ে থাকেন। তাই আপনার স্বপ্নের দেশ ইতালিতে স্পন্সর ভিসা নিয়ে যেতে পারেন বিস্তারিত নিচে জেনে নিতে পারেন।

বাংলাদেশ থেকে আপনারা যারা ইতালিতে যেতে চাচ্ছেন। তারা ইতালি স্পন্সর ভিসা ২০২৫ আবেদন করার বিস্তারিত যাবতীয় তথ্য সম্পর্কে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে জানতে পারবেন। চলুন দেরি না করে নিচে জেনে নেওয়া যাক।

পোস্ট সূচীপত্রঃ ইতালি স্পন্সর ভিসা ২০২৫ জানতে পড়ুন

ইতালি স্পন্সর ভিসা কি?

ইতালি স্পন্সর ভিসাটা হচ্ছে এমন একটি ভিসা যেটা ইতালির কোন কোম্পানি বা প্রতিষ্ঠান অন্য দেশ থেকে সাধারণত কর্মী নিয়োগ করে থাকেন। স্পন্সরের ভিসার ক্ষেত্রে প্রথমে নিয়োগকর্তা কোম্পানির কর্মীর জন্য ইতালির সরকারের কাছে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করে থাকেন। ইতালি সরকার যদি ওয়ার্ক পারমিট ভিসার অনুমতি দেয়, তাহলে সেই কোম্পানি বিভিন্ন দেশ থেকে কর্মীর জন্য ভিসা আবেদন করেন। 

ইতালি সরকার সাধারণত স্পন্সর ভিসা ১ বছরের জন্য অনুমতি দিয়ে থাকেন তবে এটি আপনি ৩ বছর পর্যন্ত নবায়ন করে নিতে পারবেন। ইতালি সরকার ২০২৫ সালের জন্য ৩-৪ লক্ষ স্পন্সর ভিসা বরাদ্ধ করেছেন। ইতালি সরকার কর্মীদের জন্য স্পন্সর ভিসা উন্মুক্ত করেছে, যার ফলে ইতালিতে নির্মাণ, পর্যটক, কৃষি ড্রাইভিং এবং রেস্টুরেন্ট কাজের জন্য শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা মূলত ইতালিয়ান সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

ইতালি স্পন্সর ভিসা ২০২৫

ইতালি স্পন্সর ভিসার আপডেট খোঁজ খবর সম্পর্কে প্রায় অনেকেই জানতে চান। ইতালি স্পন্সর ভিসা কি উপরে ইতিমধ্য আপনারা জানতে পেরেছেন। ইতালি সরকার এই বছরে নতুন করে ৩ থেকে ৪ লক্ষ কর্মী নিবেন স্পন্সর ভিসার মাধ্যমে। তবে এখনো স্পন্সর ভিসার আবেদন শুরু হয়নি। স্পন্সর ভিসা কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে নিচে উল্লেখ করা দেওয়া হয়েছে। 

আপনারা যারা এই বছরে নতুন করে স্পান্সর ভিসার মাধ্যমে ইতালিতে যেতে চাচ্ছেন সে ক্ষেত্রেই ইতালি স্পনসার পেতে যেমন সুবিধা হয় তেমনি যাওযার ক্ষেত্রেও সুবিধা হয়ে থাকে। পূর্বের বছরগুলোতে স্পন্সর ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন। এখন হয়তো অনেকেই চাইবেন না ইতালি স্পন্সর ভিসার মাধ্যমে সমস্যার সম্মখীন হতে। 

তাহলে অবশ্যই ইতালি স্পন্সর ভিসার সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকতে পারেন এবং নিজেরাও যদি স্পন্সর ভিসার আপডেট সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আশা করি ইতালি স্পন্সর ভিসা সম্পর্কে আপডেট তথ্য জেনে নিতে পারবেন। 

ইতালি স্পন্সর ভিসা আবেদনের সময় ২০২৫

ইতালি স্পন্সর ভিসা আবেদনের সময় ২০২৫ সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ ও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করে থাকেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতালি সরকার কোটা নির্ধারণের মাধ্যমে শ্রমিকদের ইতালিতে কাজ করার অনুমতি দিয়ে থাকে। এই কর্মী নিয়োগটি সাধারণত বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারী বা ফেব্রুয়ারি 

মাসে ঘোষণা করা হয়। আপনাদের জন্য একটি সুখর হতে পারে সেটা হচ্ছে ইতালি সরকার ২০২৫ সালের মার্চ মাসের ১৮,২১ এবং ২৫ তারিখে ক্লিক দিয়ে ঘোষণা করেছে। একটি নির্দিষ্ট তারিখ অনুযায়ী আবেদন গ্রহণ শুরু হবে প্রথম ধাপে অফলাইনে সকাল ৯ টা থেকে ইতালি স্পন্সর ভিসা আবেদন করতে পারবেন। দ্বিতীয় ধাপে "ক্লিক ডে" অর্থাৎ পরবর্তী ৪৮ ঘন্টাতে অর্থাৎ ২ দিন অনলাইনে আবেদন করতে পারবেন। 

ইতালি স্পন্সর ভিসার প্রকারভেদ

ইতালি স্পন্সর ভিসার বিভিন্ন প্রকারভেদ রয়েছে তবে প্রায় অধিকাংশ মানুষ সে সম্পর্কে জানেন না। যা আজকের এই আর্টিকেলটির মাধ্যমে সহজেই নিচে জেনে নিতে পারবেন। ইতালি স্পন্সর ভিসা সাধারণত বিভিন্ন কর্মক্ষেত্র ও কাজের ধরন অনুযায়ী বিভিন্ন ধরণের ক্যাটাগরিতে বিভক্ত হয়ে থাকে। চলুন ইতালি স্পন্সর ভিসার প্রকারভেদ সম্পর্কে জেনে নেওয়া যাক। 

  • কাজের ভিসা
  • সিজনাল ওয়ার্ক ভিসা
ইতালি স্পন্সর ভিসার ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির জন্য আলাদা আলাদা প্রয়োজনীয়তা থাকতে পারে। ইতালি স্পন্সর ভিসাতে আপনি যে প্রকারভেদে আবেদন করতে চাচ্ছেন সেই প্রকারভেদ অনুযায়ী নির্দিষ্ট নিয়ম ও শর্তাবলীগুলো সম্পর্কে বিস্তারিত জেনে ইতালির স্থানীয় দূতাবাসে গিয়ে যোগাযোগ করতে পারেন। 

ইতালি কাজের ভিসার জন্য প্রযোজনীয়তা

  • ইতালি থেকে চাকরির অফার লেটার পেতে হবে 
  • ইতালিতে ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করতে হবে 
  • ইতালিয়ান দূতাবাসে গিয়ে কাজের ভিসার আবেদনপত্রটি জমা দিতে হবে।               

ইতালি স্পন্সর ভিসার বেতন কত 

ইতালি স্পন্সর ভিসা কাজের ভিসার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি ভিসা। স্পন্সর ভিসার মাধ্যমে আপনি ইতালিতে বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন। ইতালি ইউরোপের একটি উন্নত দেশ হওয়ায় এদেশে অনেক ধরনের কাজের সুযোগ রয়েছে। প্রতিটি শ্রমিক ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারেন। কেননা অন্যান্য দেশের তুলনায় ইতালিতে বেতনের পরিমাণ বেশি হয়ে থাকে। জনসংখ্যার পরিমাণ কম হতে ইতালিতে কাজের চাহিদা প্রচুর রয়েছে। 

তাই ইতালিতে কাজের ভিসা ভিসা নিয়ে যাওয়ার আগে অবশ্যই জেনে নেবেন ইতালিতে কোন কাজের চাহিদা বেশি রয়েছে সে সম্পর্কে ভালোভাবে জেনে যাওয়ার। ইতালিতে কাজের ধরণ, যোগ্যতা এবং দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী স্পন্সর ভিসার বেতন আলাদা আলাদা হয়ে থাকে। আপনি যদি স্পন্সার ভিসা নিয়ে আয় ইতালিতে কাজ করেন তাহলে এই সর্বনিম্ন বেতন পাবেন ১ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকার মতো। 

ইতালি স্পন্সর ভিসার সুবিধা 

ইতালির স্পন্সর ভিসা প্রায় অধিকাংশ মানুষের কাছে ইতালি ওয়ার্ক পারমিট ভিসা নামেও পরিচিত। আপনি যদি ইতালি যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট ভিসা পান তবে নিম্নে যে সুবিধাগুলো পেতে পারেন আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে। 

  • ইতালি স্পন্সর ভিসা পেলে আপনি দেশটিতে দীর্ঘদিন কাজ করার সুযোগ পাবেন এবং আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। 
  • যারা স্পন্সর ভিসা নিয়ে পড়াশোনা করতে চান তাদের সুযোগ সৃষ্টি করে দেবে পার্ট টাইম কাজ করার সুযোগ পাবেন।
  • স্পন্সর ভিসার মাধ্যমে ইতালি গেলে দেশটির সরকার আপনাকে দীর্ঘদিন থাকার সুযোগ করে দিবেন। 
  • স্পন্সর ভিসার মাধ্যমে আপনার পরিবারের সাথে থাকার সুযোগ করে দিবে, যদি ইতালিতে আগে থেকেই  আপনার পরিবার অবস্থান করে থাকে। 
  • স্পন্সর ভিসাতে ইতালিতে থাকলে নাগরিকত্ব পাওয়ারও সুযোগ থাকে। 

ইতালি স্পন্সর ভিসা আবেদন ২০২৫

ইতালিতে বাংলাদেশ থেকে স্পন্সর ভিসাতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্পন্সর ভিসার জন্য আবেদন করতে হবে। কিন্তু প্রায় অধিকাংশ মানুষ ধারণা রাখেন না কিভাবে স্পন্সর ভিসা আবেদন করা যায় আর স্পন্সর ভিসা আবেদন না জানার কারণেই, অনেক সময় দেখা যায় স্পন্সর ভিসা পাওয়া যায় না। তাই এই আর্টিকেলটি শুরু থেকে শেষ 

পর্যন্ত পড়তে থাকুন, তাহলে জানতে পারবেন ইতালির স্পন্সর ভিসা আবেদন সম্পর্কে। নিচে আবেদনের সকল তথ্য আপনাদের সুবিধার্থে উল্লেখ করে দেওয়া হলো।

  • ইতালির স্পন্সর ভিসা আবেদনের জন্য প্রথমে আপনাকে ইতালি সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আপনি এখানে প্রবেশ করতে পারেন:https://www.vfsglobal.com/italy/bangladesh/index/html
  • ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে "Visa Types" অংশটিতে গিয়ে আপনাকে ভিসা ক্যাটাগরিটা নির্বাচন করতে হবে। এরপর "How to Apply" ক্যাটাগরিতে আবেদনের জন্য প্রয়োজনীয় সকল তথ্যগুলো আপনি পেয়ে যাবেন।
  • আবেদন পত্রের লিংকে যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো আপনাকে তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে দিতে হবে ভুল করা জাবে না।
  • অনলাইনের মাধ্যমে ইতালি ভিসা আবেদন ফি প্রদান করতে হবে যা আপনি চাইলে খুব সহজেই ইতালি সরকারের ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করতে পারবেন।
  • আপনার আবেদন ফরমটি যদি পূরণ হয়ে গেলে প্রিন্ট করে ভিসা সেন্টারে গিয়ে জমা দিতে হবে। 

ইতালি ভিসা আবেদন সেন্টার (VFS Global)

ইতালি ভিসা আবেদন সেন্টার ঢাকা অফিসের ঠিকানা জেনে নিতে পারেনঃ Date Life Tower(4th floor)Plot 37,Road 90, 
North Avenue, Gulshan North,Dhaka-1212,
Bangladesh Telephone number: +8809612-893838

স্পন্সর ভিসা আবেদনের জন্য কি কি লাগে

স্পন্সর ভিসাতে আপনারা যারা বাংলাদেশ থেকে ইতালিতে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জেনে রাখা প্রয়োজন ইতালিতে যেতে কি কি কাগজপত্রগুলো বা ডকুমেন্টসগুলো লাগে সে সম্পর্কে। ইতালি স্পন্সর ভিসাতে আবেদন করতে হলে অবশ্যই আপনার নিম্নলিখিত কিছু প্রয়োজনীয় কাগজপত্র গুলো লাগবে সেগুলো আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হলো।

  • আপনার বৈধ পাসপোর্ট (কমপক্ষে ছয় মাস মেয়াদী)
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড ছবি
  • জাতীয় পরিচয়পত্রের অর্জিনাল কপি
  • আবেদনকারীর নিবন্ধনের আইডি কার্ডের কপি
  • আপনার বর্তমান কর্মস্থলের প্রমাণপত্র বা বৈধ আয়ের প্রমাণপত্র লাগবে। 
  • ইতালি স্পন্সর ভিসা পূরণ করা আবেদন ফরম
  • ইতালির ভাষা সম্পর্কে আপনাকে কিছুটা জ্ঞান রাখতে হবে

ইতালি স্পন্সর ভিসা খরচ ২০২৫

আপনি যদি ইতালি স্পন্সর ভিসার জন্য আবেদন করেন, তাহলে মোট ফি লাগবে মাত্র ৯,০৭০টাকা। আপনার ভিসা আবেদনের ফি হচ্ছে ৫,০০০ টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে ৩,৮০০ টাকা এবং ব্যাংকটা চার্জ ২৭০ টাকা। এছাড়াও ইতালিতে চাকরির আবেদনের নিয়োগ পাওয়ার জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় ৩০০ থেকে ৪০০ ইউরো।যা বাংলাদেশী টাকায় কনভার্ট 

করলে দাঁড়াবে ৩৬ হাজার থেকে ৪৬ হাজার টাকা পর্যন্ত।আপনি যদি ইতালিতে কোন এজেন্সির মাধ্যমে স্পন্সর ভিসাতে যেতে চান, তাহলে আপনার খরচ হবে প্রায় ১২ লক্ষ থেকে ১৮ লক্ষ টাকা পর্যন্ত। কেননা বর্তমানে সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে ইতালি স্পন্সর ভিসা। তাই আপনারা যারা স্পন্সর ভিসা নিতে ইতালি যেতে চাচ্ছেন, অবশ্যই ভালো কোন এজেন্সি দেখে তারপর পাসপোর্ট জমা দিবেন। দেখে নিতে পারে ইতালি স্পন্সর ভিসা কত টাকা।

লেখকের শেষ মন্তব্য

উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে,ইতালি স্পন্সর ভিসা কি, ইতালির স্পন্সর ভিসার বেতন কত,ইতালির স্পন্সর ভিসার সুবিধা গুলো কি,ইতালির স্পন্সর ভিসা আবেদন,ইতালি ভিসা আবেদন সেন্টার, ইতালির স্পন্সর ভিসা আবেদনের সময়, ইতালির স্পন্সর ভিসা আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগে এবং ইতালির স্পন্সর ভিসা খরচ কত ইত্যাদি সম্পর্কে। আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন। পুরো আর্টিকেলটি পড়ে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে শেয়ার করতে ভুলবেন না। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url