ইতালি টাকার মান কত ২০২৪ জেনে নিন ১মিনিটে
ইতালি ইউরোপ মহাদেশের গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক শক্তিশালী দেশ। ইতালি বর্তমানে
শিল্প, পর্যটন,কৃষি পণ্যর উপরে অনেকটাই নির্ভরশীল। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে
প্রতিবছর কাজের উদ্দেশ্যে হাজার হাজার শ্রমিক ইতালিতে গিয়ে থাকেন। তাই নিচে জেনে
নিন ইতালি টাকার মান কত সে সম্পর্কে।
ইতালি টাকার মান কত সে সম্পর্কে জানা, প্রতিটি ইতালি প্রবাসগামী মানুষের জন্য
খুবই গুরুত্বপূর্ণ। কেননা বৈদেশিক মুদ্রা উপার্জন করে, দেশে টাকা পাঠানোর জন্য
আপনাকে ব্যাংক কিংবা বিভিন্ন পদ্ধতিতে টাকা লেনদেন করতে হয়। তাই ইতালির টাকার
মানটা জানা জরুরী। বিস্তারিত নিচে জানুন।
পোস্ট সূচীপত্রঃ ইতালি টাকার মান কত জানতে পড়ুন
ইতালি টাকার মান কত জানুন
ইতালি টাকার মান কত? সে সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে সার্চ
করে থাকেন। এই আর্টিকেলটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকেন, তাহলে যাবতীয়
তথ্য সম্পর্কে জানতে পারবেন। ইতালি টাকার মান সাধারণত প্রতিনিয়ত ওঠানামা করে
থাকে। এজন্য একজন ইতালি প্রবাসীকে নিজ দেশে টাকা পাঠানোর পূর্বে প্রতিনিয়ত ইতালি
টাকার মান কত আপডেট জানতে হয়।
বাংলাদেশ থেকে ইতালি অনেক উন্নত এবং শক্তিশালী একটি দেশ। ইতালি টাকার মানের দিক
থেকে শুরু করে যাবতীয় সকল দিক দিয়ে বেশ উন্নত। আপনি যদি ইতালিতে যেতে পারেন,
তবে অন্যান্য সকল দেশের চাইতে বেশি পরিমাণ টাকা ইনকাম করার সুযোগ পাবেন। তাই
এদেশের টাকার মান কত সে সম্পর্কে জেনে রাখাটা প্রতিটি প্রবাসীর জন্য খুবই
গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায় জেনে নিতে পারেন।
ইতালি ১ টাকা বাংলাদেশের কত টাকা
ইতালি ১ টাকা বাংলাদেশের কত টাকা? সে সম্পর্কে অনেকেই জানতে চান। ইতালিতে
অবস্থানরত বাংলাদেশের প্রায় সকল প্রবাসী ভাই-বোন প্রতিদিন এবং প্রতিমাসে ইতালি
টাকা কনভার্ট করে বাংলাদেশের পাঠিয়ে থাকেন। আর সেজন্য ইতালি প্রাসী সকল ভাই এবং
বোনেরা ইটালি টু বাংলাদেশি মুদ্রা সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চায়।
তাই আপনাদের
জানার সুবিধার্থে, বর্তমানে ২০২৪ সালের সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী ইতালির এক
টাকা সমান হলো বাংলাদেশের ১২৭.১১ টাকা। তবে এই টাকার মান যে কোন সময় পরিবর্তিত
হতে পারে। ইতালি ভিসা খরচ কেমন জানুন।
ইতালির মুদ্রার নাম কি
ইতালির মুদ্রার নাম কি? সে সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ ইন্টারনেটে
সার্চ করে থাকেন। ইতালি ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত একটি সদস্য দেশ। দেশটির
মুদ্রার নাম হচ্ছে ইউরো। ইউরো পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী মুদ্রার নাম।
তবে
দেশটি পূর্বে অনেক দেশের মুদ্রা ব্যবহার করেছে কিন্তু বর্তমানে ব্যবহৃত এবং
প্রচলিত মুদ্রার নাম হচ্ছে ইউরো। ইতালিতে ১৯৯৯ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের
মুদ্রা বর্তমানে ইউরো প্রচলিত রয়েছে।ইতালিতে বৈধ হওয়ার উপায় জেনে নিতে পারেন।
ইতালি ১ ইউরো বাংলাদেশের কত টাকা
ইতালি টাকার নাম হচ্ছে ইউরো। ইউরো হচ্ছে পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী মুদ্রা
যার জন্য, বেশিরভাগ বাংলাদেশী নাগরিক উন্নত জীবিকার উদ্দেশ্যে, তাদের স্বপ্নের
দেশে পাড়ি জমিয়ে থাকেন। বাংলাদেশী মুদ্রার চেয়ে অনেক গুণ বেশি ইতালির মুদ্রার
মান। ইতালির ১ ইউরো সমান বাংলাদেশের ১২৭.১১ টাকা। কিন্তু গত মাসের ইতালি মুদ্রার
পার্থক্য ছিল ১২৪ টাকা থেকে ১২৭ টাকা। সময়ের সাথে সাথে টাকার মান পরিবর্তন হয়ে
থাকে। ইতালি যেতে কত টাকা লাগে জেনে নিন।
ইতালি টাকার রেট জানুন
ইতালিতে অসংখ্য বাংলাদেশী প্রবাসী শ্রমিক রয়েছেন, যারা প্রতিনিয়তই দেশে টাকা
পাঠিয়ে থাকেন। এজন্য তাদের ইতালি টাকার রেট কত, সে সম্পর্কে জানতে হয়। তবে টাকার
রেট সব সময় ঠিক থাকে না পরবর্তন হয়ে থাকে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আপনি যদি
টাকা পাঠান, তাহলে সাধারণত ইতালি টাকার রেট কম পাওয়া যায়। কিন্তু আপনি যদি
নন-ব্যাংকিং ভাবে টাকা পাঠান।
তবে ইতালি টাকার রেট বেশি পাওয়া যায়। ইতালি থেকে নন- ব্যাংকিং এর মাধ্যমে টাকা
পাঠানোর বিভিন্ন উপায়ে রয়েছে, সেগুলো আপনারা অভিজ্ঞ লোকের কাছ থেকে জেনে নিতে
পারেন। তবে লেনদেন করার পূর্বে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে এই ইটালি টাকার রেট
কত শেষ সম্পর্কে। নিচে আপনাদের জানার সুবিধার্থে উল্লেখ করে দেওয়া হলো।
ইতালি ইউরো সমান
বাংলাদেশী টাকা
ক্রমিক নং | ইতালি ইউরো সমান | বাংলাদেশী টাকা |
---|---|---|
০১ | ১ ইউরো | ১২৭.১১ টাকা |
০২ | ১০ ইউরো | ১,২৭১.১ টাকা |
০৩ | ৫০ ইউরো | ৬,৩৫৫.৫ টাকা |
০৪ | ১০০ ইউরো | ১২,৭১১ টাকা |
০৫ | ৫০০ ইউরো | ৬৩,৫৫৫ টাকা |
০৬ | ১,০০০ ইউরো | ১,২৭,১১০ টাকা |
ইতালি ১০০ ইউরো বাংলাদেশের কত টাকা
ইতালি টাকার রেট প্রতিদিন পরিবর্তন হতে পারে বিশেষ করে ব্যাংক এবং বিভিন্ন
লেনদেনের পদ্ধতির ক্ষেত্রে ইতালি টাকার পার্থক্য দেখা যায়। উদাহরণস্বরূপ যদি বলা
যায়, ইতালির ১০০ টাকার সমান বাংলাদেশের ১২,৭১১ টাকা।
ইতালি ১০০০ ইউরো সমান বাংলাদেশের কত টাকা
প্রতিটি প্রবাসীর অনেক স্বপ্ন থাকে যে, বেশি টাকা উপার্জন করা। বর্তমানে ইতালিতে
আপনি অনায়াসে ৫০০ থেকে ১০০০ ইউরো প্রতি মাসে সহজেই উপার্জন করতে পারবেন। ১ ইউরো
সমান যদি ১২৭.১১ টাকা হয়। তাহলে ১০০০ ইউরো সমান বাংলাদেশের মুদ্রা দাঁড়াবে
প্রায় ১,২৭,১১১.৭৩ টাকার মতো। আপনি যদি ব্যাংক বা বিকাশের মাধ্যমে টাকা পাঠান
তাহলে অবশ্যই ইতালি টাকার মানটা জেনে নিবেন।
লেখকের শেষ মন্তব্য
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, ইতালি টাকার মান কত, ইতালির মুদ্রার
নাম কি, ইতালির ১ ইউরো সমান বাংলাদেশের কত টাকা, ইতালি ১০০ ইউরো সমান বাংলাদেশের
কত টাকা এবং ইতালি ১,০০০ ইউরো সমান বাংলাদেশের কত টাকা ইত্যাদি সম্পর্কে। আশা করি
পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন। এই আর্টিকেলটি পড়ে
যদি উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করে দিতে
পারেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url