ইতালি ভিসা চেক করার সহজ উপায়
ইতালি যাওয়ার জন্য ভিসা আবেদন করেছেন, কিন্তু আপনার ভিসা কি অবস্থায় রয়েছে, সে
সম্পর্কে জানেন না? টেনশনের কিছু নেই! আপনি ঘরে বসেই আপনার ভিসাটি চেক করতে
পারবেন। শুধুমাত্র জানতে হবে ইতালি ভিসা চেক করার সহজ উপায় সম্পর্কে, যা এই
আর্টিকেলটিতে নিচে জানতে পারবেন।
ইতালি ভিসা প্রসেসিং হতে আনুমানিক প্রায় ৭৫ দিনের মত সময় লেগে থাকে। তাই অনেকেই
জানার আগ্রহ প্রকাশ করে যে, আমার ভিসাটি প্রসেস হয়েছে কিনা। আর সেজন্যই মূলত ভিসা
চেক করা হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক, ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ইতালি ভিসা
চেক করার সহজ উপায় সম্পর্কে।
পোস্ট সূচীপত্রঃ ইতালি ভিসা চেক করার সহজ উপায় জানতে পড়ুন
ইতালি ভিসা চেক করার সহজ উপায় জানুন
ইতালি ভিসা চেক করার সহজ উপায় সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে
সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, এই আর্টিকেলটি শুরু থেকে শেষ
পর্যন্ত পড়লে, আশা করি খুব সহজেই আপনি জানতে এবং বুঝতে পারবেন। তাহলে আর দেরি না
করে চলুন জেনে নেওয়া যাক, ইতালি ভিসা চেক করার সহজ উপায় সম্পর্কে।
আপনি অনলাইনের মাধ্যমে ইতালি ভিসা চেকিং করতে পারবেন মাত্র দুই মিনিটে, তবে
আপনাকে অনুসরণ করতে শুধুমাত্র তিনটি ধাপ।এজন্য অবশ্যই আপনার থাকতে হবে ইন্টারনেট
সংযোগসহ প্রয়োজনীয় ডিভাইস। ডিভাইসটি হতে পারে আপনার স্মার্টফোন কিংবা ল্যাপটপ বা
কম্পিউটার। আপনার ভিসার লাগবে নিয়ম এবং আপনারা যদি লাস্ট নেম
এবং রেফারেন্স নাম্বারটি জানা থাকে, তাহলে খুব সহজেই এই কাজটি করতে পারবেন। জেনে
রাখবেন, আপনি এই দুটি ইনফরমেশন ছাড়া কখনোই ভিসা চেকিং করতে পারবেন না।
ধাপ ১ঃ ভিসা চেক করা ওয়েবসাইট ভিজিট
- প্রথমেই আপনাকে সরকারি অফিসিয়াল ওয়েবসাইটের এই লিঙ্কটিতে প্রবেশ করতে হবে।
- ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে দেখবেন Cooking Setting আসছে।
- আপনি সেখান থেকে Accept All Coookies দেখতে পাবেন ওটাতে ক্লিক করবেন।
- Accept All Cookies এ ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। আর সেখান থেকে আপনাকে Track Your Application খুঁজে বের করতে হবে।
- এরপরে আপনাকে Track Now বাটনে ক্লিক করে দিতে হবে।
ধাপ ২ঃ আপনার প্রয়োজনীয় সকল তথ্যপ্রদান করুন
এখন আপনার প্রয়োজনীয় সকল তথ্যগুলো প্রদান করতে হবে। তবে অবশ্যই আপনাকে সঠিকভাবে
প্রদান করতে হবে যেন কোন প্রকার ভুল না হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক।
- Track Now বাটনে ক্লিক দিলে দেখবেন আপনার সামনে নতুন একটি ইনপুট পেজ চলে আসছে।
- সেখানে আপনার রেফারেন্স নাম্বার এবং লাস্ট নেম টা দিতে হবে।
- আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অভিজ্ঞ মানুষের সহায়তা নিতে পারেন।
- আপনার রেফারেন্স নাম্বারটি হলো ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার। ভিসা আবেদন করার সময় দেখবেন আপনাকে একটা ইনভয়েস দেওয়া হয়, সেখানে আপনার রেফারেন্স নাম্বারটি পেয়ে যাবেন।
ধাপ ৩ঃ আপনাকে ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করতে হবে
- সর্বশেষ দেখতে পাবেন একটি গুগল ক্যাপচা রয়েছে, সেটি সঠিকভাবে পূরণ করে Submit অপশনটিতে ক্লিক করে দিতে হবে।
- Submit অফশনে ক্লিক করার পর আপনার ভিসার স্ট্যাটাস দেখতে পাবেন।
- আপনার স্ট্যাটাসটি দেখলেই বুঝতে পারবেন, ভিসাটি অনুমোদন হয়েছে কিনা অথবা এখনও প্রসেসিং রয়েছে কিনা।
লেখকের শেষ মন্তব্য - ইতালি ভিসা চেক করার সহজ উপায় সম্পর্কে
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন, ইতালি ভিসা চেক করার সহজ উপায় সম্পর্কে।
বিভিন্ন দেশের ভিসা চেকিং করার পদ্ধতি সাধারণত আলাদা আলাদা হয়ে থাকে।এই
আর্টিকেলটিতে সাধারণত ইতালি ভিসা চেক করার উপায় সম্পর্কে দেখানো হয়েছে। এছাড়া
দুবাই ভিসা চেক করা উপায়, সাইপ্রাস ভিসা চেক করার উপায়, ওমান ভিসা চেক করার উপায়
ইত্যাদি সম্পর্কে। আর্টিকেলটি পড়ে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে শেয়ার করে দিতে
পারেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url