কসোভো টাকার মান কত - কসোভো ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা
কসোভো টাকার মান কত এবং কসোভো ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা, আপনি কি সে
সম্পর্কে জানতে চাচ্ছেন? জানতে চাওয়াটাই স্বাভাবিক। কেননা কসোভো দেশটিতে অসংখ্য
প্রবাসী বাঙ্গালি বিভিন্ন ধরনের পেশায় নিয়জিত রয়েছেন। নিচে বিস্তারিত জেনে নিন।
কসোভো যাওয়ার জন্য অসংখ্য প্রবাসগামী আগ্রহ প্রকাশ করেন। আর সেজন্য কসোভো টাকার
মান কত সেটা জানার জন্য গুগলে সার্চ করে থাকেন। আপনাদের জানার সুবিধার্থে, এই
আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে কসোভোর যাবতীয় তথ্য সম্পর্কে জানতে
পারবেন।
পোস্ট সূচীপত্রঃ কসোভো টাকার মান কত জানতে পড়ুন
কসোভো টাকার মান কত জানুন
কসোভো টাকার মান কত? সে সম্পর্কে জানা প্রতিটি কসোভো প্রবাসগামী মানুষের জন্য
খুবই জরুরী। কসোভো দেশটির জিডিপি বাংলাদেশের তুলনায় অনেক কম। তবে কসোভো দেশটি
উন্নয়নশীল হওয়ার ফলে, বেশিরভাগ মানুষ দেশটিতে যেতে চায়। আর সেজন্যই কসোভো টাকার
মান কেমন, প্রায় অধিকাংশ মানুষ জানতে চায়। দেশটিতে প্রচলিত মুদ্রার নাম হচ্ছে
ইউরো।
আর ইউরো পৃথিবীর অন্যতম বহুল ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ মুদ্রা। বৈদেশিক বাণিজ্য
ডলারের পর সবচেয়ে বেশি এই মুদ্রাটি ব্যবহার করা হয়ে থাকে। কসোভো দেশটি ২০০২ সাল
থেকে মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে আসছেন। বর্তমানে ১ ইউরো সমান বাংলাদেশি
টাকায় দাঁড়ায় ১২৬.১৪ টাকা। বাংলাদেশের চাইতে উন্নয়নশীল কসোভো দেশটির মুদ্রার
মান অনেক বেশি। কেননা এটি ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা। কসোভো দেশটির কাজের ভিসা আবেদন প্রক্রিয়া জেনে নিন।
কসোভো ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা
কসোভো মুদ্রার মান কেমন না জানা থাকার কারণে, অনেকে জানার জন্য কসোভো ১ টাকা সমান
বাংলাদেশের কত টাকা লিখে ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকেন। কসোভো টাকার মান কত
উপরে সেটা যদি পড়ে থাকেন, তাহলে উত্তরটি পেয়ে যাবেন। আপনারা যারা কসোভো দেশটিতে
যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন, সব সময় মনে রাখবেন খোলা বাজারে যদি আপনি ইউরো
বিক্রি করতে পারেন, তাহলে বেশি রেট পাবেন।
এছাড়া আপনি যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ইউরো দেশে পাঠান, তাহলে আপনি ১ ইউরো
সমান বাংলাদেশি টাকায় ১২৬.১৪ টাকা পাবেন। কসোভো যেতে কত টাকা লাগে জেনে নিন।
কসোভো ইউরো সমান বাংলাদেশী টাকা
ক্রমিক নং | কসোভো টাকার মান (ইউরো) সমান | বাংলাদেশী টাকা |
---|---|---|
০১ | ১ ইউরো | ১২৬.১৪ টাকা |
০২ | ১০ ইউরো | ১২৬১.৪ টাকা |
০৩ | ৫০ ইউরো | ৬,৩০৭ টাকা |
০৪ | ১০০ ইউরো | ১২,৬১৪ টাকা |
০৫ | ৫০০ ইউরো | ৬৩,০৭০ টাকা |
০৬ | ১,০০০ ইউরো | ১,২৬,১৪০ টাকা |
০৭ | ১,৫০০ ইউরো | ১,৮৯,২১০ টাকা |
কসোভো ১০০ টাকা সমান বাংলাদেশের কত টাকা
কসোভো ১০০ টাকায় সমান বাংলাদেশের কত টাকা, সে সম্পর্কে প্রায় অধিকাংশ মানুষ
জানতে চান। তাই আপনাদের জানার সুবিধার্থে দেশটির ১০০ টাকা সমান বাংলাদেশের কত
টাকা সে সম্পর্কে নিচে উল্লেখ করে দেওয়া হলো।
- কসোভো ১০০ টাকা সমান বাংলাদেশের ১২,৬১৪.০০ টাকা।
কসোভো ৫০০ টাকা সমান বাংলাদেশের কত টাকা
কসোভো ৫০০ টাকা সমান বাংলাদেশের কত টাকা, সে সম্পর্কে যারা কসোভো যেতে ইচ্ছুক
তার জানতে চান। তাই আপনাদের জানার সুবিধার্থে থেকে কসোভো ৫০০ টাকা সমান
বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে নিচে উল্লেখ করে দেওয়া হলো।
- কসোভো ৫০০ টাকা সমান বাংলাদেশের ৬৩,০৭০ টাকা
কসোভো মুদ্রার নাম কি?
কসোভো মুদ্রার নাম কি, প্রায় অধিকাংশ মানুষই সেই সম্পর্কে ধারণা রাখেন না।
দেশটিতে সাধারণত ইউরোপের মুদ্রা ব্যবহার করে হয়ে থাকে। কসোভো দেশটিতে ২০০২ সালে
জার্মান মার্ক মুদ্রা প্রচলিত ছিল। তবে দেশটিতে বর্তমানে সরকারি মুদ্রার নাম
হচ্ছে ইউরো। আর মুদ্রাটি অত্যন্ত শক্তিশালী মুদ্রা। তাই কসোভো টাকার মান কত সেটা জানার পাশাপাশি, আপনাকে আরো জানতে হবে দেশটির মুদ্রার নাম কি সে সম্পর্কে।কসোভো সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত জেনে নিতে পারেন।
লেখকের শেষ মন্তব্য - কসোভো টাকার মান কেমন সে সম্পর্কে
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারবেন যে, কসোভো টাকার মান কত, কসোভো ১ টাকা সমান
বাংলাদেশের কত টাকা এবং কসোভো মুদ্রার নাম কি ইত্যাদি সম্পর্কে। আশা করি পুরো
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন।
আপনারা যদি কসোভে দেশটিতে যেতে চান তবে অবশ্যই মুদ্রার নাম কি এবং কসোভো টাকার
মান কেমন সে সম্পর্কে জেনে যাবেন। কেননা আপনি দেশটিতে যাবেন সেই দেশের টাকার মান
সম্পর্কে জানা আপনার জন্য খুবই জরুরী। কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায় জানতে পড়ুন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url