মালয়েশিয়া টাকার রেট বিকাশ - মালয়েশিয়া ১ রিংগিত সমান কত টাকা
মালয়েশিয়া টাকার রেট বিকাশ এবং মালয়েশিয়া ১ রিংগিত সমান কত টাকা, সে সম্পর্কে
জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে সার্চ করে থাকেন। মালয়েশিয়া প্রবাসীদের
কাছে মোবাইল ব্যাংকিং বিকাশ খুবই জনপ্রিয় একটি মাধ্যম। সর্বনিম্ন আপনি ৫০০ থেকে
৩ লক্ষ টাকা লেনদেন করতে পারবেন।
বাংলাদেশের বিকাশে টাকা পাঠানোর রেট এবং মালয়েশিয়া টাকার রেট বিকাশ ও মালয়েশিয়া
১ রিংগিত সমান কত টাকা। আজকের এই আর্টিকেটির মাধ্যমে আপনারা যাবতীয় বিষয়
বিস্তারিত জানতে পারবেন। আপনারা আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত নিচে পড়তে
থাকুন।
পোস্ট সূচীপত্রঃ মালয়েশিয়ার টাকার রেট বিকাশ এবং ১ রিংগিত সমান কত টাকা জানতে পড়ুন
মালয়েশিয়া টাকার রেট বিকাশ সম্পর্কে জানুন
মালয়েশিয়া টাকার রেট বিকাশ, সম্পর্কে জানার জন্য প্রায় অনেকেই ইন্টারনেটে
খোঁজাখুঁজি করে থাকেন। তাই আপনারা যদি মালয়েশিয়া টাকার রেট, সম্পর্কে জানতে চান
তাহলে পুরো আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন। মালয়েশিয়ান বিকাশের
সর্বশেষ আপডেট অনুযায়ী ১ রিংগিত সমান বাংলাদেশের ২৬.৫০ টাকা।
মালয়েশিয়া থেকে প্রতিনিয়ত প্রবাসী ভাইয়েরা অল্প টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে
পারছেন বলে, তাদের কাছে জনপ্রিয় মাধ্যম হচ্ছে বিকাশ। সময়ের সাথে সাথে
মালয়েশিয়া প্রবাসীদের কাছে দিন দিন বিকাশ জনপ্রিয় হয়ে উঠছে এবং লেনদেন বৃদ্ধি
পাচ্ছে। কেননা বর্তমান বাংলাদেশ সরকার বিকাশের মাধ্যমে যদি রেমিটেন্স পাঠানো
যায়, তাহলে ৫% প্রণোদনা দিয়ে থাকেন।
মোবাইল ব্যাংকিং বিকাশ তাদের এজেন্ট গুলো বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চালু
করেছে, বর্তমানে মালয়েশিয়াতেও এখন বিকাশের এজেন্ট চালু হয়েছে। তাই মোবাইল
ব্যাংকিং সিস্টেম অনেক উন্নত হয়েছে, যার বলে সহজেই বিদেশ থেকে বিকাশের মাধ্যমে
লেনদেন করা যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক, আপনাদের জানার সুবিধার্থে
মালয়েশিয়া টাকার রেট বিকাশ কত টাকা? সে সম্পর্কে নিচে উল্লেখ করে দেওয়া হলো। মালয়েশিয়া কোম্পানি ভিসা বেতন কত জেনে নিন।
ক্রমিক নং | মালয়েশিয়া রিংগিত | বাংলাদেশী টাকা |
---|---|---|
০১ | ১ রিংগিত | ২৬.৫০ টাকা |
০২ | ৫ রিংগিত | ১৩২.৫০ টাকা |
০৩ | ১০ রিংগিত | ২৬৫ টাকা |
০৪ | ২০ রিংগিত | ৫৩০ টাকা |
০৫ | ৫০ রিংগিত | ১,৩২৫ টাকা |
০৬ | ১০০ রিংগিত | ২,৬৫০ টাকা |
০৭ | ৫০০ রিংগিত | ১৩,২৫০ টাকা |
০৮ | ১,০০০ রিংগিত | ২৬,৫০০ টাকা |
০৯ | ৫,০০০ রিংগিত | ১,৩২,৫০০ টাকা |
১০ | ১০,০০০ রিংগিত | ২,৬৫,০০০ টাকা |
মালয়েশিয়া ১ রিংগিত সমান কত টাকা
মালয়েশিয়া ১ রিংগিত সমান কত টাকা, সে সম্পর্কে অনেকেই জানতে চান। মালয়েশিয়াতে
আপনারা যেসব প্রবাসী বসবাস করে থাকেন, তাদের অবশ্যই বাংলাদেশে টাকা পাঠানোর
প্রয়োজন হয়ে থাকে। কিন্তু আপনি যদি মালয়েশিয়ার টাকার সঠিক রেটটা না জানেন,
তাহলে টাকা পাঠিয়ে লাভবান হতে পারবেন না। এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা জানতে
পারবেন, মালয়েশিয়ার ১ রিংগিত সমান বাংলাদেশের কত টাকা।
মালয়েশিয়া থেকে বাংলাদেশি টাকা বানানোর রেট প্রতিনিয়ত হয়ে আপডাউন করতে থাকে,
তাই আপনি যদি সঠিক রেটটা জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের ফলো করে
রাখতে পারেন এবং প্রতিদিন আপডেট জানতে পারেন। বাংলাদেশ থেকে সরকারিভাবে মালয়েশিয়া যাওযার উপায় জেনে নিতে পারেন।
মালয়েশিয়া থেকে আপনি যদি বাংলাদেশ ব্যাংকিং চ্যালেনের মাধ্যমে টাকা লেনদেন
করেন, তাহলে আপনি বিকাশের মত এত টাকার রেট পাবেন না। আপনি যদি ব্যাংকিং চ্যানেলের
মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন তাহলে বিকাশের চেয়ে একটু কম রেট পাবেন। ব্যাংকিং
চ্যানেলে লেনদেন করলে মালয়েশিয়া ১ রিংগিত সমান বাংলাদেশি ২৪.৯৮ টাকা পাবেন।
- মালয়েশিয়া ১ রিংগিত =২৪.৯৮ টাকা
বিকাশ রেট নিয়ে কিছু কথা জেনে নিন
আপনারা অনেকেই জানেন যে, বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় মোবাইল ব্যাংকিং এর মধ্য
জনপ্রিয় ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে বিকাশ। বিকাশ হলো বাংলাদেশ সরকার থেকে
অনুমতিপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। যার ফলে খুব সহজেই বিকাশের মাধ্যমে বিদেশ থেকে
রেমিটেন্স গ্রহণ করা যায়। বিকাশের মাধ্যমে আপনি সর্বনিম্ন ৫০০ থেকে সর্বোচ্চ ৩
লক্ষ টাকা পর্যন্ত সহজেই লেনদেন করতে পারবেন।
এবং আপনার প্রয়োজনে অপ্রয়োজনে
অল্প টাকাও পাঠাইতে পারবেন এজন্য বিকাশ প্রবাসীদের কাছে এতটা জনপ্রিয়। ব্যস্ততার
কারণে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো প্রবাসীদের কাছে ঝামেলা মনে হতে পারে। তাই
অল্প টাকা খুব সহজে বিকাশের মাধ্যমে আপনি বাংলাদেশে লেনদেন করতে পারবেন। তবে
দেশের স্বার্থে আমরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন করাটাকেই আমরা সাপোর্ট
করে থাকি।
লেখকের শেষ মন্তব্য - মালয়েশিয়া টাকার রেট বিকাশ সম্পর্কে
উপরোক্ত আলোচনা মাধ্যমে জানতে পারলেন যে, মালয়েশিয়া টাকার রেট বিকাশ,
মালয়েশিয়া ১ রিংগিত সমান কত টাকা এবং বিকাশ রেট নিয়ে কিছু কথা ইত্যাদি
সম্পর্কে। আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন।
প্রবাসী ভাইরা অনেক সময় ব্যস্ত থাকেন এবং পরিবারের টাকার প্রয়োজনে খুব সহজে
বিকাশের মাধ্যমে ৫০০ টাকা থেকে শুরু করে ৩ লক্ষ টাকা পর্যন্ত পাঠিয়ে দিতে পারেন।
এই আর্টিকেলটি পরে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে এই শেয়ার করতে কখনই ভুলবেন না।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url