মাত্র ২মিনিটে জেনে নিন নতুন পাসপোর্ট করতে কি কি লাগে
বাংলাদেশ বিশ্বের ১১৯ তম দেশ হিসেবে ই-পাসপোর্ট এর যুগে প্রবেশ করেছে। আর এর ফলে
আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পাসপোর্ট বানাতে পারবেন। সেজন্য আপনাকে জানতে
হবে, নতুন পাসপোর্ট করতে কি কি লাগে সে সম্পর্কে।
বাংলাদেশ থেকে বিভিন্ন প্রয়োজনে দেশের বাহিরে যাওয়া লাগে। পূর্বে পাসপোর্ট
বানাতে অফিসে গেলে নানান ঝামেলা এবং সময় লাগতো। বর্তমানে নতুন পাসপোর্ট করতে কি
কি লাগে তার উপায় জানার ফলে, আপনি ঘরে বসে সহজেই পাসপোর্ট তৈরি করতে পারবেন।
নিচে বিস্তারিত জানুন।
পোস্ট সূচীপত্রঃ নতুন পাসপোর্ট করতে কি কি লাগে জানতে পড়ুন
নতুন পাসপোর্ট করতে কি কি লাগে জেনে নিন
পাসপোর্ট সাধারণত দুটি ধরনের হয়ে থাকে। প্রথমটি হচ্ছে এমআরপি পাসপোর্ট (মেশিন
রিডেবল পাসপোর্ট) এবং দ্বিতীয়টা হচ্ছে ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট)। এছাড়াও
আপনি যদি শিশুদের পাসপোর্ট, প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট এবং সরকারি চাকুরিজীবীদের
পাসপোর্ট করতে চান, তাহলে আপনার আলাদা আলাদা কাগজপত্রগুলো লাগবে। জরুরী পাসপোর্ট করতে কতদিন লাগে জেনে নিতে পারেন। এছাড়াও জরুরী পাসপোর্ট আবেদন করার নিয়ম জানতে পড়ুন।
ই-পাসপোর্ট করতে কি কি লাগে জানুন
আপনি যদি ৫ বছর কিংবা ১০ বছরের মেয়াদের পাসপোর্ট তৈরি করতে চান, তাহলে
সেক্ষেত্রে বাধ্যতামূলক আপনার জাতীয় পরিচয়পত্রটির কপি লাগবে। তবে যাদের বয়স ২০
বছর তাদের সাধারণত অনলাইন জন্ম নিবন্ধন সনদটি লাগবে। এছাড়াও পিতা-মাতার জাতীয়
পরিচয় এর কপি এবং নাগরিক সনদের প্রয়োজন পড়বে।
আপনার পেশা প্রমাণ করার জন্য সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে প্রমাণপত্র হিসেবে
কার্ড এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে আইডি কার্ড প্রয়োজন পড়বে। সরকারি
চাকরিজীবীদের এর পাশাপাশি NOC এবং GO প্রয়োজন পড়বে। এছাড়া আপনি যখন অনলাইনে
আবেদন করবেন, তখন ফি পরিশোধের চালান রশিদ এবং আবেদনকারীর নির্দিষ্ট সাইজের
সাম্প্রতিক তোলা ছবির প্রয়োজন পড়বে।
শিশুদের পাসপোর্ট করতে কি কি লাগে
শিশুদের পাসপোর্ট করতে কি কি লাগে সে সম্পর্কে অনেকেই জানতে চান। তাই আপনাদের
জানার সুবিধার্থে শিশুদের পাসপোর্ট করতে কি কি লাগে নিচে উল্লেখ করে দেওয়া হলো।
- অনলাইন ইংরেজি জন্ম নিবন্ধন সনদ
- পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটো কপি লাগবে
- অনলাইন আবেদন ফরম লাগবে
- টিকা কার্ড লাগবে (যদি থাকে)
- অনলাইনে আবেদনের কপি লাগবে
- সাম্প্রতিক তোলা নির্দিষ্ট সাইজের ছবি লাগবে (3Rsize)
- আবেদন ফি পরিশোধের চালান রশিদ লাগবে
শিশুদের পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে পিতা-মাতার আইডি কার্ডের
কপিটি লাগবে। এছাড়া যাদের বয়স 20 বছরে কম রয়েছে তাদের আইডি কার্ড নেই, সেজন্য
তাদের গার্ডিয়ানের ডকুমেন্ট প্রয়োজন পড়বে।
প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট বানাতে কি কি লাগে জানুন
প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট বানাতে কি কি লাগে, সে সম্পর্কে অনেকেই জানার আগ্রহ
প্রকাশ করেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট বানাতে কি
কি লাগে নিচে উল্লেখ করে দেওয়া হলো।
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- নাগরিক সনদপত্র
- অনলাইনে আবেদন ফরম
- অনলাইনে আবেদন কপি
- ব্যাংক ড্রাফটের চালান কপি
- স্টুডেন্ট আইডি কার্ড যদি (শিক্ষার্থী হয়)
- চাকুরির আইডি কার্ড (চাকুরিজীবী হলে)
- সাম্প্রতিক তোলা নির্দিষ্ট সাইজের ছবি (3Rsize)
যাদের সাধারণত ভোটার আইডি কার্ডটি রয়েছে, তাদেরকেই প্রাপ্তবয়স্ক ব্যক্তি হিসেবে
বিবেচনা করা হয়ে থাকে। যেসব ব্যক্তিরা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে
গার্ডিয়ানের ডকুমেন্টস প্রয়োজন পড়বে না।
সরকারি চাকুরিজীবীদের পাসপোর্ট করতে কি কি লাগে
সরকারি চাকুরিজীবীদের পাসপোর্ট করতে কি কি লাগে, সে সম্পর্কে জানার জন্য অনেকেই
ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকেন।তাই আপনাদের জানার সুবিধার্থে সরকারি
চাকুরিজীবীদের পাসপোর্ট বানাতে কি কি লাগবে নিচে সেগুলো উল্লেখ করে দেওয়া হলো।
- ভোটার আইডি কার্ডের কপি লাগবে
- নাগরিক সনদপত্র লাগবে
- অনলাইনে আবেদন ফরম লাগবে
- অনলাইনে আবেদনের কপিটি লাগবে
- ব্যাংক ড্রাফট এর রশিদ লাগবে
- সাম্প্রতিক তোলা ছবি লাগবে ( 3Rsize)
- NOC (No Objection Certificate)
- GO (Government Order)
সরকারি চাকুরিজীবীরা যদি পাসপোর্ট তৈরি করতে চায়, সেক্ষেত্রে তাহলে
No Objective certificate এবং গভর্নমেন্ট অর্ডার পয়োজন পড়বে। রাষ্ট্রীয়
কাজে বাইরে দেশে যাওয়ার জন্য সাধারণত government order প্রয়োজন
হয়। এ দুটি ডকুমেন্টস যদি না থাকে, তাহলে সরকারি চাকুরিজীবীরা পাসপোর্ট তৈরি
করতে পারবেনা। এই দুটি ডকুমেন্টস নিজস্ব মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর থেকে সংগ্রহ
করতে হবে।
ই-পাসপোর্ট কত দিনের ভিতরে পাওয় যায়
ই পাসপোর্ট সাধারণত আবেদন করার ১০-১৫ কার্য দিবসের মধ্যেই পাওয়া যায়। তবে সময়
সীমা বিভিন্ন কারণে পরির্তন হতে পারে। যেমন পাসপোর্ট আবেদনের সংখা এবং যাচাই
প্রক্রিয়া। তবে এজন্য আপনি পাসপোর্ট অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। অতি জরুরী পাসপোর্ট এর ফি কত জানতে পড়ুন।
লেখকের শেষ মন্তব্য - নতুন পাসপোর্ট করতে কি কি লাগে সে সম্পর্কে
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে,নতুন পাসপোর্ট করতে কি কি লাগে,
ই-পাসপোর্ট করতে কি কি লাগে,শিশুদের পাসপোর্ট করতে কি কি লাগে,প্রাপ্তবয়স্কদের
পাসপোর্ট করতে কি কি লাগে এবং সরকারি চাকুরিজীবীদের পাসপোর্ট করতে কি কি লাগে
ইত্যাদি সম্পর্কে। আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং সহজেই
বুঝতে পেরেছেন।
আপনি যদি নতুন পাসপোর্ট করতে চান, তবে উপরে আলোচ্য বিষয়টুকু খুব ভালোভাবে আবারো
মনোযোগ সহকারে পড়ুন জানতে পারবেন। এই আর্টিকেলটি পরে যদি উপকৃত হয়ে থাকেন,
তাহলে এই শেয়ার করে দিতে পারেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url