প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম (আপডেট নিয়ম)

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার কথা ভাবছেন? তাহলে চলুন, এই আর্টিকেলটির মাধ্যমে জেনে নেওয়া যাক, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম, লোনের সুবিধা, কি কি কাগজপত্র লাগে, আবেদন প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে।
প্রবাসী কল্যাণ ব্যাংক সাধারণত নিম্নবিত্ত বিদেশগামী মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য সহজ শর্তে এই লোন বা সুযোগ সুবিধা গুলো দিয়ে থাকে, যা প্রবাসী কল্যাণ ব্যাংক লোন হিসেবে পরিচিত। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম জানতে পুরো আর্টিকেলটি পড়ুন।

পোস্ট সূচীপত্রঃ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন পাবেন তার নিয়ম জানতে পড়ুন

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম, সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন, আশা করি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন পাবেন, তার নিয়ম সম্পর্কে সহজেই জানতে পারবেন। আপনি যদি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসে যাওয়ার জন্য, 

তাদের সহজ শর্ত মেনে ঋণ গ্রহণ করতে চান, তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে আপনার নিকটস্থ Probashi Kallyan Bank যোগাযোগ করতে হবে।প্রবাসী কল্যান ব্যাংক শাখায় গিয়ে একটি ফরম নিয়ে, সেটা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রগুলোসহ সংযুক্ত করে আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। এছাড়াও অনলাইনের মাধ্যমে আপনি 

Loan Application Form ডাউনলোড করতে পারবেন। আপনার সঠিক তথ্য গুলো দিকে ফরমটি সুন্দরভাবে পূরণ করে, আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকে শাখায় জমা দিতে হবে।প্রবাসী কল্যান ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম সম্পর্কে অর্থাৎ লোন নিতে কি কি ডকুমেন্ট গুলো লাগে, সুদের হার কত, যাবতীয় তথ্য সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটির নিচে মনোযোগ সহকারে বিস্তারিত পড়তে থাকুন। কোন কোন ব্যাংক প্রবাসী লোন দেয় জানুন।

প্রবাসী কল্যাণ ব্যাংক কি কি ধরনের লোন দিয়ে থাকে

প্রবাসী কল্যাণ ব্যাংক সাধারণত ৩ ধরনের লোন প্রদান করে থাকে। সে সম্পর্কে জানা আপনাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে, যারা নিম্নবিত্ত মানুষ প্রবাসগামী হতে চাচ্ছেন। কেননা এই ঋণটা না পেলে হয়তো, আপনাদের আর প্রবাসে যাওয়াটাই সম্ভব হবে না। চলুন জেনে নেওয়া যাক, প্রবাসী কল্যাণ ব্যাংক কি কি ধরনের ঋণ প্রদান করে থাকে সে সম্পর্কে।

  • অভিভাসন ঋণ
  • পূর্ণবাসন ঋণ
  • বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ
অভিবাসন ঋণঃ যারা বিদেশ যেতে চাচ্ছেন, তাদের বিভিন্ন উপায়ে সহযোগিতা করার লক্ষে, প্রবাসী কল্যাণ ব্যাংক সাধারণত অভিবাসন ঋণ প্রদান করে থাকে। প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় প্রয়োজনীয় সকল কাগজপত্রগুলো নিয়ে আপনি যদি সেখানে যোগাযোগ করেন, তাহলে এই ঋণ গ্রহণ করতে পারবেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সাধারণত আপনি সর্বোচ্চ ১ লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন।

পূর্ণবাসন ঋণঃ আপনি যদি একজন বিদেশ বৈধ প্রবাসী হয়ে থাকেন অথচ বিদেশ থেকে রাজনৈতিক,সামাজিক এবং নিয়োগ দাতা কর্তৃক হয়রানির শিকার হয়ে দেশে ফিরে আসেন। সেক্ষেত্রে ঋণ পাওয়ার জন্য আপনি যোগ্য হিসেবে বিবেচিত হবেন। আপনি যদি স্বাবলম্বী হওয়ার জন্য ইচ্ছে পোষণ করেন, তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে পুনর্বাসনের জন্য ঋণ নিতে পারবেন। 

এই ঋণের মেয়াদ সাধারণত সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হবে। ঋণ গ্রহিতা সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত গ্রহণ করতে পারবেন, তবে জামানতবিহীন ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন।

বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণঃ বাংলাদেশ থেকে বৈধভাবে কাজের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার পর কিংবা বিদেশ থেকে দেশে ফিরে আসার পর সেই প্রবাসীর উপরে নির্ভরশীল পরিবারের সদস্যরা। যেমন: বাবা-মা, স্বামী-স্ত্রী ভাই-বোন, চাইলে বেশি করলাম ব্যাংক থেকে বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে আপনি সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন

তবে জামানত ছাড় সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন এবং জামানতসহ ৫ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া যাবে। তবে এর চেয়ে বেশি নিতে চাইলে ঋণ গ্রহীতার স্থাবর সম্পত্তির রেজিস্ট্রি ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবে।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের সুবিধা

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুবিধা সম্পর্কে আপনারা যারা বিদেশগামী হতে চাচ্ছেন এবং ব্যাংক থেকে লোন নেওয়ার চিন্তা করছেন, তাদের জন্য জানাটা খুবই জরুরী। কেননা প্রবাসীরা সহজ শর্তে বিভিন্ন উপায়ে ব্যাংক থেকে লোন গ্রহণ করতে পারবে। চলুন জেনে নেওয়া যাক প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের সুবিধা গুলো কি সে সম্পর্কে।

  • চাকরি বা কাজের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রদান করে।
  • কোন প্রবাসী বিদেশ থাকা কালীন সময়ে আর্থিক সমস্যায় পড়লে, সেই সমস্যা থেকে উদ্ধার করার জন্য প্রবাসী কল্যান ব্যাংক সহযোগিতা বা লোন প্রদান করে থাকে।
  • প্রবাসীরা বিদেশ থেকে যদি দেশে ফিরে আসে এবং কাজের মাধ্যমে নিজের নতুন কর্মসংস্থান তৈরি করতে চায়, তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ প্রদান করে থাকে।
  • এছাড়াও প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের সুবিধার্থে বিভিন্ন শর্তে বিভিন্ন ঋণ প্রদান করে থাকে।

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে যেসব কাগজপত্র লাগে

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য কি কি লাগে সে সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা প্রয়োজনীয় কাগজপত্রগুলো যদি না থাকে, তাহলে কখনই ঋণ গ্রহণ করতে পারবেন না। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন গ্রহণ করার ক্ষেত্রে
  • আপনার জাতীয় পরিচয়পত্র
  • বিদেশি ভ্রমণের ডকুমেন্টস
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
  • আরো অনেক ধরনের ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে। সেগুলো আপনার লোনের ধরনের উপরে ভিত্তি করে আলাদা আলাদা ডকুমেন্ট বা কাগজপত্রগুলো লাগবে।
  • অভিবাসন লোন গ্রহনের জন্য যেসব কাগজপত্র লাগে
  • আপনার জাতীয় পরিচয়পত্রের কপি
  • নাগরিক সনদপত্র প্রয়োজন হতে পারে
  • পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি
  • দুইজন জামিনদার এবং তাদের প্রয়োজনীয় তথ্য
  • ভিসা, পাসপোর্ট ও বিএমইটি কার্ডের কপি
  • প্রবাসী কল্যাণ ব্যাংক শাখার একটি এ্যাকাউন্ট
  • জামিনদারের স্বাক্ষর করা ব্যাংকের তিনটি চেকের পাতা

পূর্ণবাসন লোন গ্রহনের জন্য যেসব কাগজপত্র লাগে

  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি
  • পাসপোর্ট সাইজের তিন কপি ছবি।
  • জামিনদারের ভোটার আইডি কার্ডের কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক তোলা ছবি।
  • আবেদনকারী এবং জামিনদারের পৌরসভা বা ইউনিয়ন কর্তৃক নাগরিক সনদপত্র।
  • ট্রেড লাইসেন্সের ফটোকপি প্রয়োজন হতে পারে
  • জামানত সম্পত্তির ডকুমেন্টস এর ফটোকপি
  • ঋণ গ্রহিতার বিনিয়োগের ঘোষণাপত্রর প্রয়োজন হতে পারে
  • ঋণ গ্রহিতার স্বাক্ষর সহ তার ব্যাংক এ্যাকাউন্টের তিনটি চেক পাতা।
  • বিদেশ থেকে প্রত্যাগমন সংক্রান্ত সকল ডকুমেন্ট
  • প্রকল্পের সকল তথ্যসহ গত দুই বছরের আয় এবং ব্যয়ের বিবরণী

বঙ্গবন্ধু অভিবাসি বৃহৎ পরিবার লোন গ্রহণের জন্য যেসব কাগজপত্র লাগে

  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের কপি
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি
  • ট্রেড লাইসেন্সের প্রয়োজন হতে পারে
  • জামিনদারে ভোটার আইডি কার্ডের কপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
  • ব্যবসা বা প্রকল্পের স্থান ভাড়া নেওয়ার ক্ষেত্রে নিজের চুক্তিপত্র ও প্রয়োজন হতে পারে।
  • আবেদনকারী এবং জামিনদারের পৌরসভা বা ইউনিয়ন কর্তৃক নাগরিক সনদপত্র।
  • এক বছরের আয়-ব্যয়ের বিবরণী
  • তিনটি চেকে পাতায় স্বাক্ষর করে ব্যাংকে জমা করতে হবে
  • কোন স্থান থেকে প্রশিক্ষণ গ্রহণ করলে উক্ত স্থানের প্রাপ্ত সার্টিফিকেট কপি

প্রবাসী কল্যান ব্যাংক লোন যেভাবে আবেদন করবেন

প্রবাসী কল্যান ব্যাংক লোনের আবেদন করার জন্য সরাসরি নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় যোগাযোগ করতে পারেন। আপনি চাইলে, অনলাইনে মাধ্যমে আবেদন ফরম ডাউনলোড করে জমা দিতে পারবেন। সরাসরি আপনি অনলাইনের মাধ্যমে প্রবাসী কল্যান ব্যাংকে লোনের জন্য আবেদন করবেন, সেরকম কোনো সিস্টেম বর্তমানে চালু নেই।

প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন ফরম

  • প্রবাসী কল্যাণ ব্যাংকের লোনের জন্য আবেদন ফরম ডাউনলোড করার জন্য সরাসরি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারে।
  • অথবা আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করে আবেদন ফরম ডাউনলোড করতে পারেন।
  • এছাড়াও তো কোনো প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় যোগাযোগ করে, আবেদন ফরম সংগ্রহ করে যাবতীয় সঠিক তথ্যগুলো দিয়ে পূরণ করে জমা দিতে পারেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের সুদের হার জানুন

প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের সুদের হার এবং সময়সীমা সম্পর্কে নিচে উল্লেখ করে দেওয়া হলো। বিস্তারিত দেখে নিন।

ক্রমিক নং লোনের প্রকার সুদের হার লোনের সময়সীমা
০১ অভিবাসন লোন ৯% ২ বছর
০২ পুর্ণবাসন লোন ৯% ২ বছর
০৩ বঙ্গবন্ধু অভিবাসি বৃহৎ পরিবার লোন ৯% ১০ বছর (সম্ভবত)

প্রবাসী কল্যাণ ব্যাংক হাউজ লোন

প্রবাসীরা ঘর-বাড়ি তৈরির উদ্দেশ্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে পূর্ণবাসন লোন গ্রহণ করতে পারে। এছাড়া বৈধভাবে বিদেশে ভ্রমণ করা করে, রাজনীতি কিংবা সামাজিক অথবা নিয়োগকর্তা কর্তৃক দেশে ফিরে আসলে এই লোন গ্রহন করতে পারেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এই লোন নিয়ে সাধারণত ঘর-বাড়ি তৈরিসহ ব্যবসায়ী কাজে ইনভেস্ট করতে পারবেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের পূর্ণবাসন লোনের সুদের হার শতকরা হয়ে থাকে ৯%। এই লোনটি সাধারণত সর্বোচ্চ ১০ বছর মেয়াদের জন্য নিতে পারবেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয় 

প্রবাসী কল্যান ব্যাংক সর্বনিম্ন ১ লক্ষ থেকে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে।

ক্রমিক নং লোনের প্রকার লোনের মেয়াদ লোনের পরিমাণ
০১ অভিবাসন লোন ২ বছর ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা
০২ পুর্ণবাসন লোন ১০ বছর সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা
০৩ বঙ্গবন্ধু অভিবাসি বৃহৎ পরিবার লোন ১০ বছর (সম্ভবত) সর্বোচ্চ ১০ লক্ষ টাকা

প্রবাসী কল্যাণ ব্যাংক কোথায় রয়েছে

প্রবাসী কল্যাণ ব্যাংক শাখা ঠিকানা জানতে, প্রবাসী কল্যান ব্যাংক শাখা সমূহের ঠিকানা এখানে ক্লিক করুন। অথবা আপনি গুগলে গিয়ে Probashi Kallyan Bank near me লিখে সার্চ করলে, 
আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখার ঠিকানাটি এবং মোবাইল নাম্বার সহ দেখতে পাবেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক কি সরকারি?

প্রবাসী কল্যাণ ব্যাংক হলো রাষ্ট্র মালিকানাধীন প্রবাসীদের জন্য বিশেষায়িত একটি আর্থিক প্রতিষ্ঠান। প্রবাসী কল্যান ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন ধরনের লোন গ্রহণের পাশাপাশি সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারে।

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন নিবেন

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য, আপনার নিকটস্থ ব্যাংক শাখায়, একটি লোন আবেদন ফরম সংগ্রহ করে, এরপর সঠিক এবং প্রয়োজনীয় সকল তথ্যগুলো দিয়ে ডকুমেন্ট যুক্ত করে ব্যাংক শাখায় জমা দিতে হবে।

লেখকের শেষ মন্তব্য - প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম সম্পর্কে

উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম, প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রকারভেদ গুলো, ব্যাংক লোনের সুবিধা গুলো কি কি, ব্যাংক লোনের জন্য কি কি কাগজপত্র লাগে,প্রবাসী কল্যাণ ব্যাংক লোন আবেদনের নিয়ম, প্রবাসী কল্যাণ ব্যাংকের সুদের হার, প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয় এবং প্রবাসী কল্যাণ ব্যাংক 

কোথায় রয়েছে ইত্যাদি সম্পর্কে। উপরে উল্লেখিত এই আর্টিকেলটি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সম্পর্কে যাবতীয় তথ্য সম্পর্কে জানতে বা বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট করে জানাতে আশা করি ভুলবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url