রোমানিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায় জানুন
রোমানিয়া সেনজেনভুক্ত দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ। দেশটির পাসপোর্ট অনেকটা
শক্তিশালী, কেননা ভিসা ছাড়াই, আপনি শুধুমাত্র পাসপোর্ট দিয়েই ১৭০ টির বেশি দেশ
ভ্রমণ করতে পারবেন। চলুন নিচে যেনে নেওয়া যাক, রোমানিয়া থেকে কোন কোন দেশে যাওয়া
যায় সে সম্পর্কে।
রোমানিয়াতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাড়ি জমিয়ে থাকেন। এরপর দেখা যায়
রোমানিয়াতে প্রবাসীরা অল্প সময় থেকে, ইউরোপের অন্যান্য দেশগুলোতে যাওয়ার চেষ্টা
করে। কেননা রোমানিয়ার অর্থনৈতিক অবস্থা দুর্বল প্রকৃতির। তাই রোমানিয়া থেকে কোন
কোন দেশে যাওয়া যায়, নিচে জেনে নিতে পারেন।
পোস্ট সূচীপত্রঃ রোমানিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায় জানতে পড়ুন
- রোমানিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায় জানুন
- রোমানিয়া থেকে অন্য দেশে যাওয়ার নিয়ম জানুন
- রোমানিয়া থেকে অন্য দেশে যেতে কি করা লাগে জানুন
- রোমানিয়া থেকে যেসব দেশে যেতে পারবেন না
- রোমানিয়া থেকে ফ্রান্স কিভাবে যাওয়া যায়
- রোমানিয়া কি সেনজেনভুক্ত দেশ
- রোমানিয়া থেকে কানাডা যাওয়ার উপায়
- রোমানিয়া থেকে স্পেন যাওয়ার উপায়
- রোমানিয়া থেকে পর্তুগাল যাওয়ার উপায়
- লেখেকের শেষ মন্তব্য
রোমানিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায় জানুন
রোমানিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায়, সেই সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ
প্রবাসীরা জানার আগ্রহ প্রকাশ করেন বা গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার
সুবিধার্থে, এই আর্টিকেলটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকেন, তাহলে সহজেই
জানতে পারবেন। ইউরোপের দেশ রোমানিয়ার পাসপোর্ট বর্তমানে বিশ্বের শক্তিশালী একটি
অবস্থানে রয়েছে।
বর্তমানে সর্বশেষ তথ্য অনুযায়ী রোমানিয়া দেশটির পাসপোর্ট এর অবস্থান, বিশ্বে
দশমতম স্থানে অবস্থান করছে। আর এ কারণে আপনার কাছে, রোমানিয়ার পাসপোর্ট থাকলে,
আপনি বিশ্বের ১৪৩ টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। বিনা ভিসার মাধ্যমে
আপনি ইউরোপের যে কোন সেনজেনভুক্ত দেশে ভ্রমণসহ ব্যবসা বানিজ্য করতে পারবেন।
ইউরোপের সেনজেনভুক্ত দেশ কোনগুলো সেগুলোর তালিকায় দেখে নিতে পারেন।
এছাড়া এর পাশাপাশি আপনি ইউরোপের নন-সেনজেনভুক্ত দেশ কোনগুলো জেনে নিতে
পারেন। রোমানিয়া থেকে আপনি যেসব দেশে যেতে পারবেন, সেগুলো আপনাদের জানার
সুবিধার্থে নিচে কিছু দেশের নাম উল্লেখ করে দেওয়া হলো।
ক্রমিক নং | দেশের নাম |
---|---|
০১ | ইতালি |
০২ | ফ্রান্স |
০৩ | জার্মানি |
০৪ | গ্রীস |
০৫ | বেলজিয়াম |
০৬ | পর্তুগাল |
০৭ | আমেরিকা |
০৮ | কানাডা |
০৯ | রাশিয়া |
১০ | স্পেন |
১১ | ডেরমার্ক |
১২ | অস্ট্রেলিয়া |
১৩ | ফিনল্যান্ড |
১৪ | বুলগেরিয়া |
১৫ | মাল্টা |
১৬ | পোল্যান্ড |
১৭ | মেক্সিকো |
১৮ | আইসল্যান্ড |
১৯ | নেদারল্যান্ডস |
২০ | হাঙ্গেরি |
একজন রোমানিয়া ভিসা হোল্ডারকারী বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ভ্রমণ করতে পারেন।
শুধুমাত্র সেনজেনভুক্ত দেশ নয়, ইউরোপের সকল দেশেই যেতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে
দেখা যায়, প্রবাসীরা রোমানিয়া থেকে ইউরোপের অন্যান্য দেশগুলোতে পাড়ি জমিয়ে থাকেন।
এছাড়াও অনেকে রয়েছেন, যারা নিচের দেশগুলোতে যাওয়ার জন্য চেষ্টা করে থাকেন। রোমানিয়া থেকে আমেরিকা যাওয়ার সহজ উপায় জেনে নিন।
- আমেরিকা
- কানাডা
- অস্ট্রেলিয়া
- যুক্তরাজ্য
রোমানিয়া থেকে অন্য দেশে যাওয়ার নিয়ম জানুন
বর্তমানে রোমানিয়াতে অসংখ্য প্রবাসী রয়েছেন, যারা অনেকেই জানার আগ্রহ প্রকাশ
করেন বা ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকেন যে, রোমানিয়ার দেশটি থেকে অন্য কোন
দেশে যাওয়ার নিয়ম বা উপায় টা কি সে সম্পর্কে।
আপনারা যারা রোমানিয়াতে এক বছরে বেশি সময় ধরে কাজ করছেন কিংবা বসবাস করে করছেন,
তাহলে খুব সহজেই রোমানিয়া থেকে অন্য যে কোন দেশে যেতে পারবেন। তবে অন্য দেশে যেতে আপনার সময় একটু বেশি লাগতে পারে। রোমানিয়াতে যেসব এজেন্সি রয়েছে আপনি
তাদের সাথে যোগাকরতে পারেন। তারা খুব সহজে অন্য যেকোনো দেশে যেতে
সহযোগিতা করতে পারবেন।
রোমানিয়া থেকে অন্য দেশে যেতে কি করা লাগে জানুন
রোমানিয়া দেশটি থেকে আপনি যদি অন্য কোন দেশে যেতে চান, তবে সেক্ষেত্রে সে দেশের দূতাবাস থেকে নতুন একটি ভিসা প্রসেসিং করে নিতে হবে। কেননা বর্তমানে বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। আপনি যদি এর পূর্বে রোমানিয়া থেকে অন্য কোন দেশে যাওয়ার অভিজ্ঞতা থাকে,
তাহলে আপনার জন্য জেনে রাখা জরুরী। শুধু তাই নয় বর্তমানে রোমানিয়া একটি স্পেশাল দেশেও পরিণত হয়েছে। সময়ের সাথে সাথে দেশটির অনেক পরিবর্তন হয়ে গেছে।
রোমানিয়া থেকে যেসব দেশে যেতে পারবেন না
রোমানিয়া ভিসা ছাড়া প্রবাসীরা কোন দেশে যেতে পারবেন না, সে সম্পর্কে জানা খুবই
জরুরী। তাহলে চলুন যেনে নেওয়া যাক। রোমানিয়ান ভিসা হোল্ডারকারীরা প্রায় বিশ্বের
প্রতিটি দেশেই ভ্রমণ করতে পারেন। তবে কিছু কিছু দেশ রয়েছে, যেখানে রোমানিয়ান
ভিসাধারীরা ভিসা ছাড়া কখনই প্রবেশ করতে পারে না বা অনুমতি নেই। রোমানিয়ান
নাগরিকদের যেসব দেশের ভিসার প্রয়োজন পড়বে, সেগুলোর কিছু কিছু দেশ সম্পর্কে নিচে উল্লেখ করে
দেওয়া হলো।
ক্রমিক নং | দেশের নাম |
---|---|
০১ | পাকিস্থান |
০২ | উজবেকিস্থান |
০৩ | সৌদি আরব |
০৪ | তুর্কমেনিস্থান |
০৫ | চীন |
০৬ | উত্তর কোরিয়া |
০৭ | ভিয়েতনাম |
০৮ | বেলারুশ |
এছাড়া কিছু কিছু দেশ রয়েছে যেসব দেশগুলোতে রোমানিয়া নাগরিকদের যেতে হলে, অবশ্যই
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি বাধ্যতামূলকভাবে নিতে হবে। এমন রোমানিয়া
নাগরিকদের জন্য নিষিদ্ধ কিছু দেশের তালিকা নিচে উল্লেখ করে দেওয়া হলো।
- আফগানিস্থান
- ইরাক
- সিরিয়া
- ইয়েমেন
রোমানিয়া থেকে ফ্রান্স কিভাবে যাওয়া যায়
রোমানিয়া থেকে ফ্রান্সে কিভাবে যেতে হয়, সে সম্পর্কে অনেকেই জানতে চান।
রোমানিয়া থেকে ফ্রান্সে সাধারণত বিমানের মাধ্যমে যেতে হয়। কেননা রোমানিয়া থেকে
ফ্রান্সের দূরত্ব হচ্ছে ১,৭৫৪ কিলোমিটার। রোমানিয়া থেকে ফ্রান্সে বিমানের
মাধ্যমে যেতে আপনার সময় লাগবে প্রায় ৫ ঘন্টা ৩৯ মিনিট। এবং বিমান ভাড়া হয়ে
থাকে প্রায় ৫০ ডলার থেকে ৩২০ ডলার পর্যন্ত। রোমানিয়া থেকে কিভাবে ইতালি যাওয়া যায় জেনে নিতে পারেন।
রোমানিয়া কি সেনজেনভুক্ত দেশ
অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেন যে, রোমানিয়া দেশটি কি সেনজেন ভুক্ত দেশ? তাদের
জানার সুবিধার্থে, হ্যাঁ রোমানিয়া দেশটি হচ্ছে সেনজেনভুক্ত দেশ।
রোমানিয়া থেকে কানাডা যাওয়ার উপায়
রোমানিয়া থেকে আপনি যদি কানাডা যেতে চান, তবে দুইটি উপায়ে যেতে পারবেন। একটি হল বৈধ উপায় এবং অন্যটি হলো অবৈধ উপায়। রোমানিয়া থেকে আপনি যদি কানাডাতে বৈধ উপায়ে যেতে চান, তাহলে প্রথমত রোমানিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে কিংবা কানাডা কোনো কোম্পানি থেকে আপনাকে জব অফার লেটার পেতে হবে।
এছাড়াও আপনি রোমানিয়া থেকে অবৈধ উপায়ে কানাডাতে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনার তেমন কিছুর প্রয়োজন পড়বে না। এক্ষেত্রে আপনাকে দালালের মাধ্যমে যেতে হবে তবে, অবৈধ পথে রোমানিয়া থেকে কানাডাতে যেতে আপনারা জীবনহানি ঘটতে পারে বা জীবনের ঝুঁকি রয়েছে।তাই আমরা অবৈধ পথকে সবসময় নিরুৎসাহিত থাকি।
রোমানিয়া থেকে স্পেন যাওয়ার উপায়
রোমানিয়া থেকে বর্তমানে আপনি যদি স্পেনে যেতে চান, তবে আকাশ পথ বেছে নেওযা উচিত, কেননা তাতে আপনার অল্প সময় লাগবে, যদিও খরচের পরিমাণ বেশি হবে। এছাড়া আপনি রোমানিয়া থেকে স্পেনে জলপথ এবং সড়কপথ ব্যবহার করেও যেতে পারলে খরচের পরিমাণ একটা কম হবে।
তবে সময়ের পরিমাণটা আপনার বেশি লাগবে। পূর্বে যে প্রতিবন্ধতা ছিল বর্তমানে অনেকটাই পরিষ্কার করে দিয়েছে দূতাবাস। রোমানিয়া থেকে স্পেনে পৌঁছানোর জন্য বর্তমানে ৫০ ডলার থেকে ২০০ ডলার পর্যন্ত খরচ হয়ে থাকে।
রোমানিয়া থেকে পর্তুগাল যাওয়ার উপায়
রোমানিযা থেকে পর্তুগালে যাওয়ার জন্য পূর্বে মানুষ বৈধ এবং অবৈধ পথগুলো বেছে নিত। কিন্তু বর্তমানে রোমানিয়া থেকে পর্তুগাল যেতে আর কোন বাধা নেই, কেননা দুটি দেশই সেনজেনভুক্ত দেশের অন্তর্ভুক্ত। রোমানিয়া থেকে পর্তুগাল যেতে আপনার সর্বোচ্চ খরচ হতে পারে প্রায় ২০০ ডলার।
লেখেকের শেষ মন্তব্য - রোমানিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায় সে সম্পর্কে
প্রিয় পাঠক, আশা করি রোমানিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায় এবং কোন কোন দেশে
যেতে পারবেন না সে বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছেন। রোমানিয়া সম্পর্কে আপনার যদি
কোন ধরনের প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url