শীতের আগমনী বার্তা দিচ্ছে গোধূলি সন্ধার কুয়াশা
বাংলাদেশ ছয় ঋতুর প্রাকৃতিক সৌন্দর্যঘেরা একটি দেশ। আবহাওয়া ও জলবায়ুর উপরে ভিত্তি করে, ছয়টি ঋতুতে ভাগ হয়েছে। ঋতুগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত,
শীত এবং বসন্ত। নভেম্বরের শেষে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস
পর্যন্ত চলে শীতকাল। শীতের আগমনী সম্পর্কে আরো জানতে নিচে পড়ুন।
বাংলাদেশে শীতকাল মানে, তাপমাত্রা কম হওয়া, বায়ু ঠান্ডা হওয়া এবং বাতাস হয়ে
থাকে শীতল প্রকৃতির। শীতের আগমনী নিয়ে মানুষে মাঝে থাকে, নানান উৎসাহ, উদ্দীপনা
এবং আগ্রহ। আপনারা যদি শীতের আগামনী বার্তা সম্পর্কে জানতে চান, তবে আর্টিকেলটি
সম্পূর্ণ নিচে পড়তে থাকুন।
পোস্ট সূচীপত্রঃ শীতের আগমনী বার্তা সম্পর্কে জানতে পড়ুন
শীতের আগমনে সকালের আবহাওয়া
শীতের সকালে মৃদু সূর্যের আলোতে কুয়াশারির শিশিরে অজস্র মুক্তা দানাগুলো, নরম
ঘাসের ডগায়, ধানের পাতায় এবং সবজি ক্ষেতের চারার পাতায় যেন চিকচিক করে। এমন
প্রকৃতি গুলো যেন প্রতিটি গ্রাম বাংলার চিনচেনা ঐতিহ্য। তবে এসব আপনি গ্রাম থেকে
গ্রামান্তরে উপভোগ করতে পারলেও, যারা ইট পাথরের দালানে শহরে বসবাস করেন, তারা
সহজেই উপভোগ করতে পারেন না। এগুলো যদি আপনি উপভোগ করতে চান, তাহলে চলে আসতে হবে
চিরচেরা সেই গ্রামীণ পরিবেশে পথে প্রান্তরে।
শীতের আগমনে সন্ধার প্রকৃতি
শীতের আগমনী তে সন্ধ্যা নামতেই যেন কুয়াশার চাদরে ঢাকা পড়তে থাকে, এই বাংলার সবুজ
শ্যামল প্রকৃতি এবং পথ ঘাট। চারিদিকে কুয়াশায় যেন আবরণ পড়ে যায় প্রতিটি গ্রাম
বাংলা। গ্রাম বাংলার এই ঋতু চক্রটি গ্রামের মানুষ উপভোগ করতে পারলেও, যারা ইট
পাথরের দালানে বসবাস করে তারা সাধারণত এটা অনুভব করতে পারেন, অগ্রহায়ণের শেষের
দিকে। প্রতিনিয়ত সকাল এবং গোধূলি সন্ধ্যা
মানুষকে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা সম্পর্কে। শীত যেন বলছে, আর বেশি দূরে
নই আমি দেখা দিচ্ছি অচিরেই।বিকেলের মৃদু বাতাস, গোধূলির সন্ধ্যার শীতল পরিবেশ এবং
রাতের শেষ ভাগের হালকা শীত, যেন সবাই অনুভব করতে পারছেন।
শীতের আগমনে যে বিষয়গুলো জানা জরুরী
নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বরের শুরুতে ফজরের পরে ভোরে উত্তর দিক থেকে বয়ে
চলা ঠান্ডা বাতাসে, যেন শরীরকে আছড়ে পড়ার মতো এক অন্যরকম অনুভূতি দিয়ে থাকে।
তবে আপনি যদি এই শীতল বাতাস বেশিক্ষণ গায়ে লাগান, তাহলে আচমকায় আপনার সর্দি-কাশি
অথবা জ্বর হতে পারে। বিশেষ করে নবজাতক শিশু কিশোরদের এই সমস্যাগুলো বেশি হয়ে
থাকে।
এজন্য সব সময় চাঁদর পাতলা কাঁথা ব্যবহার করতে পারেন সকাল বেলাতে। শীত বেশি পড়ার
আগেই আপনার তুলে রাখা লেপ-কাঁথা, কম্বল চাঁদর, জ্যাকেট, মাফলার, সোয়েটার,শাল
ইত্যাদি এসব ভালো করে ধৌত করে অন্তত দুবার রোদে শুকিয়ে নিন। বিশেষ করে শিশুদের
যে শীতের কাপড়-চোপড় রয়েছে সেগুলো ভালোভাবে এপাশ-ওপাশ করে উল্টিয়ে রোদে
শুকিয়ে নিন।
শীত শেষে আপনার শীতের কাপড় তুলে রাখার আলমারি কিংবা ওয়্যারড্রপে ছোট ছোট
ধূলিকণা থেকে এক ধরনের অতিক্ষুদ্র কি তৈরি হয়ে থাকে যা আমাদের সহজে চোখে পড়ে
না। এই কিটসহ জামা,কাপড়, লেপ, কম্বল, চাঁদর গায়ে পড়লে তা আপনার নাকে প্রবেশ করে
এলার্জির সৃষ্টি হতে পারে। এবং আপনার হ্যাঁচি কাশি শুরু হতে পারে।অনেকেই রয়েছেন
যাদের এই হ্যাঁচি কাশি পুরো শীতকালটা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে।
আর এর ফলে সৃষ্টি হয় গলা ব্যথা এবং বুকে কফ জমে সৃষ্টি হয়ে থাকে শ্বাসকষ্ট।
আবার এই শ্বাসকষ্ট থেকে শুরু হয়ে থাকে অ্যাজমা সমস্যাগুলো। তাই যে কাপড়-চোপড়
গুলো রয়েছে, সেগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে প্রয়োজনে ইস্ত্রি করে পড়া উচিত।
তবে আপনি যদি নতুন কাপড় চোপড় কিনে থাকেন, তাহলে একই ধরনের নিয়ম অনুসরণ করা
উচিত।
শীতের সকাল নিয়ে স্ট্যাটাস
শীতের মোসুম প্রায় প্রতিটি মানুষের কাছে ভালো লাগে। সেজন্য প্রায় সবারই মন
চায়, রোমান্টিক কিছু স্ট্যাটাস সবার সাথে শেয়ার করার। আর সেসব প্রিয় ভাই
বোনদের জন্য, আজকের এই আর্টিকেলটির মাধ্যমে কিছু সেরা স্ট্যাটাস ও ক্যাপশন নিচে
উল্লেখ করে দেওয়া হলো।
- শীতের সকালের পাখির কিচিমিচি যেন, ফাগুনের গান গায় আনমনে।
- শীতের দিনের মেঘলা আকাশ যেন, বারংবার তোমার কথাই মনে করিয়ে দেয়
- সুন্দর একটি দিন, শুভ হোক তোমার এই শীতের দিন
- শীতের সকালের কুয়াশা ভরা সূর্যটা দেখতে কত ভালো লাগে, শুধুমাত্র অনুভব করার মত একটি মুহূর্ত।
- কুয়াশা ঘেরা সকালটাতে সূর্যি মামা উঠছে, আবার নতুন কিছু টানে
- শীতের রাতে আমার কথা না ভেবেই, তুমি ঘুমিয়ে পড়বে এটা হতেই পারে না প্রিয়।
- সকাল মানেই পরিচ্ছন্ন একটি পরিবেশ আর তেমনি শরীরের জন্য স্বাস্থ্যকর।
- শীতের দিনে রাত পোহালে মামার বাড়ি পিঠার দাওয়াত খেতে ভারি মজা।
- শীতের সকাল যেন কুয়াশায় ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে পুরো আকাশটায় যেন তার সৌন্দর্য ফুটে ওঠে।
- শীত যেন এক উদাসী বাউল, হাতে নিয়ে একতারা বাজিয়ে থাকে বৈরাগীর সুর।
- শীতের সকালের হালকা বাতাসে খড়খড়ে পাতার শব্দ যেন কানে এসে কি বলে যায়
- শীতের সকাল বেলার তোমার মুখখানির সৌন্দর্য যেন লাল হয়ে রক্ত বেরিয়ে পড়বে।
- শীতের সকালে যেন পিঠা উৎসবের ধুম পড়ে যায়
- এই শীতের শিশিরভেজা সকালে মৃদু রোদের তাপে, তুমি কবে এসেছিলে আমার সাথে গল্প করতে।
- শীতে চাঁদর আবৃত করে সকালে, ঠিক যেন তুমি আমার পাশে এসে শান্তি দিয়েছিলে।
- এই শীতের সকালে তুমি আমার বাড়ি এসো চিরই পিঠা বানিয়ে খাওয়াবো সজ বাটা দিয়ে।
শীতের সকাল নিয়ে ক্যাপশন
- শীতের সকালে সব মানুষই যেন খুঁজে থাকেন, একটু উষ্ণতার ছোঁয়া।
- শীতের সকালে ঘুম থেকে ওঠা, এ যেন কি এক অলসতা শুধু মনে চায় তোমাকে জড়িয়ে ধরে থাকি।
- সকালে উঠিয়া আমি মনে মনে বলি, তোমার কথা স্মরণ করে যেন, সারাদিন ভালোভাবে চলতে পারি।
- শীতের মিষ্টি দিনের রোদের আলো, কেন তোমায় লাগে কেন এত ভালো।
- শীতের সকালে ভাপা পিঠা, আর দুধের পিঠা দিয়ে যেন শুরু হয় আমার দিনটা।
- শীতের সকালে পাখিরা যেন কিচিরমিচির করে কি বলতে চাচ্ছে, তুমি কি শুনতে পাও।
- সকালের কুয়াশায় চাঁদর মোড়ানো শীতে, কিছু স্মৃতি রেখে দেয় এই মনে।
লেখকের শেষ মন্তব্য - শীতের আগমনী বার্তা দিচ্ছে গোধূলি সন্ধার কুয়াশা সম্পর্কে
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, শীতের আগমনে সকালের আবহাওয়া, শীতের
আগমনে সন্ধার প্রকৃতি, শীতের আগমনে যে বিষয়গুলো জানা জরুরী, শীতের সকাল নিয়ে
স্ট্যাটাস এবং শীতের সকাল নিয়ে ক্যাপশন ইত্যাদি সম্পর্কে। আশা করি পুরো
আর্টিকেলটি পড়ে গোধূলি সন্ধার কুয়াশার আবরনে ঘেরা, শীতের আগমনী বার্তা
সম্পর্কে জানতে এবং বুঝতে পেরেছেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url