মাত্র দুই মিনিটে সৌদি আরব থেকে কানাডা যাওয়ার উপায় জানুন
সৌদি প্রবাসীদের কাছে কানাডা দেশটি একটি স্বপ্নের দেশ। কেননা কানাডা দেশটিতে উচ্চ
বেতন, স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার উচ্চমান এবং সুযোগ-সুবিধা প্রবাসীদেরকে আকৃষ্ট
করে। তাই সৌদি আরব থেকে কানাডা যাওয়ার উপায় সম্পর্কে জানতে নিচে পড়ুন।
কানাড়া সরকার মানবাধিকার এবং শ্রম অধিকার রক্ষায় বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে।
আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারেন, তাহলে উচ্চ বেতনে কাজ করতে
পারবেন। সৌদি আরব থেকে কানাডা যাওয়ার উপায় জানতে, এই আর্টিকেল শুরু থেকে শেষ
পর্যন্ত নিচে পড়তে থাকুন।
পোস্ট সূচীপত্রঃ সৌদি আরব থেকে কানাডা যাওয়ার উপায় জানতে পড়ুন
সৌদি আরব থেকে কানাডা যাওয়ার উপায় জানুন
সৌদি আরব থেকে কানাডা যাওয়ার উপায় জানতে প্রায় অধিকাংশ মানুষ ইন্টারনেটে খোঁজাখুঁজি করে
থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে
থাকুন আশা করি জানতে পারবেন। সৌদি আরব থেকে আপনি যদি কনাডা যেতে চান, তবে সবচেয়ে
সহজ ভিসা হলো ভিজিট ভিসা। এই ভিসাটব সাধারণত তাদের পাওয়ার সম্ভবনা বেশি থাকে,
যাদের ইনকামের পরিমাণ বেশি।
আপনার যদি উচ্চ ইনকাম থাকে, তাহলে সহজেই এই ভিসা নিয়ে বৈধভাবে কানাডাতে পাড়ি
জমাতে পারবেন। যারা সৌদি আরবে প্রবাসী ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সাধারণত এই
ভিসা পাওয়া অনেকটাই সহজ। কানাডাতে আপনি যদি ভিজিট ভিসা নিয়ে যান, তবে ভিজিট
ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন। আপনি যদি কানাডাতে ভিজিট ভিসায় গিয়ে, যদি কাজ
খুঁজে পান,
সেক্ষত্রে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করতে পারবেন। তবে কানাডা ভিজিট ভিসা
পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার শক্তিশালী ভ্রমণ হিস্ট্রি থাকতে হবে। এছাড়াও
প্রতি মাসে আপনার ব্যাংক একাউন্টে ভালো পরিমাণ টাকা লেনদেন থাকতে হবে। কানাডা
ভিসা আবেদন সম্পূর্ণ বর্তমানে ওয়ান লাইনের মাধ্যমে হয়ে থাকে। এজন্য আপনাকে
কানাডা ভিসা আবেদন
ফরমটি সঠিকভাবে পূরণ করে অনলাইনে আবেদনের সময় জমা দিতে হবে। এরপরে আপনাকে আবেদন
ফি পরিশোধ করতে হবে, তারপর আবেদন সম্পন্ন হয়ে গেলে কানাডা দূতাবাসে গিয়ে আপসাকে
সাক্ষাৎকার দিতে হবে। সাক্ষাৎকারটি নেওয়ার পর আপনার ভিসা আবেদনটি তারা
পর্যালোচনা করে দেখবে। ভিসা প্রসেসিং হতে সাধারণত কয়েকমাস সময় লাগবে।
এরপরে আপনি কানাডা যাওয়ার ভিজিট ভিসার অনুমোদন পেতে পারেন। আবার যদি কোনো কিছৃর
সঠিক তথ্য না পায়, কর্তৃপক্ষ তাহলে রিজেক্ট করে দিতে পারে। সৌদি আরব থেকে
কানাডাতে যেতে অবৈধ পথ অবশ্যই পরিহার করবেন। আপনি যদি সৌদি আরব থেকে অবৈধ পথে
কানাডা যেতে চান, তবে যাত্রার ক্ষেত্রে আপনার জীবনে ঝুঁকি রয়েছে।
সাধারণত দালাল বা প্রতারক বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে সৌদি প্রবাসীদেরকে অবৈধ পথে
কানাডা নিয়ে গিয়ে থাকেন। এসব দালাল বা প্রতারক থেকে সব সময় সাবধানতা অবলম্বন
করবেন। একটা বিষয় মাথা রাখবেন সেটা হলো, যাদের বেতন ৫,০০০ রিয়ালের বেশি তাদের
উচিত হবে সৌদি আরবে থেকে যাওয়ার।
সৌদি আরব থেকে কানাডা যেতে যেসব কাগজপত্র লাগে
সৌদি আরব থেকে কানাডা যেতে যেসব কাগজপত্র লাগে সেগুলো সম্পর্কেও অনেকে ইন্টারনেটে
খোঁজাখুঁজি করে থাকেন। এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আশা করি বুঝতে
পারবেন। আপনার যদি কানাডা যাওয়ার যোগ্যতা থাকে, তাহলে খুব সহজই সৌদি আরব থেকে
স্বপ্নের দেশ কানাডাতে পাড়ি জমাতে পারবেন। এজন্য অবশ্যই আপনাকে
কানাডা ভিসা ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে। নিচে সৌদি আরব থেকে কানাডা যেতে যেসব
কাগজপত্র লাগে সেগুলো উল্লেখ করে দেওয়া হলো।
- ভিসা আবেদন ফরম
- বৈধ পাসপোর্ট (পাসপোর্টের কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে)
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- জাতীয় পরিচয় পত্রের কপি
- আবেদন ফি
- আপনার আর্থিক সক্ষমতার প্রমাণপত্র (ব্যাংক স্টেটমেন্ট)
- আপনার ভ্রমণের উদ্দেশ্য ও প্রমাণ
- শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেট
- ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
আপনি যদি সৌদি আরব থেকে কানাডাতে যেতে চান, তবে উপরে উল্লেখিত যোগ্যতা এবং
কাগজপত্রগুলো লাগবে। এসব কাগজপত্র ছাড়া আপনি ভিসা আবেদন করতে পারবেন না। সেজন্য
ভিসা আবেদন করার আগেই আপনি কাগজপত্রগুলো সংগ্রহ করে রাখতে পারেন।
সৌদি আরব থেকে কানাডা যেতে কত টাকা লাগে জেনে নিন
সৌদি আরব থেকে কানাডা যেতে কত টাকা লাগে, সে সম্পর্কে অনেক প্রবাসীই জানার আগ্রহ
প্রকাশ করেন। সৌদি আরব থেকে কানাডা যাবার খরচ সাধারণত নির্ভর করবে আপনার ভিসা
ক্যাটাগরির উপরে এবং ভিসার মেয়াদের উপরে। আপনি যদি বৈধভাবে একদম কম খরচে
কানাডাতে যেতে চান, তবে ভিজিট ভিসা আপনার জন্য একদম উপযুক্ত।
- আপনি যদি ভিজিট ভিসার মাধ্যমে সৌদি থেকে কানাডাতে যেতে চান, তাহলে আপনার খরচ হবে আনুমানিক প্রায় ৪ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত। তবে প্রকৃত খরচ আপনার আরো অনেক কম হতে পারে।
- এছাড়া আপনি যদি কানাডা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, সৌদি আরব থেকে কানাডাতে পাড়ি জমাতে চান, সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে প্রায় আনুমানিক ৮ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত।
আপনি যদি বৈধভাবে কানাডাকে ভিজিট নিয়ে যেতে পারেন তবে সেখানে যদি ওয়ার্ক
পারমিটের সুযোগ পাস সেক্ষেত্রে ভিসা পরিবর্তন করতে পারবেন। তবে বেশিরভাগ
প্রবাসীরাই কানাডাতে গিয়ে ভিসার মেয়াদ বাড়িয়ে কাজ খোঁজার চেষ্টা করে থাকেন।
সৌদি আরব থেকে কানাডা কেন যাবেন?
সৌদি আরব থেকে কানাডা কেন যাবেন এমন প্রশ্ন প্রতিটি প্রবাসীর মাঝেই থেকে থাকে। আর
এই প্রশ্নটি আপনাদের যুক্তি সঙ্গত বটে। আবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে সৌদি
আরবে ভালো বেতন পাচ্ছি, তাহলে কানাডাতে কেন যাব? সৌদি আরব থেকে কানাডাতে যাবেন
এজন্য যে, সৌদি আরবে তুলনায় কানাডা উচ্চ বেতন, সুযোগ-সুবিধা কাজের চাহিদা,
জীবনযাত্রার উচ্চমান, স্বাস্থ্যসেবা, শিক্ষার ব্যবস্থা ইত্যাদি সব দিক দিয়ে সৌদি
আরবের চেয়ে উন্নত। তবে আপনি যদি সৌদি আরবে উচ্চ বেতন পেয়ে থাকেন সুযোগ-সুবিধা
অনেক বেশি পরিমাণে পেয়ে থাকেন, তাহলে কানাডাতে না যাওয়াই ভালো।
সৌদি আরব থেকে কানাডার দূরত্ব কত কিলোমিটার
সৌদি আরব থেকে কানডার দূরত্ব কত কিলোমিটার, সে সম্পর্কে অনেকেই জানতে চান। তাই
আপনাদের জানার সুবিধার্থে সৌদি আরব থেকে কানাডার দূরত্ব কত, সে সম্পর্কে নিচে
উল্লেখ করে দেওয়া হলো।
- সৌদি আরব থেকে কানাডা দূরত্ব হচ্ছে প্রায় ১০,৭৩৮ কিলোমিটার (মাইল হিসাবে প্রায় ৬,৬৭২ মাইল)
লেখকের শেষ মন্তব্য
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, সৌদি আরব থেকে কানাডা যাওয়ার উপায়,
সৌদি আরব থেকে কানাডার দূরত্ব কত কিলোমিটার, সৌদি আরব থেকে কানাডা কি কি কাগজপত্র
লাগে এবং সৌদি আরব থেকে কানাডা যেতে কত টাকা লাগে ইত্যাদি সম্পর্কে। আপনি যদি
সৌদি থেকে কানাডাতে যেতে চান, তবে বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন। এছাড়া আপনি চাইলে কম খরচে ভিজিট ভিসা নিয়ে, কানাডা গিয়ে মেয়াদ বাড়িয়ে কাজ
খুঁজে পেলে ওয়ার্ক পারমিট ভিসাতে পরিবর্তন করতে পারবেন। আশা করি পুরো আর্টিকেলটি
মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url