কোন দেশের টাকার মান বেশি জেনে নিন মাত্র ১মিনিটে
কোন দেশের টাকার মান বেশি, সে কথা যদি আসে তাহলে প্রথমেই উঠে আসে মার্কিন ডলারের কথা। তবে
এটা অবশ্যই স্বাভাবিক বিষয়, কেননা বিশ্বের সবচেয়ে বেশি লেনদেন ব্যবহৃত
মুদ্রাগুলোর মধ্যে এটি অন্যতম। তবে আশ্চর্য বিষয় হলো মার্কিন ডলের চেয়ে
শক্তিশালী মুদ্রা রয়েছে, নিচে জেনে নিন।
আপনি যদি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে
জানতে হবে কোন দেশের টাকার মান কত সে সম্পর্কে। আর এসব যাবতীয় বিষয়গুলো যদি
জানতে চান, তাহলে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত নিচে পড়তে থাকুন।
পোস্ট সূচীপত্রঃ কোন দেশের টাকার মান বেশি জানতে পড়ুন
কোন দেশের টাকার মান বেশি জানুন
কোন দেশের টাকার মান বেশি, সে সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে সার্চ
করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত
পড়লে আশা করি জানতে পারবেন। কিছু কিছু মানুষ রয়েছেন, যারা মনে করে থাকেন যে, যে
দেশের টাকার মান বেশি, সেই দেশ হয়তো বিশ্বের ধনীতম দেশ।
কিন্তু এই ধারণাটি আপনার সম্পূর্ণ ভুল। শুধুমাত্র টাকার মান বেশি হলেই দেশটি ধনী
হয়ে যায় না। পাশাপাশি দেশটির থাকতে হবে মাথাপিছু জিডিপি এবং উচ্চ আযের পরিমাণও
থাকতে হবে। নিচে কোন দিকে টাকার মান বেশি সেগুলো আপনাদেন জানার সুবিধার্থে উল্লেখ
করে দেওয়া হলো।
অবস্থান | দেশের নাম | মুদ্রা | ১ টাকা সমান বাংলাদেশী কত টাকা |
---|---|---|---|
০১ | কুয়েত | ১ দিনার (KWD) | ৩৮০ টাকা |
০২ | বাহরাইন | ১ দিনার (BHD) | ৩১০ টাকা |
০৩ | ওমান | ১ দিনার (OMR) | ৩০৮ টাকা |
০৪ | জর্ডান | ১ দিনার (JOD) | ১৬৫ টাকা |
০৫ | যুক্তরাজ্য | ১ পাউন্ড (GBP) | ১৪৭ টাকা |
০৬ | জিব্রাল্টার | ১ পাউন্ড (GIP) | ১৪৭ টাকা |
০৭ | কেইম্যান দ্বীপপুঞ্জ | ১ ডলার (KYD) | ১৪০ টাকা |
০৮ | সুইজারল্যান্ড | ১ সুইস ফ্রাঙ্ক (CHF) | ১২৯ টাকা |
০৯ | ইউরোপ | ১ ইউরো (EUR) | ১২৬ টাকা |
১০ | যুক্তরাষ্ট্র | ইউএস ডলার (USD) | ১১৭ টাকা |
বিশ্বের ধনীতম দেশগুলোর তালিকা জানুন
দি সিয়াসাত ডেইলি প্রতিকার তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনীতম দেশগুলোর তালিকা
করা হয়েছে। আর সেই তালিকা অনুযায়ী বর্তমানে সবচেয়ে বিশ্বের ধনীতম দেশ হলো
মোনোকো, দ্বিতীয়ত হলো লিশটেনস্টাইন এবং তৃতীয় স্থানে অবস্থান করছে লুক্সেমবার্গ।
বর্তমানে বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর তালিকা
অনুযায়ী সবচেয়ে ধনীতম দেশটা হচ্ছে লুক্সেমবার্গ।
এছাড়াও এই তালিকাতে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আয়ারল্যান্ড এবং তৃতীয়
স্থানের সুইজারল্যান্ড। তাই টাকার মান বেশি সেই অনুযায়ী আপনি ধনীতম দেশ নির্ধারণ
করতে পারবেন না। কেননা এটি সাধারণত নির্ভর হয়ে থাকে জিডিপি এবং সেই দেশের
মাথাপিছু আয়ের ভিত্তিতে। নিচে বিশ্বের ধনীতম দেশের তালিকাগুলো আপনাদের জানার
সুবিধার্থে উল্লেখ করে দেওয়া হলো।
অবস্থান | দেশের নাম | মাথাপিছু জিডিপি (ডলার) |
---|---|---|
০১ | মোনাকো | ২,৩৪,৩১৭.১ |
০২ | লিশটেনস্টাইন | ১,৮৪,০৮৩.৩ |
০৩ | লুক্সেমবার্গ | ১,২৬,৪২৬.১ |
০৪ | বারমুডা | ১,১৮,৮৩৫.৬ |
০৫ | নরওয়ে | ১,০৬,১৪৮.৮ |
০৬ | আয়ারল্যান্ড | ১,০৪,০৩৮.৯ |
০৭ | সুইজারল্যান্ড | ৯২,১০১.৫ |
০৮ | কেম্যান দ্বীপপুঞ্জ | ৮৮,৪৭৫.৬ |
০৯ | কাতার | ৮৮,৪৪৬.৩ |
১০ | সিঙ্গাপুর | ৮২,৮০৭.৬ |
লেখকের শেষ মন্তব্য - কোন দেশের টাকার মান বেশি সম্পর্কে
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে,কোন দেশের টাকার মান বেশি এবং বিষের
ধনীতম দেশের নামের তালিকা সম্পর্কে। আশা করি উপরে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে
পড়েছেন এবং বুঝতে পেরেছেন। আপনাকে বুঝতে হবে, কোন দেশের টাকার মান বেশি বলেই সে
দেশ ধনিতম দেশ নয়,
এটা মূলত নির্ভর করে থাকে সেই দেশের জিডিপি এবং মাথাপিছু
আয়ের ভিত্তিতে। উপরের আলোচ্য বিষয়টুকু পড়ে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে
আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের কাছে শেয়ার করে দিতে পারেন, যেন তারা উপকৃত
হতে পারে।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url