বসন্ত নিয়ে ক্যাপশন, উক্তি, স্টাটাস,ছন্দ ও কবিতা

বসন্তু প্রায় প্রতিটি মানুষের পছন্দের ঋতু। বসন্তের ভালোলাগা নিয়ে অনেকেই অনেককিছু ফেসবুকে লিখতে চায়, কিন্তু কি লিখবে খুঁজে পান না। এই আর্টিকেলটির মাধ্যমে নিচে বসন্ত নিয়ে ক্যাপশনে, উক্তি, স্ট্যাটাস, ছন্দ ও কবিতা সম্পর্কে জানতে পারবেন।
বসন্ত ঋতু আপনার প্রিয় ঋতু। অথচ ফেসবুকে কি লিখবেন বুঝতে পাচ্ছেন না। চলুন এই আর্টিকেলটির মাধ্যমে জেনে নেওয়া যাক, বসন্ত নিয়ে ক্যাপশন, বসন্ত নিয়ে উক্তি, বসন্ত নিয়ে স্টাটাস, বসন্ত নিয়ে ছন্দ ও কবিতা সম্পর্কে। পুরো আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত নিচে পড়তে থাকুন।

পোস্ট সূচীপত্রঃ বসন্ত নিয়ে ক্যাপশন সম্পর্কে জানতে পড়ুন

বসন্ত নিয়ে ক্যাপশন

বসন্ত নিয়ে ক্যাপশন সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাদের জাানার সুবিধার্থে, এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে, বসন্ত নিয়ে ক্যাপশন সম্পর্কে আশা করি জানতে পারবেন। ঋতুরাজ বসন্ত প্রায় প্রতিটি মানুষের কাছেই প্রিয়। সেজন্য প্রায় অনেকেই বসন্ত নিয়ে ক্যাপশন খুঁজে থাকে ফেসবুকে পোস্ট করার জন্য। এই পোস্টে বসন্ত নিয়ে কিছু সুন্দর সুন্দর ক্যাপশন খুঁজে পাবেন। আপনাদের জানার জন্য নিচে উল্লেখ করে দেওয়া হলো।

"এই বসন্ত শিমূল গাছের ডালে কোকিলের ডাকে যেন মনটা ভরে যায়"

"এই বুঝি চলে এসেছে বসন্ত কাল কোকিলের কুহু কুহু ডাকে বুঝে নিলাম"

" ঋতুরাজ বসন্তে কত ফুল ফোটে, কত বাঁশি বাজে, কত পাখির কিচিমিচির আওয়াজ তোলে, এ যেন প্রকৃতির এই অমায়িক রূপ শুধু এই বসন্ততেই পাওয়া যায়"

বসন্ত নিয়ে ফেসবুক ক্যাপশন

বসন্ত নিয়ে ফেসবুক ক্যাপশন সম্পর্কে জানার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেন। এবং ঋতুরাজ বসন্ত নিয়ে ফেসবুকে কি ক্যাপশন লিখবেন বা দিবেন সে সম্পর্কে অনেকেই ধারণা রাখেন না বা জানেন না। আপনারা যারা বসন্ত নিয়ে ফেসবুকে ভালো ভালো কিছু ক্যাপশন লিখতে চান, তারা এই পোষ্টের মাধ্যমে কিছু ক্যাপশন সম্পর্কে জানতে পারবেন। নিচে জেনে নেওয়া যাক। ২০২৪/২০২৫ নতুন বছরে স্টাইলিশ ফেসবুক ক্যাপশন জানতে পড়ুন।

"বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে, আইসো আমার বাড়ি তুমি"

"বসন্তেরে ওই ফাল্গুনে কৃষ্ণচূড়ায়, আমি তোমার স্মৃতিগুলো রেখে আসতে চাই"

"বসন্তর প্রেমে পড়োনা না, তাহলে বসন্ত তোমাকে নিয়ে পালিয়ে যাবে"

"বসন্তের রঙিন ছোঁয়ায়, তোমার ঐ রেশমি চুলের তাল মাতাল হাওয়ায়, যেন আমাকে পাগল করে দেয়"

" বসন্তকে বরণ করায় যেন, মনের প্রশান্তি পাওয়া যায়"

 বসন্ত নিয়ে উক্তি

বসন্ত নিয়ে উক্তি সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকেন। ঋতুরাজ বসন্ত সবার প্রিয় বলে, মনের আনন্দে কিছু মুহূর্তকে স্বরণ করে রাখার জন্য ফেসবুক পোস্টে, বসন্ত নিয়ে অনেকেই কিছু কিছু পোস্ট লিখতে চান। কিন্তু কি উক্তি লিখবেন সেগুলো খুঁজে পান না। তাহলে চলুন জেনে নেওয়া যাক, বসন্ত নিয়ে কিছু ভালো ভালো উক্তি আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হলো।

"বসন্তের ফুল তোমার জন্য সযত্নে রেখেছি প্রিয়, তুমি এসে নিয়ে যেও"

"হয়তো গাছের সব ফুলগুলো ঝরে পড়ে যাবে, তবে বসন্ত থাকবে সেটাও উপকৃতির একটি নিয়ম"

"বসন্তের রঙ্গে রাঙ্গানো প্রকৃতি, হেসে খেলে বলে, আমায় ছেড়ে কোথায় যাস তোরা চলে"

বসন্ত নিয়ে স্টাটাস 

বসন্ত নিয়ে স্ট্যাটাস, যারা বসন্তপ্রেমেী তারা facebook এবং অন্যান্য মাধ্যমে না দিলে, যেন মনের খোরাক মিটে না। আর সেজন্য স্ট্যাটাস সম্পর্কে জানতে চান। কিন্তু ভালো ভালো স্ট্যাটাস গুলো খুঁজে পান না। তাই আপনাদের জন্য কিছু বালো ভালো বসন্তের স্ট্যাটাস হাজির হয়েছে। আপনি চাইলে এই পোস্টে নিচে জেনে নিতে পারেন।
"ফাল্গুনের শীত চলে গিয়ে বসন্তের আগমন, ঋতুরাজ বসন্ত এসে প্রকৃতি দিল সাজিয়ে"

"ফুলের সঙ্গে পরশ লেগেছে গায়ে, তাই দেখে প্রথম প্রেমের পরশ লেগেছে হৃদয়ে।

"ফুলে ভরা বসন্ত রাঙ্গিয়েছে, এই প্রকৃতি মনটাকে কি আর ঘরে ধরে রাখা যায়"

"বসন্তে ফাল্গুনের রং যেন লেগেছে হৃদয়ে, তাই দেখে আমি  হারিয়ে গেছি প্রকৃতির মাঝে"

বসন্তের রোমান্টিক স্টাটাস

আপনি কি বসন্তের রোমান্টিক স্ট্যাটাস সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে এই শুধুমাত্র আপনার জন্য। নিচে বসন্তের রোমান্টিক ভালো ভালো স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন। আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হয়েছে। পোষা বিড়ালের সুন্দর নাম - ছেলে ও মেয়ে বিড়ালের ডাকনাম জানতে পড়তে পারেন।

"আজ বসন্ত বইছে গায়, তাই তোমারেই বারংবার মন পেতে চায়"

"বসন্তে আমার মনের বাসন্তী ছুঁয়েছে মনে, বলো না সখি কোথা থেকে এরূপ নিয়ে তুমি এলে"

"বসন্তকালে সখি তুই যাস না আমায় ফেলে, ভরা বসন্তে আমি একলা রবো কেমন করে"

বসন্ত নিয়ে কবিতা

বসন্ত নিয়ে অনেকেই কবিতায় সম্পর্কে জানতে চান। কিন্তু বসন্তের কোন কবিতাগুলো ভালো, সে সম্পর্কে ধারণা রাখেন না। আপনাদের জানার সুবিধার্থে ভালো ভালো কিছু কবিতা নিচে উল্লেখ করে দেয়া হলো, পড়তে থাকুন আশা করি ভালো লাগবে। জবা ফুল নিয়ে ক্যাপশন, উক্তি, স্টাটাস ও কবিতা জানুন।

আমার বসন্ত
নির্মলেন্দু গুণ

মনের ভেতর জুড়ে আরো এক মনের মর্মর,
পাতা ঝরা স্বচক্ষে স্বকর্ণে দেখা চাঁদ।
জোৎস্নাময় রাতের উল্লাসে,
কাল বিষ এ না হলো বসন্ত কিসের।

গাছের জরায়ু ছিরে বেরিয়েছে
অবিচ্ছিল বোধ কুমারীর খুন।
প্রসূতির প্রসন্ন প্রসন
কণ্ঠ ভোরে করি পান পরিপূর্ণ সে পাত্র।
বিশেষ চাই পূর্ণ শিশিরে নির্ঘুম,
এ না হলে বসন্ত কিসের।


 থেকো বসন্ত সন্ধ্যায়
       সুব্রত পাল

যদি বসন্ত পলাশ খোঁজে খুঁজুক
তুমি খুঁজো না রাঙ্গামাটির পথে হাঁটতে ;
ইচ্ছে করলেই হেটো না শুধু আমায় খোঁজো।
আমি তো দুরন্ত ফাল্গুন গোটা গায়ে,
মেখে তোমার জন্য বসে আছি মনে।

মনের মাদলে বাজাচ্ছি আর
গোধূলির রং দেখেছি দিগন্তে।
যদি বসন্ত তোমাকে ডাকে ডাকুক
তুমি যেওনা আঙ্গুল ছুঁতে ইচ্ছে করলেই।
কথা বলোনা আমাকে শুধু শুঁয়ো

আমি তো পাতায় পাতায় লুকিয়ে
রেখেছি সব ঢেউ,দিপ, দ্বীপপুঞ্জ।
গ্রহণ অরণ্য হয়েছি কুয়াশায় সেজেছি কখনো,
তবু যদি বসন্ত আসে তোমার
কৃষ্ণচূড়ার ডালে আর কোকিল ডাকে,
 তবে অপেক্ষা করো আমি আবির নিয়ে আসছি।

এই বসন্ত সন্ধ্যায় সমস্ত আড়াল অভিমান
সমস্ত সীমারেখা অপেক্ষা করে
আজ তোমার সামনে এসেছি।
এসো ক্রমাগত আকারে ধরি
আর ক্রমাগত বাঁচার চেষ্টা করি।
আমি তো আর সব সময় 
থাকবো না এই বসন্ত সন্ধ্যায়।

(বিঃদ্রঃ) উপরে উল্লেখিত কিছু কিছু ক্যাপশন সংগ্রহিত করা হয়েছে, কারো আপত্তি বা অভিযোগ থাকলে দয়া জানাতে ভুলবেন না।

বসন্ত নিয়ে কিছু কথা

কোথায় হারিয়ে গেলো বসন্তের সেই স্মৃতিময় দিনগুলি, কোথায় হারিয়ে গেল শিমুল গাছের লাল ফুলগুলো কুড়ানোর শৈশবের দিনগুলি। কোকিলেন কন্ঠে যেন গানগুলো আর আগের মত লাগে না।
কোকিলগুলো দিনে দিনে যেন হারিয়ে যাচ্ছে। তার কণ্ঠ যেন শোনা যায় না বললেই চলে, তবে যতগুলোই রয়েছে তাদের আওয়াজেই যেন বোঝা যায় বসন্ত এসে গেছে।

লেখকের শেষ মন্তব্য

উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে,বসন্ত নিয়ে ক্যাপশন, বসন্ত নিয়ে উক্তি, বসন্ত নিয়ে রোমান্টিক স্টাসস,বসন্ত নিয়ে ফেসবুক স্ট্যাটাস এবং বসন্ত নিয়ে কবিতা ইত্যাদি সম্পর্কে। আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং সহজেই বুঝতে পেরেছেন।আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকলে আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url