ঢাকা টু থাইল্যান্ড বিমান ভাড়া জানুন
ঢাকা থেকে থাইল্যান্ড বেশিরভাগ মানুষ ভ্রমণ, বিজনেস, হানিমুন করার জন্য গিয়ে
থাকেন। আপনারা যারা দেশটিতে যেতে চাচ্ছেন, ঢাকা টু থাইল্যান্ড বিমান ভাড়া কত এবং
যেতে কত সময় লাগে, সে সম্পর্কে জানার জন্য এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত
নিচে পড়তে পারেন।
ঢাকা থেকে আপনারা যারা থাইল্যান্ড যেতে চাচ্ছেন, বাংলাদেশ ঢাকা থেকে থাইল্যান্ড
কোন বিমান গুলো চলাচল করে এবং ঢাকা টু থাইল্যান্ড বিমান ভাড়া কত, সে সম্পর্কে
জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই যাবতীয় বিষয়গুলো জানতে নিচে পড়তে থাকুন।
পোস্ট সূচীপত্রঃ ঢাকা টু থাইল্যান্ড বিমান ভাড়া জানতে পড়ুন
ঢাকা টু থাইল্যান্ড কোন বিমানগুলো চলাচল করে
ঢাকা টু থাইল্যান্ড কোন বিমানগুলো চলাচল করে, সে সম্পর্কে জানার জন্য প্রায়
অধিকাংশ মানুষ গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, ঢাকা থেকে
থাকইল্যান্ড কোন বিমানগুলো চলাচল করে আশা করি সে সম্পর্কে বিস্তারিত নিচে জানতে
পারবেন। বাংলাদেশের ঢাকা থেকে থাইল্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ভ্রমণ করার
জন্য গিয়ে থাকে,
তবে আপনি দেশটিতে যে উদ্দেশ্যে নিয়ে যান না কেন, অবশ্যই আপনাকে বিমানের মাধ্যমে
যেতে হবে। আর বিমানের মাধ্যমে যেতে চাইলে, ঢাকা থেকে থাইল্যান্ড কোন বিমানগুলো
যাতায়াত করে সে সম্পর্কে আপনার জেনে রাখা উচিত। কেননা কোন এয়ারলাইন্স কোম্পানির
বিমানগুলো ঢাকা টু থাইল্যান্ড চলাচল করে, সে সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে
যেতে পারবেন না।
তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক, কোন এয়ারলাইন্স কোম্পানির
বিমানগুলো চলাচল করে থাকে। ঢাকা টু চায়না বিমান ভাড়া জানুন।
ক্রমিক নং | ঢাকা টু থাইল্যান্ড যে বিমানগুলো চলাচল করে |
---|---|
০১ | ব্যাংকক এয়ারওয়েজ |
০২ | এমিরেটস এয়ারলাইন্স |
০৩ | শ্রীলঙ্কান এয়ারলাইন্স |
০৪ | সিঙ্গাপুর এয়ারলাইন্স |
০৫ | মালয়েশিয়া এয়ারলাইন্স |
০৬ | টার্কিশ এয়ারলাইন্স |
০৭ | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স |
০৮ | ইউএস বাংলা এয়ারলাইন্স |
০৯ | এয়ার ইন্ডিয়া |
১০ | থাই এয়ারওয়েজ |
১১ | ইতিহাদ এয়ারওয়েজ |
১২ | কাতার এয়ারওয়েজ |
ঢাকা টু থাইল্যান্ড বিমান ভাড়া
টাকা ঢু থাইল্যান্ড বিমান ভাড়া কত, সে সম্পর্কে জানার জন্য প্রায় অনেকেই
ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকেন। আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শুরু থেকে
শেষ পর্যন্ত পড়লে ঢাকা টু থাইল্যান্ড বিমান ভাড়া সম্পর্কে যাবতীয় তথ্যগুলো জানতে
পারবেন।
আপনারা উপরে জানতে পারলেন যে, ঢাকা থেকে থাইল্যান্ড কোন এয়ারলাইন্স
কোম্পানির বিমান গুলো যাতায়াত করে থাকে।প্রতিটি এয়ারলাইন্স কোম্পানির দুটি করে
সিট রয়েছে অর্থাৎ
- ইকোনোমিক ক্লাস
- বিজনেস ক্লাস
তবে ঢাকা থেকে থাইল্যান্ডে যে বিমানগুলো চলাচল করে থাকে, এসব এয়ারলাইন্স
কোম্পানির বিমানগুলোতে বেশিরভাগই বিজনেস ক্লাসের সিট রয়েছে। তাহলে চলুন অন্য
জেনে নেই, ঢাকা টু থাইল্যান্ড বিমান ভাড়া এবং ইকোনোমিক ক্লাস এবং বিজনেস ক্লাসের
বিমান ভাড়া সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে
দেওয়া হচ্ছে। ঢাকা টু মালয়েশিয়া বিমান ভাড়া কত জানুন।
ঢাকা টু থাইল্যান্ড বিমান ভাড়া
ক্রমিক নং | বিমানের নাম | ইকোনোমিক ক্লাসের ভাড়া | বিজনেস ক্লাসের ভাড়া |
---|---|---|---|
০১ | ব্যাংকক এয়ারওয়েজ | ইকোনোমিক ক্লাসের সিট নেই | ৬৫ হাজার থেকে ৭৫ হাজার টাকা |
০২ | এমিরেটস এয়ারলাইন্স | ইকোনোমিক ক্লাসের সিট নেই | ৭২ হাজার থেকে ৮০ হাজার টাকা |
০৩ | শ্রীলঙ্কান এয়ারলাইন্স | ইকোনোমিক ক্লাসের সিট নেই | ৮০ হাজার থেকে ১ লক্ষ ৫ হাজার টাকা |
০৪ | সিঙ্গাপুর এয়ারলাইন্স | ৩৫ হাজার থেকে ৪২ হাজার টাকা | ৪৮ হাজার থেকে ৬৫ হাজার টাকা |
০৫ | মালয়েশিয়া এয়ারলাইন্স | ৩২ হাজার থেকে ৪০ হাজার টাকা | ৬৫ হাজার থেকে ৭৫ হাজার টাকা |
০৬ | টার্কিশ এয়ারলাইন্স | ইকোনোমিক ক্লাসের সিট নেই | ৯৫ হাজার থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা |
০৭ | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ৪৪ হাজার থেকে ৫৫ হাজার টাকা | ৭৫ হাজার থেকে ৯৫ হাজার টাকা |
০৮ | ইউএস বাংলা এয়ারলাইন্স | ৩৮ হাজার থেকে ৪৮ হাজার টাকা | ৬৫ হাজার থেকে ৮০ হাজার টাকা |
০৯ | এয়ার ইন্ডিয়া | ইকোনোমিক ক্লাসের সিট নেই | ৪০ হাজার থেকে ৫৫ হাজার |
১০ | থাই এয়ারওয়েজ | ইকোনোমিক ক্লাসের সিট নেই | ৪৪ হাজার থেকে ৫৫ হাজার টাকা |
১১ | ইতিহাদ এয়ারওয়েজ | ইকোনোমিক ক্লাসের সিট নেই | ১ লক্ষ ৫ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত |
১২ | কাতার এয়ারওয়েজ | ইকোনোমিক ক্লাসের সিট নেই | ৭২ হাজার থেকে ৯০ হাজার টাকা |
বাংলাদেশ থেকে থাইল্যান্ডের দূরত্ব কত কিলোমিটার
ঢাকা টু থাইল্যান্ড কোন বিমানগুলো চলাচল করে থাকে এবং ভাড়া কেমন সে সম্পর্ক জানতে
পারলেন। বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যারা নতুন যেতে চান, বাংলাদেশ থেকে
থাইল্যান্ডের দূরত্ব কত কিলোমিটার, সে সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে থাকেন।
তাহলে চলুন নিচে জেনে নেওয়া যাক।
- বাংলাদেশ থেকে থাইল্যান্ডের দূরত্ব হচ্ছে প্রায় ১,৪১১ কিলোমিটার। যা মাইল হিসাবে দাঁড়ায় ৮৭৭ মাইল। বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত জেনে নিতে পারেন।
ঢাকা থেকে থাইল্যান্ড যেতে কত সময় লাগে
বাংলাদেশ থেকে থাইল্যান্ড কোন বিমান যায়, ভাড়া কত এবং দূরত্ব কত কিলোমিটার সে
সম্পর্কে জানতে পারলেন।কিন্তু ঢাকা থেকে থাইল্যান্ড থেকে কত সময় লাগে, সে
সম্পর্কে অনেকেই জানার ইচ্ছে পোষণ করে থাকেন। আপনাদের জানার জন্য নিচে
উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- বাংরাদেশ ঢাকা থেকে থাইল্যান্ড যেতে সময় লাগে প্রায় ২ ঘন্টা থেকে প্রায় ৩ ঘন্টা পর্যন্ত।
ঢাকা টু থাইল্যান্ড কেন জনপ্রিয় গন্তব্য
ঢাকা টু থাইল্যান্ড কেন জনপ্রিয় গন্তব্য সেগুলো সম্পর্কে আপনাদের জানার
সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।থাইল্যান্ড প্রায় প্রতিটি মানুষের কাছে
ভ্রমণের জন্য খুবই জনপ্রিয় একটি যায়গা। নিচে জেনে নেই কি কি কারণে জনপ্রিয় সেগুলো
সম্পর্কে।
পর্যটনঃ থাইল্যান্ড বুদ্ধ মন্দির, পাহাড়, সমুদ্র সৈকত ইত্যাদির জন্য
জনপ্রিয়।
ব্যবসা ও চিকিৎসাঃ ব্যবসায়িক বা অর্থনৈতিক কেন্দ্র হিসাবে বর্তমানে
থাইল্যান্ড অন্যতম। এছাড়াও কম খরচে চিকিৎসার জন্য খুবই জনপ্রিয়।
ভিসা সুবিধাঃ থাইল্যান্ডের ভিসা বাংলাদেশি নাগরিকদের জন্য খুব সহজে করা
যায় এবং অন-অ্যারাইভাল ভিসা সুবিধাগুলো রয়েছে, যা ভ্রমণকে আরো সহজ করে দিয়ে
থাকে। বাংলাদেশ থেকে দুবাই বিমান ভাড়া কত জানুন।
কিভাবে টিকিট সস্তায় কিনবেন
আপনি যদি ভ্রমণ করার জন্য একটু কৌশল করেন, তাহলে খুব সহজেই সস্তায় টিকিট কিনতে
পারবেন। তাহলে চলুন জেনে নেয়া যাক, সেই কৌশল গুলো কি সে সম্পর্কে।
- আপনাকে অফ সিজনে ভ্রমণ করতে হবে, কেননা টিকিট দাম সে সময় কম থাকে।
- এডভান্স বুকিং করলে অর্থাৎ আপনি যদি ১/২ মাস আগে বুকিং করেন তাহলে সাশ্রয় পেতে পারেন।
- অফার খোঁজার চেষ্টা করুন
- নির্দিষ্ট এয়ারলাইন্স কোম্পানি বিমান না দেখে বিভিন্ন বিমান গুলোর ভাড়া দেখুন তাহলে ভাড়া কম পেতে পারেন। ঢাকা টু সিঙ্গাপুর বিমান ভাড়া কত জানতে পড়ুন।
লেখকের শেষ মন্তব্য
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, বাংলাদেশ ঢাকা থেকে থাইল্যান্ড কোন
বিমান গুলো চলাচল করে থাকে, ঢাকা টু থাইল্যান্ড বিমান ভাড়া কত, থাইল্যান্ড
দূরত্ব কত কিলোমিটার এবং যেতে কত সময় লাগে ইত্যাদি সম্পর্কে। আপনারা যারা
বাংলাদেশ থেকে থাইল্যান্ড যেতে চান অবশ্যই যাওয়ার পূবে ভাড়া সম্পর্কে ভালো ভাবে
যেনে যেতে পারেন। কেননা সময়ের পরিবর্তনে ভাড়া কম বেশি হতে পারে। উপরের আলোচ্য
অংশটুকু আশা করি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url