পোষা বিড়ালের সুন্দর নাম - ছেলে ও মেয়ে বিড়ালের ডাকনাম

পোষা বিড়ালের সুন্দর নাম রাখা যেন বর্তমানে সবার কাছে প্রয়োজনীয় বিষয়ে পরিনত হয়েছে। প্রতিটি মানুষ বাসায বিড়াল পুষে থাকেন। বিড়াল দেখতে যেমন সুন্দর, তেমনি জনপ্রিয় হয়ে উঠেছে। তাহলে চলুন ছেলে ও মেয়ে বিড়ালের সুন্দর নাম সম্পর্কে নিচে যেনে নেওযা যাক।
আপনারা যারা বাসায় বিড়াল পুষে থাকেন, তাদের নাম রাখার জন্য, অনেকেই গুগলে অনুসন্ধান করেন। এই আর্টিকেলটির মাধ্যমে আপনার বাসার পোষা ছেলে ও মেয়ে বিড়ালের নাম কি রাখতে পারেন, সে সম্পর্কে আশা করি বিস্তারিত জানতে পারবেন।

পোস্ট সূচীপত্রঃ পোষা বিড়ালের সুন্দর নাম জানতে পড়ুন

বিড়ালের বাংলা নাম সম্পর্কে কিছু কথা

বাংলাদেশের সংস্কৃতিতে পশু পাখির নামকরণ একটি দীর্ঘ ও সমৃদ্ধি এবং ঐতিহ্য বহন করে থাকে। সেই প্রাচীনকাল থেকেই মানুষ তাদের পোষ্য প্রানী, বন্যপ্রাণী,গৃহপালিত প্রাণী এমনকি কল্পিত প্রাণীর জন্য নাম রেখেছেন। আপনি আপনার পোষ্য বিড়ালেন কি নাম রাখবেন, ছেলে নাকি মেয়ে তার শরীরে গঠনের উপর নির্ভর করে রাখতে পারবেন। এছাড়াও বিড়ালের মালিকের ব্যক্তিত্ব এবং 

বয়সের উপরে নির্ভর করে নাম রাখতে পারেন। আপনাকে পোষ্য বিড়ালের নাম রাখার অর্থ হচ্ছে তার পরিচয় নিশ্চিত করা।যেন আপনি তাকে ডাকলেই সে বুঝতে পারে এবং সে প্রতিক্রিয়া জানাতে পারেন।বর্তমানে বাংলার ঐতিহ্য ও আধুনিকতার পরিবর্তনের সাথে সাথে বিড়ালের নামেরও পরিবর্তন ঘটেছে। তাহলে চলুন যেনে নেওয়া যাক, আপনার পোষ্য ছেলে ও মেয়ে বিড়ালের সুন্দর সুন্দর নাম সম্পর্কে।

বাংলাদেশী বিড়ালের সুন্দর সুন্দর নাম

বাংলাদেশী বিড়ালের সুন্দর সুন্দর নাম কি, সে সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ জানার জন্য ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকেন। এই আর্টিকেলটির মাধ্যমে আপনার পোষ্য বিড়ালের সুন্দর সুন্দর নাম সম্পর্কে জানতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন, বাংলাদেশী বিড়ালের সুন্দর সুন্দর নাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

ক্রমিক নং বাংলাদেশী বিড়ালের সুন্দর নাম
০১ রাজা
০২ রানী
০৩ মাখন
০৪ বাদশা
০৫ মালতী
০৬ সুলতান
০৭ টুন টুন
০৮ বিলু
০৯ মিঠু
১০ কাজল
১১ বাবু
১২ পদ্মা
১৩ নেহা
১৪ গোলাপী
১৫ ঝুমা

বিড়ালের আদুরে ডাক নাম

আপনি যদি আপনার বাসার পোষ্য বিড়ালটির আদরের নামে ডাকতে চান বা নাম রাখতে চান, তাহলে নিচে কিছু কিছু সুন্দর নাম উল্লেখ করে দেওয়া হয়েছে নির্বাচন করতে পারেন। বিড়াল কে সুন্দর নামে ডাকার মাধ্যমে আপনি এবং আপনার বিড়ালের মাঝে একটি স্নেহ বন্ধন তৈরি হতে পারে।চলুন বিড়ালের আদুরে ডাক নাম সম্পর্কে জেনে যাওয়া যাক।

ক্রমিক নং আদুরে বিড়ালের নাম
০১ আদুরি
০২ মিনু
০৩ ছুটকি
০৪ গুল্লু
০৫ লুলু
০৬ লতুপতু
০৭ পরি
০৮ পচু
০৯ কিউটি
১০ ডিব্বা
১১ নিব্বা
১২ সোনাই
১৩ মিনি
১৪ গোলাপী
১৫ টেডি

বিড়ালের আধুনিক ডাকনাম

অনেকেই রয়েছেন যারা বিড়ালের আধুনিক ডাক নাম জানার জন্য আগ্রহ প্রকাশ করেন। তাই আপনাদের জানার সুবিধার্থে 

বিভিন্ন মুভির প্রাণীর ক্যারেক্টারের নাম থেকে ইন্সপার হয়ে নিচে কিছু কিছু না উল্লেখ করে দেওযা হলো নিচে বিস্তারিত দেখে নিন।

ক্রমিক নং বিড়ালের আধুনিক ডাকনাম
০১ মাক্স
০২ টম
০৩ বিলি
০৪ নিমো
০৫ রিঙ্গ
০৬ বাঘিরা
০৭ মার্টি
০৮ সিম্বা
০৯ ডরি
১০ অ্যালেক্স
১১ ভিক্টোর
১২ হিরা
১৩ ফুকু
১৪ ডাফি
১৫ মোমো

মেয়ে বিড়ালের সুন্দর নাম

মেয়ে বিড়ালের সুন্দর নাম জানার জন্য অনেকেই আগ্রহ নিয়ে থাকেন। কি নাম রাখবেন সে সম্পর্কে ভেবে পান না। তাই আপনাদের জানার সুবিধার্থে এই আর্টিকেলটির মাধ্যমে নিচে মেয়ে বিড়ালের সুন্দর নাম সম্পর্কে উল্লেখ করে দেওয়া হলো।

ক্রমিক নং মেয়ে বিড়ালের সুন্দর নাম
০১ মিষ্টি
০২ মিমি
০৩ সুখী
০৪ রাজকুমারী
০৫ সাথী
০৬ বেলা
০৭ কুইন
০৮ এলিজাবেথ
০৯ প্রিন্সেস
১০ মুনা
১১ ঝুমকা
১২ ফুলি
১৩ পুচি
১৪ ফুল্কি
১৫ চুমকি

ছেলে বিড়ালের সুন্দর সুন্দর নাম

অনেকের বাসায় পোষা সুন্দর ছেলে বিড়াল রয়েছে কিন্তু কি নাম রাখবেন সে সম্পর্কে ভেবে পাচ্ছেন না। তাহলে আপনারা এই আর্টিকেলটির মাধ্যমে ছেলে বিড়ালের সুন্দর সুন্দর নাম গুলো সম্পর্কে জেনে নিতে পারেন।

ক্রমিক নং ছেলে বিড়ালের ডাক নাম
০১ রাজা
০২ কালু
০৩ রাঙ্গা
০৪ কাজল
০৫ মিঠু
০৬ মিশু
০৭ বাবু
০৮ মিঠাই
০৯ টিপু
১০ পুস্প

পোষ্য বিড়ালের মজার নাম

বিড়ালের নাম সাধারণ ফানি ধরনের হলে সহজেই মনে রাখা যায়। আপনি যখন ফানি ধরনের নাম, অন্য সবার কাছে পরিচয় করিয়ে দিবেন তখন নামটি সবাই মনে রাখতে পারবে। আপনার বিড়ালটি যদি চঞ্চল প্রকৃতির হযে থাকে তাহলে নিম্নে উল্লেখিত নামগুলো রাখতে পারেন।

ক্রমিক নং পোষা বিড়ালের মজার নাম
০১ হিটলার
০২ কালু
০৩ ডিপজল
০৪ গুন্ডা
০৫ রুপালী
০৬ ধলা
০৭ লাল

বিড়ালের ইসলামিক নাম

ইসলামে বিড়ালের প্রতি সাধারণত সহানুভূতি এবং শ্রদ্ধাশীল মনোভাব রয়েছে। হাদিসে বলা হয়েছে যে, নবী মুহাম্মদ (সাঃ) বিড়ালকে ভালোবাসতেন এবং তাদের যত্ন নিতেন। চলুন জেনে নেওয়া যাক বিড়ালের ইসলামিক নাম সম্পর্কে নিচে দেওয়া হলো।

ক্রমিক নং বিড়ালের ইসলামিক নাম
০১ ফারাহ
০২ হাবিবা
০৩ ফেরান
০৪ শের
০৫ বারাকা
০৬ সাবা
০৭ মিশ মিশ

বিড়ালর নাম যেভাবে রাখবেন

প্রাচীনকাল থেকেই গ্রাম বাংলায় বিড়ালের নাম রাখার প্রচলন ছিল। তখন বিড়ালকে সাধারণত "ম্যাও" বা "পটু" হিসাবে নাম রাখা হতো। কিন্তু বর্তমানে সময়ের সাথে সাথে নামেরেও পরিবর্তন হয়েছে।
বর্তমানে আপনি বিড়ালের নাম রাখতে পারেন, গায়ের রং, চেহেরা, আচার- আচারণ ইত্যাদির উপরে ভিত্তি করে।

উদাহরণস্বরুপঃ

  • মিষ্টি স্বভাবের বিড়ালকে সাধারণত "মিনু" বলে ডাকা হয়।
  • হিংস্র স্বভাবের বিড়ালকে "বাঘা" বলে ডাকা হয়।

লেখকের শেষ মন্তব্য

উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, বিড়ালের বাংলা ডাক নাম সম্পর্কে কিছু কথা, বাংলাদেশী বিড়ালের সুন্দর সুন্দর নাম, বিড়ালের আদুরে ডাক নাম, বিড়ালের আধুনিক ডাকনাম, ছেলে ও মেয়ে বিড়ালের ডাক নাম এবং বিড়ালের নাম যেভাবে রাখবেন ইত্যা সম্পর্কে। 

আপনার বাসার পোষ্য বিড়ালরর কি নাম রাখতে পারেন, সে সম্পর্কে এই পোস্টির মাধ্যমে আলোচনা করা হয়েছে। আশা করি আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন। আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকলে শেয়ার করতে ভুলবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url