নতুন নিয়মে সৌদি ভিসা চেক - সৌদি ভিসা চেক করার নিয়ম

সৌদি আরবে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় অসংখ্য মানুষ বিভিন্ন উদ্দেশ্য গিয়ে থাকেন। প্রতিটি মানুষের ভিসার প্রয়োজন হয়। কিন্তু আপনার ভিসাটি আসল না নকল সে সম্পর্কে অনেকেই ধারণা রাখেন না, ফলে প্রতারিত হতে হয়। তাই ভিসা চেক করার নিয়ম সম্পর্কে নিচে জেনে নিতে পারেন।
সৌদি আরবে প্রতিবছর অসংখ্য মানুষ কাজের উদ্দেশ্যে পাড়ি জমাতে চান। কিন্তু আপনার ভিসাটি আসল কি নকল যাওয়ার পূর্বে চেক করে নেওযাটা খুবই জরুরী। তাহলে দালাল দ্বারা প্রতারিত হওযার সম্ভাবনা থাকবে না। তাই চলুন জেনে নাও যাক, নতুন নিয়মে ভিসা চেক করার উপায় সম্পর্কে।

পোস্ট সূচীপত্রঃ নতুন নিয়মে সৌদি ভিসা চেক করার উপায় জানতে পড়ুন

নতুন নিয়মে সৌদি ভিসা চেক

নতুন নিযমে সৌদি ভিসা চেক সম্পর্কে জানার জন্য গুগলে অনুসন্ধান করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে এই আর্টিকেলটির মাধ্যমে নতুন নিয়মে সৌদি ভিসা চেক বা কিভাবে চেক করা যায়, সে সম্পর্কে যাবতীয় তথ্য জানানোর চেষ্টা করবো। সৌদি আরবের ভিসা অনলাইনে আপনি দুটি ভাবে চেক করতে পারবেন। সৌদি আরবের ভিসা চেক আগে সাধারণত emjazit.com.sa এই 

ওয়েবসাইটের মাধ্যমে করা হতো। কিন্তু সৌদি আরবের ভিসা চেক করার জন্য এই ওয়েবসাইটটি কাজ করছে না। সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত টাকা জেনে নিতে পারেন।

  • বর্তমানে আপনি সৌদি নতুন নিয়মের ভিসা চেক করার জন্য Saudi Arabia Visa Check Portal ভিজিট করতে পারেন।
  • এরপর আপনার Nationality-Bangladesh সিলেক্ট করতে হবে।
  • তারপর আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে লিখতে হবে।
  • ভিসা টাইপ সিলেক্ট করে দিতে হবে এবং Dhaka সিলেক্ট করে Search বাটনে ক্লিক দিলে সহজেই আপনার সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন।
নতুন নিয়ম সৌদি ভিসা চেক করার করার মাধ্যমে আপনার ভিসাটি হয়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ।এছাড়াও আপনি সৌদি আরবে ভিসা চেক করার মাধ্যমে কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা সম্পর্কেও আপডেট তথ্যগুলো জানতে পারবেন।

সৌদি ভিসা চেক করার নিয়ম

সৌদি ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানার প্রায় অধিকাংশ মানুষ ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকেন। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে সঠিকভাবে সৌদি ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। সৌদি আরবের ভিসা চেক করার জন্য আপনাকে visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে। 

এরপর আপনাকে বাম সাইটে English মেনুতে গিয়ে ক্লিক করতে হবে। এরপর আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ভিসার ধরন,আপনার জাতীয়তা,আপনার ভিসা ইস্যু অথোরিটি ঢাকা নির্বাচন করে কি ইমেজে থাকা ক্যাপচাটি পূরণ করে, আপনাকে Search বাটনে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনি খুব সহজেই সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন। আপনাদের জানার সুবিধার্থে আরো সহজ করে উল্লেখ করে দিচ্ছি।

  • সৌদি আরবের ভিসা চেক করার ওয়েবসাইটিতে প্রবেশ করতে হবে
  • আপনার পাসপোর্ট নাম্বার লিখতে হবে এবং জাতীয়তা সিলেক্ট করে দিতে হবে।
  • Visa Type - Work এর পাশে Dhaka select করে দিতে হবে
  • এরপর ক্যাপচা দেখতে পাবেন, সেটি পূরণ করে Search আপনার ভিসা চেক করা হয়ে যাবে।  সৌদি আরবে ক্লিনার ভিসার বেতন কত জানতে পড়ুন।      

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন সেটা হোক কাজের ভিসা কিংবা হজ্বের ভিসা। কিন্তু জানতে হবে চেক করার উপায় সম্পর্কে। তাহলে চলুন যেতে জেনে নেই, পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক কিভাবে করা যায় সে সম্পর্কে। আপনাদের বোঝার সুবিধার্থে নিচে ধাপে ধাপে উল্লেখ করে দেওযা হলো।

ধাপ ১ঃ পাসপোর্ট এর নাম্বারটি দিয়ে সৌদি ভিসা চেক করার জন্য এই লিংকে ভিজিট করতে হবে। তারপর বামদিকে নিচের ইমেজে দেখানো বাটনে ক্লিক করতে হবে। তাহলে সব রেখা English হয়ে যাবে।
ধাপ২ঃ তারপরও নিচের ইমেজ এর মত করে, আপনাকে পাসপোর্ট নাম্বার, ভিসার ধরন,জাতীয়তা, ভিসা ইস্যু অথোরিটি Dhaka নির্বাচন করে ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে দিতে হবে। তারপরে সার্চ বাটনে ক্লিক করলেই আপনার পাসপোর্ট এর সকল যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন।
Search ক্লিক করার পর ইমেজের মত একটি পেজ দেখতে পাবেন, সেখানে পপআপ আকারে আপনার ভিসা নাম্বারটি দেখাবে। এবার আপনি যদি ক্লোজ বাটনে ক্লিক করেন তাহলেই আপনার ভিসার সকল তথ্য দেখতে পারবেন। সৌদি মেডিকেল রিপোর্ট চেক করার উপায় জানতে পড়ুন।

সৌদি ভিসা চেক অনলাইনে

সৌদি ভিসা চেক অনলাইনের মাধ্যমে করতে পারবেন। আর সেজন্য আপনাকে visa.mofa.gov.sa এই ওয়েবসাইট থেকে প্রবেশ করতে হবে। উপরে দেখতে পাবেন E লেখা রয়েছে সেটার উপর ক্লিক করতে হবে। এরপর Inquiry Type Select করতে হবে। আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, আইডি নাম্বার এবং ক্যাপচার কোডটি সঠিকবাবে লিখতে হবে। এরপর যদি Search বাটনে ক্লিক করেন তাহলে আপনার ভিসা অনলাইনে চেক করতে পারবেন। সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত জেনে নিতে পারেন।

সৌদি ভিসা চেক করার লিংক

সৌদি ভিসা চেক করা লিংক সম্পর্কে আপনারা যারা জানতে চান। আপনাদের জানার জন্য লিংকটি নিচে উল্লেখ করে দেওয়া হলো। সৌদি আরবের ভিসা চেক করার লিঙ্কটি হচ্ছে visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData। এই লিংকটিতে ভিজিট করে আপনার সৌদি আরবের ভিসা সহজেই চেক করতে পারবেন।

লেখকের শেষ মন্তব্য

উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, নতুন নিয়মে সৌদি ভিসা চেক, সৌদি ভিসা চেক করার নিয়ম, অনলাইনের মাধ্যমে সৌদি ভিসা চেক, পাসপোর্ট নাম্বারটি দিয়ে সৌদি ভিসা চেক এবং সৌদি আরবের ভিসা চেক কর আর লিংক ইত্যাদি সম্পর্কে। 

আপনার হাতের ভিসাটি আপনারা যারা সৌদি যাওযার আগে চেক করতে চাচ্ছেন, অবশ্যই উপরে আলোচ্য অংশটুকু মনোযোগ সহকারে পড়েছেন এবং কিভাবে চেক করবেন জানতে পেরেছেন। আর্টিকেলটি পড়ে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে শেয়ার করে দিতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url