সৈয়দপুর টু কক্সবাজার বিমান ভাড়া ও সময়সূচী
সৈয়দপুর থেকে দ্রুত সময়ে আপনি কি কক্সবাজার যেতে চাচ্ছেন? তাহলে এই আর্টিকেলটি
আপনার জন্য। প্রায় অনেকেই রয়েছেন, যারা ভ্রমণ বা ব্যবসা করার জন্য দ্রুত সময়ে
কক্সবাজারে যেতে চান। তারা এই পোস্টের মাধ্যমে জেনে নিতে পারেন, সৈয়দপুর টু
কক্সবাজার বিমান ভাড়া সম্পর্কে।
সৈয়দপুর থেকে কক্সবাজার সড়ক পথে যেতে অনেক সময় লেগে যায়। তাই প্রায় অধিকাংশ মানুষ
সময় বাঁচানোর জন্য বিমান পথ বেঁছে নিতে চান। কিন্তু সৈয়দপুর টু কক্সবাজার বিমান
ভাড়া কত সে সম্পর্কে ধারণা রাখেন না। তাহলে চলুন এই আর্টিকেলটির মাধ্যমে বিমান
ভাড়া সম্পর্কে জেনে নিতে পারেন।
পোস্ট সূচীপত্রঃ সৈয়দপুর টু কক্সবাজার বিমান ভাড়া জানতে পড়ুন
সৈয়দপুর টু কক্সবাজার কোন বিমানগুলো চলাচল করে
সৈয়দপুর টু কক্সবাজার কোন বিমানগুলো চলাচল করে, সে সম্পর্কে জানার জন্য অনেকেই
গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, আজকের এই আর্টিকেলটির
মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে, আশা করি যেসব বিমানগুলো চলাচল করে, সে
সম্পর্কে জানতে পারবেন। আপনারা জানেন যে, রংপুর বিভাগের অর্থাৎ উত্তরবঙ্গের
নীলফামারী জেলায় অবস্থিত সৈয়দপুর থানা।
সৈয়দপুর থানা, তবে অন্যান্য জেলার চেয়ে কোন অংশে কম নয়। আপনি যদি সৈয়দপুর থেকে
কক্সবাজার বিমানের মাধ্যমে কক্সবাজার যেতে চান, সেক্ষেত্রে কোন এয়ারলাইন্স
কোম্পানির বিমানগুলো চলাচল করে, সেগুলো সম্পর্কে জানা জরুরী। কেননা কোন বিমানগুলো
চলাচল করে, সে সম্পর্কে ধারণা না থাকলে, আপনার যাওয়া সম্ভব নাও হতে পারে।
চলুন যে নিচে জেনে নেই, সৈয়দপুর টু কক্সবাজার রুটে কোন এয়ারলাইন্স কোম্পানির
বিমানগুলো চলাচল করে থাকে। বাংলাদেশ থেকে ইতালি বিমান ভাড়া কত জানতে পড়ুন।
ক্রমিক নং | সৈয়দপুর টু কক্সবাজার যেসব বিমান চলাচল করে |
---|---|
০১ | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স |
০২ | ইউএস বাংলাদেশ এয়ারলাইন্স |
০৩ | নভোএয়ার এয়ারলাইন্স |
উপরে উল্লেখিত এয়ারলাইন্স কোম্পানির বিমানগুলো সৈয়দপুর টু কক্সবাজার যাতায়াত করে থাকে। আপনারা যারা সৈয়দপুর টু কক্সবাজার যেতে চান, উপরের যেকোনো একটি এয়ারলাইন্স কোম্পানির বিমানের মাধ্যমে সহজেই যেতে পারবেন। তবে
একেক এয়ারলাইন্স কোম্পানির ভাড়ার পরিমাণ একেক রকম হয়ে থাকে। এবং সময়ের সাথে
সাথে পরিবর্তন হতে পারে। তাই যাচাই-বাছাই করে টিকিট কাটতে পারেন।
সৈয়দপুর টু কক্সবাজার বিমান ভাড়া
সৈয়দপুর থেকে কক্সবাজার বিমান ভাড়া কত, সে সম্পর্কে জানার জন্য প্রায় অনেকেই
ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকেন। তাহলে আপনাদের জানার সুবিধার্থে, আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে,
আশা করি সৈয়দপুর টু কক্সবাজার বিমান ভাড়া কত, সে সম্পর্কে বিস্তারিত জানতে
পারবেন। আপনারা ইতিমধ্যে উপরে জানতে পেরেছেন যে, সৈয়দপুর থেকে কক্সবাজার কোন
এয়ারলাইন্স
কোম্পানির বিমানগুলো চলাচল করে থাকে। সৈয়দপুর টু কক্সবাজারের উদ্দেশ্য বেশ
কয়েকটি বিমান চলাচল করলেও, প্রতিটি বিমানের ভাড়ার পরিমাণ কিছুটা ভিন্ন ভিন্ন
থাকে। তাহলে চলুন আপনাদের জানার সুবিধার্থে উল্লেখ করে দেওয়া হচ্ছে, সৈয়দপুর থেকে
কক্সবাজার যে বিমানগুলো চলাচল করে সেগুলোর ভাড়া সম্পর্কে। সিলেট টু কক্সবাজার বিমান ভাড়া জানুন।
সৈয়দপুর টু কক্সবাজার বিমান ভাড়া
ক্রমিক নং | বিমানের নাম | সৈয়দপুর টু কক্সবাজার বিমান ভাড়া |
---|---|---|
০১ | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ৭,৭৮০ টাকা |
০২ | ইউএস বাংলাদেশ এয়ারলাইন্স | ১১,০৮০ টাকা |
০৩ | নভোএয়ার এয়ারলাইন্স | ১১,২০০ টাকা |
উপরে উল্লেখিত বিমানগুলোর সৈয়দপুর টু কক্সবাজারের ভাড়া সম্পর্কে আশা করি জানতে
পেরেছেন। তবে বিমানের ভাড়া কখনো স্থায়ী থাকে না। সময়ের সাথে সাথে পরিবর্তন হতে
পারে। তাই টিকিট ক্রয়ের সময় অবশ্যই যাচাই-বাছাই করে নিতে পারেন।
সৈয়দপুর টু কক্সবাজার বিমানের সময়সূচী
আপনারা ইতিমধ্য উপরে সৈয়দপুর থেকে কক্সবাজার কোন বিমানগুলো যাতায়াত করে এবং
সৈয়দপুর টু কক্সবাজার বিমান ভাড়া সম্পর্কে জানতে পারলেন। তবে বিমানে যাত্রার
ক্ষেত্রে সময়সূচী সম্পর্কে জানা খুবই জরুরী। কেননা আপনি যদি সঠিক সময়ে ফ্লাইট
ধরতে চান বা গন্তব্য পৌঁছাতে চান, তাহলে সময়সূচী সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে।
তাহলে চলুন আপনাদের জানার সুবিধার্থে, নিচে জেনে নেই সৈয়দপুর টু কক্সবাজার
বিমানের সময়সূচী সম্পর্কে।
ক্রমিক নং | বিমানের নাম | বিমান ছাড়ার সময় | দিনের নাম |
---|---|---|---|
০১ | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG592 | সকাল ৯ঃ২০ | প্রতি বৃহস্পতিার |
০২ | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG538 | দুপুর ১ঃ২৫ | প্রতি শনিবার |
০৩ | ইউএস বাংলা এয়ারলাইন্স US-BG812 | সকাল ৮ঃ০০ টা | সোমবার থেকে শুক্রবার |
০৪ | ইউএস বাংলা এয়ারলাইন্স US-BG814 | দুপুর ১ঃ০০ টা | সোমবার থেকে শুক্রবার |
০৫ | নভোএয়ার এয়ারলাইন্স NOVOAIR602 | সকাল ৭ঃ৫০ | প্রতিদিন |
০৬ | নভোএয়ার এয়ারলাইন্স NOVOAIR604 | দুপুর ১২ঃ৪০ | প্রতিদিন |
উপরে উল্লেখিত বিমানের সময়সূচী বিমান কর্তৃপক্ষ চাইলে পরিবর্তন করতে পারে।
সৈয়দপুর থেকে কক্সবাজার বিমানের টিকিট কিভাবে ক্রয় করবেন
সৈয়দপুর থেকে কক্সবাজার ভ্রমণের জন্য আপনার কোন পাসপোর্ট এর প্রয়োজন হবে না। তাই
বিমানের মাধ্যমে ভ্রমণের ক্ষেত্রে আলাদা কোন ঝামেলার সম্ভাবনা নেই। শুধুমাত্র
আপনার জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখলেই হবে। তবে আপনার কাছে যদি জাতীয় পরিচয়পত্র
নাও থাকে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র হলেই চলবে।
আপনি যদি সৈয়দপুর থেকে কক্সবাজার যেতে চান, তবে আপনার পছন্দের বিমানের অফিস থেকে
সৈয়দপুর টু কক্সবাজার টিকিট ক্রয় করতে পারেন। এছাড়া আপনি চাইলে তাদের ওয়েবসাইট
থেকেও টিকিট ক্রয় করতে পারেন। ঢাকা টু ভেলোর বিমান ভাড়া জানুন।
সৈয়দপুর থেকে কক্সবাজারের দূরত্ব কত কিলোমিটার
সৈয়দপুর থেকে কক্সবাজারের দূরত্ব কত কিলোমিটার, আপনারা যারা সৈয়দপুর টু
কক্সবাজারের উদ্দেশ্য দ্রুত সময়ে বিমান পথে ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে দূরত্ব কত
কিলোমিটার সে সম্পর্কে প্রায় অনেকেই জানতে চান। এছাড়াও অনেকে জানার জন্য হলেও
জানতে চান দূরত্ব সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে দূরত্ব সম্পর্কে জেনে
নেওয়া যাক।
- সৈয়দপুর থেকে কক্সবাজারের মোট দূরত্ব হচ্ছে প্রায় ৭২১ কিলোমিটার।
সৈয়দপুর থেকে কক্সবাজার যেতে কত সময় লাগে
সৈয়দপুর থেকে কক্সবাজার যেতে কত সময় লাগে, সে সম্পর্কে অনেকেই জানার জন্য ইচ্ছে
পোষণ করেন। কেননা বেশিরভাগ মানুষ সড়ক পথে ভ্রমন করে থাকেন, যার ফলে বেশি সময়
লেগে যায়। অর্থাৎ সড়কপথে ভ্রমণের ফলে আপনার ১২-১৪ ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে।
তাই দ্রুত সময়ে সৈয়দপুর থেকে কক্সবাজার যাওয়ার জন্য প্রায় অনেকেই বিমানপথকে
বেঁছে নিতে চায়। বিমান পথে সৈয়দপুর থেকে কক্সবাজার যেতে কত সময় লাগবে আপনাকে
জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- সৈয়দপুর থেকে বিমানবথে কক্সবাজার যেতে আপনার সময় লাগবে প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা। তবে সময়ের ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে। ঢাকা টু থাইল্যান্ড বিমান ভাড়া জানুন।
লেখকের শেষ মন্তব্য
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, নীলফামারী জেলার সৈয়দপুর থানা থেকে
কক্সবাজার কোন এয়ারলাইন্স কোম্পানির বিমানগুলো চলাচল করে, সৈয়দপুর টু কক্সবাজার
বিমান ভাড়া কত, সৈয়দপুর টু কক্সবাজারের সময়সূচী, সৈয়দপুর থেকে কক্সবাজারের
দূরত্ব কত কিলোমিটার এবং যেতে কত সময় লাগে ইত্যাদি সম্পর্কে। আপনারা যারা
সৈয়দপুর টু কক্সবাজার বিমান মাধ্যমে যেতে চাচ্ছেন, অবশ্যই যাওয়ার পূর্বে ভাড়া
যাচাই বাছাই করে নিতে পারেন। কেননা সময়ের সাথে সাথে ভাড়া কম বেশি হতে পারে। আশা
করি উপরের আলোচ্য অংশটুকু মনোযোগ সহকারে পড়েছেন এবং সহজেই বুঝতে পেরেছেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url