ব্র্যাক এনজিও লোন পদ্ধতি জানুন

আপনারা যারা ব্যবসা বানিজ্য, বাড়ি নির্মাণ, খামার ইত্যাদির জন্য ব্র্যাক এনজিও থেকে লোন নিতে চাচ্ছেন। কিন্তু কিভাবে ব্র্যাক এনজিও থেকে লোন পাওয়া যায়, কি কি যোগ্যতা লাগে, এই আর্টিকেলটির মাধ্যমে ব্র্যাক এনজিও লোন পদ্ধতি নিচে জেনে নিতে পারেন।
ব্র্যাক এনজিও দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবন যাত্রার মানের উন্নয়নে সেবা প্রদান করে থাকে এবং দরিদ্র জনগোষ্ঠীকে স্বনির্ভর হতে ক্ষুদ্র ঋণের মাধ্যমে সহায়তা করে । কিন্তু অনেকেই এই ঋণ নেওয়ার উপায় সম্পর্কে জানে না। নিচে ব্র্যাক এনজিওর সুদের হার, কি কি লোন দেয় এবং লোনের সুবিধা জানতে পড়ুন।

পোস্ট সূচীপত্রঃ ব্র্যাক এনজিও লোন পদ্ধতি জানতে পড়ুন

ব্র্যাক এনজিও সম্পর্কে তথ্য

ব্র্যাক এনজিও বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে সবচেয়ে বড় বেসরকারি একটি এনজিও প্রতিষ্ঠান। এই সংস্থাটি ক্ষুদ্র বা দরিদ্র জনগোষ্ঠীকে স্বনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্র্যাক এনজিওটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতে ব্র্যাক এনজিও রয়েছে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৩টি দেশে ব্র্যাক ব্যপকহারে কাজ করছে। ব্র্যাক সংস্থাটি মূলত দেশের অর্থনৈতিক, শিক্ষা এবং স্বাস্থ্যসেবাতে কাজ করে থাকে। এই সংস্থাটি এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার ১০ দেশে কাজ করে যাচ্ছে। প্রশিকা এনজিও লোন কিভাবে পাবেন জানুন।

ব্র্যাক এনজিও লোন পদ্ধতি

ব্র্যাক এনজিও লোন পদ্ধতি সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে, আশা করি ব্র্যাক এনজিও লোন পদ্ধতি সম্পর্কে জেনে নিতে পারবেন। ব্র্যাক এনজিও লোন পাওয়ার উপায় সম্পর্কে জানার পূর্বে, এই সংস্থা থেকে কারা কারা লোন পেতে পারেন সে সম্পর্কে জানাটা জরুরী। 

ব্র্যাক এনজিও থেকে বাংলাদেশের বেশিরভাগ নাগরিকই ঋণ পেতে পারেন।তবে কিছু কিছু ঋণ রয়েছে যেগুলো ব্র্যাক সংস্থাটি থেকে শুধুমাত্র নারীরাই নিতে পারবে। এছাড়া ব্র্যাক এনজিও প্রবাসীদেরও লোন দিয়ে থাকে। তবে অবশ্যই স্থানভেদে শর্তগুলো আলাদা হয়ে থাকে। ব্র্যাক এনজিও থেকে লোন নেওয়ার আবেদন ফরম জমা দেওয়ার পর সবকিছু যাচাই-বাছাই করে, সবকিছু সঠিক থাকলে আপনি লোনের আওতায় অন্তর্ভুক্ত হতে পারেন।

ব্র্যাক এনজিও লোন পাওয়ার যোগ্যতা

ব্র্যাক এনজিও থেকে বেশিরভাগ মানুষ নানান ধরনের বিপদে-আপদে লোন নিয়ে থাকেন। বাংলাদেশে বিভিন্ন ধরনের এনজিও রয়েছে, যেগুলোর মধ্যে জনপ্রিয় একটি এনজিও হচ্ছে ব্র্যাক। কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন যে, চাইলেই কি ব্র্যাক এনজিও থেকে লোন পাব? এর উত্তরটি হচ্ছে আপনি চাইলেই লোন পাবেন না। লোন পাওযার জন্য আপনার কিছু যোগ্যতা থাকতে হবে।
তাহলে চলুন ব্র্যাক এনজিও থেকে লোন নেওয়ার জন্য কি কি যোগ্যতাগুলো লাগবে সেগুলো নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।

  • আপনার বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
  • আপনি যে শাখা থেকে লোন নিতে চাচ্ছেন, সেই শাখার সদস্য হতে হবে।
  • যে শাখা থেকে ঋণ গ্রহণ করবেন, সেই শাখাতে কিছু সঞ্চয় এবং জামানত হিসেবে কিছু টাকা জমা রাখতে হবে।
  • এবং সর্বশেষ লোনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রগুলো জমা দিতে হবে।

ব্র্যাক এনজিও লোন নেওযার জন্য যেসব কাগজপত্র লাগে

ব্র্যাক এনজিও থেকে লোন নেওয়ার জন্য অবশ্যই আপনার প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগতে পারে। কি কি কাগজপত্র লাগবে সে সম্পর্কে অনেকেই ধারণা রাখেনা। তাহলে চলুন জেনে নেওয়া যাক, ব্র্যাক সংস্থাটি থেকে লোন নেওয়ার জন্য যেসব ডকুমেন্টসগুলো লাগে সে সম্পর্কে। হাউজ লোন কিভাবে পাব জেনে নিন।

  • আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্রটি না থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি
  • বিদ্যুৎ বিল/গ্যাস বিলের কাগজ
  • ব্যবসার ক্ষেত্রে রেজিষ্ট্রেশন সনদ কিংবা ব্যবসায়ের প্রমাণ পত্র
  • ব্যাংক স্টেটমেন্ট ৩-৬ মাসের
  • কেন লোন নিছেন? কিভাবে টাকা ব্যবহার করবেন, সে সম্পর্কে স্পষ্ট বিবরণ দিতে হবে।

ব্র্যাক এনজিও ঋণের সুদের হার

আপনার ইতিপূর্বে ব্র্যাক এনজিও থেকে লোন পাওয়ার উপায় সম্পর্কে জানতে পেরেছেন। কিন্তু অনেকেই রয়েছেন যারা ব্র্যাক থেকে ঋণ গ্রহণ করতে চায় সেক্ষেত্রে সুদের হার কেমন সে সম্পর্কে ধারণা রাখেন না। আপনাদের জানার সুবিধার্থে, এই পোস্টের মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন। আর দেরি না করে করে চলুন জেনে নেওয়া যাক। ব্র্যাক এনজিও বিভিন্ন ধরনের ঋন দিকে থাকে এবং সুদের বিভিন্ন রকম হয়ে থাকে। সবচেয়ে কম সুদে লোন দেয় কোন ব্যাংক জানুন।

  • ব্র্যাক এনজিওর সর্বোচ্চ সুদের হার হচ্ছে ২৪.০০%।
  • আপনার লোন যদি ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার কম হয় তাহলে সুদের হার হয়ে থাকে ২৪%।
  • লোনের পরিমাণ যদি ৫ লক্ষ হতে ১০ লক্ষের কম হয় তাহলে সুদের হার হয় ২২%।
  • এছাড়া লোনের পরিমাণ ১০ লক্ষের বেশি হলে সুদের পরিমাণ হয় ২০%।
  • ব্র্যাক এনজিওটি কত টাকা লোন দিবে সেটা আপনার বেতনের উপর নির্ভর করে থাকবে।

ব্র্যাক এনজিও কি ধরণের লোন দেয়

ব্র্যাক এনজিও কি ধরনের লোন দিয়ে থাকে, সে সম্পর্কে প্রায় অনেকেই ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকেন। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে ব্র্যাক সংস্থাটি কি ধরনের লোন দেয়, আশা করি সে সম্পর্কে জেনে নিতে পারেন। ইতিমধ্য আপনারা কি কি কাগজপত্র লাগে এবং যোগ্যতাগুলো কি সে সম্পর্কে জানতে পেরেছেন। তাহলে চলুন নিচে জেনে নেই, ব্র্যাক এনজিও যেসব লোন দিয়ে থাকে সে সম্পর্কে।

  • দারিদ্র্যতা নিরাসনে ক্ষুদ্র উদ্দ্যোক্তা লোন
  • নারীদের ক্ষমতায়ন মূল্যায়নে নারী লোন
  • ব্র্যাক অভিবাসী বা প্রবাসী লোন দেয়
  • ব্র্যাক মাইগ্রেশন লোন দিয়ে থাকে
  • ব্র্যাক এনজিও নির্ভরতা লোন দেয়
  • ব্র্যাক এনজিও রেমিট্যান্স লোন দেয়
  • ব্র্যাক এনজিও কৃষি লোন দেয়

ব্র্যাক এনজিও লোনের সুবিধা জানুন

আপনারা উপরে ব্র্যাক এনজিও থেকে কিভাবে লোন পাবেন, কি কি যোগ্যতাগুলো লাগে, কি পরিমাণ ঋণ দিয়ে থাকে, সুদের হার কেমন ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছেন। ব্র্যাক এনজিও ঋণ প্রদানে বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে থাকে, কিন্তু সেগুলো সম্পর্কে প্রায় অনেকেই জানেন না। ব্র্যাক সংস্থাটি মূলত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের উন্নযনে প্রতিষ্ঠিত হয়েছে। 

গ্রাম থেকে শহর প্রতিটি মানুষের উন্নয়নে সহায়তা করে থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ব্র্যাক এনজিও লোনের সুবিধাগুলো কি সে সম্পর্কে। বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক জানুন।

  • ব্র্যাক এনজিও থেকে লোনের ক্ষেত্রে আপনাকে কোন ধরনের প্রক্রিয়াকরণ ফি প্রদান করতে হবে না।
  • লোন পরিশোধের সময় হচ্ছে ১২ মাস থেকে সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত।
  • ব্র্যাক এনজিও সহজ শর্তে কম কাগজপত্র নিয়ে ঋণ প্রদান করে থাকে। এবং কোন ধরনের জটিলতা থাকে না।
  • বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা থেকে এনজিও লোন গ্রহন করতে পারবেন।

ব্র্যাক এনজিও শাখা অফিস

ব্র্যাক এনজিও শাখা অফিস সম্পর্কে অনেকেই জানতে চান, যা এই পোস্টের মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন। তাহলে চলুন ব্র্যাক মেইন অফিস এবং বিভাগীয় শাখা অফিস সম্পর্কে নিচে জেনে নেওয়া যাক।

মেইন অফিসঃ ব্র্যাক সেন্টার- ৭৫, মহাখালী, ঢাকা -১২১২

ব্র্যাক বিভাগীয় অফিসের ঠিকানা

  • চট্রগ্রামঃ ১, জামাল খান,চারাগী পাহাড় মোড়, কোতয়ালী চট্রগ্রাম।
  • খুলনাঃ রোড নং ১৭ বাড়ি নং হচ্ছে ৯, খালিশপুর আবাসিক এলাকা খালিশপুর খুলনা।
  • রংপুরঃ রংপুর সিটি মার্কেট, সিটি কর্পোরেশনের পাশে, সিটি বাজার রোড এবং পৌর বাজার রোড, রংপুর।
  • রাজশাহীঃ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্বরণী, রাজশাহী।
  • সিলেটঃ মাদানী কমপ্লেক্স, রোড-২, আখালিয়া ঘাট, সিলেট।
  • ময়মেনসিংহঃ ব্র্যাক আর্বান- ১৯,উমাদ আলী রোড, ব্লক হচ্ছে ১৪, ময়মেনসিংহ সদর ময়মেনসিংহ।
  • বরিশালঃ ব্র্যাক অফিস বরিশাল হাইওয়ে, দারাজ বরিশাল শাখার পার্শ্ববর্তী।

ব্র্যাক এনজিও প্রগতি

ব্র্যাক এনজিও প্রগতি হচ্ছে একটি বিশেষ ডিজিটাল আর্থিক প্লাটফর্ম যা সাধারণত ব্র্যাক প্রতিষ্ঠিত ব্যবসায়িক এবং সামাজিক উদ্যোগ। এই প্রকল্পটি মূলত গ্রামীণ দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের আর্থিক ডিজিটাল ঋণ প্রদান করে থাকে।
এসব ক্ষুদ্র ঋণের মাধ্যমে যেন নিম্ন আয়ের মানুষগুলো স্বনির্ভর হতে পারে।

ব্র্যাক এনজিও প্রগতির উদ্দেশ্য ও কার্যক্রম জানুন

  • ডিজিটাল ঋণ প্রদান করাঃ ডিজিটাল ঋণ প্রদানের মাধ্যমে গ্রামীণ নিম্ন আয়ের মানুষরা যেন স্বনির্ভর হতে পারে তাতে সহায়তা করা।
  • বাজারে প্রবেশের সুযোগ করে দেওয়াঃ বাংলাদেশের অর্থনীতির সাথে নিম্ন আয়ের মানুষদের এগিয়ে নেওয়ার জন্য ব্যবসার উদ্যোগ শুরু করার জন্য ঋণ প্রদান করা।
  • ডিজিটাল আর্থিক সেবা প্রদানঃ ব্র্যাক এনজিও প্রগতি প্লাটফর্মে মোবাইল ব্যাংকিং, সঞ্চয় এবং আরো বিভিন্ন সেবা প্রদান করে থাকে।
  • শিক্ষা ও প্রশিক্ষণঃ ব্র্যাক এনজিও শুধুমাত্র ঋণ প্রদান করে থাকে না, সেই ঋণকে কাজে আর্থিকভাবে স্বাবলম্বী হতে প্রশিক্ষণের ব্যাবস্থাও করে থাকে।

লেখকের শেষ মন্তব্য - ব্র্যাক এনজিও লোন সম্পর্কে

উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, ব্র্যাক এনজিও সম্পর্কে তথ্যগুলো, ব্র্যাক এনজিও লোন পদ্ধতি, ব্র্যাক এনজিও থেকে যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগে, ব্র্যাক এনজিও লোনের সুদের হার কেমন, ব্র্যাক এনজিও কি কি ধরনের লোন গুলো দিয়ে থাকে ইত্যাদি সম্পর্কে। আপনারা যারা ব্র্যাক এনজিও থেকে লোন নেওয়ার উপায় সম্পর্কে জানতে চেয়েছিলেন। আশা করি উপরের আলোচ্য অংশটুকু পড়ে সহজেই বুঝতে পেরেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url