কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া জানুন
কক্সবাজার ভ্রমণ প্রিয় মানুষদের কাছে শান্তি প্রিয় একটি জায়গা। কিন্তু অনেকেই
মনে করে থাকেন, কক্সবাজার গেলে কোন হোটেলে থাকবো, ভাড়া কেমন হবে ইত্যাদি
সম্পর্কে। আপনারা এই আর্টিকেলটির মাধ্যমে কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া সম্পর্কে
নিচে জেনে নিতে পারবেন।
কক্সবাজার ভ্রমণের জন্য হোটেল ভাড়া নিয়ে যারা আগে থেকেই ঝামেলার সম্মুখীন হতে
চান না। তাহলে এই আর্টিকেলের মাধ্যমে কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া সহ যাবতীয়
তথ্যগুলো জেনে নিতে পারেন। অনেকে নির্ধারিত মূল্যর চেয়ে বেশি নিয়ে থাকে, তাই আগে
থেকেই জেনে যাওয়াটা আপনার জন্য খুবই জরুরী।
পোস্ট সূচীপত্রঃ কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া জানতে পড়ুন
- কক্সবাজার সম্পর্কে কিছু কথা
- কক্সবাজার কলাতলী হোটেলের নাম
- কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া
- কক্সবাজার কলাতলী হোটেল নাম্বার জানুন
- কক্সবাজার কলাতলী হোটেলের তথ্যগুলো জানুন
- লং বিচ হোটেল
- ওসান প্যারাডাইস হোটেল
- সায়মন বিচ রিসোর্ট
- ডিভাইস ইকো রিসোর্ট
- ইকরা বিচ হোটেল
- কোস্টাল বিচ হোটেল
- কক্স ডে রিসোর্ট
- হেরিটেজ হোটেল
- হোটেল সি ক্রাউন
- হোটেল সমুদ্র বিলাস
- হোটেল সি উত্তরা
- লেখকের শেষ মন্তব্য
কক্সবাজার সম্পর্কে কিছু কথা
পৃথীবির বিভিন্ন দেশে সমুদ্র সৈকত রয়েছে, তবে বিশ্বের মধ্যে অন্যতম একটি সমুদ্র
সৈকত হচ্ছে বাংলাদেশের কক্সবাজার। যা বাংলাদেশের প্রায় প্রতিটি ভ্রমণ প্রিয়
মানুষকে আকর্ষণ করে। শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, বিদেশি পর্যটকরাও কক্সবাজার
সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য দেখতে আসেন। ঘুরতে আসা ভ্রমণ পিপাসুদের
গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে হোটেল ভাড়া।
কেননা যেসব ভ্রমণকারীরা কক্সবাজার ঘুরতে আসেন,বেশিরভাগ ভ্রমণকারীদের রাত্রী যাপন
করতে হয় হোটেলে। কেননা কক্সবাজারের মত বিশাল সমুদ্র সৈকত একদিনে ঘুরে বেড়ানো
সম্ভব নয়। তাই আপনাদের জানার সুবিধার্থে এই আর্টিকেলটির মাধ্যমে নিচে জেনে নিতে
পারেন, কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া সহ আরো বিভিন্ন তথ্যগুলো সম্পর্কে, যা আপনার
কাজে আসতে পারে।
কক্সবাজার কলাতলী হোটেলের নাম
কক্সবাজার কলাতলী হোটেলের নাম সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ গুগলে মানুষ সার্চ
করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত
পড়লে, আশা করি কক্সবাজার কলাতলী হোটেলের নাম এবং কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া
সম্পর্কে জেনে নিতে পারবেন। সর্ব দক্ষিণে অবস্থিত হচ্ছে বাংলাদেশের কক্সবাজার
জেলা। আর এই কক্সবাজারে
সবচেয়ে দর্শনীয় স্থান হচ্ছে সমুদ্র সৈকত, যা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত
হিসাবে পরিচিত।বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে
পর্যটকরা ঘুরতে আসে। কক্সবাজার ঘুরতে আসার পর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়
হচ্ছে হোটেলের নাম ও ভাড়া সম্পর্কে জানা। তাই আপনারা যারা বাংলাদেশসহ বিভিন্ন দেশ
থেকে কক্সবাজার ভ্রমণ করতে চাচ্ছেন
নিচে কলাতলী হোটেলের নাম এবং কলাতলী হোটেল ভাড়া সম্পর্কে জেনে নিতে পারেন।
কক্সবাজার কলাতলী হোটেলের নামগুলো আপনাদের জানার জন্য নিচে উল্লেখ করে দেওয়া
হচ্ছে।
কক্সবাজার কলাতলী হোটেলের নাম
ক্রমিক নং | কক্সবাজার কলাতলী হোটেলের নাম |
---|---|
০১ | লং বিচ হোটেল |
০২ | ওসান প্যারাডাইস হোটেল |
০৩ | সাইমন বিচ রিসোর্ট |
০৪ | ডিভাইস ইকো রিসোর্ট |
০৫ | ইকরা বিচ হোটেল |
০৬ | কোস্টাল বিচ হোটেল |
০৭ | কক্স ডে রিসোর্ট |
০৮ | হেরিটেজ হোটেল |
০৯ | হোটেল সি ক্রাউন |
১০ | হোটেল সমুদ্র বিলাস |
১১ | হোটেল সি উত্তরা |
কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া
কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া, সম্পর্কে জানার জন্য প্রায় অনেকেই ইন্টারনেটে খোঁজাখুঁজি করে
থাকেন। আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে, কক্সবাজার কলাতলী হোটেল
ভাড়া, সম্পর্কে যাবতীয় তথ্যগুলো জেনে নিতে পারবেন। যারা করাতলী হোটেল ভাড়া
সম্পর্কে জানতে চান তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। কক্সবাজার রাত্রী
যাবনের জন্য কলাতলীতে
একটি রুম এক রাতের জন্য ভাড়া করলে সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ
টাকা পর্যন্ত খরচ হতে পারে। তবে সময়ের সাথে সাথে ভাড়ার পরিমাণ কম বেশি হতে পারে।
সেক্ষেত্রে যাচাই বাচাই করে ভাড়া করা উচিত।
কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া
ক্রমিক নং | হোটেলের নাম | সর্বনিম্ন ভাড়া | সর্বোচ্চ ভাড়া |
---|---|---|---|
০১ | লং বিচ হোটেল | ৫,০০০ থেকে ৭,০০০ টাকা | ৪০,০০০ থেকে ৬০,০০০ টাকা |
০২ | ওসান প্যারাডাইস হোটেল | ৪,০০০ থেকে ৫,০০০ টাকা | ৮০,০০০ থেকে ৯০,০০০ টাকা |
০৩ | সাইমন বিচ রিসোর্ট | ৭,০০০ টাকা থেকে | ২৫,০০০ টাকা পর্যন্ত |
০৪ | ডিভাইস ইকো রিসোর্ট | ৭,০০০ থেকে | ২৫,০০০ টাকা পর্যন্ত |
০৫ | ইকরা বিচ হোটেল | ৫,০০০ থেকে ৭,০০০ টাকা | ৪০,০০০ থেকে ৬০,০০০ টাকা |
০৬ | কোস্টাল বিচ হোটেল | ৭,০০০ থেকে | ২৫,০০০ টাকা পর্যন্ত |
০৭ | কক্স ডে রিসোর্ট | ৪,০০০ থেকে | ৬০,০০০ টাকা পর্যন্ত |
০৮ | হেরিটেজ হোটেল | ৪,০০০ থেকে ৫,০০০ টাকা | ৮০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত |
০৯ | হোটেল সি ক্রাউন | ৫,০০০ থেকে ৫০,০০০ টাকা | ৮০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত |
১০ | হোটেল সমুদ্র বিলাস | ৩,৫০০ থেকে | ৪,৫০০ টাকা পর্যন্ত |
১১ | হোটেল সি উত্তরা | ,০০০ থেকে | ২৫,০০০ টাকা পর্যন্ত |
কক্সবাজার কলাতলী হোটেল নাম্বার জানুন
কক্সবাজার ভ্রমণ করার জন্য আপনারা যারা যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে অনেকেই
কক্সবাজার কলাতলী হোটেলের নাম্বার গুলো সম্পর্কে জানতে চায়। যা আপনারা এই পোস্টের
মাধ্যমে জেনে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে নিচে জেনে নেওয়া যাক,
কক্সবাজার কলাতলী হোটেল নাম্বারগুলো সম্পর্কে উল্লেখ করে দেওয়া হচ্ছে। কক্সবাজার
কলাতলী হোটেলের নাম্বারগুলোর লিস্ট দেখে নিতে পারেন।
ক্রমিক নং | কক্সবাজার কলাতলী হোটের নাম | কক্সবাজার কলাতলী হোটেলের নাম্বারগুলো |
---|---|---|
০১ | লং বিচ হোটেল | ০১৭৫৫-৬৬০০৫১ |
০২ | ওসান প্যারাডাইস হোটেল | ০১৯৩৮-৮৪৬৭৭৫ |
০৩ | সাইমন বিচ রিসোর্ট | +৮৮০৯৬১০৭৭৭৮৮৮ |
০৪ | ডিভাইস ইকো রিসোর্ট | ০১৯৭২-০৯০৯৫০ |
০৫ | ইকরা বিচ হোটেল | ০১৮৩৩-৩৩১৭০৩ |
০৬ | কোস্টাল বিচ হোটেল | ০১৭৫৫-৫২১৭৯৭ |
০৭ | কক্স ডে রিসোর্ট | ০১৭৫৫-৫৯৮৪৪৯ |
০৮ | হেরিটেজ হোটেল | +৮৮০ ৩৪১ ৫২৬১১ |
০৯ | হোটেল সি ক্রাউন | ০১৮৩৩-৩৩১৭০৩ |
১০ | হোটেল সমুদ্র বিলাস | ০১৯১৬-৪৪৭৩৪৯ |
১১ | হোটেল সি উত্তরা | ০১৮৭৫-০০০০৭৫ |
কক্সবাজার কলাতলী হোটেলের তথ্যগুলো জানুন
বাংলাদেশের সহ বিভিন্ন দেশ থেকে আপনারা যারা কক্সবাজার কলাতলী হোটেল সম্পর্কে
বিস্তারিত তথ্যগুলো জানতে চাচ্ছেন। আশা করি এই পোস্টের মাধ্যমে সঠিক তথ্য গুলো
জেনে নিতে পারবেন। আপনারা ইতিমধ্য কক্সবাজার কলাতলী হোটেলের নাম, ভাড়া এবং
হোটেলগুলোর নাম্বার সম্পর্কে উপরে জানতে পেরেছেন। যেগুলোর মাধ্যমে সহজেই আপনি
হোটেল বুকিং করতে পারবেন। তবে হোটেল বুকিং করার ক্ষেত্রে যাচাই বাছাই করে নিতে
পারেন নাম্বারগুলোতে। তাহলে চলুন হোটেল গুলো সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক।
লং বিচ হোটেল
লং বিচ হোটেল কক্সবাজার কলাতলীর একদম সাথেই অবস্থিত। আপনারা যারা কক্সবাজার ভ্রমণ
করতে আসার পর, কলাতলীর লং বিচ হোটেলে এসে থাকতে চান, সেক্ষেত্রে প্রতি রাতের জন্য
রুম ভাড়া সর্বনিম্ন ৫,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা পর্যন্ত এবং সর্বোচ্চ ৪০,০০০
হাজার থেকে ৬০,০০০ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে। হোটেলের বুকিং করার জন্য আপনি
০১৭৫৫-৬৬০০৫১ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
ওসান প্যারাডাইস হোটেল
ওসান প্যারাডাইস হোটেলটি কক্সবাজার কলাতলী রোডে অবস্থিত। কক্সবাজার ঘুরতে এসে
আপনি যদি ওসান প্যারাডাইস হোটেল পছন্দ করে থাকেন, তাহলে বুকিং দিতে পারেন।
সেক্ষেত্রে আপনাকে একটি রুমের জন্য প্রতি রাতে গুনতে হবে সর্বনিম্ন ৪,০০০ হাজার
থেকে ৫,০০০ হাজার টাকা পর্যন্ত। এছাড়া আপনি যদি ফাইভ স্টারের সুবিধা পেতে চান,
তাহলে প্রতিরাতের জন্য হোটেল ভাড়া ৮০ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।
হোটেল বুকিং করার জন্য এই ০১৯৩৮-৮৪৬৭৭৫ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
সায়মন বিচ রিসোর্ট
সাইমন বিচ রিসোর্টটি কক্সবাজার কলাতলী মেরিন ড্রাইভ রোডের একদম সাথেই অবস্থিত। এই
হোটেলটি কক্সবাজার ভ্রমণপ্রিয় মানুষদের কাছে আকর্ষনীয় একটি হোটেল। তবে অন্যান্য
সকল রিসোর্ট থেকে রুম ভাড়া কম হয়ে থাকে এবং ভালো মানের সার্ভিস পাওয়া যায়।
সাইমন বিচ রিসোর্টের সর্বনিম্ন ভাড়া হচ্ছে ২৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ২৫ হাজার
টাকা পর্যন্ত। সায়মন বিচ রিসোর্টে বুকিং করতে +৮৮০৯৬১০৭৭৭৮৮৮ এই নাম্বারে যোগাযোগ
করতে পারেন।
ডিভাইস ইকো রিসোর্ট
ডিভাইস ইকো রিসোর্ট কক্সবাজার কলাতলী রোডের সাথেই অবস্থিত। এই রিসোর্টটি
কক্সবাজার পর্যটকদের কাছে পছন্দের একটি রিসোর্ট। ডিভাইস ইকো রিসোর্টের ভাড়া
অনেকটা কম হয়ে থাকে। তবে আপনি রিসোর্টটিতে ভালো মানের সার্ভিস পাবেন। রিসোর্টটির
সর্বনিম্ন রুম ভাড়া হচ্ছে ৭,০০০ টাকা থেকে এবং সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত।
ডিভাইস ইকো রিসোর্টটি বুকিং করতে যোগাযোগ করতে পারে এই ০১৯৭২-০৯০৯৫০ নাম্বারে।
ইকরা বিচ হোটেল
ইকরা বিচ হোটেল কক্সবাজার কলাতলী বিচের সাথেই অবস্থিত। আপনারা যারা কক্সবাজার
বেড়াতে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এই হোটেলটি পছন্দ করতে পারেন। তবে
হোটেলটিতে রাত্রী যাপনের জন্য প্রতি রুমের জন্য ভাড়া গুণতে হবে প্রায় ৫,০০০ টাকা
থেকে ৭,০০০ টাকা পর্যন্ত এবং সর্বোচ্চ ৪০ হাজার টাকা ৬০,০০০ টাকা পর্যন্ত। হোটেল
বুকিং করার ক্ষেত্রে আপনি এই ০১৮৩৩-৩৩১৭০৩ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
কোস্টাল বিচ হোটেল
কোস্টাল বিচ হোটেল কক্সবাজারের কলাতলীর ব্লগ-বি রোডের সাথে অবস্থিত। হোটেলটি
কক্সবাজার ভ্রমণকারীদের পছন্দ হতে পারে। অন্যান্য হোটেলের রুমের চেয়ে এই হোটেলের
রুমের ভাড়া কম হয়ে থাকে এবং ভালো মানের সার্ভিস পাওয়া যায়। সেক্ষেত্রে হোটেলে
থাকতে প্রতি রাতের জন্য গুণকে হবে প্রায় ৭,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত। হোটেল
বুকিং এর ক্ষেত্রে এই ০১৭৫৫-৫২১৭৯৭ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
কক্স ডে রিসোর্ট
কক্স ডে রিসোর্টটি কলাতলী রোডের সাথেই অবস্থিত। আর সেজন্য কক্সবাজার ভ্রমণকারীদের
কাছে রিসোর্টটি খুবই পছন্দের। রিসোর্টটির ভাড়ার পরিমাণ কম হয়ে থাকে এবং ভালো
মানের সার্ভিস পাওয়া যায়। কক্স ডে রিসোর্টে প্রতি রুমের জন্য প্রতি রাতে আপনাকে
গুণতে হবে সর্বনিম্ন ৪,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৬০,০০০ হাজার টাকা পর্যন্ত। হোটেল
বুকিং করার ক্ষেত্রে এই ০১৭৫৫-৫৯৮৪৪৯ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
হেরিটেজ হোটেল
হেরিটেজ হোটেলটি কক্সবাজার কলাতলী রোডের সাথেই অবস্থিত। কক্সবাজার ভ্রমণকারীদের
কাছে হেরিটেজ হোটেলটি পছন্দের এবং আকর্ষনীয়। এই হোটেলটিতে রাত্রী যাপনের জন্য
প্রতি রুমে, প্রতি রাতে ভাড়া গুণতে হবে ৪,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত। এছাড়া
আপনি যদি স্টার সুবিধাগুলো পেকে চান, সেক্ষেত্রে ৮০ হাজার টাকা ৯০ হাজার টাকা
পর্যন্ত প্রতি রাতের জন্য গুণতে হবে। হেরিটেজ হোটেল বুকিং করা ক্ষেত্রে এই +৮৮০
৩৪১ ৫২৬১১ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
হোটেল সি ক্রাউন
হোটেল সি ক্রাউন হোটেলটি কক্সবাজার কলাতলী মেরিন ড্রাইভ রোডে অবস্থিত। যেসব
পর্যটকরা ঘুরতে যেতে চান তাদের হোটেলটি পছন্দ হতে পারে। হোটেল সি ক্রাউন একটি
রুমের জন্য প্রতি রাতে আমাকে গুণতে হবে, সর্বনিম্ন ভাড়া ৫ হাজার থেকে ৫০ হাজার
টাকা পর্যন্ত। এছাড়া আপনি যদি ফাইভ স্টার সুবিধা নিতে চান সেক্ষেত্র ৮০,০০০
হাজার টাকা খেকে ৯০,০০০ টাকা খরচ হতে পারে। হোটেল সি ক্রাউনে বুকিং করতে এই
০১৮৩৩-৩৩১৭০৩ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
হোটেল সমুদ্র বিলাস
হোটেল সমুদ্র বিলাস কক্সবাজার কলাতলীর মেরিন ড্রাইভ রোডে অবস্থিত। হোটেলটিতে
সাধারণত ভাড়ার পরিমাণ কম হয়ে থাকে। হোটেলটিতে প্রতি রাতের জন্য রুম ভাড়া পড়বে
আপনার সর্বনিম্ন ৩,৫০০ থেকে সর্বোচ্চ ৪,৫০০ টাকা পর্যন্ত। হোটেল বুকিং করার
ক্ষেত্রে আপনারা এই ০১৯১৬-৪৪৭৩৪৯ নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন।
হোটেল সি উত্তরা
হোটেল সি উত্তরা হোটেলটি ডলফিন সার্কেল, বিচ রোড, কলাতলী কক্সবাজারে অবস্থিত।
হোটেল সি উত্তরাতে প্রতি রুমের জন্য আপনাকে প্রতি রাতের জন্য রুম ভাড়া গুণতে হবে
প্রায় ৬,০০০ থেকে ১৪,০০০ হাজার টাকা পর্যন্ত। রুম বুকিং করার জন্য আপনি এই
০১৮৭৫-০০০০৭৫ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
লেখকের শেষ মন্তব্য
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, কক্সবাজার সম্পর্কে কিছু কথা,
কক্সবাজার কলাতলী হোটেলের নামগুলো, কক্সবাজার কলাতলী হোটেলের ভাড়া, কক্সবাজার
কলাতলী হোটেলের নাম্বারগুলো এবং কক্সবাজার কলাতলী হোটেলের যাবতীয় তথ্যগুলো
সম্পর্কে। আপনারা যারা ভ্রমণ করার জন্য কক্সবাজারে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে
কক্সবাজার
কলাতলী ভাড়া গুলো সম্পর্কে যাচাই বাছাই করে নিতে পারেন। কেননা ভাড়াগুলো সময়ের
সাথে সাথে পরিবর্তন হতে পারে। আশা করি ভ্রমণপ্রিয় মানুষরা অর্থাৎ যারা
কক্সবাজারে ঘুরতে যেতে চাচ্ছেন তারা এই আর্টিকেলটি পড়ে উপকৃত হতে পানবেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url