গোল্ডেন লাইন পরিবহন অনলাইন টিকিট
গোল্ডেন লাইন পরিবহনের মাধ্যমে আপনারা যারা ভ্রমণ করতে চাচ্ছেন, অথচ পরিবহনের
ভাড়া কেমন, কিভাবে টিকিট কাটবেন, সে সম্পর্কে বুঝতে পারছেন না! তাহলে এই
আর্টিকেল শুধুমাত্র আপনার জন্য। চলুন নিচে জেনে নেওয়া যাক, গোল্ডেন লাইন পরিবহন
অনলাইন টিকিট কাটার নিয়ম সম্পর্কে।
গোল্ডেন লাইন পরিবহন বাংলাদেশের অন্যান্য বাস পরিবহন গুলোর মধ্যে অন্যতম একটি
পরিবহন। আপনারা যারা বাসটিতে ভ্রমণ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই আর্টিকেলটির
মাধ্যমে গোল্ডেন লাইন পরিবহন অনলাইন টিকিট, টিকিট কাটার নিয়ম, বাস কাউন্টার
নাম্বার, রোড ম্যাপ এবং হেড অফিস সম্পর্কে জানতে নিচে পড়তে পারেন।
ছবিঃ সংগৃহীত |
পোস্ট সূচীপত্রঃ হোল্ডেন লাইন পরিবহন অনলাইন টিকিট সম্পর্কে জানতে পড়ুন
গোল্ডেন লাইন বাস পরিবহন
গোল্ডেন লাইন বাস পরিবহন বাংলাদেশের জনপ্রিয় পরিবহন কোম্পানি। এই পরিবহনটি
যাত্রীদের জন্য নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণ প্রদান করে থাকে। পরিবহনটি দেশের এক
প্রান্ত থেকে অন্য প্রান্ত অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা,
এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোতে সার্ভিস প্রদান করে থাকে। গোল্ডেন লাইন
পরিবহন আপনি এসি এবং নন-এসি পাবেন।
যেটা সাধারণত যাত্রীদের চাহিদার উপরে নির্ভর করবে আপনি কোন বাসে যাতায়াত
করবেন।গোল্ডেন লাইন বাস পরিবহন সাধারণত যাত্রীদের জন্য আধুনিক সুযোগ সুবিধাগুলো
প্রদান করে থাকে। যেমন মোবাইল চার্জের ব্যবস্থা এবং বাসের ভিতরে মনোরম পরিবেশ।
এছাড়াও অনলাইনে টিকিটের ব্যবস্থা রয়েছে, যা যাত্রীদের জন্য সময় বাঁচাতে সাহায্য
করে। গোল্ডেন লাইন পরিবহনটি
নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করে থাকে। আর সেজন্য প্রতি মানুষের কাছে জনপ্রিয়
বলা চলে। কেননা নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করার পরে গন্তব্যে সঠিক সময়ে পৌঁছানো
যায়। পরিবহনটি সঠিক সময়ে গন্তব্যে পৌঁছায় বলে দিন দিন জনপ্রিয়তা লাভ করছে।
গোল্ডেন লাইন পরিবহন অনলাইন টিকিট
গোল্ডেন লাইন পরিবহন অনলাইন টিকিট, সম্পর্কে জানার জন্য প্রায় গুগলে সার্চ করে
থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে,
আশা করি গোল্ডেন লাইন পরিবহন অনলাইন টিকিট সম্পর্কিত যাবতীয় তথ্য গুলো জানতে
পারবেন। গোল্ডেন লাইন পরিবহনে যেকোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে টিকিট কাটার
ব্যবস্থা চালু রয়েছে।
আপনি চাইলে ঘরে বসেই অল্প সময়ের ভিতরে গোল্ডেন লাইন পরিবহনের টিকিট কাটতে পারবেন
বা সংগ্রহ করতে পারেন।তবে অনলাইন টিকিটে পরিমাণ কিছু টাকা বেশি হতে পারে কেননা
ভ্যাট দিতে হয়। আপনারা খুব সহজেই অনলাইনে মাধ্যমে গোল্ডেন লাইন পরিবহনের টিকিট
কাটতে পারবেন। আর সেক্ষেত্রে গোল্ডেন লাইন পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে
যেকোনো সময়,
যেকোনো জায়গা থেকে অনলাইনে মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন। আপনাদের টিকিট
ক্রয়ের সুবিধার্থে হোল্ডেন লাইন পরিবহনের ওয়েবসাইটটি নিচে উল্লেখ করে দেওয়া
হচ্ছে।
গোল্ডেন লাইন পরিবহন অনলাইন টিকিট কেনার ওয়েবসাইটঃ
https://www.goldenlinebd.com/
গোল্ডেন লাইন পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
গোল্ডেন লাইন পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানার জন্য অনেকেই
ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকেন। আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত
পড়লে, আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।
তাই আপনার কাছে এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে মনোযোগ সহকারে পোস্টটি
পড়ে জেনে নিতে পারেন। তাহলে চলুন নিচে জেনে নেওয়া যাক, গোল্ডেন লাইন পরিবহন
অনলাইন টিকিট কাটার নিয়ম সম্পর্কে।
- প্রথমে আপনার স্মার্টফোনটি হাতে নিতে হবে, একটি ব্রাউজার ওপেন করে, সার্চ বারে গিয়ে গোল্ডেন লাইন পরিবহনের অফিশিয়াল অফিশিয়াল ওয়েবসাইট লিখে সার্চ করতে হবে বা এই ওয়েবসাইটে ক্লিক করতে পারেন।
- তারপর আপনাকে যাত্রার স্থান অর্থাৎ যেখান থেকে উঠবেন এবং যেখানে পৌছাবেন বা গন্তব্য শহর নির্বাচন করতে হবে। যাত্রার তারিখ এবং সময নির্বাচন করতে হবে।
- এরপর আপনি বাসের ভেতরের সিট প্লান দেখে পছন্দ মতো সিট নির্বাচন করুন।
- আপনার সঙ্গে কতজন সঙ্গি হবে এবং এসি বা নন এসি বাসের ভ্রমণ করতে চান সেটি বেছে নিতে হবে।
- এরপর যাত্রীর নাম, মোবাইল নাম্বর এবং ইমেইল ঠিকানা দিতে হবে।
- তারপর আপনাকে পেমেন্ট করার জন্য পেমেন্ট অফশনে গিয়ে নির্বাচন করতে হবে।
- পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে টিকিট কনফার্ম ম্যাসেজ বা ইমেইলের মাধ্যমে আপনার টিকিট পাঠানো হবে।
- তারপর আপনি টিকিট ডাউনলোড করে রাখতে পারেন অথবা প্রিন্ট করে নিয়ে যেতে পারেন।
গোল্ডেন লাইন পরিবহন টিকিট কাটার ওয়েবসাইট
গোল্ডেন লাইন পরিবহন টিকিট কাটার জন্য, অনেক সময় দেখা যায় সময়ের স্বল্পতার কারণে
বা ব্যস্তার কারণে কাউন্টারে যাওয়া সম্ভব হয় না। বর্তমানে অনলাইনের মাধ্যমে
গোল্ডেন লাইন পরিবহনের টিকিটের ক্রয়ের ব্যবস্থা করে খুবই সুবিধা হয়েছে। তাই
আপনি চাইলে ঘরে বসেই সময় নষ্ট না করে টিকিট সংগ্রহ করতে পারেন। টিকিট সংগ্রহের
জন্য আপনি নিচে গোল্ডেন লাইন পরিবহনের ওয়েবসাইট গুলো থেকে সহজেই ক্রয় করতে
পারবেন।
- shohoz.com
- Paribahan.com
- bdticket.com
- busbd.com
গোল্ডেন লাইন বাস কাউন্টার নাম্বার
গোল্ডেন লাইন বাস কাউন্টার নাম্বার যাত্রীদের জন্য যেকোনো ধরনের তথ্য সংগ্রহে
খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার
রয়েছে। প্রতিটি কাউন্টারের নির্দিষ্ট ফোন নাম্বার রয়েছে, যার মাধ্যমে যাত্রীরা
বাসের সময়সূচী, বাসের অবস্থান, টিকিটের তথ্য, সিটের অবস্থান এবং প্রয়োজনীয়
তথ্যগুলো জানতে পারেন।
গোল্ডেন লাইন পরিবহনের বাস কাউন্টার ঢাকা থেকে শুরু করে
চট্টগ্রাম, সিলেট, খুলনা সহ বিভিন্ন প্রধান প্রধান শহরে রয়েছে। আর এই বাস
কাউন্টারগুলো যাত্রীদের বিশেষভাবে সহায়তা করে থাকে।
ঢাকা কাউন্টারের নাম্বারঃ
- ঢাকা কাউন্টার- ০২৮০৫২৬২২/০১৭৫৫-৫২২২১১
- কল্যাণপুর কাউন্টার- ০১৭০৫-৪০৮৫০০
- গুলশান কাউন্টার- ০১৭৩৩- ০৩৬০০৩/০১৭০৯-৬৪২৫৬৫
- সায়েদাবাদ কাউন্টার১- ০১৭০৯- ৬৪২৫৮৫
- সায়েদাবাদ কাউন্টার২- ০১৭০৯-৬৪২৫৯৫
- নবীনগর কাউন্টার- ০২-৭৭৯৩২৬৩/০১৭৩৩-২০৮৮৮৪
- টেকেরহাট কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৮২৫/০১৭৩৩-২০৮৮৮৭
- গোপালগঞ্জ সেকশন- ০১৭৩৩-২০৮৮৮৩/ ০১৭০৫-৪০৮৫১১
নাটোর কাউন্টার নাম্বারঃ
- বনপাড়া বাস স্টেশন কাউন্টার নাম্বার- ০১৩১২-৩২৭২১০
- নাটোর বাসস্ট্যান্ড কাউন্টার- ০১৭৩১-৩২৭২১০/০১৭৭৩-৭১৫৯১৭
- নাটোর অফিস এবং নর্থবেঙ্গল পরিচালক- ০১৭৩৩-৩৯৯৮২৩
রাজশাহী কাউন্টার নাম্বারঃ
- বানেশ্বর বাসস্ট্যান্ড কাউন্টার- ০১৭১০- ২৯৬০৭৫
- রাজশাহী বাসস্ট্যান্ড কাউন্টার- ০১৭৭২-৫৪০০০৫
- চাঁপাই বাসস্ট্যান্ড কাউন্টার- ০১৭২১-৪০৯৯০০
পঞ্চগড় কাউন্টার নাম্বারঃ
- বোদা বাজার কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৮১১
- পঞ্চগড় বাসস্ট্যান্ড কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৮০০
- ঠাকুরগাঁও বাস স্টেশন কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৮০১
দিনাজপু কাউন্টার নাম্বারঃ
- রানী বন্দর বাসস্ট্যান্ড কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৮১৩
- বীরগঞ্জ বাসস্ট্যান্ড কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৮১০
ফরিদপুর কাউন্টার নাম্বারঃ
- ফরিদপুর কাউন্টার- ০১৭১৬-৯৫৬৩৪০
- জনতা ব্যাংকের মোর কাউন্টার- ০১৭৩৩-২০৮৮৭৮
- বাসস্ট্যান্ড কাউন্টার- ০১৭৫৫-৫২২২০০
- ভাঙ্গা রাস্তার মাথার কাউন্টার- ০১৭৩৩-২০৮৮৭৭
বরিশাল কাউন্টার নাম্বারঃ
- বরিশাল বাস টার্মিনাল কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৭৯৫/০১৭৩৩-৩৯৯৭৯৬
- গৌরনদী বাসস্ট্যান্ড কাউন্টার- ০১৭৩৩-২০৮৮৮১
- আগৈলঝড়া বাসস্ট্যান্ড কাউন্টার- ০১৭৩৩-২০৮৮৬৮
- মোস্তফাপুর কাউন্টার- ০১৭৩৩-২০৮৮৯৬
- ভৌড়াঘাটা কাউন্টার- ০১৭৩৩-২০৮৮৯৮
- টার্কি কাউন্টার- ০১৭৩৩-২০৮৮৭৯
গোপালগঞ্জ কাউন্টার নাম্বারঃ
- পাটগাটি কাউন্টার- ০১৭০৫-৪০৮৫৪৪
- বাসস্ট্যান্ড কাউন্টার- ০১৭০৫-৪০৮৫৪১
- ভাটিয়াপাড়া কাউন্টার- ০১৭১০-০০০০০০
- কোটালীপাড়া কাউন্টার- ০১৭০৫-৪০৮৫৪৩
- গোপালগঞ্জ পুলিশ লাইন কাউন্টার- ০১৭০৫-৪০৮৫৪২
পটুয়াখালী কাউন্টার নাম্বারঃ
- পটুয়াখালী বাসস্ট্যান্ড কাউন্টার- ০৭৩৩-৩৯৯৮৩৩
- খেপুপাড়া কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৮৩৬
বরগুনা কাউন্টার নাম্বারঃ
- বরগুনা বাসস্ট্যান্ড কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৮৪৩
- পাথরঘাটা বাস স্টেশন কাউন্টার- ০১৭০৫-৪০৮৫১৮
- আমতলী বাস স্টেশন কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৮৩৫
পিরোজপুর কাউন্টার নাম্বারঃ
- পিরোজপুর বাসস্ট্যান্ড কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৮২৮
- ভান্ডারিয়া বাস স্টেশন কাউন্টার- ০১৭০৫-৪০৮৫০৪
- স্বরূপকাঠি কাউন্টার- ০১৭০৫-৪০৮৫২২
- নাজিরপুর কাউন্টার- ০১৭০৫- ৪০৮৫৪৫
খুলনা কাউন্টার নাম্বারঃ
- রয়্যাল চত্বর কাউন্টার- ০১৭৩৩-০৩৬০১৫
- সোনাডাঙ্গা বাস স্টেশন কাউন্টার- ০১৭০৯-৬৪২৫৮২
- দৌলতপুর কাউন্টার- ০১৭৩৩-০৩৬০০৮
- নতুন রাস্তা কাউন্টার- ০১৭০৯-৬৪২৫৮৭
- খালিশপুর বাস স্টেশন কাউন্টার- ০১৭০৯-৬৪২৪৮৬
- কাটাখালি কাউন্টার- ০১৭০৯-৬৪২৫৮৩
- গল্লামারি কাউন্টার- ০১৭৩৩-০৩৬০১৯
বাগেরহাট কাউন্টার নাম্বারঃ
- বাগেরহাট বাস স্টেশন কাউন্টার-০১৭৩৩-৩৯৯৮২৭
- ফকিরহাট বাস স্টেশন কাউন্টার- ০১৭০৫-৪০৮৫২৪
মাগুরা কাউন্টার নাম্বারঃ
- মাগুরা বাস স্টেশন কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৮০৪
- ঝিনাইদহ বাস স্টেশন কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৭৯৭
রংপুর কাউন্টার নাম্বারঃ
- রংপুর অফিস ও ম্যানেজার- ০১৭৩৩-৩৯৯৮২২
- রংপুর বাস স্টেশন কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৮০৮
বগুড়া কাউন্টার নাম্বারঃ
- বগুড়া চারমাথা বাস স্টেশন কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৭৯৮
- বগুড়া সাতমাথা কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৮১৫
গাইবান্ধা কাউন্টার নাম্বারঃ
- গোবিন্দগঞ্জ বাস স্টেশন কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৮০৩
- পলাশবাড়ী বাস স্ট্যান্ড কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৮০২
- শঠি বাড়ি বাস স্টেশন কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৮০৭
- সৈয়দপুর বাস স্টেশন কাউন্টার- ০১৭৩৩-৩৯৯৭৯৯
গোল্ডেন লাইন বাস পরিবহন রোড ম্যাপ
গোল্ডেন লাইন বাস পরিবহন উত্তরবঙ্গের মধ্যে খুবই জনপ্রিয় এবং সুপরিচিত একটি
পরিবহন। এই পরিবহনটি বাংলাদেশের ঢাকা থেকে বিভিন্ন রুটে চলাচল করে থাকে। বাসটি
সাধারণত যাত্রীদের এসি এবং নন-এসি পরিষেবা দিয়ে থাকে।
গোল্ডেন লাইন পরিবহনটি
বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ শহরের যাতায়াত করে থাকে। তাহলে চলুন নিচে জেনে নেই,
গোল্ডেন লাইন পরিবহন রোড ম্যাপ সম্পর্কে।
- ঢাকা-কুমিল্লা-ফেনি-চট্রগ্রাম
- ঢাকা-ফরিদপুর-যশোর-খুলনা
- ঢাকা-বরিশাল-পটুয়াখালী-বরগুনা
- ঢাকা-যশোর-বেনাপোল
- ঢাকা-টাঙ্গাইল-সিরাজগঞ্জ-রাজশাহী
- ঢাকা-বগুড়া-রংপুর-দিনাজপুর
এছাড়াও গোল্ডেন লাইন পরিবহনের বাসগুলো ছোট বড় অনেক রুটে চলাচল করে থাকে। আপনারা
চাইলে পরিবহনটির মাধ্যমে গন্তব্যে নিরাপদভাবে যেতে পারেন।
গোল্ডেন লাইন পরিবহনের হেড অফিসের ঠিকানা জানুন
গোল্ডেন লাইন পরিবহনের হেড অফিসে রয়েছে, যার মাধ্যমে সকল কাউন্টারগুলো পরিচালনা
করা হয়ে থাকে।আমাদের জানার সুবিধার্থে গোল্ডেন লাইন পরিবহনের ঠিকানা এবং মোবাইল
নাম্বার গুলো সংগ্রহ করে দিয়েছি। আপনি চাইলে এই ঠিকানায় গিয়ে যোগাযোগ করতে পারেন।
কিংবা আপনি চাইলে নিচে দেওয়া মোবাইল নাম্বারে কল করে সকল তথ্যগুলো জানতে পারেন
এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা ফেসবুক পেজের ঠিকানা নিচে দেওয়া হচ্ছে।
- ঠিকানাঃ Gabtoli Bus Terminal Road
- মোবাইলঃ ০৯৬১৩-০০০৩৩৩
- ফেসবুক পেজঃ https://web.facebook.com/goldenlinebd
- ইমেইলঃ support@goldenlinebd
- ওয়েবসাইটঃ goldenlinebd.com
লেখকের শেষ মন্তব্য
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, গোল্ডেন লাইন বাস পরিবহন সেবা, গোল্ডেন
লাইন পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম, সারা বাংলাদেশের গোল্ডেন লাইন পরিবহনের বাস
কাউন্টারগুলো, গোল্ডেন লাইন পরিবহনের রোড ম্যাপ ইত্যাদি সম্পর্কে। আপনারা যারা
ঘরে বসে টিকিট ক্রয় করতে চাচ্ছেন, সেক্ষেত্রে তাদের ওয়েবসাইট থেকে আপনি ঘরে
বসেই ক্রয় করতে পারবেন।যা উপরিভাগে আলোচ্য অংশটুকুতেই জেনেছেন। আশা করি
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং সহজে বুঝতে পেরেছেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url