গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট
গ্রীন লাইন পরিবহনের মাধ্যমে আপনারা যারা যাতায়াত করতে চাচ্ছেন, কিন্তু আপনার
হাতে সময়ের পরিমাণ খুবই কম, সেক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করতে
চাচ্ছেন? তাহলে এই আর্টিকেলটির মাধ্যমে নিচে জেনে নিতে পারেন, গীন লাইন পরিবহন
অনলাইন টিকিট সম্পর্কে।
গ্রীন লাইন বাস পরিবহন অন্যান্য পরিবহনগুলোর মধ্য অন্যতম একটি পরিবহন। আপনারা
যারা নিরাপদে গন্তব্য পৌঁছাতে চাচ্ছেন, তাহলে এই বাসটিকে ভ্রমণ করতে পারেন।এই
পোস্টের মাধ্যমে জেনে নিন, গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট এবং রোড ম্যাপ
সম্পর্কে।
পোস্ট সূচীপত্রঃ গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট সম্পর্কে জানতে পড়ুন
- গ্রীন লাইন পরিবহন সেবা
- গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট
- গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
- গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট কাটার ওয়েবসাইট
- গ্রীন লাইন বাসের ভাড়া তালিকা
- গ্রীন লাইন পরিবহনের রোড ম্যাপ
- গ্রীন লাইন বাসের কল সেন্টার নাম্বার জানুন
- গ্রীন লাইন পরিবহনের হেড অফিস এড্রেস
- লেখেকের শেষ মন্তব্য
গ্রীন লাইন পরিবহন সেবা
গ্রীন লাইন পরিবহন সেবা অত্যন্ত ভালো মানের, আপনি চাইলে এই পরিবহনটিতে ভ্রমণ করতে
পারেন। গ্রীন লাইন পরিবহন বাংলাদেশের প্রথম পরিবহন যা ঢাকা থেকে কক্সবাজার এবং
চট্টগ্রাম থেকে বেনাপোল এসি স্লিপার কোচ সার্ভিস দিয়ে যাচ্ছে। এছাড়াও গ্রীন
লাইনের পরিবর্তন বাংলাদেশের প্রথমবারের মতো দূরপাল্লার রুটে জার্মানির ম্যান
ব্র্যান্ডের ডাবল ডেকার বাস সার্ভিস চালু করেছে। তাই আপনি চাইলে খুব সহজেই
আরামদায়ক ভাবে, বাসটিতে ভ্রমণের মাধ্যমে গন্তব্য পৌঁছাতে পারেন।
গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট
গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে
সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, এই আর্টিকেলটি শুরু থেকে শেষ
পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে, আশা করি সহজেই জানতে পারবেন। বর্তমানে অনলাইনের
মাধ্যমে সকল যায়গা থেকে গ্রীন লাইন পরিবহনের টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। যার ফলে
আপনি বাসা থেকেই আপনার মূল্যবান সময় নষ্ট না করেই টিকিট ক্রয় করতে পারেন। যদিও অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে
দাম একটু বেশি পড়ে, কেননা সরকারকে ভ্যাট দিতে হয়। গ্রীন
লাইন পরিবহনের এই
https://greenlinebd.com ওয়েবসাইটি থেকে
সহজেই অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেন।
গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানার জন্য প্রায় অনেকে
ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকেন। আজকের এই আর্টিকেলটিন মাধ্যমে খুব সহজেই গ্রীন
লাইন পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম সম্পর্কে আশা করি জানতে পারবেন। আপনি যদি
গ্রীন লাইন পরিবহনের অনলাইনে টিকিট সংগ্রহ করতে চান, তাহলে এই পোস্টটি
আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা পোস্টের প্রশ্নের মাধ্যমে গ্রীন লাইন বাস
পরিবহনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে জেনে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না
করে জেনে নেওয়া যাক, কিভাবে অনলাইনে মাধ্যমে গ্রীন লাইন পরিবহনের টিকিট কাটা
যায়। আপনাদের জানার সুবিধার্থে নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- প্রথমেই আপনার স্মার্টফোন থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। এরপর আপনি সার্চ বারে greenlinebd.com লিখে ক্লিক করুন।
- এরপর আপনি ওয়েবসাইটে প্রবেশ করে কোথায় ভ্রমণ করতে চান নির্দিষ্ট স্থান এবং যে স্থানে যাবেন সিলেক্ট করে দিন।
- তারপর ভ্রমণের নির্দিষ্ট তারিখ সিলেক্ট করুন
- এরপর আপনাকে সিলেক্ট করতে হবে এসি কোচ বা নন এসি কোচ যেটাতে যাবেন।
- এরপর আপনাকে পেমেন্ট অপশন এ গিয়ে বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে বিল পেইড করতে হবে।
- এরপর আপনাকে Procead বাটনে ক্লিক করতে হবে।
- এরপর আপনার মোবাইলে আসা OTP কোড দিতে হবে।
- তারপর আপনার একাউন্টের পিন নাম্বারটি দিতে হবে এরপর প্রসেস বাটনে ক্লিক করতে হবে।
- আপনার টিকিটকি কনফার্ম হয়ে যাবে, তারপর আপনি যে নামে টিকিট কাটবেন সেই নামে Hi এরপর আপনার নাম দিয়ে Your ticket is confirmed দেখাবে এবং আপনাকে একটি পিএনআর নাম্বার দিয়ে দেবে।
- এভাবে আপনি ঘরে বসেই খুব সহজে সময় বাঁচিয়ে গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট ক্রয় করতে পারবেন। আশা করি কিভাবে টিকিট করে কাটবেন সে সম্পর্কে সহজেই বুঝতে পেরেছেন।
গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট কাটার ওয়েবসাইট
গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট কাটার ওয়েবসাইটের সম্পর্কে অনেকেই জানতে চান।
কেননা অনেকেই রয়েছেন না ব্যস্ততার কারণে কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করতে পারেন
না। যার ফলে টিকিট সংগ্রহ করা সম্ভব হয় না। তাই আপনি চাইলে অল্প সময়ে নিচের এই
ওয়েবসাইট গুলোর মাধ্যমে ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারবেন। তাহলে চলুন
ওয়েবসাইট গুলো সম্পর্কে নিচে জেনে নেওয়া যাক।
- shohoz.com
- Paribahan.com
- bdticket.com
- busbd.com
গ্রীন লাইন বাসের ভাড়া তালিকা
বাসের ভাড়া সাধারণত নির্ভর করে থাকি দূরত্বের উপরে। আপনার নিকটস্থ গন্তব্য থেকে
যদি বেশি দূরত্বে ভ্রমণ করতে চান, তাহলে অবশ্যই ভাড়ার পরিমাণ বেশি হবে। এছাড়া
কম দূরত্বে ভ্রমন করতে চাইলে ভাড়ার পরিমাণ কম হবে এটাই স্বাভাবিক। আর এই ভাড়ার
পরিমাণটা জানার জন্য নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই পোস্টের
মাধ্যমে গ্রীন লাইন বাসের ভাড়া তালিকা পূর্ব থেকে জেনে নিতে পারেন।
- ঢাকা থেকে বরিশাল নন-এসি টিকিট মূল্য ৮৫০ টাকা এবং এসি টিকিট মূল্য ১,২০০ টাকা।
- ঢাকা থেকে কুয়াকাটা নন-এসি টিকিট মূল্য ১,২০০ টাকা এবং এসি টিকিট মূল্য ১,৬০০ টাকা।
- ঢাকা থেকে বেনাপোল নন-এসি টিকিট মূল্য ১,০০০ টাকায় এবং এসি টিকিট মূল্য ১,৪০০ টাকা।
- ঢাকা থেকে যশোর Economy টিকিট মূল্য ৯০০ টাকা।
- ঢাকা থেকে সাতক্ষীরা নন-এসি টিকিট মূল্য ১,০০০ টাকা।
- ঢাকা থেকে গলাচিপা নন এসি টিকিট মূল্য ওই ১০০০ টাকা।
- ঢাকা থেকে সিলেটি এসি টিকিট মূল্য ১,৪০০ টাকা।
- ঢাকা থেকে চিটাগাং DD-UPPER টিকিট মূল্য ১,৬০০ টাকা।
- ঢাকা থেকে রাঙ্গামাটি এসি টিকিট মূল্য ১,৭০০ টাকা।
- ঢাকা টু কক্সবাজার Economy টিকিট মূল্য ১,৫০০ টাকা, এবং এসি টিকিট মূল্য ২,০০০ টাকা, DD-UPPER টিকিট মূল্য ২২০০ টাকা এবং স্লিপার টিকিট মূল্য ২৫০০ টাকা।
বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বিভিন্ন জেলাতে গ্রীন লাইন পরিবহন এভাবেই সেবা
প্রদান করে থাকে। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে ভাড়ার পরিবর্তন হতে।
সেক্ষেত্রে ভ্রমণ করার জন্য অবশ্যই যাচাই-বাছাই করে নিতে পারেন। নিচে গ্রীন লাইন
বাসের কল সেন্টার নাম্বার উল্লেখ করে দেওয়া হচ্ছে।
গ্রীন লাইন পরিবহনের রোড ম্যাপ
গ্রীন লাইন পরিবহন আপনাদের জন্য নিরাপদ একটি পরিবহন হতে পারে। বাসটিতে হাজার
হাজার যাত্রী যাতায়াত করে থাকেন। কিন্তু প্রায় অনেকেই রোডম্যাপ সম্পর্কে ধারণা
রাখেন না। তাহলে চলুন আজকে এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন,
গ্রীন লাইন পরিবহনের রোড ম্যাপ সম্পর্কে।
- ঢাকা-চট্টগ্রাম-ঢাকা
- চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম
- চট্টগ্রাম-বেনাপোল-চট্টগ্রাম
- ঢাকা-কক্সবাজার-ঢাকা
- ঢাকা-টেকনাফ-ঢাকা
- ঢাকা-সিলেট-ঢাকা
- ঢাকা-খুলনা-ঢাকা
- ঢাকা-বেনাপোল-ঢাকা
আপনারা যারা গ্রীন লাইন পরিবহনের মাধ্যমে বিভিন্ন স্থানে যাতায়াত করতে চাচ্ছেন।
আপনারা যারা গ্রীনলাইন পরিবহনের মাধ্যমে ভ্রমণ করতে চাচ্ছেন, তারা তাতের
ওয়েবসাইট থেকে টিকিট ক্রয় করতে পারেন। এছাড়া আপনি চাইলে সরাসরি কাউন্টার থেকেও
টিকিট কাটতে পারেন।
গ্রীন লাইন বাসের কল সেন্টার নাম্বার জানুন
গ্রীন লাইন বাসের কল সেন্টার নাম্বার জানার জন্য অনেকেই অনলাইনে মাধ্যমে
খোঁজাখুঁজি করে থাকেন। আজকের এই পোস্টের মাধ্যমে আশা করি আপনারা জেনে নিতে
পারবেন। গ্রীন লাইন পরিবহনের হেড অফিসের সাথে যেকোনো প্রয়োজনে কথা বলার জন্য
যারা কল সেন্টার অনুসন্ধান করেন, তাদেরকে জানার সুবিধার্থে গ্রীন লাইন বাসের হট
লাইন নাম্বারগুলো নিচে জেনে নিতে পারেন।
টেলিফোন নাম্বারঃ
+৮৮০২৮৩৩১৩০২
+৮৮০২৮৩৩১৩০৪
গ্রীন লাইন পরিবহনের হেড অফিস এড্রেস
গ্রীন লাইন পরিবহনের হেড অফিস এড্রেস সম্পর্কে জানার জন্য অনেকেই ইচ্ছে পোষণ
করেন। গ্রীন লাইন পরিবহন প্রতিদিন হাজার হাজার যাত্রীকে সেবা প্রদান করে থাকেন।
যারা গ্রীন লাইন পরিবহনের হেড অফিস অনুসন্ধান করেন, আপনাদের জানার জন্য নিচে
উল্লেখ করে দেওয়া হচ্ছে।
৯/২,সার্কুলার রোড, মোমেন বাগ, রাজারবাগ, ঢাকা- ১২১৭
টেলিফোন নাম্বারঃ +৮৮০২৮৩১৫৩৮০
ফ্যাক্স নাম্বারঃ +০৮৮-০২-৮৩৫০০০৩
ইমেইলঃ greenline2009@gmail.com
লেখেকের শেষ মন্তব্য
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, গ্রীন লাইন পরিবহনের অনলাইন টিকিট
কাটার নিয়ম, গ্রীন লাইন পরিবহনের অনলাইন টিকিট, যেসব ওয়েবসাইটের মাধ্যমে গ্রীন
লাইনের টিকিট কাটা যাবে, গ্রীন লাইন পরিবহনের ভাড়ার তালিকা, গ্রীন লাইন পরিবহনের
কল সেন্টার এবং হেড অফিস ইত্যাদি সম্পর্কে। আপনারা যারা অনলাইনের মাধ্যমে টিকিট
কাটবেন অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে ক্রয় করে নিতে পারবেন, যা আমরা ইতিমধ্যে উপরে
আলোচনা করেছি। আশা করি উপরের আলোচ্য অংশটুকু মনযোগ সহকারে পড়েছেন এবং সহজেই বুঝতে পেরেছেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url