যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া
যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে আপনি কি জানতে চাচ্ছেন? তাহলে এই
আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। প্রায় অধিকাংশ মানুষ রয়েছেন, যশোর টু খুলনা
ভ্রমণ করতে চান, তবে সময়সূচী ও ভাড়া সম্পর্কে ধারণা রাখেন না। তাহলে এই পোস্টে
জেনে নিতে পারেন।
যশোর টু খুলনা ট্রেনের মাধ্যমে চলাচল করলে, অবশ্যই আপনার সময়সূচী সম্পর্কে জেনে
রাখা জরুরী। এবং ভাড়া কেমন সে সম্পর্কেও জানাজা গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলটি শুরু
থেকে শেষ পর্যন্ত পড়লে, যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জেনে
নিতে পারবেন।
পোস্ট সূচীপত্রঃ যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী জানতে পড়ুন
যশোর টু খুলনা যে ট্রেনগুলো চলাচল করে
যশোর টু খুলনা যে ট্রেনগুলো চলাচল করে, সে সম্পর্কে জানাটা আপনার জন্য খুবই
জরুরী। যশোর টু খুলনা যে ট্রেনগুলো যাতায়াত করে সে সম্পর্কে জানার জন্য প্রায়
অধিকাংশ মানুষ গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, এই
আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে, যাশোর থেকে খুলনাতে যে ট্রেনগুলো চলাচল
করে সেগুলো সম্পর্কে জেনে নিতে পারবেন।
প্রথমেই আপনাকে জানতে হবে যশোর থেকে খুলনা যে ট্রেনগুলো চলাচল করে এবং ট্রেনের
নাম সম্পর্কে। কেননা যে ট্রেনগুলো চলাচল করে এবং তার নাম ও সময়সূচী সম্পর্কে
জানতে পারলে আপনার ভ্রমণ সহজ হয়ে যাবে। যশোর টু খুলনা বর্তমানে বেশ কয়েকটি
আন্তঃনগর এবং মেইল ট্রেন চলাচল করে থাকে। সেক্ষেত্রে আপনার জন্য আন্তঃনগর এবং
মেইল
ট্রেনগুলোর নাম সম্পর্কে জানাটা জরুরী। তাহলে চলুন জেনে নেওয়া যাক, যশোর টু খুলনা
রুটে আন্তঃনগর এবং মেইল ট্রেনের নাম সময়সূচী ও ভাড়া সম্পর্কে।
আন্তঃনগর ট্রেনের নামসমূহ
ক্রমিক নং | যশোর টু খুলনা যে ট্রেন গুলো চলাচল করে |
---|---|
০১ | কপোতাক্ষ এক্সপ্রেস(৭১৬) |
০২ | সুন্দরবন এক্সপ্রেস(৭২৬) |
০৩ | রূপসা এক্সপ্রেস(৭২৮) |
০৪ | সীমান্ত এক্সপ্রেসস(৭৪৮) |
০৫ | সাগরদারি এক্সপ্রেস(৭৬২) |
০৬ | চিত্রা এক্সপ্রেস(৭৬৪) |
মেইল ট্রেনের নামসমূহ
ক্রমিক নং | যে ট্রেন গুলো চলাচল করে |
---|---|
০১ | মহানন্দা এক্সপ্রেস(১৬) |
০২ | রকেট এক্সপ্রেস(২৪) |
০৩ | নকশিকাথা এক্সপ্রেস(২৬) |
০৪ | বেনাপোল কমিউটার(৫৪) |
যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী
যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী সম্পর্কে জানার জন্য প্রায় অনেকেই ইন্টারনেটে
খোঁজাখুঁজি করে থাকেন। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে যশোর টু খুলনা ট্রেনের
সময়সূচী সম্পর্কে যাবতীয় তথ্যগুলো জেনে নিতে পারবেন। আপনারা ইতিমধ্যে উপরে
জেনেছেন যে, যশোর টু খুলো রুটে কোন ট্রেনগুলো চলাচল করে থাকে। এখন আমরা এই
পোস্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবো যশোর থেকে খুলনা ট্রেনের সময়সূচী সম্পর্কে।
আপনারা যারা যশোর থেকে খুলনাতে ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চাচ্ছেন, অবশ্যই
ট্রেনের সময়সূচী সম্পর্কে জানা উচিত। আপনাদের জানার সুবিধার্থে নিচে আন্তঃনগর এবং
মেইল ট্রেনের সময়সূচী নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।চলুন তাহলে নিচে জেনে নেই।
আন্তঃনগর ট্রেনের সময়সূচী
ক্রমিক নং | ট্রেনের নাম | ছেড়ে যাওয়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
---|---|---|---|---|
০১ | কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন(৭১৬) | ৭ঃ০৫ PM | ৮ঃ২৫ PM | শুক্রবার |
০২ | সুন্দরবন এক্সপ্রেস ট্রেন(৭২৬) | ২ঃ৩৫ PM | ৩ঃ৫০ PM | বুধবার |
০৩ | রূপসা এক্সপ্রেস ট্রেন(৭২৮) | ৫ঃ০৭ PM | ৬ঃ২০ PM | বৃহস্পতিবার |
০৪ | সীমান্ত এক্সপ্রেসস ট্রেন(৭৪৮) | ২ঃ৫৯ AM | ৪ঃ২০ PM | সোমবার |
০৫ | সাগরদারি এক্সপ্রেস ট্রেন(৭৬২) | ১০ঃ৩৯ AM | ১২ঃ১০ PM | সোমবার |
০৬ | চিত্রা এক্সপ্রেস ট্রেন(৭৬৪) | ৩ঃ৪৪ AM | ৫ঃ০০ AM | রবিবার |
উপরে উল্লেখিত আন্তঃনগর ট্রেনের সময়সূচী সম্পর্কে আপনারা জানতে পারলেন। এখন
আপনারা নিচে মেইল ট্রেনের সময়সূচী সম্পর্কে সহজেই জেনে নিতে পারবেন। যশোর খেকে
খুলনাতে মেইল এক্সপ্রেস ট্রেনগুলোতে ভাড়ার পরিমাণ কম হওয়াতে প্রায় অধিকাংশ মানুষ
এই ট্রেনে চলাচল করে থাকে। চলুন জেনে নেওয়া যাক মেইল ট্রেনের সময়সূচী সম্পর্কে।
মেইল ট্রেনের সময়সূচী
ক্রমিক নং | ট্রেনের নাম | ছেড়ে যাওয়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
---|---|---|---|---|
০১ | মহানন্দা এক্সপ্রেস(১৬) | ২ঃ৪০ PM | ৪ঃ৪০ PM | নাই |
০২ | রকেট এক্সপ্রেস ট্রেন(২৪) | ১০ঃ২৫ PM | ১১ঃ৪৫ PM | ছুটি নেই |
০৩ | নকশিকাথা এক্সপ্রেস(২৬) | ৮ঃ০০ PM | ১০ঃ০০ PM | নাই |
০৪ | বেনাপোল কমিউটার(৫৪) | ৪ঃ৪৪ PM | ৬ঃ১০ PM | নাই |
যশোর থেকে খুলনা ট্রেনের ভাড়া
যশোর থেকে খুলনা ট্রেনের ভাড়া কেমন, সে সম্পর্কে জানার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ
করেন। কেননা যশোর টু খুলনা যাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ ট্রেনের ভাড়া সম্পর্কে
ধারণা রাখেন না। আর সেজন্য অনলাইনের মাধ্যমে অনুসন্ধান করেন। তাই আপনাদের জানার
জন্য যশোর থেকে খুলনা ট্রেনের ভাড়া সম্পর্কে নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
যশোর টু খুলনা ট্রেনের ভাড়া
ক্রমিক নং | আসনের নাম | ভাড়ার পরিমাণ |
---|---|---|
০১ | শোভন | ৬০ টাকা |
০২ | শোভন চেয়ার | ৭০ টাকা |
০৩ | প্রথম সিট | ৯৫ টাকা |
০৪ | স্নিগ্ধা সিট | ১৩৩ টাকা |
০৫ | এসি সিট | ১৫৬ টাকা |
যশোর টু খুলনার স্টপেজ স্টেশনসমূহ
যশোর থেকে খুলনা যাত্রাপথে বেশ কয়েকটি স্টপেজ স্টেশন রয়েছে। ভ্রমণকালে করার
ক্ষেত্রে যাত্রীরা সেই স্টপেজ স্টেশনগুলোতে ওঠানামা করে থাকে। তাহলে চলুন নিচে
জেনে নেওয়া যাক, সেই গুরুত্বপূর্ণ স্টপেজ কোনগুলো সেগুলো আপনাদের জানার
সুবিধার্থে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- যশোর জংশন
- নওয়াপাড়া
- দৌলতপুর
- খুলনা
যশোর থেকে ট্রেনে খুলনা যেতে কত সময় লাগে
যশোর থেকে ট্রেনের মাধ্যমে যারা খুলনাতে যেতে চান, সেক্ষেত্রে কত সময় লাগে সে
সম্পর্কে প্রশ্ন থেকে যায়। যশোর থেকে খুলনা রুটে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে
থাকে। এই ট্রেনগুলোর মাধ্যমে খুলনাতে পৌঁছাতে কত সময় লাগে নিচে উল্লেখ করে দেওয়া
হচ্ছে।
- যশোর রেলওয়ে স্টেশন থেকে খুলনা রেলওয়ে স্টেশনে যেতে সময় লাগে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট থেকে ২ ঘন্টার মতো। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সময় কিছুটা কমবেশি হতে পারে।
অনলাইন টিকিট এবং অন্যান্য তথ্য
ব্যস্ততার কারণে প্রায় অনেকেই অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করতে চান। সেক্ষেত্রে
আপনি বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট ক্রয় করতে
পারবেন। এছাড়াও আপনি চাইলে স্থানীয় রেলওয়ে স্টেশন থেকে টিকিট নিতে পারবেন। তবে
অবশ্যই ভ্রমণের আগে সময়সূচী ও টিকিটের প্রাপ্যতা যাচাই করা উচিত। যশোর থেকে খুলনা
ট্রেন যাত্রা আপনার কাছে আরামদায়ক, নিরাপদ এবং সাশ্রয় মনে হবে।
লেখকের শেষ মন্তব্য - যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী সম্পর্কে
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, যশোর থেকে যে ট্রেনগুলো খুলনাতে চলাচল
করে থাকে, যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী, যশোর থেকে থেকে খুলনা ট্রেনের ভাড়া
ইত্যাদি সম্পর্কে। আপনারা যারা যশোর থেকে খুলনা ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে
চাচ্ছেন, অবশ্যই চলাচলের ক্ষেত্রে ট্রেন নাম, সময়সূচী এবং ভাড়া সম্পর্কে জানাটা
আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
যা ইতিপূর্বে আমরা এই আর্টিকেলটির উপরের আলোচ্য অংশটুকুতে জানাতে সক্ষম
হয়েছি। আশা করি পোস্টি মনোযোগ সহকারে পড়েছেন এবং সহজেই বুঝতে পেরেছেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url