মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ
মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সম্পর্কে আপনারা কি জানতে চাচ্ছেন? তাহলে এই
আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। মানবদেহে বিভিন্ন ধরনের অঙ্গ রয়েছে এবং সেই
অঙ্গের কাজ কি, সেগুলো সম্পর্কে যারা ধারণা রাখেন না, তারা এই পোস্টের মাধ্যমে
নিচে জেনে নিতে পারেন।
মানবদেহের অঙ্গ সম্পর্কে জানা প্রতিটি মানুষের জন্য খুবই জরুরী। কেননা মানব দেহের
কোন অঙ্গের কাজ কি সেই সম্পর্কে জেনে রাখা আপনার জন্য ভালো। কিন্তু সে সম্পর্কে
অনেকেই জানেন না। এই আর্টিকেলটির মাধ্যমে সহজেই নিচে জেনে নিতে পারেন।
পোস্ট সূচীপত্রঃ মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সম্পর্কে জানতে পড়ুন
মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ
মানবদেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ
গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, এই পোস্টটি শুরু থেকে শেষ
পর্যন্ত পড়লে, আশা করি মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সম্পর্কে সহজেই
জানতে পারবেন। মানবদেহে সাধারণত বিভিন্ন ধরনের অঙ্গ রয়েছে, সেগুলো বিভিন্ন রকম
কাজ করে থাকে। আর সেগুলো অঙ্গ সম্পর্কে আজকের এই আর্টিকেলটির মাধ্যমে নিচে
জানিয়ে দেওয়া হবে।
মানবদেহে ৭৫ থেকে ৮০টি অঙ্গ রয়েছে, যেগুলো মানবদেহ পরিচালনা করতে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে থাকে। মানবদেহে যতগুলো অঙ্গ রয়েছে, সেগুলো ভিতরে একটি অঙ্গ যদি
কাজ না করে তাহলে মানবদেহ অচল হয়ে যেতে পারে। তাই প্রতিটি মানুষের উচিত
অঙ্গগুলোকে অচল হয়ে যেতে না দেওয়া। আর সেজন্য প্রতিটি অঙ্গগুলো সম্পর্কে
ভালোভাবে জানতে হবে কোন অঙ্গগুলোর কাজ কি সে সম্পর্কে। তাহলে চলুন মানব দেহের
বিভিন্ন অঙ্গের নাম ও কাজ নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
মস্তিষ্ক-Brain
মস্তিষ্ক প্রতিটি মানুষের মানবদেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। মানুষের এই অঙ্গটি
অচল হয়ে পড়লে, প্রতিটি মানুষের বেঁচে থাকাই কঠিন হয়ে যায়। অঙ্গটিকে সাধারণত
তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক।
- অগ্র-মস্তিষ্ক
- মধ্যে-মস্তিষ্ক
- পশ্চাৎ-মস্তিষ্ক
অগ্র-মস্তিষ্কঃ অগ্র-মস্তিষ্ক আমাদের চিন্তা,চেতনা, ইচ্ছা, কথা বলা, দেহ
নাড়াচাড়া করা, জ্ঞান, স্মৃতি, এছাড়া পেশির কার্যকলাপ ইত্যাদি কাজ করে থাকে।
মধ্যে-মস্তিষ্কঃ মধ্যে-মস্তিষ্ক সাধারণত কোন কিছু দেখা কিংবা শোনার
ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আপনার ব্রেণের অগ্র এবং পশ্চাৎ
মস্তিষ্কের মধ্যে যোগ সূত্র তৈরি করে থাকে।
পশ্চাৎ মস্তিষ্কঃ পশ্চাৎ মস্তিষ্কের কাজ হচ্ছে, দেহের পেশি টান, দেহের
ভারসাম্য রক্ষা, চলাচলের সমন্বয়ে, দৌড়ানো এবং লাফানোর কাজে নিয়ন্ত্রণ করে থাকে।
এছাড়াও খাদ্য গিলে ফেলা, হৃৎপিণ্ড, ফুসফুস ও গলবিল ইত্যাদির কাজ নিয়ন্ত্রণ করে
থাকে।
চোখ-Eye
চোখ মানবদেহের বিভিন্ন অঙ্গ গুলোর মধ্যে অন্যতম একটি অঙ্গ। যা আমাদের বাহির জহতের
দৃশ্য দেখাতে সাহায্য করে। আমাদের এই গুরুত্বপূর্ণ অঙ্গটি অর্থাৎ চোখ মূলত
কনজাংটিভা,কর্নিয়া,আইরিশ,লেন্স বা মনি, কোরয়েড এবং রেটিনা দ্বারা গঠিক হয়েছে। চোখ
খুব সহজেই আলোর উপস্থিতি এবং অনুপস্থিতি পার্থক্য করতে পারে।
মাথার খুলি-Skull
মাথার খুলি আমাদের মুখে আকৃতির গঠনকে ধরে রাখে। এছাড়াও কোনো আঘাত থেকে
মস্তিষ্ককেও রক্ষা করে থাকে। মাথাখুলি ২২টি হাড়ের সমন্বয়ে গঠিত হয়েছে।
কান-Hear
কান প্রতিটি মানুষের মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কানের মাধ্যমে মানুষ
তার আশেপাশের প্রতিটি শব্দ শুনতে পায়।
নাক-Nose
নাক হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য অর্থাৎ শ্বাস-প্রশ্বাস নিয়ে বেঁচে থাকার
গুরুত্বপূর্ণ একটি অঙ্গ।
মূত্রাশয়-Bladder
মানবদেহের অন্যতম একটি অঙ্গ কিডনি রক্তকে পরিশোধিত করে মূত্রের সৃষ্টি করে এবং
সেই মূত্র মূত্রাশয়ে পাঠিয়ে দেয়। মূত্রাশয়ে যদি নির্দিষ্ট পরিমাণ জমা হয়, তাহলে
মস্তিষ্ককে সংকেত দেয়, যার ফলে মূত্রে সৃষ্টি হয়।
হৃৎপিন্ড-Heart
হৃদপিণ্ড ও মানুষের মাঝে এবং বাম দিকে হেলে অবস্থান করে থাকে। মানবদেহের বিভিন্ন
অংশ থেকে কার্বনডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত
হয়ে মানবদেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। হৃৎপিণ্ড মানবদেহে ৭২ বার স্পাম্প করে
থাকে।
শিরা-Vain
শিরা মূলত মানবদেহের বিভিন্ন অংশ থেকে রক্ত বহন করে হৃদপিন্ডে প্রবেশ করিয়ে
থাকে। শিরা অপরিশোধিত রক্ত বহন করে থাকে এবং ফুসফসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত
বহন করে থাকে।
ফুসফুস-Lunch
ফুসফুস এমন একটি অঙ্গ যা প্রতিটি প্রাণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফুসফুস দেহের শ্বাস প্রশ্বাস আদান প্রদান করে থাকে।
পাকস্থলী-Stomach
পাকস্থলী পেশি সংকোচন ও প্রসারণ এর মাধ্যমে খাদ্যবস্তুকে পিসে মন্ডে পরিণত করে।
একজন পূর্ণবয়স্ক মানুষের পাকস্থলী সাধারণত ২ থেকে ৩ লিটারের মতো খাদ্য ধারণ করার
ক্ষমতা রাখে। শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য ও পাকস্থলীতে পরিপাক হয় না। তবে
আমিষ জাতীয় খাদ্য পরিপাক করতে পাকস্থলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যকৃত-Liver
যকৃত যাকে আমরা কলিজা বলে থাকি, যা শরীরে শর্করা নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও
সংক্রামণ প্রতিরোধে করতে সহায়ক ভূমিকা পালন করে এবং দেহের টক্সিন পদার্থগুলো বের
করে দেয়, কোলেস্টরল নিয়ন্ত্রণ করে ও পিত্তরস নিয়ন্ত্রণ করে থাকে।
কিনডি-Kidney
কিডনি দেহের অপ্রয়োজনীয় পদার্থগুলো থেকে বের করে রক্ত পরিশোধ করে এবং অল্মের
ভারসাম্য বজায় রাখে। কিডনি মানুষের শরীরকে স্বচ্ছ এবং সুস্থ রাখতে বিশেষ ভূমিকা
পালন করে। এছাড়াও শরীরের অপ্রয়োজনীয় জল শরীর থেকে বাহির করে দেয়।
হাড়-Bones
হাড় মানব দেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ যা মানুষ বা প্রাণীর কঙ্কাল তৈরি
করে। হাড় দেহের বিভিন্ন অঙ্গ কে সুরক্ষা করে এবং লোহিত এবং শ্বেত রক্ত কণিকা তৈরি
করে। খনিজ পদার্থগুলো জমা রেখে কাঠামো তৈরি করে চলনে সাহায্য করে।
মানব দেহের বিভিন্ন অঙ্গের ছবি
মানব দেহের বিভিন্ন অঙ্গের ছবি দেখার জন্য প্রায় অনেকেই অনলাইনে খোঁজাখুঁজি করে
থাকেন। আপনাদের জানার সুবিধার্থে বা দেখার সুবিধার্থে মানবদেহের বিভিন্ন অঙ্গের
ছবি নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
মানব দেহের অঙ্গ কয়টি
মানব দেহের অঙ্গ কয়টি সে সম্পর্কে অনেকেই জানতে চান।মানবদেহে বিভিন্ন রকমের অঙ্গ
প্রতঙ্গ রয়েছে। কিন্তু সেগুলো সম্পর্কে প্রায় অধিকাংশ মানুষ ধারণা রাখেন না। তাই
পোস্টের মাধ্যমে মানবদেহের অঙ্গ কয়টি সে সম্পর্কে জেনে নিতে পারবেন।মানবদেহের
অঙ্গ হচ্ছে ৭৫-৮০ টি। এই অঙ্গগুলো দ্বারা সাধারণত একটি মানবদেহ গঠিত হয়ে থাকে
এবং
মানব দেহকে বাঁচিয়ে রাখতে এবং পরিচালনা করার জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে।
এই অঙ্গগুলোর ভেতরে যদি কোন একটি অঙ্গ অচল হয়ে যায়, তাহলে মানব দেহ অচল হয়ে
পড়ে। তাহলে চলুন নিচে জেনে নেওয়া যাক মানব দেহের অঙ্গগুলো সম্পর্কে।
- পায়ুপথ
- কৈশিক
- জয়েন্টগুলি
- চামড়া
- ধমনী
- স্নায়ু
- টেন্ডস
- সেরিবেলাম
- যকৃত
- গহ্বর
- প্লীহা
- জিহ্বা
- পরিশিষ্ট
- ডায়াফ্রাম
- অন্ডোকোষ
- শ্বাসযন্ত্র
- ডিম্বাশয়
- অ্যাড্রিনাল গ্রন্থি
- কান
- স্বরযন্ত্র
- খাদ্যনালী
- পেট
- শ্বাসনালী
- মস্তিষ্ক
- চোখ
- লিগামেন্ট
- লিঙ্গ
- স্পাইনাল কর্ড
- থাইমাস গ্রন্থি
- হাড়
- ফ্যালোপিয়ান টিউব
- লিস্ফ নোডস
- অগ্নাশয়
- ক্ষুদ্রান্ত্র
- ইউরেটার্স
- ব্রম্কি
- যৌনাঙ্গ
- বৃহদন্ত্র
- গলবিল
- লালা গ্রন্থি
- মূত্রানালী
- মূত্রাশয়
- গলব্লাডার
- লিস্ফ্যাটিক জাহাজ
- প্লাসেন্টা
- কঙ্কাল পেশী
- জরায়ু
- অস্থি মজ্জা
- হৃদয়
- মুখ
- প্রোস্টেট
- সেমিনাল ভেসিকল
- ভালভা
- বুলবুরেথ্রাল গ্রন্থি
- চুল গুটিকা
- মেসেন্টারি
- পাইনাল গ্রন্থি
- ত্বক নিম্নোস্থ কোষ
- শিরা
- কোলন
- হাইপোথ্যালামাস
- স্তন্যপায়ী গ্রন্থি
- পিটুটারি গ্রন্থি
- দাঁত
- যোনি
- সার্ভিক্স
- ইন্টারন্টিটিয়াম
- নাক
- প্যারাথাইরয়েড গ্রন্থি
- টনছিল
- ভ্যাস ডিফারেন্স
- ভগাঙ্কুর
- কিডনি
- নখ
- মলদ্বার
- টেস্টিস
- ভেস্টিজিয়াল অঙ্গ
মানবদেহে কয়টি হাড় আছে
মানবদেহে কয়টি হাড় আছে, সে সম্পর্কে জানার জন্য অনেক ইচ্ছা পূরণ করেন। এবং
বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করে থাকেন। কিন্তু সঠিক তথ্যটি পান না। এই পোষ্টের
মাধ্যমে আশা করি জেনে নিতে পারবেন। মানব দেহে সাধারণত ২০৬ টি হাড় রয়েছে, যা
মানবদেহে বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে এবং এই হাড়গুলো শরীরের কাঠামো তৈরি করে থাকে।
এছাড়াও দেহের চলন, গঠনে সুরক্ষা দিয়ে থাকে।
মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত
মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত, সে সম্পর্কে আপনারা যারা জানতে চাচ্ছেন, চলুন
তাহলে এই পোষ্টের মাধ্যমে সহজেই জেনে নেওয়া যাক। একজন মানুষের মানব দেহের
স্বাভাবিক তাপমাত্রায় সাধারণ ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৬.৬ ডিগ্রি ফারেনহাইট হয়ে
থাকে।
তবে মানুষভেতে কিছুটা পার্থক্য হতেও পারে। এছাড়াও সময় বা অবস্থানের উপরে
নির্ভর করে তাপমাত্রা পরিবর্তন হতে পারে।
মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি
মানব দেহের বড় অঙ্গ সম্পর্কে অনেকেই ধারণা পেতে চান, মানবদেহের বড় অঙ্গটি হচ্ছে
চামড়া বা ত্বক। এটি একজন মানুষের সামগ্রিক দেহকে সুরক্ষা দেয় এবং দেহকে বাইরের
পরিবেশ থেকে রক্ষা করে থাকে। চামড়া সাধারণত দেহের বাইরে থাকা বিভিন্ন অংশে ছড়িয়ে
থাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সংবেদনশীলতা এবং পানি সংগ্রগে সহায়তা করে থাকে।
লেখকের শেষ মন্তব্য
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ,
মানবদেহের বিভিন্ন অঙ্গের ছবি, মানবদেহে কতগুলো হাড় রয়েছে, মানব দেহের অঙ্গ কতটি
এবং মানবদেহের তাপমাত্রা কত ইত্যাদি সম্পর্কে। আপনারা যারা বিভিন্ন জায়গাতে মানব
দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সম্পর্কে জানার চেষ্টা করেছেন অথচ খুঁজে পাননি।
আশা করি এই আর্টিকেলটি পড়ে সেগুলো খুঁজে পেয়েছেন এবং সহজেই বুঝতে পেরেছেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url