মরক্কো থেকে স্পেন যাওয়ার উপায়
আপনি কি মরক্কো থেকে স্পেন যাওয়ার উপায় এবং দূরত্ব কত কিলোমিটার সে সম্পর্কে
জানতে চাচ্ছেন? তাহলে এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। বাংলাদেশসহ ইন্ডিয়ান
প্রবাসী ভাইদের স্বপ্ন থাকে ইউরোপের দেশ স্পেনে যাওয়ার, কিভাবে যাবেন এই পোস্টের
মাধ্যমে নিচে জেনে নিতে পারেন।
মরক্কো এবং স্পেন দুটি পাশাপাশি এই রাষ্ট্র। যার ফলে বাংলাদেশ এবং ইন্ডিয়ান
প্রবাসীরা ইউরোপের এই দেশটিতে পারি জমানোর জন্য প্রাণপণ চেষ্টা করে থাকেন। আমরা
অনেকেই জানে জানতে চান কিভাবে যাব? তাহলে এই পোস্টের মাধ্যমে মরক্কো থেকে স্পেন
যাওয়ার উপায় জানতে পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ মরক্কো থেকে স্পেন যাওয়ার উপায় জানতে পড়ুন
মরক্কো থেকে স্পেন যাওয়ার উপায়
মরক্কো থেকে স্পেন যাওয়ার উপায় সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে
সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, এই আর্টিকেলটি শুরু থেকে শেষ
পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে, আশা করি মরক্কো থেকে স্পেন যাওয়ার উপায় সম্পর্কে
জানতে পারবেন। আপনারা এই পোস্টের মাধ্যমে মরক্কো থেকে স্পেন যাওয়ার সহজ উপায়
গুলো জেনে নিতে পারবেন।
যারা স্পেন যেতে চাচ্ছেন, তাদের জন্য অনেকটাই উপকারে আসতে পারে। মরক্কো হচ্ছে
আফ্রিকা মহাদেশের একটি স্বাধীন দেশ।মরক্কো থেকে আপনারা যারা ইউরোপের দেশ স্পেনে
যেতে চাচ্ছেন, আপনারা জল, স্থল এবং আকাশ পথে যেতে পারবেন। মরক্কো এবং স্পেনের
নিকটবর্তী দুটি শহর হচ্ছে চেউতা এবং জিব্রাল্টার। চেউতা শহরটি হচ্ছে মরক্কোর
অধিনে
এবং জিব্রাল্টার হচ্ছে স্পেনের অধীনে। মরক্কোর চেউতা শহর থেকে স্পেনে জিব্রাল্টার
শহরের নদীপথের দূরত্ব হচ্ছে মাত্র ৪৩ কিলোমিটার। গত কয়েক বছরের পূর্বে মরক্কো
থেকে বাংলাদেশী, নেপাল,ভাতর,ভুটান প্রবাসীরা চেউতা শহর থেকে স্পেনের জিব্রাল্টার
শহরে প্রবেশ করেন। আর এ জন্য স্পেনের সরকার জিব্রাল্টার দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে
কঠিন নির্দেশনা জারি করেছেন।
বর্তমানে মরক্কো থেকে স্পেনে যাওয়ার ক্ষেত্রে বিশ্বস্ত দালালের সাহায্য নিতে
পারেন। বাংলাদেশের অনেক দালাল পাবেন তাদের মাধ্যমে ভিসা লাগাতে পারেন। এবং তাদের
সাহায্য আপনার স্বপ্নের দেশ স্পেনে যেতে পারেন। আশা করি সহজেই বুঝতে পেরেছেন। রিয়াদ থেকে মক্কা কত কিলোমিটার জানুন।
মরক্কো থেকে স্পেনের দূরত্ব
মরক্কো থেকে স্পেনের দূরত্ব কত কিলোমিটার, সে সম্পর্কে জানার জন্য অনেকেই
ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকেন। আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে মরক্কো
থেকে স্পেনের দূরত্ব কত কিলোমিটার সে সম্পর্কে জানতে পারবেন।
যারা মরক্কো থেকে
স্পেনে যেতে চাচ্ছে দূরত্ব কত কিলোমিটার সে সম্পর্কে ধারণা রাখা খুবই
গুরুত্বপূর্ণ। তাহলে চলুন নিচে জেনে নেওয়া যাক। রোমানিয়া থেকে ফ্রান্স যাওয়ার উপায় জানতে পড়ুন।
- গুগল ম্যাপের তথ্যমতে মরক্কো থেকে স্পেনের দূরত্ব হচ্ছে ১,৩৪১.৭ কিলোমিটার।
মরক্কো থেকে স্পেনে যেতে কত সময় লাগে
মরক্কো থেকে স্পেনে যেতে কত সময় লাগে, সে সম্পর্কে জানার জন্য অনেকেই ইচ্ছে পোষণ
করেন। এবং সময় কেমন লাগবে বা লাগে সে সম্পর্কে জানাটাও জরুরী। তাহলে চলুন আপনাদের
জানার সুবিধার্থে নিচে মরক্কো থেকে স্পেনে যেতে কত সময় লাগে উল্লেখ করে দেওয়া
হচ্ছে।
- গুগল ম্যাপের তথ্য মতে মরক্কো থেকে স্পেনে গাড়িতে যেতে সময় লাগতে পারে ১৫ ঘন্টা ৪৪ মিনিট। যা উপরের ছবিতে দেখানো হয়েছে।
- বিমানের মাধ্যমে আকাশ পথে স্পেনে যেতে সময় লাগবে প্রায় ১ ঘন্টা ৩৫ মিনিটের মতো। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ৫-১০ মিনিট কমবেশি হতে পারে। রোমানিয়া থেকে আমেরিকা যাওয়ার সহজ উপায় জানুন।
মরক্কো থেকে স্পেন যেতে কত টাকা লাগে
মরক্কো থেকে স্পেন যাওয়ার উপায় এবং দূরত্ব সম্পর্কে আমরা ইতিমধ্যে উপরে জানতে
পেরেছি। কিন্তু মরক্কো থেকে স্পেন যেতে কত টাকা খরচ হয় সে সম্পর্কে অনেকেই জানতে
চান। মরক্কো থেকে স্পেন যেতে কত টাকা খরচ হবে সেটা সাধারণত নির্ভর করবে দালালের
উপরে। কেননা মরক্কো থেকে স্পেন যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে দালালের শরণাপন্ন
হতে হবে।
ইউরোপের দেশ স্পেনে যাওয়ার ক্ষেত্রে একেক দালাল একেক রকম টাকা নিয়ে থাকে। কারো
ক্ষেত্রে ৪ থেকে ৫ লক্ষ টাকা লাগে আবার কারো ক্ষেত্রে ৫ থেকে ৬ লক্ষ টাকা লেগে
যায়।দালালের মাধ্যমে মরক্কো থেকে স্পেনে যেতে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে।
কখনোই দালালকে একসাথে সম্পূর্ণ টাকা দেয়ার উচিত নয়। কেননা আপনি সেক্ষেত্রে বড়
ধরনের
ক্ষতির সম্ভাবনায় পড়তে পারেন। কোন দালালকে টাকা দেওয়ার আগে অবশ্যই তার
ব্যাকগ্রাউন্ড গুলো যাচাই বাছাই করে নিতে পারেন। ১মিনিটে জানুন লিবিয়া থেকে ইতালি যেতে খরচ।
লেখকের শেষ মন্তব্য
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে,মরক্কো থেকে স্পেন যাওয়ার উপায়,
মরক্কো থেকে স্পেন কত কিলোমিটার, মরক্কো থেকে স্পেন যেতে কত সময় লাগে এবং মরক্কো
থেকে স্পেন যেতে কত টাকা লাগে ইত্যাদি সম্পর্কে। আপনারা যারা মরক্কো থেকে স্পেন
যাওয়ার সহজ উপায় খুঁজছেন? আশা করি উপরে আলোচনাটি মনোযোগ সহকারে পড়লে সহজেই যাবতীয়
তথ্যগুলো জানতে পারবেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url