পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম
পল্লী বিদ্যুৎ প্রায় বাংলাদেশের প্রতিটি ঘরেই রয়েছে। তবে নতুন কোন কাজের জন্য
কারেন্ট নিতে চাইলে, অবশ্যই মিটারের জন্য আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনারা যারা
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম সম্পর্কে ধারণা রাখেন না, তারা নিচে জেনে
নিতে পারেন।
পল্লী বিদ্যুৎ মিটারের অনেকগুলো সুযোগ ও সুবিধা রয়েছে এবং নতুন নিয়ম কানুনগুলো
যোগ হয়েছে। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে নিচে জেনে নিতে পারবেন, পল্লী বিদ্যুৎ
মিটার আবেদন করার নিয়ম, আবেদন ফরম এবং পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কেমন সে
সম্পর্কে।
পোস্ট সূচীপত্রঃ পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম জানতে পড়ুন
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন
পল্লী বিদ্যুৎ মিটার আবেদনের করার জন্য আপনি অনেকগুলো নিয়ম পাবেন। আপনি ঘরে বসেই
অনলাইন এর মাধ্যমে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করতে পারবেন, দালালের
মাধ্যমে পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করতে পারবেন, তবে দালালের মাধ্যমে আবেদনের
ক্ষেত্রে ঝামেলা হলেও হতেও পারে। এছাড়াও আপনি চাইলে এই পোস্টটির লেখাগুলোর
মাধ্যমেও নিজে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে, কেননা
আপনি কিভাবে এবং কি কারণে মিটার আবেদন করতে চাচ্ছেন, সেই সব তথ্যগুলো সঠিকভাবে
পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে প্রদান করতে হবে। তাহলে চলুন নিচে জেনে নেওয়া যাক,
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন সম্পর্কে।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম, সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ
গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, আজকের এই আর্টিকেলটির
মাধ্যমে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম সম্পর্কে আশা করি সহজেই জেনে নিতে
পারবেন। তবে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে, পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম
সম্পর্কে কিছু ভিন্নতা রয়েছে
অর্থাৎ আলাদা আলাদা নিয়ম রয়েছে।আপনাকে সঠিক নিয়মটি মেনে আবেদন করতে হবে। কেননা
সঠিক নিয়মে আবেদন না করলে আবেদনপত্রটি বাতিল হতে পারে। আবেদন করার জন্য প্রথমে
আপনাকে ওয়েবসাইটে ঢুকে আবেদন ফরম সঠিকভাবে পূরণ করতে হবে। আপনি যদি ধন প্রক্রিয়া
না জানেন তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন। আপনাদের জানার সুবিধার্থে নিচে
উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- প্রথমে আপনার স্মার্টফোনের গুগল ভাউজারে ঢুকে rebps.com প্রবেশ করতে হবে।
- এরপর মিটার আবেদন করার ফরমে আপনাকে ক্লিক করতে হবে। আপনার যাবতীয় তথ্যগুলো সঠিকভাবে দিয়ে পূরণ করতে হবে।
- তারপরে বিদ্যুৎ অফিসের নাম এবং জোনাল অফিস সিরেক্ট করতে হবে।
- আবেদনকারীর স্থায়ী ঠিকানা, আবেদনকারীর নাম, এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার ইত্যাদি সঠিকভাবে দিতে হবে।
আশা করি উপরে উল্লেখিত নিয়মে, পল্লী বিদ্যুৎ মিটার আবেদন খুব সহজেই করতে পারবেন।
পল্লী বিদ্যুৎ মিটার অনুসন্ধান
পল্লী বিদ্যুৎ মিটারের জন্য যারা ইতিমধ্যে আবেদন করেছেন। কিন্তু আপনার মিটার
সম্পর্কে কোন খোঁজ খবর পাচ্ছেন না।তাহলে আপনাকে কষ্ট করে অফিসে না গিয়ে,
অনলাইনের মাধ্যমে সহজেই আপনার মিটার অনুসন্ধান করতে পারবেন।
পল্লী বিদ্যুৎ মিটার অনুসন্ধান করার জন্য আপনি গুগল ক্রমে গিয়ে পল্লী বিদ্যুৎ
মিটার আবেদন অনুসন্ধান লিখলেই প্রথমে তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটটি প্রথমেই
চলে আসবে।
- এই ওয়েবসাইটটিতে আপনাকে www.rebpbs.com প্রবেশ করতে হবে।
- এরপর আপনাকে আবেদনের সময় যে ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বার দেওয়া হয়েছিল। এই দুটি নাম্বার দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিলে সমস্ত তথ্য পাবেন।
- আপনি দেখতে পাবেন আপনার কত তারিখে আবেদন হয়েছিল আপনি কত তারিখে আপনার মিটারটি ডেলিভারি পাবেন। পল্লী বিদ্যুৎ সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনি এই অফিশিয়াল ওয়েবসাইটটির মাধ্যমেই পাবেন।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফরম
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফরম সম্পর্কে সবাই জেনে থাকলেও, প্রায় অনেকেই কিভাবে
ফরম পূরণ করবেন,সে সম্পর্কে ধারণা রাখেন না। আবেদন করার পূর্বে আপনাকে সঠিকভাবে
ফরমটি পূরণ করতে হবে। আর আবেদন ফরমটি পূরণ করতে হলে, অবশ্যই পল্লী বিদ্যুৎ
অফিসিয়াল www.rebpbs.com ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন।কি কি দিয়ে ফরম পূরণ
করতে হয় সেগুলো তথ্য সম্পর্কে নিচে জেনে নিন।
- প্রথমে আবেদন ফরমো প্রবেশ করুন
- যিনি আবেদন করবেন তার বিবরণ দিন
- বিদ্যুৎ সংযোগের স্থানের বিবরণ এবং স্থায়ী ঠিকানা দিন
- পোল থেকে দূরত্ব কত, সে কানেকশনের বিবরণ দিন
- জিওগ্রাফিক তথ্য দিতে হবে
- ডকুমেন্টসগুলো সংযোগ করতে হবে
- যাবতীয় তথ্যগুলো যদি সঠিক থাকে, তাহলে আবেদন সাবমিট করতে হয়।
- এরপর আবেদনের প্রিন্ট কপি করে নিতে হবে
- হাউস ওয়ারিং নিশ্চিত করুন
- আবেদন ফি জমা দিতে হবে
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করতে চাইলে, আপনাকে প্রথমে জমা দিতে হবে। কেননা আপনি
যদি ফি জমা না দেন তাহলে আবেদন সম্পন্ন হবে না। তাই আবেদন করার পর নির্দিষ্ট একটি
ফি পল্লী বিদ্যুৎ অফিসে পাঠিয়ে দিতে হবে। তবে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে ফি
পরিশোধ করতে পারবেন। কিন্তু পল্লী বিদ্যুৎ অফিসে মিটার আবেদন করতে কত ফি দিতে হয়
সে সম্পর্কে অনেকেই জানেন না। আপনি যদি মিটারের ফি জমা দিতে চান, তাহলে মিটারের
ফি ক্যাটাগরি হিসাবে জমা দিতে হবে। আপনি যদি নতুন মিটারের জন্য আবেদন করতে চান,
তবে ফি দিতে হবে ১১৫ টাকা। এছাড়া বিদ্যুৎ খরচ কিলোওয়াট হিসাবে দিতে হবে।
- ২ কিলোওয়াট ৪০০ টাকা
- ২ কিলোওয়াট এর উপরে হলে ৬০০ টাকা
লেখকের শেষ মন্তব্য
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন, পল্লী
বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম, পল্লী বিদ্যুৎ মিটারের অনুসন্ধান এবং পল্লী
বিদ্যুৎ মিটার ফরম ইত্যাদি সম্পর্কে। আশা করি উপরের আলোচ্য অংশটুকু পড়ে পল্লী
বিদ্যুৎ মিটার কিভাবে আবেদন করবেন, সে সম্পর্কে সহজেই বুঝতে পেরেছেন। আর্টিকেলটি
পড়ে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের পাশেই থাকবেন। তাইলে
আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url