কাতার আইডি চেক করার সহজ উপায়
কাতার বিভিন্ন কাজের উদ্দেশ্যে মানুষ বসবাস করে থাকেন। অনেকেই রযেছেন যাদের আইডি
চেক করার প্রয়োজন পড়ে থাকে। কিন্তু কিভাবে চেক করবেন সেই নিয়মটা সম্পর্কে
ধারণা রাখেন না। তাহলে চলুন নিচে কাতার আইডি চেক করার সহজ উপায় সম্পর্কে জেনে
নেই।
কাতারে আপনারা যারা বিভিন্ন ভিসাতে কাজ করছেন। কিন্তু কোম্পানির পক্ষ থেকে বা
কফিল পক্ষ থেকে আইডি কার্ড দিচ্ছে না। কিন্তু আপনার আইডি কার্ডটি হয়েছে কিনা
সেটাও বুঝতে পারছেন না। তাহরে এই পোস্টটি সম্পূর্ণ আপনার জন্য। নিচে কাতার আইডি
চেক করার সহজ উপায় জেনে নিতে পারেন।
পোস্ট সূচীপত্রঃ কাতার আইডি চেক করার উপায় জানতে পড়ুন
কাতার আইডি চেক করার সহজ উপায়
কাতার আইডি চেক করার সহজ উপায় সম্পর্কে জানার প্রায় অধিকাংশ মানুষ গুগলে
অনুসন্ধান করে থাকেন। ভাই আপনাদের জানার সুবিধার্থে, এই আর্টিকেলটি শুরু থেকে শেষ
পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে, আশা করি কাতার আইডি চেক করার সহজ উপায় সম্পর্কে
জেনে নিতে পারবেন। কাতারে কাজের জন্য বসবাসরত প্রায় অনেকেই রয়েছেন যাদের আইডি
চেক করার প্রয়োজন পড়ে।
কিন্তু কোম্পানি বা কফিল কর্তৃক আইডি পায় না। আর তাই আপনার আইডি তৈরি হয়েছে কিনা
সেটার সহজ উপায় জানতে নিচে পড়ুন।
- অনলাইনের মাধ্যমে আপনার আইডি চেক করার জন্য প্রথমে ইন্টারনেট সংযোগ চালু করতে হবে।
- আপনার স্মার্টফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে সহজেই করতে পারবেন।
- আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করুন।
- এরপর আপনি সার্চবারে গিয়ে MOI Qatar লিখে সার্চ করতে পারেন।
- তারপরে আপনার সার্চ বারে আসা প্রথম ওয়েবসাইটটি অর্থাৎ MOI Qatar- Visa Inquiry & Printing এ প্রবেশ করতে হবে।
- এছাড়া আপনি যদি চান তবে, সরাসরি সার্চ বারে গিয়ে https://portal.gov.qa লিখলে এই সাইটে চলে আসতে পারবেন।
- ওযেবসাইটে প্রবেশ করার পর থ্রী ডটে ক্লিক করে Desktop Site অন করে নিতে হবে।
- আরবি লেখাগুলো যদি আপনাকে কোন রকম বুঝতে সমস্যা হয়, তাহলে উপরে থেকে ENGLISH অপশনটিতে ক্লিক করে, সব লেখাগুলো ইংরেজি করতে পারেন। সরাসরি ওয়েবসাইটটিতে ঢুকতে এখানে ক্লিক করতে পারেন।
- এখানে যে মেনু অফশনগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো থেকে Inquiry অফশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর আরেকটি পেজ চলে আসবে, তারপর সেখান থেকে বাম পাশে Others Inquires অফশনে ক্লিক করতে হবে।
- এরপর নতুন পেজ চলে আসবে এবং Official Document এ ক্লিক করতে হবে।
- তাহলে দেখতে পাবেন আপনার সামনে একটি ফরম ওপেন হবে।
- এরপর QID Number ঘরে আপনার পুরাতন আইডি নাম্বারটি বসিয়ে ক্যাপচাটি পূরণ করে নিতে সার্চ অপশনটিতে ক্লিক করতে হবে।
- তাহলে আপনি সাথে সাথে কাতার আইডি তথ্য ও এক্সপায়ারডেট সহ বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
লেখকের শেষ মন্তব্য - কাতার আইডি চেক করার সহজ উপায় সম্পর্কে
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, কাতারে যেসব প্রবাসীরা কোনো কোম্পানির
আন্ডারে কাজ করে থাকে সেক্ষেত্রে প্রবাসী ভাইদের আইডির প্রয়োজনে তারা কোম্পানির
কাছ থেকে পায় না। এই আর্টিকেলটির মাধ্যমে আশা করি সহজেই জেনে নিতে পারলেন। কিভাবে
কাতার আইডি চেক করা যায় তার উপায় সম্পর্কে। তবে আপনাদের যদি বুঝতে কোন সমস্যা
হয়, তাহলে কমেন্ট করে জানাতে পারেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url