কাতারের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা
কাতারে বাংলাদেশের অসংখ্য প্রবাসী বসবাস করছেন এবং অনেকেই দেশটিতে যেতে চাচ্ছেন।
সেক্ষেত্রে কাতারের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে জানাটা খুবই জরুরী।
কেননা দেশটির টাকার মান অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে পরিবর্তন হয়ে থাকে।
কাতারে যেসব বাঙালি বসবাস করছেন কিংবা যারা কাজ অথবা ভ্রমণের উদ্দেশ্যে যেতে
চাচ্ছেন, যাওয়ার পূর্বে কাতারের টাকার মান কত, সে সম্পর্কে জেনে যাওয়া
উচিত।প্রবাসীরা দেশে পাঠাতে সঠিক রেট, জানাটা যেমন জরুরী ঠিক ভ্রমণের ক্ষেত্রেও
জানাটা গুরুত্বপূর্ণ। তাহলে চলুন নিচে জেনে নেওয়া যাক যাবতীয় তথ্যগুলো সম্পর্কে।
পোস্ট সূচীপত্রঃ কাতারের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা জানতে পড়ুন
- কাতারের এক টাকা বাংলাদেশের কত টাকা
- কাতার ১ রিয়াল বাংলাদেশের কত টাকা
- কাতার ১ দিরহাম সমান বাংলাদেশের কত টাকা
- কাতারের টাকার মান কত জানুন
- FAQ'S
- কাতারের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা?
- কাতার ১ রিয়াল কত টাকা ভারতে?
- কাতারের মুদ্রার নাম কি?
- কাতারের ৫০ দিরহাম বাংলাদেশের কত টাকা?
- কাতার ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা?
- লেখকের শেষ মন্তব্য
কাতারের এক টাকা বাংলাদেশের কত টাকা
কাতারের এক টাকা বাংলাদেশের কত টাকা, সে সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ
গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, আজকের এই আর্টিকেলটির
মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন। মধ্যপ্রাচ্যর সকল দেশে বর্তমানে প্রায় ২৮ লক্ষর
বেশি প্রবাসী বসবাস করে থাকেন। দিনে দিনে প্রবাসীর সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে। যার
ফলে প্রবাসীরা
প্রতিনিয়তই বাংলাদেশে বৈদেশিক মূদ্রা অর্জনে সাফল্য এনে দিচ্ছেন। প্রতিটি দেশেই
টাকার মান পরিবর্তিত হয়ে থাকে। যেসব প্রবাসীরা কাতার থেকে বাংলাদেশের টাকা
পাঠাতে চান, সেক্ষেত্রে টাকার মান কত,সে সম্পর্কে আপডেট তথ্য জেনে রাখাটা খুবই
জরুরী।আজকে রেট অনুযায়ী বর্তমানে কাতার এক টাকা সমান বাংলাদেশের ৩২.৭২ টাকা। কানাডা টাকার মান কত এবং কানাডা মুদ্রার নাম কি জানুন।
কাতার ১ রিয়াল বাংলাদেশের কত টাকা
কাতার ১ রিয়াল বাংলাদেশের কত টাকা, সে সম্পর্কে জানার জন্য অনেকেই ইন্টারনেটে
খোঁজাখুঁজি করে থাকেন। আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে, আশা করি
কাতার ১ রিয়াল বাংলাদেশের কত টাকা, সে সম্পর্কে যাবতীয় তথ্যগুলো জেনে নিতে
পারবেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে আমরা যদি চলে যাই, তাহলে কাতারের ১ রিয়াল
সমান ছিল ২৮.৮০ টাকা।
এছাড়াও গত পাঁচ বছর পূর্বে কাতারের রিয়াল রেট ছিল ২২.২৩ টাকা। অর্থাৎ কাতারের
অর্থনৈতিক উন্নতি বৃদ্ধি পাওয়ার ফলে টাকার মান ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। তাহলে
চলুন জেনে নেই কাতার ১ রিয়াল বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে। জার্মানির ১ টাকা বাংলাদেশের কত টাকা জানুন।
- কাতার ১ রিয়াল সমান হচ্ছে বাংলাদেশের ৩২.৭২ টাকা।
কাতার ১ দিরহাম সমান বাংলাদেশের কত টাকা
কাতার ১ দিরহাম সমান বাংলাদেশের কত টাকা, সে সম্পর্কে অনেকেই জানার জন্য আগ্রহ
প্রকাশ করেন। একটা বিষয় জেনে রাখা উচিত যে, বাংলাদেশের মুদ্রাকে যেমন টাকা বলা
হয় তেমনি কাতারের মুদ্রাকে দিরহাম বলা হয়। তবুও অনেকেই রয়েছেন তারা ১ দিরহাম
সমান বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে জানতে চায়। তাহলে চলুন কাতার ১ ডিরহাম সমান
বাংলাদেশের কত টাকা, সে সম্পর্কে নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
- কাতারের ১ দিরহাম সমান বাংলাদেশের হচ্ছে ৩২.৭২ টাকা। দুবাই টাকার রেট বিকাশ এবং দুবাই ১ দিরহাম সমান কত টাকা জেনে নিতে পারেন।
কাতারের টাকার মান কত জানুন
কাতারে টাকার মান কত যারা কাতারে রয়েছেন কিংবা দেশটিতে যেতে চাচ্ছেন, যাওয়ার
পূর্বে অবশ্যই জেনে নেওয়া উচিত কাতারে টাকার মান সম্পর্কে। কেননা দেশে টাকা
পাঠানোর ক্ষেত্রে টাকার মান সম্পর্কে না জানলে, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা
থাকবে। এছাড়াও দেশটিতে ভ্রমণের জন্য টাকা এক্সচেঞ্জ করার ক্ষেত্রে হলেও মান
জানাটা প্রয়োজন। তাই চলুন নিচে কাতারের টাকার মান সম্পর্কে আপনাদের জানার
সুবিধার্থে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
কাতারে টাকার মান কত
ক্রমিক নং | কাতার রিয়াল বা দিরহাম | বাংলাদেশের টাকা |
---|---|---|
০১ | ১ রিয়াল | ৩২৭২ টাকা |
০২ | ৫০ রিয়াল | ১,৬৩৬ টাকা |
০৩ | ১০০ রিয়াল | ৩,২৭২ টাকা |
০৪ | ৫০০ রিয়াল | ১৬,৩৬০ টাকা |
০৫ | ১,০০০ রিয়াল | ৩২,৭২০ টাকা |
০৬ | ১,৫০০ রিয়াল | ৪৯,০৮০ টাকা |
FAQ'S
কাতারের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা?
- কাতারের ১০০ টাকা বাংলাদেশের হচ্ছে টাকা
কাতার ১ রিয়াল কত টাকা ভারতে?
- কাতার ১ রিয়াল ভারতে হচ্ছে ২৩.২১ রুপি।
কাতারের মুদ্রার নাম কি?
- কাতারের মুদ্রার নাম হচ্ছে দিরহাম।
কাতারের ৫০ দিরহাম বাংলাদেশের কত টাকা?
- কাতারের ৫০ দিরহাম বাংলাদেশের হচ্ছে ১, ৬৩৬ টাকা
কাতার ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা?
- কাতার ১ টাকা সমান বাংলাদেশের হচ্ছে ৩২.৭২ টাকা।
লেখকের শেষ মন্তব্য
উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে, কাতারের এক টাকা সমান বাংলাদেশের কত
টাকা, কাতারে ১ রিয়াল বাংলাদেশের কত টাকা, কাতার ১ দিরহাম বাংলাদেশের কত টাকা
হয় এবং কাতারে টাকার মান কত ইত্যাদি সম্পর্কে। আপনারা যারা কাতার থেকে চাচ্ছেন
কিংবা দেশটিতে বসবাস করছেন। দেশের টাকা পাঠানোর ক্ষেত্রে হোক কিংবা ভ্রমণ করতে
যাওয়ার জন্য হোক,
টাকা এক্সচেঞ্জ ক্ষেত্রে বা টাকার মান সম্পর্কে জানাটা খুবই জরুরী। টাকার মান
সম্পর্কে জানলে আপনার প্রতারিত হওয়ার কোন সম্ভাবনা থাকবে না। আপডেট তথ্যগুলো
জানতে আমাদের ওয়েবসাইটের পাশেই থাকতে পারেন।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url