সিঙ্গাপুর আইপি চেক করার উপায়
সিঙ্গাপুর কাজের জন্য প্রায় অধিকাংশ মানুষ বসবাস করেন। সেক্ষেত্রে আপনি কি
সিঙ্গাপুর আইপি চেক করতে চাচ্ছেন? কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না? তাহলে এই
আর্টিকেলটি আপনার জন্য। খুব সহজেই সিঙ্গাপুর আইপি চেক করার উপায় জেনে নিতে
পারবেন।
সিঙ্গাপুর কাজের উদ্দেশ্যে বসবাস করলেও অনেকে সিঙ্গাপুর আইপি চেক করতে পারেন না।
এই পোস্টের মাধ্যমে নিচে জেনে নিতে পারেবেন, আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে
কিভাবে সহজে সিঙ্গাপুর আইপি চেক করবেন সে সম্পর্কে।
পোস্ট সূচীপত্রঃ সিঙ্গাপুর আইপি চেক সম্পর্কে জানতে পড়ুন
সিঙ্গাপুর আইপি চেক করার উপায়
সিঙ্গাপুর আইপি চেক করার উপায় সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে
অনুসন্ধান করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, এই আর্টিকেলটি শুরু থেকে শেষ
পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে, আশা করি সিঙ্গাপুর আইপি চেক করার উপায়সমূহ সম্পর্কে
জেনে নিতে পারবেন। সিঙ্গাপুর কাজের উদ্দেশ্যে আপনারা যারা দেশটিতে বসবাস করছেন
নিচে জেনে নিন কিভাবে আইপি চেক করতে পারেন সে সম্পর্কে।
- সিঙ্গাপুর আইপি চেক করার জন্য, প্রথমে আপনাকে মোবাইল অথবা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দিতে হবে।
- এরপর আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে গিয়ে লিখতে পারেন www.mom.gov.sg
- তারপর Inter বাটনটিতে ক্লিক করুন।
- এরপর নিচে এরকম একটি পেজ দেখতে পাবেন।
- এখন আপনাকে Work Passes ক্লিক করে তার নিচে work Permit For Migrant Worker ক্লিক করতে হবে।
- তারপর নিচে পরের যে পেজটি দেখতে পাবেন তার একেবারে নিচে Check Work Pass And Application Status এ ক্লিক করুন।
- নিচের এমন পেজটি দেখতে পাবেন
- এখানে আপনাকে Check Work Pass and Application Status ক্লিক করে দিন।
মোবাইল দিয়ে সিঙ্গাপুর আইপি চেক করার উপায়
আপনারা যারা মোবাইলের মাধ্যমে সিঙ্গাপুর আইপি চেক করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে
করবেন সেই সম্পর্কে বুঝতে পারছেন না। তাহলে এই পোস্টের মাধ্যমে খুব সহজেই জেনে
নিতে পারবেন। চলুন তাহলে নিচে জেনে নেয়া যাক।
- আপনি মোবাইল দিয়ে সিঙ্গাপুর আইপি চেক করতে চাইলে আপনি এখানে ক্লিক করতে পারেন।
- সিঙ্গাপুর আইপি চেক করতে ভাষাটি সিলেক্ট করে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
- এর পরের পেজে আপনাকে start এ ক্লিক করতে হবে।
- এরপর নিচের এই পেজটি দেখতে পাবেন।
- এই পেজে আপনাকে সঠিক জন্ম তারিখ লিখতে হবে
- এরপর দেখতে পাচ্ছেন পরের ঘরে সেখানে Foreign Identification Number FIN সিলেক্ট করে সেখানে আপনার FIN নাম্বারটি বসাতে হবে।
- আপনারা এখনো সিঙ্গাপুরে যাননি তবে পাসপোর্ট নাম্বার সিলেক্ট করে পাসপোর্ট নাম্বারটি লিখতে পারেন।
- এরপর আপনি I am not a robot অফশনটিতে টিক দিয়ে Submit এ ক্লিক করুন।
- এখানে আপনার সিঙ্গাপুর স্ট্যাটাসহ যাবতীয় সকল তথ্যগুলো দেখতে পাবেন। এছাড়া আপনি চাইলে পেইজের ডান পাশে থাকা pdf ডাউনলোড করুন অপশনটিতে ক্লিক করে সকল তথ্য ডাউনলোড করে নিতে পারেন। সিঙ্গাপুর কোন কাজের বেতন কত টাকা জানতে পড়ুন।
লেখকের শেষ মন্তব্য - সিঙ্গাপুর আইপি চেক করার উপায় সম্পর্কে
উপরোক্ত আলোচনার মাধ্যমে সহজেই জানতে পারলেন যে, সিঙ্গাপুর আইপি চেক করার উপায়,
মোবাইলের মাধ্যমে কিভাবে সিঙ্গাপুর আইবি চেক করবেন তার উপায় সম্পর্কে। আপনারা
যারা সিঙ্গাপুর আইপি চেক করার সহজ উপায় সম্পর্কে এর আগে জানতেন না, আজকের এই
আর্টিকেলটির মাধ্যমে আশা করি খুব সহজেই জানতে বা বুঝতে পেরেছেন। এরপরেও আপনাদের
যদি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে কমেন্ট করতে ভুলবেন না।
মাহবুব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url